সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক ( ভিডিও)

Loading

স্টাফ রিপোটার : মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটক্তি করে ফেইজবুকে পোষ্ট দেয়ায় রনি সরকার নামের এক যুবক পুলিশ হেফাজতে ।জানা যায় , গতকাল শনিবার ২মে ২০২০ ইং রাত ১২ টার দিকে রনি সরকার (২২) নামের এক যুবক নবীকে নিয়ে কুটক্তি করে ফেইজবুকে একটি পোষ্ট দেয় । এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।

সেই সূত্রে আজ ৩ মে ২০২০ ইং তারিখ সকালে এ ঘটনায় রনি সরকার এর বিচার দাবি সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার । সকালে বিক্ষুব্ধ মুসলিম তাওহীদি জনতা রনি সরকারের বাড়িতে আসছে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ সেই যুবককে পুলিশ হেফাজতে নেয় । স্থানীয় মুসলিম তাওহীদি জনতার দাবী তাহাকে সর্বচ্চ শাস্তি দেয়া হোক ।

জানায়ায় , রনি সরকায় কিছুদিন আগে স্থানীয় একটি স্কুল মাঠের জায়গায় জোরকরে মন্দির স্থাপন করলে স্কুলের শিক্ষকরা তাহাকে বাধা দিলে রনি সরকার বিভিন্নভাবে শিক্ষকদের হুমকি ও ভয়ভিতি দেখায় । এ ছারাও রনি সরকার তাহার সমবয়সী দেরকে বলতো তাহার ধর্মীয় ভিবিন্ন সংগঠন কার্যক্রমের সাথে সে জরিত আছে । রনি সরকার সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় অজিত্ত দাসের ছেলে ।

এ বিষয়ে সিংগাইরের ভাগুলপুর ফাঁড়ি এ,এস,আই লুৎফর রহমান বলেন , রনি সরকার কে আমরা গ্রেফতার করেছি ,এবিষয়ে মামলার পদ্ধতি চলছে।