হত্যার বিচার চাওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছ গ্যাং লিডারের ভাই
বিপ্লব,সাভারঃ সাভারে আলোচিত কিশোর গ্যাং কতৃক নীলা রায় নামে দশম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধনে অংশ নেয়ায় প্রান্ত সাহা (২৬) নামে এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার শাকিব হোসেনের বড় ভাই শাকিল হোসেনের বিরুদ্ধে।
বিষয়টি জানিয়ে ভুক্তভোগী ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মারধরের শিকার ওই ব্যবসায়ীর নাম প্রান্ত সাহা সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার শিশির সাহার ছেলে। অন্যদিকে অভিযুক্ত শাকিল হোসেন সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শিরুর বড় ছেলে ও নিলা রায় হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত শাকিব হোসেনের বড় ভাই।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ব্যবসায়ী প্রান্ত সাহা বৃহস্পতিবার বিকেলে দরকারী কাজে পৌর এলাকার কাজী মোকমাপাড়া জামে মসজিদের সামনে অবস্থান করছিলো। এসময় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের ইন্ধনদাতা শাকিল হোসেনসহ অজ্ঞাত পরিচয় ২/৩ জন যুবক ওই ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা হামলা চালিয়ে এলোপাথারি মারধর করতে থাকে।
একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে পরবর্তীতে আবার এই এলাকায় পাইলে প্রানে শেষ করে দেয়ার হুমকি দিয়ে চলে যায়।
মারধরের শিকার প্রান্ত সাহা বলেন, সাভারের আলোচিত নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় আমি বিচার চেয়ে মানববন্ধনে নেয়ায় কিশোর গ্যাং লিডার ও নিলা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শাকিব হোসেনের বড় ভাই আমাকে মারধর ও হত্যার চেষ্টা করেছে। শাকিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত। এমন কোন অপরাধ নেই যা সে ও তার ভাই করেনা।
তাই তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। ২০১৭ সালে একজন গানের শিক্ষককে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী শাকিল ও তার ভাই কিশোর গ্যাং লিডার শাকিব।
মারধরের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাকিল হোসেন বলেন, প্রান্ত সাহাকে কোন মারধর করা হয়নি। তাকে শুধু ভয়-ভিতী দেখিয়ে এলাকা থেকে চলে যেতে বলেছি। মারধরের অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট।
এব্যাপারে লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাফ্ফর হোসেন বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় নামে এক স্কুল শিক্ষার্থীকে তার ভাইয়ের কাছে থেকে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান, তার বাবা-মা, সেলিম পালোয়ান ও কিশোর গ্যাং লিডার শাকিবসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেনাপোলে কাঁকড়া খাওয়া বৃদ্ধা পেলো শান্তি নিবাস
মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৮ মাস খোলা আকাশের নিচে বসবাস ও কাঁকড়া, শালক খেয়ে বেঁচে থাকা কবিতা নামের সেই বৃদ্ধা মায়ের জন্য একচালা টিনের ছাউনি বিশিষ্ট শান্তি নিবাস গড়ে দিলেন উদ্ভাবক মিজান। ঘরটির নাম দিলেন “মা কবিতা শান্তি নিবাস।
বৃহস্পতিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বাইপাস সড়কের পাশেই জমিদাতা আব্দুল্লাহ মোল্লা স্বপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে ফিতা কাটার মধ্যে দিয়ে শান্তি নিবাসের শুভ উদ্বোধন করেন।
এর আগে কবিতাকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশ হলে আলোচনা সমালোচনার ঝড় উঠে শার্শার গোটা এলাকা জুড়ে।
তবুও কোন মহানুভবতার হাত এগিয়ে আসেনি এই অসহায় কবিতার কাছে। খোলা আকাশের নিচে থেকে তাকে উদ্ধার করে তার মাথা গোঁজার ঠাঁই করে দেয়নি কেউ।
খোলা আকাশের নিচে গোটা শীতার্ত আবহাওয়া কাটিয়ে উঠলেও কেউ ভাবেনি রোদ বৃষ্টি ঝড়ের মাঝে কিভাবে কাটবে তার রাত। তবে কারো নজরে না আসলেও প্রথম থেকে দেখে আসা সেই মানবতার ফেরিওয়ালা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান সেই মহৎ কাজটি করে আবারো শার্শার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করলেন।
পাশে দাঁড়ালেন সেই কাঁকড়া খাওয়া মায়ের। প্রবাসী দের সহযোগিতায় তিনি করে দিলেন কবিতা শান্তি নিবাস নামে একটি বসতবাড়ি। তিন দিন ধরে বাঁশ খুটি টিন দিয়ে গড়ে তোলা ঘরটি এখন একটি দৃষ্টান্ত।
শুধু তাই নয়। এই কাঁকড়া মায়ের নিরাপদ পানির জন্য টিউবওয়েল এবং পরিছন্ন টয়লেটের ব্যবস্থা করেছেন মিজান। নতুন ঘরের জন্য লেপ ক্যাতা কম্বল বালিশ নিয়ে কবিতার পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলমমগীর হোসেন। সেই সাথে প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে চান তারা।
এসময় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন, মানব সেবা বড় সেবা পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনি আর নিয়েও যাবেনা। তাই আসুন আমাদের সমাজে যারা অসহায় অবহেলীত আছে তাদের পাশে এসে দাড়াই। এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই।
এই মহতী উদ্যোগে আর্থিক সহযোগিতা যারা করেছেন, বিশেষ করে ফুট ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রবাসী শাহপরান, ঝিকরগাছা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন, তরুন সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর, বাংলাদেশ পুলিশ সদস্য সোহাগ হোসেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি।
উক্ত অনুষ্ঠানে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন, মুক্তিযুদ্ধার সন্তান ডাঃ বিল্লাল হোসেন, আব্দুল মালেক, মিডিয়া কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
রাণীশংকৈলের পৌর নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আ’লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান ( নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী রফিউল ইসলাম (কম্পিউটার) প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় হাসপাতালে ভর্তি আহতরা হলেন, নৌকা সমর্থক বলিদ্বারা- উজধারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুলমিয়া (৩৮), কম্পিউটার সমর্থক মৃত জমির উদ্দিনের ছেলে আজারুল ইসলাম (৬৫), তার ছেলে বেলাল হোসেন (৩৫), মধ্য ভান্ডারা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মতিউর( ৪৫) ও তার স্ত্রী সমিরন বেগম (৩৫)।
জানা গেছে আজ সন্ধ্যায় ফুলমিয়া ও তার সঙ্গীরা পৌরশহরে রংপুরিয়া মার্কেটে আ’লীগ প্রার্থীর প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থী রফিউলের সর্মথকদের মধ্যে বিতর্ক বাধে।এ নিযে় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয় । এবং কম্পিউটার প্রতীক অফিস ভাংচুর করে নৌকার সমর্থকরা বলে কম্পিউটার সমর্থকরা জানান।এ নিয়ে পৌরশহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে ইউএনও, সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারি পুলিশ সুপার(সার্কেল) তোফাজ্জুল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ এলাকায় পুলিশি টোহল অব্যাহত রয়েছে।
এ নিয়ে রংপুরিয়া মার্কেটসহ পৌর বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসি এস এম জাহিদ ইকবাল বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । তবে আগামীকাল থেকে আমাদের তৎপরতা আরো জোরদার করা হবে । তিনি আরো বলেন, নৌকা প্রার্থীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন আছে ।
রাজশাহী সড়কে নান্দনিক সড়কবাতির উদ্বোধন আগামীকাল
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতির উদ্বোধন করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বহরমপুর মোড়ে সড়কজুড়ে নান্দনিক আলোকায়নের উদ্বোধন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে আলো ঝলমঝে হবে ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা।
বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কটিতে ১৭৪টি খুঁটি বসানো হয়েছে। প্রতিটি খুঁটিতে বসানো হয়েছে দুইটি করে লাইট। মোট ১৭৪টি খুঁটিতে বসানো হয়েছে ৩৪৮টি আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। যা প্রজাপতির মতো ডান মেলে আছে, আলো ছড়ানোর অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
প্রসঙ্গত, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে।
এ ছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। আলোকায়নের জন্য সড়ক আইল্যান্ডে বাসনো হয়েছে দৃষ্টিনন্দন লাইট ও পোল।
সাভারে স্কুল ছাত্র রোহানের হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিপ্লব,সাভারঃ সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খুন হওয়া স্কুল শিক্ষার্থী রোহান হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিকে মানববন্ধ করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীরা।

বুধবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় আয়োজিত মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, নারী ও শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন পাঁচ শতাধিক লোকজন।

মানববন্ধন চলাচলে বিভিন্ন ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো প্রেসক্লাব এলাকা।
এসময় সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বর থেকে সাভার কলেজ এবং আশপাশের রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাড়িয়ে নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদ জানায় অংশগ্রহনকারীরা। সকলের মুখে একই দাবি রোহানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা।
আয়োজিত মানববন্ধন থেকে রোহানের বাবা আব্দুস সোবাহান বলেন, গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় আমার ছেলে রোহানুল ইসলাম রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং লিডার হৃদয় ও তার সহযোগীরা। হৃদয়ের সাথে আমার ছেলের কোন সম্পর্ক কিংবা বিরোধ না থাকলেও একটি মেয়ের কারনে আমার ছেলেকে খুন হতে হয়েছে আমি তার বিচার চাই।
তিনি আরও বলেন, আমাদের কর্ণপড়া এলাকার জমি ব্যবসায়ী হাজী এহসান উল্লার বড় মেয়ে মাইদা হাসান আমার ছেলেকে পছন্দ করলেও রোহান তাকে প্রত্যাখান করে। পরবর্তীতে ব্যাংককলোনী এলাকার এ্যাসেড স্কুল পড়ার সুবাদে ওই মেয়ে হৃদয়ের সাথে সম্পর্ক করে পরিকল্পিতভাবে তাকে দিয়ে আমার ছেলেকে হত্যা করিয়েছে। ওই মেয়ে দুই দিন আগেও রোহানের সাথে ম্যাসেঞ্জারে কথা বলেছে। আমাদের দাবি অনতি বিলম্বে ওই মেয়েকে গ্রেপ্তার করে আইনের আনা হোক। তাহলেই সকল আসামীকে ধরা যাবে এবং সুষ্ঠু বিচার হবে।
উল্লেখ্য প্রেম সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ ফেব্রুয়ারী রাতে রোদেলা মডেল স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে পুর্বপরিকল্পিপভাবে ডেকে নিয়ে এলোপাথারী মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করে হৃদয় রাহিদসহ ৩০-৪০ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এঘটনায় নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গ্যাং লিডার হৃদয়সহ দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ
বিপ্লব,সাভারঃ সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯০ জনের মাঝে ৩০ কেজি করে ,চাল বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়নে পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর ।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক খালেদা আক্তার জাহান,এ সময় তিনি বলেন, ভিজিডি কার্ড প্রদান সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ কর্মসূচি। হতদরিদ্র বা দুস্থদের জীবন মান উন্নয়নের জন্য এই কর্মসূচি চালানো হচ্ছে।





































