বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদকের পাঁচ মামলার এক আসামীসহ ৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার(৩এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানপুর খোসবার আলীর বাড়িতে রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ২পিস ইয়াবা টেবলেট ও অর্ধ বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-উপজেলার চক নারায়নপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রাব্বি আহম্মেদ (২৭), সুলতানপুর গ্রামের বাদশা আলমের ছেলে আরিফ হোসেন (২৫), খানপুর গ্রামের খোসবার আলীর ছেলে মনির হোসেন (২২) ও লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের আক্কাছ আলী সরদারের ছেলে গোলাম রাব্বানী (২০) ।
অপরদিকে উপজেলার হরিরামপুর গ্রামের পাঁচ মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুকচাঁদ আলীর ছেলে আব্দুল সালাম(৪৩) ও তেথুলিয়া দক্ষিনপাড়া গ্রামের আকছেদ আলী ছেলে বাদশা আলীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারী জানান, রাজশাহী সহকারি পুলিশ সুপার(চারঘাট সার্কেল) নূরে আলমের নেতৃত্ব বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৪এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১১টি দোকান মালিক ও রাতোরে বাড়ি পুড়ে যাওয়া ১ জনসহ মোট ১২ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
রবিবার ৪ মার্চ সকালে নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পিআইও স্যামুয়েল মার্ডি, ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, রাতোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৭ মার্চ রাতে নেকমরদ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ১১ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই রাতে রাতোরে ইউনিয়নে ১ টি বাড়িও পুড়ে যায়।এতে বাড়ির মালিকসহ ১১ জন দোকানদার ব্যাপক ক্ষতির শিকার হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল।
তিনি বলেন, ‘লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।’
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন চলাকালীন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সরকার যেদিন থেকে লকডাউন কার্যকর করবে সেদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার তম্ময় বেপারী (৩৫) নামে একজন স্কুল শিক্ষকের তাজা প্রাণ কেড়ে নিল করোনায় ।
০৩/০৪/২০২১ইং তারিখ শনিবার সকালের দিকে বরিশালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
জ্বর-সর্দি ও ডায়রিয়ার লক্ষণে আক্রান্ত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন তিনি। এবং ৩১/০৩/২০২১ইং তারিখ করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজেটিভ আসে।
তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।
উক্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারীর করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০/০৩/২০২১ইং তারিখ বিদ্যালযের পার্শ্ববর্তী মিরুখালী ক্লিলিক থেকে তিনি করোনা টীকা নেন।
পরের দিন ২১/০৩/২০২১ইং তারিখ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১/০৩/২০২১ইং তারিখ তারিখ টেষ্টে তার করোনা পজেটিভ আসে।
তরুণ শিক্ষক তম্ময়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিক্ষক তম্ময় বেপারীর বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকবৃন্দ এবং নিজ রামপুর গ্রামের লোকজন জানান, তম্ময় বেপারী অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন৷ ছোট বড় সবাইর সাথে সে হাসিমূখে কথা বলতেন। তার এ অকাল মৃত্যুতে বিদ্যালযের সহকর্মী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মেনে নিতে কষ্ট হচ্ছে।
উল্লেখ্য যে, গত দুইদিন পূর্বে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার স্যার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মো: বাবলু মল্লিক (নড়াইল): নড়াইলে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করতে গিয়ে এক ব্যাক্তিকে হাতে নাতে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা ডিবি পুলিশ।
২ এপ্রিল (শুক্রবার) সকাল এগারোটার দিকে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর গোপন সংবাদের ভিত্তিতে এবং তারই নির্দেশনায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের এ এস আই মাহাফুজুর রহমান,সংঙ্গীয় এ এস আই মোঃ শরিফ,এ এস আই ওবায়দুল, সংঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের রিশীকেশ ঘোষের ছেলে রাজিব ঘোষ(৪০) কে তার নিজ বাড়ির আঙ্গিনায় একটি অবৈধ নিষিদ্ধ গাঁজার চাষ করার অপরাধে তাকে গ্রেফতার করে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর শুক্তাগড় গ্রামের স্কুল শিক্ষক এসকেন্দের ফরাজির বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই । ০২/০৪/২০২১ইং তারিখ বুধবার সকালের এ ঘটনায় আগুনে পুড়ে বসতঘর ছাই হয়ে গেছে।
এসকেন্দার ফরাজি শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। ওই বসতঘরে এসকেন্দার ফরাজি ও তার ভাই মোহাম্মদ আলী ফরাজির পরিবার বসবাস করতো।
এ ব্যাপারে মোহাম্মদ আলী ফরাজির ছেলে নজরুল ইসলাম ফরাজি জানান, সকালে ঘরের লোকজন পাশের এক ঘরে নাস্তা খাওয়ার জন্য যায়। তবে নজরুল ঘরেই ছিলেন। এসময় তার চাচা এসকেন্দার ফরাজি ও তার পরিবারের লোকজন যে পাশে থাকতো, ওই পাশ থেকে প্রচন্ড ধোয়া বের হতে দেখে তিনি ছুটে যান। কিন্তু মূর্হর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা সোনার গহনা, টাকা ও আসবাবপত্র পুড়ে যায় ছাই হয়ে যায়। আগুনে পুড়ো কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে যানা যায়।
তবে কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত করে বলতে পারেননি নজরুল। প্রাথমিকভাবে ধারনা করছেন বিদ্যুতেরশর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে । স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এলেও কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এমনকি গৃহপালিত পশু রক্ষা করা সম্ভব হয়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাদিকুর রহমান জানান, খবর পেয়ে রাজাপুর ও কাউখালি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশের ঘরগুলো রক্ষা করা গেলেও ওই ঘরটি পুড়ে যায়। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করা যায় ।
বিপ্লব,সাভারঃ সাভারের হেমায়েতপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হেমায়েতপুর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।
শুক্রবার সন্ধ্যা সাতটায় এই সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনার আয়োজন করা হয় ।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল মুরুব্বিগণের উপস্থিতিতে, উক্ত ইউনিয়নের সকল টুকিটাকি ও খুঁটিনাটি বিষয়ে আলাপ আলোচনা সহ আগামী নির্বাচনে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের হাতকে কি করে শক্তিশালী করা যায় এ বিষয়ে আলাপ আলোচনা করা হয় ।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি জনাব ফখরুল আলম সমর তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,জনাব আব্দুর রহমান সভাপতি হেমায়েতপুর ফাউন্ডেশন ।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে হারাধন শীল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে । হারাধন উপজেলার বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ি গ্রামের মৃত শীতিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হারাধন শীল বেশ কিছুদিন ধরে পেটের ও বুকের ব্যাথায ভুগছিল।গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ৮ দিকে হারাধন তার বিছানায় শুয়ে ছটফট করতে থাকে এবং ঘামতে থাকে। এ সময় তার পরিবারের লোকজন তার সমস্যার কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি গ্যাস ট্যাবলেট মনে করে ইদুরমারা ট্যাবলেট খেয়ে ফেলেছি ।
পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে
অটোরিক্সা যোগে ডাক্তারের কাছে নেয়ার পথে কাতিহার বাজারের কাছে তার আগে মৃত্যু হয় ।
থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ ব্যাপারে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুল ট্যাবলেট খেয়ে হারাধনের মৃত্যুর কথা আমরা জেনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের শেষকৃত্যের জন্য এডিএম বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ ইব্রাহীম ফজর আলী( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ফজর আলী উপজেলার উপজেলার কলিগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কলিগাঁও গ্রামের একটি পুকুর সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলীকে হাতেনাতে গ্রেফতার করে ।
এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
আসামীকে ২ এপ্রিল শুক্রবার জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিপ্লব,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
শুক্রবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ বলছে,ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ ইসলাম হেরোইন বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র্যাব ৪।
এসময় র্যাব মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ হোসেনকে ৯০ লাশ টাকা মুল্যের ৮৮০ গ্রাম হেরোইন ্উদ্ধার করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব আরও বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।