ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন বলেছেন, মামলা-হামলা, নির্যাতন এক কথায় সবকিছু সহ্য করেই আমাদের নেতা-কর্মীদের ভোটের মাঠে থাকতে হবে। ভোটের মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজা ফয়সাল আমীন এ কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে আমার বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন; তিনি একজন স্বচ্ছ রাজনীতিবীদ। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের জোয়ার বইছে, শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশের মানুষ চাইছে বিএনপিকে ক্ষমতায় আনতে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ৩০ ডিসেম্বর সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি ইউনুস আলী, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, আবু হায়াত নুরুন্নবী সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।