জামালপুরে ভরণপোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ
ভরণপোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ
ভরণপোষণ না দেয়া ও প্রতারণা করে জমি লিখে নেয়ায় সন্তানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মা কোকিলা বেগম (৬০)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জামালপুরে মেলান্দহ থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দেন। তিনি মেলান্দহের পচাবহলা দরবারশাহী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম ইউনুছ আলী (২৫)।ভুক্তভোগী মা কোকিলা বেগম বলেন, ‘কয়েক মাস আগে তার চোখের সমস্যার সুযোগ নিয়ে তার ছোট ছেলে ভুল বুঝিয়ে প্রতারণা করে জমির দলিলে টিপসই নিয়ে তার অংশের জমি লিখে নেয়। এরপর থেকে সেও আমার খোঁজ খোঁজ নিচ্ছে না।’
তিনি আরও জানান, ছোট ছেলের জমি লিখে নেয়ার বিষয়টি অপর দুই ছেলে জানতে পারে। সেসময় থেকে তারাও ভরণপোষণ দেয়াসহ খোঁজ নেয়া বন্ধ করে দেয়।
এ নিয়ে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে প্রতারণা করে লিখে নেয়া জমি ফেরত ও ভরণপোষণের কথা বলতে গেলে অভিযুক্ত ছেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় স্থানীয়রা গালমন্দ করতে বারণ করলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে আক্রমণের চেষ্টা করে।
এ বিষয়ে অভিযুক্ত ছেলে ইউনূসের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।