রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে ১৭ মার্চ মঙ্লবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে এদিন স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,আ’লীগ নেতা প্রভাষক সফিকুল আলম, আনিসুর রহমান বাকী, প্রধান শিক্ষক বাবর আলী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন ঐ স্কুলে একটি বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়।

পরে তারা করোনা ভাইরাস প্রতিরোধে পৌরমার্কেটে জনসাধারণের মাঝে মাস্ক ও লিপলেট বিতরণ করেন।