বিপ্লব,সাভারঃ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ ২৪ মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের এসপি (ক্রাইম এ্যানারাইসিস এন্ড সিপিএল) আক্তার হোসেন ।
বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।তিনি বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি পুলিশ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলাদেশ পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিক্রমে পুলিশ সদর দফতরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সাভার বেদে পল্লির জীবন বদলে দেওয়া, হিজড়া সমাজকে আলোর পথে আনাসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেছেন।
তাহার সুস্থতা কামনায় আজ বাদ মাগরিব হেমায়েতপুর সুপার মার্কেটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিষ্কার পরিছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে ।
বুধবার ২৪ (মার্চ) সকালে পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় ।
এ সময় স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
এ ছাড়াও এ অভিযানে অংশগ্রণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির , উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব বসাকসহ দলীয় নেতাকর্মি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে পৌর মেয়র বলেন আজ থেকে পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।
আমিনুল ইসলাম, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) প্রশাসন করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
কর্মসূচীর অংশ হিসাবে ২৫ মার্চ দিবাগত রাতে কুরআনখানি ও বিশেষ মোনাজাত ও গণহত্যা দিবসকে স্মরণ করে রাত ৯টায় ক্যাম্পাসে আলো নিভিয়ে ১ মিনিটের জন্য প্রতীকী বøাক আউট কর্মসূচি পালন করা হবে।
এছাড়া দিবাগত রাতে ১৯৭৫ এর ১৫ আগষ্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনাসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ এশা কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৬ মার্চ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মু. আতাউর রহমান।
একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে পতাকা উত্তোলন করবেন। এছাড়া শহীদ স্মৃতিসৌধেও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
এর পর পর্যায়ক্রমে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, বিভিন্ন সমিতি-পরিষদ-ফোরাম এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রশাসন ভবনের তৃতীয় তলায় সম্মেলন-কক্ষে মুক্তিযুদ্ধ কর্ণারগুলোর জন্য বই প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বই প্রদান এবং পুরস্কার বিতরণ করবেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করা হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারী হলরুমে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পুত্র-কন্যাদের অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে : ক্যাটাগরি ‘কথ ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘গ্রামবাংলাথ; ক্যাটাগরি ‘খথ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘মুক্তিযুদ্ধ বিষয়কথ এবং ক্যাটাগরি ‘গথ ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়বস্তু ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশথ।
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত উপর্যুক্ত কর্মসূচিতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বাজায় রেখে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মঙ্গলবার (২৩ মার্চ) বিনামূল্য কৃষকদের মাঝে চলতি মৌসুমে আবাদের জন্য পাট-বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
পাট সম্প্রসারণ ও বাস্তবায়নকারি অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে
বলে জানা গেছে।
এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারসহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
উদ্বোধনীতে ১১ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া,৩ কেজি পটাশ ও ৩ কেজি টিএসপি সার দেয়া হয়েছে ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এবার উপজেলায় মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে পাট বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে ।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধি: মজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রা প্রতিযোগিতা শুরু হয়েছে ।
এ অনুষ্ঠান ২০ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানটির শুভউদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন অনুষ্ঠানটির শুভউদ্বোধন ঘোষণা করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইচ চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।
উপজেলার সেরা ৬টি যাত্রাদল শ্রীপুর আলোর দিশারী নাট্যদল গোষ্ঠি, খামারপাড়া অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠি, সারথী কল্যাণ ফাউন্ডেশন, করন্দি নবজাগরণ যাত্রা সংঘ, বেলেঘাটা পঞ্চপল্লী স্মৃতি সংঘ ও উপজেলা প্রশাসন নাট্যদল পর্যায়ক্রমে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে ।
এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বিশেষ আকর্ষণ জি-বাংলার সা-রে-গা-মা-পা’র সেরা কণ্ঠ নোবেল গান গাইবেন।
সোমবার (২২ মার্চ) বিকেলের দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এইচ এম কাওসার হামিদ এর পুকুরে এ মাছটি পাওয়া যায়। দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার হামিদ তালতলী প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।
কাওসার হামিদ জানান, চৈত্র মাস আসায় আসপাশের খাল-বিল শুকিয়ে গেছে। পুকুরের পানিও কমে গেছে। পুকুরটি পুনঃ খননের জন্য পাম্প মেশিন দিয়ে সেচ করেন। সেচের পর পুকুরে থাকা মাছগুলো জাল দিয়ে ধরার সময় এ জীবিত রুপালী ইলিশটি ধরা পরে।
কাওসার হামিদ আরো জানান, গত বর্ষার মৌসুমে পায়রা নদীর জলোচ্ছাসে বেড়ে যাওয়া লবনাক্ত পানি ¯øুইজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এ পুকুরসহ এলাকার শতশত পুকুর ঘের তলিয়ে গিয়েছিল। হয়তবা যখন সাগরের লবনাক্ত পানির সাথে এ ইলিশ মাছটি পুকুরে আটকা পরে।
খবর পেয়ে দেখতে আসা স্থানীয়রা বলেন, এর আগে এভাবে কখনো তাজা ইলিশ দেখতে পারিনি, আজ জীবিত ইলিশ দেখে খুবই ভালো লাগলো। পুকুরের ইলিশ দেখে আমরা খুবই আনন্দিত।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম জানান, পুকুরেও ইলিশ মাছ অনেক দিন বেঁচে থাকে। সাগরে ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় তখন নদীতে চলে আসে।
আর নদী থেকে তখনই খাল-বিলে ওঠে যায়। এ কারনেই হয়তোবা ইলিশটি পুকুরে আটকা পড়ে।
সাভার,প্রতিনিধিঃ মাস্ক পড়ার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য নিয়ে সাভারের হেমায়েতপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণসহ উদ্ভুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে পুলিশ।
সোমবার দুপুরে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির পুলিশের আয়োজনে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাসযাত্রী, পথচারী ও দোকানীসহ সকল জনসাধারণের মাঝে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম (বিপিএম. পিপিএম) পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই উদ্বোধন করেন। এসময় সেখানে এসআই সুজন সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করাসহ সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে ও যেকোন কাজে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পড়ার আহবান জানানো হয়।
হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম (বিপিএম. পিপিএম) বলেন, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ বাহিনী সজাগ রয়েছে।
করোনা মোকাবেলায় পুলিশ যেকোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এরই অংশ হিসেবে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ২ হাজার পিস মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
হুমায়ুন কবির,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকালে উপজেলা হলরুমে,উপজেলা নির্বাহী অফিসার স্টিভ কবিরের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।
এছাড়াও মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, মাহবুব আলম,সফিকুল ইসলাম মুকুল, আঃরহিম,আঃরউফ,মাধ্যমিক শিক্ষা অফিসার
আলী শাহরিয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।
সাভার প্রতিনিধিঃ প্রথমবার করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরেও আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন। তিনি আরো বলেন চিকিৎসকের পরামর্শে সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন তিনি ।
সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় ত্বকের রোগাক্রান্ত কুকুরদের ঔষধ ও খাবার দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন – জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এবং “সেইফ মেডিসিন বাংলাদেশ”।
রবিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা পল্লীবিদ্যুৎ এর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ কার্যক্রম চালায়। সংগঠনটি নিয়মিত বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে।
২০১৭ সালে বরিশালে প্রতিষ্ঠিত সংগঠন “জাগ্রত তারুণ্য” ইতোমধ্যে তাদের কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার ও সিআরআই প্রদত্ত ” জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২০” অর্জন করে।
এ ব্যাপারে জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এর সাধারণ সম্পাদক-আরবাজ (রুমান) বলেন। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু এসব অবলা প্রাণীদের কথা কেউ ভাবে না। এরা রোগাক্রান্ত হয়ে পঁচে ধু্ঁকে ধুঁকে মারা যায়। তাই এদের জন্য আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ ।