নাটোরের চাঞ্চল্যকর বিদ্যুৎ কুমার হত্যা কান্ডের রহস্য উদঘাটন (ভিডিও)

Loading

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর থানাধীন নওফেল উদ্দিন চৌধুরীর ধান,ক্ষেতের পূর্বপাশে গাংগাইল এলাকায় গত ২০/১০/২০২০ ইং তারিখ রাত ৮ ঘটিকার সময় অজ্ঞাতা নামা তিন-চারজন দুস্কৃতিকারীরানৃশংসভাবে অটো চার্জার ভ্যানচালক বিদ্যুৎ কুমার কে হত্যা করে। বিদ্যুৎ কুমারের পিতা শ্রী নির্মল কুমার সরকার বাদী হয়ে ২১/১০/২০২০ইং তারিখেথানায় মামলা দায়ের করেন । মামলা নংথ৫৩ ধারা ৩৯৪/৩০২ পেনাল কোডথ ১৮৬১, ।

নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার,লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার,( অপরাধ ও প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল ও অফিসার ইনচার্জ, নাটোর থানা পুলিশের চৌকষ, নিরবিচ্ছিন্নভাবে সফল অভিযান পরিচালনা করে,এজাহার প্রাপ্তির পর দ্রুত সময়ের মধ্যেছিনতাই হওয়া মোবাইল ফোন অটো চার্জার ভ্যান উদ্ধার পূর্বক আসামি রিপন হোসেন (২২) ও দুলালপ্রারমানিক (২৯) কে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে বিদ্যুৎ কুমার হত্যাকাণ্ডের রহস্য।

সিংড়া উপজেলার নিয়োগীগ্রাম সাকিনস্থভ্যান চালক শ্রী নির্মল কুমারের অসুস্থতার কারণে ছেলে বিদ্যুৎ কুমার অটো চার্জার ভ্যাননিয়ে ভাড়া মারার উদ্দেশেবিকেল ৪.ঘটিকার সময়বের হলে, সন্ধা ৭ঘটিকার সময় ছিনতায়ের উদ্দেশ্যে হাতিয়ানদাহ বাজার থেকে মঠগ্রাম যাওয়ার কথা বলে অটো চার্জার ভ্যান ভাড়া করেন। হাতিয়ানদাহ গ্রামের মোঃ আকবর আলীর ছেলে রিপন হোসেন, ও ছোট হাতিয়ানদাহ গ্রামের মোঃ শুকুর আলীর, ছেলে দুলাল প্রারমানিক(২৯)ও মামুন পথিমধ্যে আনুমানিক ৮ ঘটিকার সময়, গাংগ‌ইলন্থ ন‌ওফেলের ধানক্ষেতের পার্শে নির্জন জায়গায় ছিনতাইকারীরা অটো চার্জার ভ্যানচালক বিদ্যুৎ কুমারের গামছাগলায় পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে।