চাল-চিনির পর এবার বেড়েছে আটা ও ময়দার দাম। প্রতিকেজিতে বেড়েছে যথাক্রমে ১০ টাকা ও ৫ টাকা পর্যন্ত।
শুক্রবার (১৭ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
দাম বাড়ার তালিকায় এবার যোগ হলো আটা ও ময়দা। সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটা-ময়দার দাম।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ১০ টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়; আর প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা আটা ৪২ থেকে ৪৫ এবং প্যাকেটজাত আটা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে এ দাম। প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। মূলত পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।