মুন্সিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে রাজধানী ঢাকাস্থ ওয়ারী এলাকাবাসী। আজ শনিবার (১৩ জানুয়ারি) রাতে হোটেল সুপার স্টার হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকাস্থ ওয়ারী এলাকাবাসী উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো.মোতাহার হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক জাকির খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মহাসিন ভূঁইয়া ।
সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদারে সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আ.করিম শেখ,উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহাদাত হোসেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর্জা মোহাম্মদ হায়দার নেকবর,বয়রাগাদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন গাজী,মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, শেখর নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ মো.আমজাদ হোসাইন প্রমুখ।