সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে নিজ ভাইকে হত্যা (ভিডিও)

Loading

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়ির সীমানায় টয়লেট নির্মাণ করতে গেলে হত্যার শিকার হলেন মানিক মোল্লা।

বুধবার ১৫ই ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকলে মৃত মানিক মোল্লা নিজ বাড়ির সীমানায় টয়লেট নির্মাণ করতে গেলে তাহার নিজ ভাই ,শফি,ও ভাতিজা হাসানদের সাথে জমির সিমানা নিয়ে বাক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজ ভাই খুসি মানিক মোল্লাকে কিল ঘুষি মারলে, মালিক মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন ও ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

মৃত মানিক মোল্লার পরিবারের দাবি, মানিক মোল্লাকে হত্যার করেছেন তার নিজ ভাই ও ভাতিজা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন মৃত মানিক মূল্যের পরিবার।

ঘটনাস্থ্য পরিদর্শন করেছেন , সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা, এ সময় তিনি জানান, এ ঘটনায় জড়িতরা কোনমতেই ছাড় পাবেন না, সকলকেই আইনের আওতায় আনা হবে।

মৃত মানিক মোল্লা ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকার পিতা মৃত: খালেক মোল্লা ছেলে।
এ বিষয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন ।