আশরাফ হোসেন পল্টু ,মাগুরা: মাগুরা জেলার ৪টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ৩৬টি ইউনিয়নে করোনা টিকার শতভাগ নিশ্চিত করণের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে একযোগে গণটিকা কর্মসূচি গ্রহণ করা হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না শ্রীপুর উপজেলা সদরের মা ও শিশু কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুÐু, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, এখন পর্যন্ত যারা করোনা টিকার একটি ডোজও গ্রহণ করেননি একমাত্র তাদের জন্যই মূলত এ ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হয়েছে । জেলা ৩৬ টি ইউনিয়নে একযোগে এ টিকা দান কার্যক্রম বাস্তবায়ন করা হয় । স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় জেলা, উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনী প্রথম থেকেই এবিষয়ে নিষ্ঠার সংগে কাজ করে যাচ্ছেন।
শতভাগ ভ্যাক্সিনেশন কর্মসূচি সফল করতে সবাই কে একসাথে মিলে-মিশে কাজ করার আহবান জানান।