বাংলাদেশ ন্যাশন্যাল ডিফেন্স কোর্স(এনডিসি) নৌ ও বিমান বাহিনী আর্মি ও সিভিল প্রশাসন ২০১৯ ফাইনাল লাষ্ট অফ ডেলিগেশন ইন ইন্টারন্যাল ষ্টাডি টুর ১খুলনা গ্রæপ (জিপি৩) ৩২ সদস্যের প্রতিনিধি দল রবিবার বিকালে বেনাপোল বন্দর কাষ্টম ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্দ আয়ুব চৌধুরী (পিবিজিএম্এস) পিএসসির নের্তৃত্বে ৩২ সদস্যের টিমে বাংলাদেশ ভারত,নেপাল,কুয়েত,সৌদি আরব,শ্রীলঙ্কা,নাইজেরিয়ার প্রতিনিধিরা উপস্তিত ছিলেন। দলটি বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি বিএসএফের রিট্রেট শিরোমনি উপভোগ করেন। এসময় পাসপোর্ট যাত্রীদের সাথে কথা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মো: ছদরুল আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি,আবু বক্কও সিদ্দিক খান,মাসুদুর রহমান,এ এন এম মজ্ঞুরুল হক মজুমদার,কায়সার হাসান মালেক,জেনারেল সেক্রেটারী মো: অহিদুজামান,সানজিদা সোবহান,রাজেত মোহান ভিএমপি,ইব্রাহিম সাদ আল সাদ্মান,মিসেল ইাসফারেন,মিসাইল ই আইটি-আলবাহেরম, ব্রিগেডিয়ার জেনারেল-সাদারসিং সফেল,এসএম উবা,ক্যাপ্টেন সানডে উছমান বিলু,নেভিলিন আমারা-আল্লান হিরটন, লে: কর্নেল কামরুল ইসলাম,বিজিবি,মেজর মো: আশাফুল দৌল্লা পিএসসি প্রমুখ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: সেলিম রেজা জানান,দলটি বেনাপোলের আমদানি রফতানি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘুরে ফিরে দেখেন। রুটিন মাফিক পরিদর্শন বলে জানান তিনি।