সোমেন মন্ডলঃ রাজশাহীতে কঠোর ভাবে লকডাউন পালন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে ।
কিন্তু জনোগন লকডাউনের বিধিনিষেধ না মেনে বাজার এর বের হচ্ছে।আবার পুলিশ দেখলেই টুকলি ভুকলি করে লুকিয়ে পরছে।
রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় রোববার দিনের প্রথমার্ধে ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে ৭ দিনের কারাদন্ডও প্রদান করা হয়েছে।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।
তিনি আরও জানান, গত শনিবার (১৭ এপ্রিল) এই আইন লঙ্ঘন করার অপরাধে মোট ৩৯ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৫২০টি মাস্ক বিতরণ করা হয়েছে।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পুরো জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোমেন মন্ডলঃ নগরীর সিটি হাটের ডোবায় পড়ে থাকা ড্রামের ভিতর থেকে উদ্ধার তরুণীর লাশের পরিচয় মেলেছে। গ্রেপ্তারের পর খুনি নিজে লাশের পরিচয় জানায়।
রোববার ভোরে পিবিআই সদস্যরা ওই তরুণীর খুনি পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারকে (৪৩) গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যে দিনভার অভিযান চালিয়ে মাইক্রোবাস চালকসহ তার তিন সহযোগিকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় জব্দ করা হয় যে গাড়িতে লাশ নিয়ে গিয়ে ফেলে দেয়া হয় সেই মাইক্রোবাসটি।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের বাড়ি পাবনার আতইকুল্লা উপজেলার চরাডাঙ্গা গ্রামে। সে রেল পুলিশের (জিআরপি) রাজশাহী থানায় কর্মরত। রাজশাহী পিবিআইয়ের একটি টিম রোববার ভোর রাতে নাটোরের লালপুরে বোনের বাড়ি থেকে নিমাইকে গ্রেপ্তার করে। পরে সে নিহত তরুণীর পরিচয় জানায়।
গ্রেপ্তার নিমাইয়ের সহযোগিরা হলেন, নগরের কাশিয়াডাঙ্গা থানার আদারীপাড়ার কবির আহম্মেদ (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার সুমন আলী (৩৪) এবং মাইক্রোবাস চালক নগরীর বিলশিমলা এলাকার আব্দুর রহমান (২৫)। গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্রের দেয়া তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত ওই তরুণীর নাম ননিকা রাণী রায় (২৪)। তার বাড়ি ঠাকুরগাঁ সদরের মিলনপুর। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট থেকে সদ্য অধ্যয়ন সমাপ্ত করেছেন। বর্তমানে তিনি একটি ক্লিরিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। নগরের পাঠানপাড়া এলাকার একটি মেসে থাকতেন ননিকা। রোববার রাতে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই জানায়, নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাড়িতে ওই তরুনীকে হত্যা করা হয়। ওই বাড়িটি জিআরপির কনস্টেবল নিমাই চন্দ্র গত ৬ এপ্রিল ভাড়া নেয়। তার স্ত্রীও পুলিশ কনস্টেবল। সে বগুড়ায় কর্মরত। রোববার বিকেলে পিবিআই সদস্যরা ওই বাড়িতে তদন্তে যায়।
পিবিআই আরও জানায়, কনস্টেবল নিমাই হত্যার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে ৬/৭ বছর ধরে ননিকা রাণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। সম্প্রতি সে বিয়ের জন্য চাপ দেয়। এ কারণে তাকে হত্যার পর ড্রামে লাশ ভরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ফেলে দেয়। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, নিমাই চন্দ্র গত সাত বছর ধরে রাজশাহী জিআরপি থানায় কর্মরত। এর আগে তিনি মহানগর পুলিশে কর্মরত ছিলেন। মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় চাকরি করার সময় কাজিরহাটা অফিসের পাশের বাড়ির এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও তৈরি করে। ভিডিওটি কম্পিউটারের দোকান থেকে মানুষের হাতে হাতে চলে যায়। তখন তাকে বরখাস্ত হয়। পরবর্তীতে নানা কৌশলে চাকুরী ফিরে পেয়ে রেল পুলিশে যোগ দেয়।
শুক্রবার নগরীর অদূরে বাইপাস সড়কের সিটি হাটের কাছে একটি ডোবায় ড্রামের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের সময় ডিবি, সিআইডি ও পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পৃথকভাবে তদন্ত শুরু করে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির জেলার নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেহেনা বেগম গত বুধবার তাঁর করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা তার নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন।
সেই স্কুল শিক্ষিকা রেহেনা বেগম (৫৮) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
১৭/০৪/২০২১ইং তারিখ শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে লকডাউনের মধ্যেই মায়ের জীবন বাঁচাতে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তখন সেই মুহূর্তে একটা উপায় খুঁজে বের করলেন তার ছেলে জিয়াউল হাসান টিটু।
মোটরসাইকেলে বসে নিজের পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বাঁধলেন । এরপর মাকে বসালেন মটরসাইকেলের পিছনে। সিলিন্ডার থেকে মায়ের মুখে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করলেন। এরপর মোটরসাইকেল চালিয়ে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।
এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই করোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত যেতে দিয়েছে পুলিশ।
আর পেছনে তাকে ধরে যে নারী বসে আছেন তার মুখে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন। এভাবেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ অবস্থা দেখে ওই মোটরসাইকেল চালককে কিছু আর বলার ছিল না ট্রফিক পুলিশের।
পরে স্কুল শিক্ষিকা রেহেনা বেগমকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
রেহেনা বেগমের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বরিশাল শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, বর্তমানে রেহেনা বেগমের অবস্থা ভালো। তাকে চিকিৎসা দিচ্ছেন। তার শ্বাসকষ্ট এখনো আছে। তাকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাইফ্লোর মেশিনের সাহায্য নেওয়া হবে।
বিপ্লব,সাভারঃ সাভারের বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কিংবদন্তি ফাউন্ডেশন ও এক বেলা আহার ফেসবুক গ্রুপের সদস্যদের উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ১৫দিনের শুকনো খাবার ও প্যাকেট খাবার বিতরণ করা হয় ।
গতকাল শনিবার ১৭-০৪-২০২১ইং তারিখ বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া এলাকার ৪ নং ওয়ার্ডে এই অর্থ ও খাবার বিতরণ করা হয় । এ সময় প্রথমে এক বেলা আহার গ্রুপের উদ্যোগে নগদ অর্থ জনপ্রতি ৫০০ টাকা করে এবং ১০ কেজি চাল , ৫ কেজি আলু ,১ কেজি তেল , ১কেজি লবণ ,১ কেজি ছোলা, ১ কেজি মসুরের ডাল ও ১ থেকে ২কেজি চিনি ৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ।
এছাড়াও প্রতিবন্ধীদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করে টিনের ঘর, ছাগল পালন ও মুদি দোকান করার জন্য নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
এ সময় একবেলা আহার গ্রুপ ও কিংবদন্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলাহয়, আমরা মূলত একটি ফেসবুক গ্রুপ থেকে শুরু করেছি , বাংলাদেশের সকল বোডের এসএসসি-২০০০ ও এইচ এস সি ২০০২ সনের ব্যাচ শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমাদের এই ফেসবুক গ্রুপ “আমরা কিংবদন্তি”, বর্তমানে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা ৩৮০০০ প্লাস, ২০১৭ সালের ১৫ ই নভেম্বর আমাদের এই গ্রুপের যাত্রা শুরু করে ,প্রথম থেকেই গ্রুপের সদস্যদের আর্থিক সহযোগিতায় সমগ্র বাংলাদেশ জুড়ে , সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে, এরই ধারাবাহিকতায় গ্রুপের বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে সরকার কর্তৃক নিবন্ধিত আমরা এক কিংবদন্তি ফাউন্ডেশন ।
বর্তমানে আমরা ক্ষুদ্র প্রয়াসে সকলের পাশে আছি , পাশাপাশি কিংবদন্তি বন্ধু মোহাম্মদ রেদওয়ান আতিকের ,সিনিয়র্,জুনিয়র্,বন্ধ্, অফিস ,কলিক, দ্বিতীয় স্বজনদের গঠিত একবেলা আহার জেনারেল কমন গ্রুপ এর পক্ষ থেকে ও অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের সব সময় পাশে আছি এবং থাকব।
বর্তমানে চলমান লকডাউনে যথাযথ সরকারি নিয়ম অনুসারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি মাসে পহেলা রমজান থেকেই আমরা কিংবদন্তি ফাউন্ডেশন এবং এক বেলা আহার এর পক্ষ থেকে স্বল্প পরিসরে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে আনুমানিক ২০০ থেকে ২৫০ প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে ।
হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপানে কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত শিশুকন্যার নাম ইসরাত জাহান(৫ মাস)।তার পিতা ইয়াসিন আলি ও মাতা সুমি আকতার ,বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গী গ্রামের বাসিন্দা ইয়াসিন আলি তার স্ত্রী সুমি আকতার ও শিশুকন্যা ইসরাতকে নিয়ে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে তাদের ঘরে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধওে রাত ১০টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী প্রথমে তাদের শিশুকন্যাটিকে বিষ খাইয়ে নিজেরাও বিষপান করে।
বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে ইয়াসিনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। গুরুতর অসুস্থ তিনজনকে তাৎক্ষণিক রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে শিশুকন্যাটি মারা যায়।
অসুস্থ ইয়াসিন ও তার স্ত্রীকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৭ এপ্রিল শনিবার সকালে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এস আই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে মর্মে পুলিশ নিশ্চিত করেন। শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে মর্মে ওসি জানান।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় একাধিক চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোররাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানা পুলিশ চোরাই মালামালসহ চোর সংঘবদ্ধদলের ৮ সদস্যকে আটক করতে সক্ষম হন ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান জানান, গত কয়েকদিন ধরে মাগুরার শহরের বিভিন্ন বাসাবাড়িতে একের পর এক চুরি সংঘটিত হচ্ছিল এবং এ চুরির কারণে ভূক্তভোগি পরিবারের অভিযোগের ভিত্তিতে মাগুরার পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক সদর থানা পুলিশের সহযোগিতায় মাগুরা ম্যাটারনিটি পাড়ার বাসিন্দা চোর চক্রের মুল হোতা সাজ্জাদ হোসেন(২৩)কে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার,পানির পাম্প ও ৭টি বাইসাইকেলসহ ৭জন চিহ্নিত চোরকে আটক করা হয় ।
আটককৃত অন্যরা হলো চন্দন ঘোষ(৩৫), রবিউল ইসলাম(৩২),মুসলিম শেখ(১৯),রাজু আহম্মেদ(২৩),রকি শেখ(২২),রাসেদ শেখ(২০) ও আব্দুর রশীদ(৪৫)।
তিনি আরোও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাগুরা আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে । তবে এদের আটকের পর মাগুরা শহরের লোকজনদেও মনে স্বস্তি ফিরে এসেছে ।
বিপ্লব,সাভারঃসাভারের বিরুলিয়ায় চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত শ্রমিকরা।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানের অ্যাপারেলস ভিলেজ লিমিটেড(কাজল গার্মেন্টস) কারখানার সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। এর মধ্যে হঠাৎ করে গত ৯ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে কারখানা কতৃপক্ষ কোন ধরনের নোটিশ ছাড়াই বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করে প্রায় ৫০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। এসময় তাদের আইডি কার্ড জোরপূর্বক রেখে দেয় কারখানা কতৃপক্ষ।
চাকরিচ্যুত শ্রমিক ময়না বলেন, রমজান ও ঈদের আগে আমাদের কোন ধরনের ত্রুটি ছাড়া, নোটিশ ছাড়াই কারখানা থেকে বের করে দিয়েছে কারখানা কতৃপক্ষ। এসময় চাকরি না থাকলে আমরা রমজান ও ঈদে অনিশ্চয়তার মধ্যে পরে যাবো। আমরা আমাদের চাকরি ফেরত চাই।
চাকরিচ্যুত অপর শ্রমিক শিউলি বলেন, আমরা চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি। ঈদের আগে এমন মানবতাহীন কাজ আমাদের কষ্ট দিয়েছে। আমরা এই মহুর্তে কোথাও চাকরি পাবো না। লকডাউন ও রমজানে কোথাও একটি লোকও সেবে না। তাহলে আমরা এ দুই মাস কি খেয়ে বেঁচে থাকবো। বাচ্চাদের নিয়ে ঈদ কিভাবে পারি দেবো। আমি আমাদের আইনগত পাওনাদি চাই না হলে চাতরি ফেরত চাই।
এ ব্যাপারে কারখানার অ্যাডমিন অফিসার মোহাম্মদ নাসির উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব জানান, ওই কারখানায় গত ৯ মার্চ মোট ৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে এদের মধ্যে আমার কাছে এসে সহযোগিতা চেয়েছেন ২৪ জন। তাদের নিয়ে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর অভিযোগ করেছি। এতেও কোন ধরনের অগ্রগতি না দেখে কর্মসূচী দিলে কারখানার নিরাপত্তাকর্মীরা নারী শ্রমিকদের ধাক্কাধাক্কি করে।
পরে মালিকপক্ষ জানায়, আগামী ২১ এপ্রিল আইনগত পাওনাদি পরিশোধের তারিখ জানানো হবে। পরে শ্রমিকরা কারখানার গেট থেকে সরে আসে।
উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকিসুন্দর এলাকায় বিশখালি নদীর বিস্তির্ন চরাঞ্চলে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মানকিসুন্দর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারসহ এলাকার ৮জন কৃষক তরমুজ চাষে উদ্বত হয়ে অন্যের কাছ থেকে ১০ একর জমি লিজ নিয়ে তরমুজের আবাদ শুরু করেন। লাভের আশায় চড়া সুদে লাখ লাখ টাকার ঋণ নিয়ে তরমুজের চাষ করা সুরু করেন।
কিন্তু সাম্প্রতিক পূর্নিমার প্রভাবে আকষ্মিক জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে তাদের স্বপ্ন। উপক্রম হয়েছে পথে বসার। তাদের সাথে আরও ১০জন দিনমজুরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যখন মাঠে হেসে ওঠে তরমুজের ফলন, ঠিক তখনি জোয়ারের পানিতে সেই হাসি কান্নায় পরিনত হয়েছে ।
এদিকে জোয়ারের পানি একদিন পর নেমে গেলেও বেশির ভাগ তরমুজ গাছের গোড়া বিদ্ধস্ত হয়েছে। আর এ কারণে আকারে বড় হতে পারবে ফলনের একটি বড় অংশ। প্রতিকুলতার মধ্যে ফসল বিক্রির পরে তাদের সব খরচ সেরে আসল নিয়ে ঘরে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে চাষীদের। এবং দুশ্চিন্তায় পড়ে গেছেন কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন চাষীরা।
শুধু মানকীসুন্দর গ্রামের তরমুজই নয়, উপজেলার সাংগর, শুক্তাগর, কেওতা, পালট গ্রামের তরমুজের চাষ হয়েছে। উপজেলায় এ বছর ২২ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলনের লক্ষমাত্রা ধরা হয়েছিলো ৪০ থেকে ৪৫ মেট্রিকটন। এখন মাঠে আধাপাকা তরমুজ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, মাঠে চাষীদের বুদ্ধি পরামর্শ দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা চলছে। এছাড়াও তাদের কৃষি প্রনোদনার কর্মসূচি খরিপ ১/২০২১-২২ অর্থবছরের উফশী আউশ এর আওতায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর ।
খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।
ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ।
অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কবরীর ছেলে শাকের চিশতী ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে ওই হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে রিফাত সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিফাত সন্তানসম্ভবা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে তার সন্তানের জন্ম হয়। বিকেলে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাজহারুল মাসুম আরও জানান, করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়িও চিকিৎসাধীন। এছাড়া রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত। তিনি কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই ওই নবজাতককে এভারকেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিফাতের যমজ দুটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। রিফাতের এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, তার সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।