আশরাফ হোসেন পল্টু,মাগুরা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ পরিবারের সদস্যদের করোনা রোগ মুক্তি কামনায় মাগুরা জেলা হটলাইন টিমের সহযোগিতায় শ্রীপুর উপজেলা হটলাইন টিমের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে হতদরিদ্র ভ্যান চালক ও পথচারীদের মাঝে তৈরী রান্না খাবার বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টিমের অন্যতম সদস্য জেলা পরিষদের সদস্য আরজান বাদশা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্যা,যুবলীগ নেতা বাবুল রেজা,হাসানুজ্জামান হান্নান,উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ,সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা,উপজেলা হটলাইন টিমের অন্যান্য সদস্যবৃন্দ ।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ৬ দিনই চলবে করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচি। ৭ থেকে ১২ আগস্ট এই কদিনে ১৮ বছরের উর্ধে রাসিকের কমপক্ষে দেড় লাখ মানুষকে মডার্না’র টিকা দেয়া হবে।
টিকা নেয়ার জন্য যারা সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন তারাও রাসিকের টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন করেননি তারা ভোটার আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন; তবে নিজেদের প্রয়োজনে অবশ্যই টিকা নিবন্ধন ওয়েবসাইটে যেভাবেই হোক রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। অবশ্য এর জন্য রাসিক পৃথক কর্মসূচি বেশ ক’দিন আগে থেকেই বাস্তবায়ন করছে।
রাসিকের ৩০ টি ওয়ার্ডের প্রত্যেকটিতে দুইটি করে সর্বমোট ৮৪ টি কেন্দ্রে টিকা দেয়া হবে। টিকাদান কর্মসূচি চলবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩০০ জনকে টিকা দেয়া হবে।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেন্দ্রে এসে তাড়াহুড়ো না করে, সুশৃংখলভাবে ও স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে।
৩০টি ওয়ার্ডের করোনা টিকাদান কেন্দ্র যথাক্রমে-
১নং ওয়ার্ডে গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, নগরপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩নং ওয়ার্ডে ডি.বি আনোয়ারা স্কুল বহরমপুর, শিক্ষা স্কুল এন্ড কলেজ দাসপুকুর। ৪নং ওয়ার্ডে কেশবপুর ভেড়ীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ৪নং ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৫নং ওয়ার্ডে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়।
৬নং ওয়ার্ডে প্যারামেডিকেল ইন্সস্টিটিউট, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৭নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (ঝাউতলা), ডায়াবেটিস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, নগর স্বাস্থ্য কেন্দ্র। ৮নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল। ৯নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, শাহ মুখদুম দরগা মাদ্রাসা। ১০নং ওয়ার্ডে হাতেম খাঁ কলাবাগান আজিজার রহমান সঃ প্রাঃ বিদ্যালয়, হাতেম খাঁ মুসলিম হাই স্কুল।
১১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গার্লস স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, মসজিদ মিশন একাডেমী স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৩নং ওয়ার্ডে দক্ষিণ দড়িখরবোনা প্রাথমিক বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৪নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৫নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (দড়িখরবোনা), শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, নগর স্বাস্থ্য কেন্দ্র।
১৬নং ওয়ার্ডে বখতিয়ারাবাদ শিশু বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয়, মথুরডাঙ্গা মহিলা কাউন্সিলরের কার্যালয়, আটকোষী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৭নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়, নওদাপাড়া আওয়ামী লীগ অফিস, তিলোত্তমা স্বাস্থ্য কেন্দ্র। ১৮নং ওয়ার্ডে মেট্রোপলিটন ডিগ্রী কলেজ, অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় (ম্যাচ ফ্যাক্টরী), গোল্ডেন স্টার প্রি-ক্যাডেট স্কুল, আসাম কলোনী, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৯নং ওয়ার্ডে শিরোইল কলোনী ওয়ার্ড কার্যালয়, ছোটবনগ্রাম ওয়ার্ড কার্যালয়, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০নং ওয়ার্ডে কৃষ্ণকান্ত সঃ প্রাঃ বিদ্যালয় সুলতানাবাদ, রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়।
২১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, সূর্যকণা স্কুল। ২২নং ওয়ার্ডে রাজশাহী বি.বি হিন্দু একাডেমী (২টি কেন্দ্র), ২৩নং ওয়ার্ডে শাহমুখদুম কলেজ, আহমদপুর সঃ প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৪নং ওয়ার্ডে জাতীয় তরুন সংঘ একাডেমী, রামচন্দ্রপুর ও জনকল্যান সঃ প্রাঃ বিদ্যালয়, বাজেকাজলা। ২৫নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ২৫নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (তালাইমারী) ও সিটি হাসপাতাল।
২৬নং ওয়ার্ডে নামোভদ্রা সরকারী প্রাঃ বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (পদ্মা আবাসিক), ২৬নং ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র, শমসের মোন্ডলের মোড়। ২৭নং ওয়ার্ডে বালিয়াপুকুর বিদ্যানিকেতন ও ওয়ার্ড কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র।
২৮নং ওয়ার্ডে কাজলা সঃ প্রাঃ বিদ্যালয়, ধরমপুর সমসের মোল্লা বেসরকারী প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৯নং ওয়ার্ডে ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, সিডিসি ক্লাসটার অফিস ও নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩০নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, ৩০নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র।
তিন মামলায় মডেল পিয়াসাকে ফের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে মডেল মৌকেও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
শুক্রবার (৬ আগস্ট) তিন মাদক মামলায় পিয়াসার ২৭ দিন রিমান্ড চায় পুলিশ। এছাড়া বনানী ও মোহাম্মদপুর থানায় মাদক মামলায় পিয়াসা ও মৌকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি।
উভয়পক্ষের শুনানি শেষে মডেল পিয়াসাকে ফের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। অন্যদিকে, মৌয়ের চার দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতব্রত সিকদার।
এর আগে গত সোমবার (২ আগস্ট) তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এরও আগে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় এবং মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় সোমবার (২ আগস্ট) তাদের আদালতে তোলা হয়।
রোববার (১ আগস্ট) রাতে বারিধারার বাসা থেকে আটক করা হয় মডেল ও উপস্থাপিকা ফারিয়া মাহাবুব পিয়াসাকে। তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, সিসা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পিয়াসা ও মৌকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ সংবাদমাধ্যমককে বলেন, তারা দু’জন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই মডেল হচ্ছেন রাতের রানি। তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন এবং ভিডিও করে রাখতেন। পরবর্তীকালে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পিয়াসা। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। পরে পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেন ভুক্তভোগীদের একজন। ওই ঘটনার ৪ বছর পর ফের আলোচনায় মডেল পিয়াসা।
সম্প্রতি সিএনএনের অ্যান্ড্রাসন কুপারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছেন বিল গেটস।
তার মতে, এপস্টাইনের সঙ্গে বেশ কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।
নারী পাচার, বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে জেফ্রি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।
বিপ্লব,সাভারঃ রাজফুবাড়িয়া সিঙ্গার ওয়্যারহাউসে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণ করেছেন ,ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ঢাকার সাভারে রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে (গোডাউন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে রাজফুলবাড়িয়ার সভাপুর এলাকায় ওই ওয়্যারহাউসের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী থেকে মোট ১১ টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। এদিকে এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে ।
প্রাথমিক ভাবে জানা গেছে, সাভারের সিঙ্গার কোম্পানির এই কারখানায় এয়ার কন্ডিশন (এসি) গোডাউনের কাজে ব্যবহৃত হতো বলে জানাযায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস কমান্ডার আব্দুল আলিম বলেন বলেন, সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি ।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ১১ টি, ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক। তবে স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান পাওয়ার হাউজের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয় ।
তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি । আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ বিষয়ে এডিশনাল এসপি শহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, নিয়ন্ত্রণ শেষে ক্ষতির পরিমাণ জানা যাবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী মাইনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ি ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম বার, সাভার থানা ওসি তদন্ত মোঃ কামাল হোসেন সহ আরো অনেকেই ।
বুধবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তাদের হাতে খাবার সামগ্রীর প্যাজেট তুলে দেন। প্রতি প্যাকেটে চার, ডাল, তেল ও আলু দেয়া হয়। খাবার সামগ্রী পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের এই অসহায় জনগোষ্ঠি। এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশ সব সময় মানবেতার সেবায় কাজ করে আসছে। বিশেষ করে করোনাকালে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, করোনা মহামারির শুরুর প্রথম থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় রাজশাহী রেঞ্জের প্রতিটি ইউনিট সমাজের অসহায় ও দুস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনার বিরুপ প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সকলকে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ কোন দিন কম কোন দিন বেশি। মৃত্যুর সংখ্যা ওঠানাম করছে প্রতিদিন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭জন, নাটোরের ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২ জন এবং পাবনার ১ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরের ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে মোট ৭ জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।
মৃত ১৯ জনের মধ্যে নয়জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও দুজন নারী।
এ নিয়ে আগস্টের তিন দিনেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫৫ জনের মৃত্যু হলো। জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে এখানে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩ টি। মঙ্গলবার সকালে ভর্তি ছিলেন ৩৯২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৩ জন। উপসর্গ নিয়ে আছেন ১৪৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৭২ জন রোগী।
আজ সকালে করোনা ইউনিটে রাজশাহীর ১৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন, নাটোরের ৫৬ জন, নওগাঁর ৩৮ জন, পাবনার ৭১ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের ছয়জন করে, বগুড়া ও মেহেরপুরের দুজন করে এবং ঝিনাইদহের একজন রোগী ভর্তি ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২২ দশমিক ৩০ শতাংশ।
আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৭ দশমিক ৭৪ শতাংশ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জুলাই মঙ্গলবার দুপুরে ১ টি অক্সিজেন কনসেনটেটর ও ৩ টি গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়।
টিএইচএ এবং পঃ পঃ কর্মকর্তার অফিস কক্ষে বংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সহোযোগিতায় ২ টি গ্যাস সিলিন্ডার এবং সাবেক এমপি লিটা ও তার বন্ধু মহলের উদ্যোগে ১টি অক্সিজেন কনসেনটেটর ও একটি গ্যাস সিলিন্ডার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর হাতে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লী সভাপতি অধ্যক্ষ সহিদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাঃ এ্যাপোলো, সহ সভাপতি প্রভাষক সাঈদা শাহরিয়ার, হাসপাতালের আরএমও ডাঃ ফিরোজ আলম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহনেওয়াজ, জেলা যুব লীগের সদস্য নওরোজ কাউষার কানন, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ হাসপাতালের বিভিন্ন ডাক্টার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ টি গ্যাস সিলিন্ডার এবং ৬ টি অক্সিজেন কনসেনটেটর মজুদ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়ার অটোরিক্সা এক ঘন্টার মধ্যে উদ্ধার করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলার মোঃ শামিনুর রহমানের ছেলে মোঃ আমিনুল ইসলাম শান্ত (২০) ও ফুলতলা কড়ইতলা গ্রামের মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ শাকিব (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২১ রাত ৯.৩০ টায় মোঃ রিমনের ভাড়ায় চালিত অটোরিক্সা লক্ষীপুর মোড় হতে কাটাখালী বাজারে আসার জন্য আসামী মোঃ আমিনুল ও শাকিব ১৫০ টাকা ভাড়া চুক্তি করে। রিমন অটোরিক্সা করে তাদের নিয়ে রাত ১০. ২০ টায় কাটাখালী বাজারে পৌছায়।
আসামীদ্বয় রিমনকে আরো একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে। রিমন তাদের নিয়ে কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পৌছালে আসামীরা অটো চালক রিমনের চোখে বিশাক্ত স্প্রে করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। অটো চালক দ্রুত কাটাখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা কাটাখালী থানার এসআই মোঃ আজাহারুল ইসলাম ও তার টিম তাৎক্ষনিক অটোরিক্সা উদ্ধার অভিযানে নামে। অবশেষে রাত ১১.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর কাটাখালী থানার মাহেন্দ্র বাইপাসে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করে মোঃ আমিনুল ইসলাম শান্ত ও মোঃ শাকিবকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (১ আগষ্ট ) দুপুরে উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট নেকমরদে ৫ ব্যবসায়ীকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৩৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।
পরে জব্দকৃত ১৫০ পিস কারেন্ট জাল প্রায় ৪০ হাজার মিটার তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়।
একইসাথে হাটে ২ জন কাপড় ব্যাবসায়ীকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ হাজার টাকা এবং একজন টিনের দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে লকডাউনে হাট বসানোর দায়ে ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৫৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা।
এ সময় ভূমি অফিসের অফিস সহকারি সোয়েব আলী বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও বলেন, কারেন্ট জাল বিক্রি, লকডাউনে দোকান খোলা রাখা এবং লকডাউনে হাট বসানোর দায়ে বিভিন্ন ধারায় জব্দকৃত জাল পোড়ানোসহ এ জরিমানা করা হয়েছে।