সাভারে মিডিয়া ক্লাবে তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

Loading

বিপ্লব,সাভারঃ সাভারে গনমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায়, সাভার মিডিয়া ক্লাবের উদ্দ্যোগে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উক্ত কর্মশালায় প্রধান বিষয় ছিল কি করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশা কে খুব সহজেই আয়ত্তে নেয়া যায়, ও কি করে একজন সংবাদকর্মী একটি স্মার্ট মোবাইল এর মাধ্যমে খুব তাহার সকল কার্য সম্পন্ন করতে পারেন ।

এসময় প্রশিক্ষক একটি স্মার্টফোনের বিভিন্ন কলাকৌশল সহ অ্যাপস এর ব্যবহার সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেন ।

এই কর্মশালায় সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট, জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোবাইল জার্নালিজম বিষয়ক ও দেশের প্রথম পিএইচডি প্রাপ্ত , ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক জামিল খান ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট, সাব্বির আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাজী সেলিম মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, জিটিভির আজিম উদ্দিন, নিউজ টুয়েন্টিফোরের নাজমুল হুদা সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমকর্মী।