সাভারে জনসাধারণের অবাধ চালাচল ঠেকাতে মাঠে সেনাবাহিনী

বিপ্লব , সাভার : সারা দেশের ন্যায় সাভারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত প্রবাসীদের নজরদারীতে রেখছেন, তারা যথা নিয়ম মেনে হোমকোয়ারেন্টাইন পালন করছে কিনা।শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর সদস্যরা এই কর্যক্রম শুরু করে।সেনাবাহিনীর এই কর্যক্রমের সার্বিক তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যরা দুটি দলে ভাগ হয়ে টহল শুরু করেছে।

একই সাথে সেনা সদস্যরা বিদেশ ফেরত হোমকরেনটাইনে থাকা ব্যক্তিদের নজরদারীতে রাখছেন। তারা নিয়ম ভেঙে বাহিরে ঘোরাঘুরিসহ পরিবারের লোকজনদের সাথে মেলামেশা করছে কিনা? এসব বিষয় গুরুত্বের সাথে তদারকি করে যাচ্ছেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেনা সদস্যরা কাজ চালিয়ে যাবেন। এছাড়া করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে পুলিশ প্রশাসনও কাজ করছে বলে তিনি জানান।