ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অচল ।মনোয়ারা নামের একজন শ্রমিক আহত ।

Loading

ঢাকা আরিচা মহাসরকে প্রায় তিন ঘন্টা অচল । ঢাকা সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ি ভাংচুর । মনোয়ারা নামের একজন শ্রমিক আহত ।

আজ সকাল ৮টার দিকে আমিন বাজার সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাঁশে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর সামনে এ ঘটনা ঘটে ।

সকালে শ্রমিক বহনকারী একটি গাড়ি ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ সামনে এসে শ্রমিক গাড়ি থকে নামানোর সময় ,পেছন থেকে আসা ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের একটি গাড়ি থেমে থাকা শ্রমিক বহন কারী গাড়িটিকে সজোরে ধাক্কাদেয় ,এতে গাড়ির ভিতরে থাকা দুই শ্রমিক সামান্ন আগাত পায় ।

গাড়ি থেকে নেমে মোনোয়ার নামের ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এক শ্রমিক সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ির কাছে এসে ধাক্কা কানো দিলো কথাটি জানতে চাইলে বাক বিতর্কের সৃষ্টি হয় । পরে সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের গাড়ির চালক গাড়িতে থাকা বেলচা দিয়ে মোনোয়ারার আগাত করে , মোনোয়ারা মাটিতে ডলে পরে , সঙ্গে সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের গারিটি পালিয়ে যায় ।

অতপর সাথে সাথে মোনোয়ারাকে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এডমিন ইমরোজ সাহেব ঢাকা সোরোয়ারদি হাস্পাতালে নিয়ে যায় ।

এতে শ্রমিকদের মনে ক্ষোভের সৃষ্টি হয় ।তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে ও উত্তর সিটি কর্পেরেশনের বজ্য অপসারণের দুইটি গাড়িতে ভাংচুর করে ।

অবরোধের কারনে প্রায় তিন ঘন্টা সকল যান চলাচল বন্ধ ছিলো ।

পরে পুলিশ ও ‘এ,কে,এস এর এক কর্মকর্তা জনাব কাশেম সাহেবের আশ্বাসয়ে পিরিস্থিতি নিয়ত্রনে আসে ।

মোঠো ফোনে ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিঃ এর এডমিন ইমরোজ সাহেব এর কাছে যানা যায় মোনোয়ার এখন সম্পরন সুস্থ আছেন ।