মালয়েশিয়ায় এক রেস্টুরেন্টের মালিকের রিঙ্গিত( টাকা ) চুরি যাওয়ায় ১২০ বাংলাদেশী জিম্মি , চোর পলাতক

Loading

রাকিব হোসেন ,মালয়েশিয়া : মালয়েশিয়াতে (mee tarik warisan asli) একটি চাইনিজ রেস্টুরেন্টে ” রাসেদ খান ” নামের  এক বাংলাদেশি রেস্টুরেন্টের মালিকের রুম থেকে প্রায় ৫০ হাজার ৬৯০ রিঙ্গিত নিয়ে পালিয়ে যাওয়ার কারনে অই রেস্টুরেন্টের কর্মরত ১২০ বাংলাদেশী জিম্মি ।গত ১৫ই মার্চ ২০২০ইং  চাইনিজ রেস্টুরেন্ট মালিকের রুম থেকে তালা ভেঙ্গে  প্রায় ৫০ হাজার ৬৯০ রিঙ্গিত নিয়ে পালিয়ে যায় রাসেদ খান নামের এক বাংলাদেশী । বর্তমানে সে বাংলাদেশে পালিয়ে গিয়েছে , নাকি মালয়েশিয়া তে অবস্থান করছে তা এখনো যানা যায়নি ।তাহার ঠিকানা ঃ  রাসেদ খান , পিতা-বাচ্চু খান , বাড়ী মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আউটশাহী রাধানাথ হাই স্কুল এর দক্ষীন পশ্চিম পাশে ।(mee tarik warisan asli)এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট কোম্পানির । মালয়েশিয়াতে প্রায় ৩০টির ও বেশী ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানিটির । রাসেদ নামের চোরটি আলস্টার কেড্ডার ব্রাঞ্চে কর্মরত ছিলেন । বর্তমানে এই কোম্পানিতে প্রায় ১২০জন এর বেশী বাংলাদেশি কাজ করেন । এই রাসেদ খান চোরের জন্য সমস্ত বাংলাদেশীদের হয়রানী সহ অপমানিত হতে হচ্ছে কর্তৃপক্ষের কাছে । বর্তমানে এই কোম্পানি সকল বাংলাদেশীদের কে অবিশ্বাস করছেন , তাই সবার পাসপোর্ট নিয়ে গিয়েছেন কোম্পানিটি ।

কেউ যদি এই মানুষ নামের পশু টার সন্ধান পান তাহলে ধরিয়ে দিতে উক্ত ঠিকানায় যোগাযোগ করিবেন ।

যোগাযোগ ঠিকানা ঃ51, Jalan Tasik Utama 3, Sungai Besi, 57100 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur…….
Phone numbers:
+6011 1234 5551 (Sheikh Nayan)
+6011 6090 3240 ( Dewan Sarowar )

শেয়ার করে সবাই এই চোরটাকে ধরিয়ে দিতে সাহায্য করুন যে এই লোকের সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ।