26 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

আশুলিয়ায় ১০ কোটি টাকা চাঁদা দাবি, আওয়ামী লীগ নেতা আটক

সাভার প্রতিনিধি:  সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ওয়েস্টেজ মালামাল ব্যবসায়ী মোখলেছুর রহমানের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইমরান হোসেন শাহজাহানকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়ার দুর্গাপুর এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টসের সামনে থেকে তাকে আটক করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত সাহা। তবে তাকে প্রায় তিন ঘন্টা থানায় আটকে রাখার পর মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান, আমি দীর্ঘদিন যাবত কন্টিনেন্টাল গার্মেন্টসের ওয়েস্টেজ মালামালের ব্যবসা করে আসছি। সম্প্রতি আশুলিয়া থানা আওয়ামী লীগ গঠন হওয়ার পর থেকেই ওই কমিটির সদস্য ইমরান হোসেন শাহজাহান ব্যবসার ভাগ চেয়ে আমাকে বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছে।

এক পর্যায়ে কিছুদিন আগে সে আমার কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে অন্যথায় ওই কারখানায় আমাকে ব্যবসা করতে দিবে না। তার কথামতো চাঁদার টাকা না দেওয়ায় সে আমাকে একটি অপরিচিত নাম্বার দিয়ে ফোন করে চাঁদা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। বিষয়টি আমি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানিয়ে হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি দিয়ে একটি লিখিত অভিযোগ করি। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার ওই কারখানার সামনে টাকা নিতে আসলে হাতেনাতে আটক করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, দুপুরে আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন শাহজাহান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খানের সাথে কন্টিনেন্টাল গার্মেন্টসের সামনে আসেন। সেখানে কারখানার ঝুট ব্যবসা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমরান হোসেন শাহজাহান কে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের লোক হওয়ায় এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ইমরান হোসেন শাহজাহান বলেন, কন্টিনেন্টাল কারখানার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আশুলিয়া থানার ওসি সাহেব আমাকে থানায় ডেকেছিলেন। সেখানে তার সাথে কথা বলে বিষয়টি নিয়ে বৈঠক শেষে আবার আমি চলে আসি। আটক করা হয়েছে বলে প্রপাগাণ্ডা ছড়িয়েছে।

জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত সাহা বলেন, কন্টিনেন্টাল কারখানার ঝুট ব্যবসায়ী মোখলেসুর রহমানের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ায় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন শাহজাহান কে আটক করে থানায় আনা হয়।

পরে বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নলছিটিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ ও নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝলকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ ।

২৭/০১/২০২১ইং তারিখ বুধবার রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলা রাস্তার মোড় খাজুরিয়া গ্রামের আওয়ামী লীগের এ কার্যালয় অগ্নিসংযোগ ও নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়ে একজন দোকানদার জানান, প্রতিরাতের মতো গতরাতেও আমি দোকান বন্ধ করে বাসা থেকে খেয়ে আবার দোকানে ঘুমাতে আসি তখন রাত আনুমানিক সাড়ে বারোটা।
এমতাবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে স্থানীয় দোকানদার ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহেদ খাঁন বলেন, আমার নির্বাচনী প্রতিপক্ষরা ভোটের মাঠে হেরে যাবে বলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এবিষয়ে নলছিটি থানার ওসি মোঃ আলী আহম্মদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ।

বিপ্লব,সাভারঃ সাভারের রাজফুলবাড়ীয়া,শোভাপুর এলাকায়,ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে, শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

সোমবার বিকেলে শোভাপুর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন ‘ফখরুল আলম সমর’ চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এবং যুগ্ন সাধারণ সম্পাদক, সাভার উপজেলা আওয়ামীলীগ।

কথিত আছে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন দুস্থ ও অসহায়দের মাঝে তেঁতুলঝোড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সবসময় সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ।

উক্ত শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন সহ আরো অনেকে ।

এসময় শীতার্তদের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরণ করা হয় ।

সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর মিকচারের কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা ।

সাভরের বিরুলিয়া ইউনিয়নের সবুজ গ্রাম নামক এলাকায় একটি পাথর মিকচার মেশিন এর কেমিক্যাল এর গন্ধে ও মেশিনের শব্দ এলাকাবাসী অতিষ্ঠ ছিল প্রায় । এই সংবাদটি সময়ের খবর ২৪ সম্প্রচারের পরে মাঠে নামে পরিবেশ অধিদপ্তর ।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জনাব মসিবুর হোসেন রাজিব উক্ত স্থান পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে, অবৈধ এই মিকচারের কারখানাটি বন্ধ করে দেন ।

পরিবেশ অধিদপ্তর কারখানাটিতে কোনো সরকারি অনুমোদন পাইনি।

২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উক্ত বিজ্ঞপ্তিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।

সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। যদিও করোনার কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি উঠেছিল। তবে শেষ পর্যন্ত ১৮ মার্চ বইমেলা শুরু হচ্ছে বলে সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা

রাণীশংকৈলে রাইস ট্রান্স প্লান্টার মেশিনে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট দীঘিয়া ব্লকে ২৫ জানুয়ারি সোমবার সকালে ১৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্স প্লান্টার মেশিনের দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে কৃষি অফিসের আয়োজনে এদিন দিঘিয়া ব্লকে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ’র সভাপতিত্বে চারা রোপন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউপি চেয়ারম্যান এনামুল হক ও আব্দুর রহিম, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ ঐ ব্লকের প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাণীশংকৈল কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
তিনি বলেন,প্রান্তিক কৃষকদের লাভবান করে তুলতে এবং সরকারের এই মহোতি উদ্যোগকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন কৃষি প্রদর্শনীর মাধ্যমে । তারই অংশ হিসেবে ২০২০-২০২১ রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সমতলে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের দ্বারা চারা রোপন কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রান্তিক কৃষকদের লাভবান করে তুলতে এ প্রদর্শনীর কার্যক্রম হাতে নেয়া হয়েছ ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ প্রদর্শনীতে প্রণোদনা হিসেবে ১২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয় করা হবে যা ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত। শস্য নিবিড়তা বৃদ্ধি, সময় মত কৃষি কাজ সম্পাদন, পণ্যের উৎপাদন খরচ কমানোর অপচয় রোধ, শ্রমিকদের কায়িকশ্রম লাঘব, শ্রমিকের অভাব পুরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি সর্বোপরি কৃষিকে আধুনিক ও আকর্ষণীয় পেশায় পরিণত করার জন্য কৃষিতে লাগসই যান্ত্রিকায়ন ব্যবস্থাপনা সৃষ্টি করায় এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে কৃষি কর্মকর্তারা জানান।

কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, ইতোমধ্যে এ প্রদর্শনীতে মোট বরাদ্দের একর প্রতি কৃষকের জমিতে ১০০ কেজি ইউরিয়া ৪৫ কেজি ডেপ, ৫০ কেজি পটাশ ৪৫ কেজি জিপসাম ও ৪ কেজি দস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি এ প্রদর্শনীর মাধ্যমে প্রান্তিক কৃষকেরা অনেক লাভবান হবেন।

সাভার মিডিয়া ক্লাবের উদ্যোগে গরীব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ।

বিপ্লব,সাভারঃ সাভার মিডিয়া ক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাভার থানা স্টান্ডে মিডিয়া ক্লাবের সামনে গরীব অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন, সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুর রহমান, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সাইমুল হুদা ,সাভার ব্রাক ডাক্তার মিল্কি
সহ আরো অনেকেই ।

এ সময় গরীব অসহায়দের মাঝে ২০০ শত কম্বল বিতরণ করা হয় ।

সাভারে মিডিয়া ক্লাবে তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বিপ্লব,সাভারঃ সাভারে গনমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায়, সাভার মিডিয়া ক্লাবের উদ্দ্যোগে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উক্ত কর্মশালায় প্রধান বিষয় ছিল কি করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশা কে খুব সহজেই আয়ত্তে নেয়া যায়, ও কি করে একজন সংবাদকর্মী একটি স্মার্ট মোবাইল এর মাধ্যমে খুব তাহার সকল কার্য সম্পন্ন করতে পারেন ।

এসময় প্রশিক্ষক একটি স্মার্টফোনের বিভিন্ন কলাকৌশল সহ অ্যাপস এর ব্যবহার সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেন ।

এই কর্মশালায় সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট, জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোবাইল জার্নালিজম বিষয়ক ও দেশের প্রথম পিএইচডি প্রাপ্ত , ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক জামিল খান ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট, সাব্বির আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাজী সেলিম মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, জিটিভির আজিম উদ্দিন, নিউজ টুয়েন্টিফোরের নাজমুল হুদা সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমকর্মী।

সাভারে প্রশাসনের নাকের ডগায়,আবাসিক এলাকায় চলছে বিষাক্ত মশার কয়েল তৈরীর কারখানা ( ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে প্রশাসনের নাকের ডগায় কোন প্রকার অনুমোদন ছাড়াই, আবাসিক এলাকায় গড়ে উঠেছে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত মশার কয়েল তৈরীর কারখানা ।

সাভারের বলিয়ারপুর এলাকায় বেশকয়েকটি অবৈধ মশার কয়েল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। যেখানে কাজ করছে ১০ থেকে ১৪ বছরের শিশুরা। যারা ভিবিন্ন নামে বেনামে মশার কয়েল উৎপাদন করে বাজারজাত করছেন।

অথচ কোন অনুমোদনই নেই কারখানাগুলোর । প্রতিটি প্যাকেটের মোড়কে বি,এস,টি,আই সিল ব্যবহার করলেও নেই বিএসটিআই-এর কোন অনুমোদন।

শিশু শ্রমিকদের দিয়ে মাত্রারিক্ত বিষাক্ত ডি-এলেথ্রিন মিশিয়ে নিম্ন মানের উৎপাদিত এইসব কয়েল স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাÍক ক্ষতিকর হওয়ায়, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কারখানা গুলোর আশপাশের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, কোন সাইনবোর্ড ছাড়াই কারখানাগুলো বিষাক্ত ডি-এলেথ্রিন মিশিয়ে অতি গোপনে দিনে ও রাতে মশার কয়েল তৈরি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করে সরজমিনে কারখানাগুলোতে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিশুরা কাজ করছে কারখানাগুলোতে। সেখানে হরেক রকমের নাম দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল ।

মশার কয়েল প্যাকেটজাত করা হচ্ছে। তবে হরেক রকমের কো¤পানির নাম ও ঠিকানা মোড়কে ব্যবহার করলেও তৈরি হচ্ছে সাভারের বলিয়ারপুর কুন্ডা কোটাপাড়া ও দাসপাড়া এলাকায় ,সব একই জায়গায় একই জিনিস দিয়ে। আর প্রতিটি মোড়কে বিএসটিআই-এর সিল লাগানো রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, কারখানা গুলোতা ছোট ছোট শিশুরাও কাজ করে , তিনি চার হাজার টাকা বেতন পায় , আর শিশুদের বেতন কম।তাই শিশু শ্রমিক বেশী ।

তবে কারখানাটির অনুমোদনের বিষয়ে তিনি কিছু বলতে না পারলেও বিএসটিআইয়ের কোন অনুমোদন নেই বলে জানান তিনি ।

তিনি আরো জানান নিজেরাই বিষাক্ত ক্যামিকেল দিয়ে কয়েল তৈরি করেন । এক শিশু শ্রমিক জানায়, এখানে কাজ করি বেতন পাই, এছাড়া আর কিছু জানি না। তবে কারখানা গুলোর মালিক মোঃ খালেক ও মোঃ মজিবর রহমানের সাথে যোগাযোগ করলে কারখানা গুলোর অনুমোদন না থাকার কথা স্বীকারের পাশাপাশি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই কারখানা গুলো পরিচালনা করছেন বলেও জানান তাহারা ।

বলিয়ারপুর ও কোন্ডা এলাকায় অনুমোদনবিহীন আরো বেশ কয়েকটি কয়েল তৈরির কারখানা রয়েছে।

এদের অনেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে শুধু লাইসেন্সের আবেদন কপি ঝুলিয়ে, কেউবা আবার চেয়ারম্যানের ট্রেড লাইসেন্স নিয়ে। তাদের নেই কোন পরিবেশের অনুমোদন ,কিংবা কেমিষ্ট্ বা ল্যাবরেটরি।

তবে সাধারণ জনগণের প্রশ্ন সাভারে বিষাক্ত কয়েলসহ ভেজাল পণ্য তৈরির কারখানা কিভাবে প্রশাসনের নাকের ডগায় এই অবইধ্য কারখানা গুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে? এদের বিরুদ্ধে দ্রুতব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

সর্বশেষ আপডেট...