নলছিটিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ ও নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝলকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ ।
২৭/০১/২০২১ইং তারিখ বুধবার রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলা রাস্তার মোড় খাজুরিয়া গ্রামের আওয়ামী লীগের এ কার্যালয় অগ্নিসংযোগ ও নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়ে একজন দোকানদার জানান, প্রতিরাতের মতো গতরাতেও আমি দোকান বন্ধ করে বাসা থেকে খেয়ে আবার দোকানে ঘুমাতে আসি তখন রাত আনুমানিক সাড়ে বারোটা।
এমতাবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে স্থানীয় দোকানদার ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহেদ খাঁন বলেন, আমার নির্বাচনী প্রতিপক্ষরা ভোটের মাঠে হেরে যাবে বলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এবিষয়ে নলছিটি থানার ওসি মোঃ আলী আহম্মদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভারে ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ।
বিপ্লব,সাভারঃ সাভারের রাজফুলবাড়ীয়া,শোভাপুর এলাকায়,ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে, শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
সোমবার বিকেলে শোভাপুর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন ‘ফখরুল আলম সমর’ চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এবং যুগ্ন সাধারণ সম্পাদক, সাভার উপজেলা আওয়ামীলীগ।
কথিত আছে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন দুস্থ ও অসহায়দের মাঝে তেঁতুলঝোড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সবসময় সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ।
উক্ত শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন সহ আরো অনেকে ।
এসময় শীতার্তদের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরণ করা হয় ।
সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা (ভিডিও)
বিপ্লব,সাভারঃ সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর মিকচারের কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা ।

সাভরের বিরুলিয়া ইউনিয়নের সবুজ গ্রাম নামক এলাকায় একটি পাথর মিকচার মেশিন এর কেমিক্যাল এর গন্ধে ও মেশিনের শব্দ এলাকাবাসী অতিষ্ঠ ছিল প্রায় । এই সংবাদটি সময়ের খবর ২৪ সম্প্রচারের পরে মাঠে নামে পরিবেশ অধিদপ্তর ।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জনাব মসিবুর হোসেন রাজিব উক্ত স্থান পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে, অবৈধ এই মিকচারের কারখানাটি বন্ধ করে দেন ।
পরিবেশ অধিদপ্তর কারখানাটিতে কোনো সরকারি অনুমোদন পাইনি।
২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উক্ত বিজ্ঞপ্তিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।
সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।
আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। যদিও করোনার কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি উঠেছিল। তবে শেষ পর্যন্ত ১৮ মার্চ বইমেলা শুরু হচ্ছে বলে সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা
রাণীশংকৈলে রাইস ট্রান্স প্লান্টার মেশিনে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট দীঘিয়া ব্লকে ২৫ জানুয়ারি সোমবার সকালে ১৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্স প্লান্টার মেশিনের দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।











































