প্রচ্ছদ অর্থনীতি পরিবহনে চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে : গোলাম আজাদ খান

পরিবহনে চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে : গোলাম আজাদ খান

Loading

স্টাফ রিপোর্টার: নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে পরিবহনগুলো থেকে চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে।

কোনভাবেই এসব চাঁদাবাজদের রেহাই দেওয়া হবে না,’ বলে জানালেন মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

বুধবার ১৩ই মার্চ  দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সিংগাইর থানা পুলিশ আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তব্যকালীন সময়ে এ কথা বলেন তিনি ।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কালীন সময়ে জেলা পুলিশ সুপার আরো বলেন, সোস্যাল মিডিয়ায় কারো ব্যক্তিগত জীবন নিয়ে চরিত্র হননের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে সহিংসতা কারীরা ও ছার পাবেন না ‘বলে হুশিয়ারি দেন তিনি ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা বাইস চেয়ারম্যান শিরিন শারমিন,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম , উপজেলার বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গ্রাম্য পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।