রাণীশংকৈলে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত ।

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “জন্ম সনদ শিশুর অধিকার,বাস্তবায়নে দায়িত্ব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০১৯ খ্রিঃ পালিত হয়েছে।

এ উপলক্ষে ৬ অক্টোবর রবিবার সকালে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তোফাজ্জুল হোসেন, ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান প্রমানিক ,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, তথ্য অফিসার হালিমা বেগম, নন্দুয়ার- লেহেম্বা- রাতোর ও নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, নন্দুয়ার ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,সকল ইনিয়ন পরিষদেরর সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।