সুন্দরগঞ্জে ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাএদের দস্তরবন্দী উপলক্ষ্যে ৬ষ্ঠ বার্ষিকী এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ জানুয়ারি বুধবার বাদ আছর কাটগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাটগড়া জামে মসজিদের সভাপতি জনাব,মোঃ সাইদুজ্জামান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট প্রাইম ব্যাংক লিমিটেড, জনাব,মোঃ তৌফিকুর রহমান আয়েনী মুকুট

উক্ত কোরআন মাহফিলে অএ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী প্রদান করেন ও তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি, প্রভাষক আবুল কাশেম, কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব,মোঃ একরামুল হক,জাপার উপজেলা দপ্তর সম্পাদক জনাব, রাকিব ।

উক্ত কোরআন মাহফিলে দস্তরবন্দী হাফেজ ছাএরা দলীয়ভাবে চমকপ্রদ ইসলামী সংগীত পরিবেশন করেন এবং উক্ত কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব, আলহাজ্ব হাফেজ হযরত মাওঃমোহাম্মদ আবু বক্কর সিদ্দিক(ধামরাই ঢাকা।খতিব,বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ফতুল্লাহ নারায়ণগঞ্জ, সহ সভাপতি বাংলাদেশ জাতীয় মোফাচ্ছির পরিষদ,মানিকগঞ্জ ধর্মীয় আলোচক বিজয়টিভি ও বৈশাখী টিভি, ঢাকা।)২য় আলোচক হিসেবে উপঃ ছিলেন পরিচালক ইসলামিক ভয়েজ শিল্পগোষ্ঠী সিরাজগঞ্জ, জনাব,হযরত মাওলানা মাছউদ আহম্মেদ সিরাজী,তৃতীয় আলোচক ও বিশেষ আকর্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অন্ধ হাফেজ মোঃমারুফ বিল্লাহ,ও আরো অন্যান্য ওলামায়েকেরামগণসহ তাফসীর পেশ করেন।কোরআন মাহফিলের পরিশেষে দেশ ও মুসলিমজাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।