সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দ্বারা হামলার স্বীকার হয়েছেন দুই সাংবাদিক।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শাহাপুর ও পেয়াদাপাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর কর্মী-সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন আহত দুই সাংবাদিক।
আহতরা হলেন, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল ও দিপ্ত টিভির ক্যামেরা পার্সন ইসলাম উদ্দিন।
রুবেলের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। এসময় রুবেলের ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। গণসংযোগকারী রাজশাহী জেলা যুব মহিলা লীগের এক নারী কর্মীর শাড়ি ধরে টেনে-হিঁচড়ে তাকে লাঞ্চিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
আহত রুবেল বলেন, পেশাগত দায়িত্বপালনকালে আকস্মিকভাবে মুক্তার আলীর সমর্থকরা হামলা চালান। এসময় আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। হামলাকারীরা আমার মোবাইল সেটটি ভেঙে ফেলে। তারা আমার ক্যামেরাও ভাঙার চেষ্টা করে। এসময় দিপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামকেও মারধর করা হয়। এমনকি আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান শহিদের পক্ষে প্রচারণা চালানোর কারণে রাজশাহী জেলা যুব মহিলা লীগের এক নারী নেত্রীকেও লাঞ্ছিত করে হামলাকারীরা। হামলার শিকার দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রুবেল জানান, বাঘায় যুব মহিলা লীগের নেত্রীরা নৌকার প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা নৌকার লিফলেট নিয়ে সঙ্গে সঙ্গে ছিড়ে ফেলছিলেন। এই দৃশ্য তারা ভিডিও করছিলেন। আর তখনই বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা তাদের ওপর আক্রমণ করে। এক সমর্থক তার গলা টিপে ধরে বলে, ‘সাংবাদিকের বাচ্চা তোকে আজ মেরেই ফেলব’। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এ ঘটনায় থানায় খবর দেওয়া হলেও পুলিশ রহস্যজনক কারণে বিকেল পৌনে চারটার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেনি।
এদিকে ঘটনার পরে স্থানীয় লোকজন গিয়ে পরে দুই সাংবাদিকসহ লাঞ্চিতের শিকার যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্ধার করেন। কিন্তু থানায় খবর দেওয়া হলেও পুলিশ রহস্যজনক কারণে বিকেল তিনটার দিকে এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে পৌঁছাননি। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনটি জানার পর পুলিশ পাঠিয়ে দেয়া হয়। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিব।
প্রসঙ্গত, এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অংশ নিয়েছেন শাহিদুজ্জামান শাহিদ, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তোজাম্মেল হোসেন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী হলেও পুলিশ তাকে নানাভাবে সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান শহিদ।
টুকু পিরোজপুর :পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নের পদ্মডুবি এলাকায় বিধি লঙ্ঘন করে ডিপিপি’র আওতায় পদ্মডুবি উচ্চ বিদ্যালয় নামে নতুন বিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পার্শ¦বর্তি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের অভিযোগ, বিধি লঙ্ঘন করে প্রস্তাবিত বিদ্যালয়টি স্থাপিত হলে অত্র ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলো হুমকির মুখে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এবং প্রবিধিমালা অনুসারে বিধি বহির্ভূত কোন বেসরকারী বিদ্যালয় স্থাপনের সুযোগ নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় অত্র ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। নতুন প্রস্তাবিত বিদ্যালয়টি মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় হতে অনধিক ১কি.মি. দূরত্বে স্থাপনের জন্য প্রস্তাব করা হয়েছে। অত্র ইউনিয়নে ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি নিম্নে মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসা রয়েছে। যার মধ্যে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশে ৩ কিলোমিটারের মধ্যে ৪টি বিদ্যালয় রয়েছে। ২০১৩ সালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ পরিদর্শন সাপেক্ষে এই ইউনিয়নের ৪টি নিম্নে মাধ্যমিক বিদ্যালয়কে ৯ম শ্রেণি খোলার অনুমতি দেন। এছাড়া ফিমেল সেকেন্ডারী এ্যাসেসমেন্ট প্রজেক্টের আওতায় সোনাপুর উচ্চ বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। ২০২০ সালে অত্র বিদ্যালয় হতে মাত্র ২জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে ১জন পাস করে। ফলে বিদ্যালয়টি মাধ্যমিকের অনুমতি পেয়েও বর্তমানে নিম্ন মাধ্যমিক হিসেবে পরিচালিত হয়ে আসছে। অত্র ইউনিয়নে জনসংখ্যার তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি হওয়ায় এ ধরনের সংকটাবস্থার সৃষ্টি হয়েছে।
মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, অত্র ইউনিয়নের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় বিধিবহির্ভূত নতুন বিদ্যালয় স্থাপিত হলে এখানকার অন্যান্য বিদ্যালয়গুলো কোন না কোন সময় বাতিলের পর্যায়ে পতিত হবে। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জমিদাতা মো. কামরুজ্জামান বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী সংকটে ভুগছে। বিদ্যালয়ের অদূরে বিধি বহির্ভূত আরেকটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় হুমকির সম্মুখিন হবে। দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বাবুল আকন বলেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকাবাসীর অনেক পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত বিদ্যালয়টি এই বিদ্যালয় হতে অনধিক ১কি.মি দূরে। সরকারী বিধান লঙ্ঘন করে নতুন বিদ্যালয় স্থাপিত হলে এলাকাবাসীর পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই মনোহরপুর বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে। দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক আরেক ইউপি সদস্য এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র সমীরণ সমদ্দার বলেন, এই এলাকার মুরব্বীরা অনেক পরিশ্রম করে এই বিদ্যালয় দাড় করিয়েছেন। যদি নিকটেই আরেকটি নতুন বিদ্যালয় স্থাপিত হয় তাহলে ঐতিহ্যবাহী বিদ্যালয়টি বিলুপ্ত হয়ে যাবে। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. মনিরুজ্জামান মন্টু বলেন, প্রস্তাবিত বিদ্যালয়টি এই বিদ্যালয় হতে অনধিক ১কি.মি দূরে অবস্থিত।
এলাকাবাসীর দাবি ডিপিপি’র আওতায় নতুন মাধ্যমিক বিদ্যালয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শণ করে বিধি মোতাবেক দূরত্ব ও জনসংখ্যার ভিত্তিতে স্থাপনের অনুমতি দিলে উভয় বিদ্যালয় কাম্য সংখ্যক শিক্ষার্থী নিয়ে পরিচালিত হতে পারবে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বিদ্যালয়ের বিরুদ্ধে আমি অভিযোগপত্র পেয়েছি এবং বিষয়টি পরিদর্শনের জন্য অত্র বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে চিঠি দেয়া হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খান প্রস্তাবিত বিদ্যালয়ের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এবং প্রবিধিমালা-২০০৯ এর আলোকে একটি ক্লাস্টার এলাকায় কমপক্ষে ১০হাজার জনসংখ্যা থাকতে হবে এবং প্রস্তাবিত বিদ্যালয় থেকে ৪কি.মি. এর মধ্যে কোন বিদ্যালয় থাকতে পারবে না মর্মে শর্ত দেয়া রয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে বৈধতার সনদপত্র দিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান প্রস্তাবিত বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগপত্র পেয়েছেন উল্লেখ করে বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দুটি বিদ্যালয় পাশাপাশি অবস্থানের বিষয়ে নির্দিষ্ট পরিপত্র ও নির্দেশনা রয়েছে। শর্ত পূরণ না করে একটি বিদ্যালয়ের পাশে নতুন আরেকটি বিদ্যালয় স্থাপনের কোন সুযোগ নেই। নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে উক্ত প্রস্তাবিত বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে।
অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের দাবি, যেহেতু ৩নং দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নে জনসংখ্যার তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি সেহেতু বিধি বহির্ভূত নতুন বিদ্যালয় স্থাপনের অনুমতি না দিয়ে ঐতিহ্যবাহী পুরাতন বিদ্যালয়গুলোকে ধ্বংস ও বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় হবেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এ বছর বিভিন্ন জাতের সরিষা চাষ শুরু হয়েছে। অল্প সময় ও স্বল্প খরচে সরিষা চাষ করা যায় বলে এই অঞ্চলের কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষের দিকে ঝুঁকেছেন।
শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্যাপক লাভের আশায় আছেন তারা। রবি শস্যের মধ্যে সবার আগে ঘরে ওঠে এই ফসল। এবছর দ্বিগুণ চাষ হয়েছে সরিষা। চলতি মৌসুমে শার্শা উপজেলায় ২৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা চাষে পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। এই অঞ্চলের মাঠগুলো এখন সরিষা ফুলে ভরে উঠেছে। যেদিকে তাকানো হয় সেখানে হলুদ আর হলুদ। এবছর শার্শা উপজেলায় সরিষার উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কৃষি সমৃদ্ধ উপজেলার নাম শার্শা। এখানকার মাটি ও আবহাওয়া সকল ধরনের ফসল চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসলের মত তৈল জাতীয় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে এ উপজেলায়।
এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকা। কার্তিক মাসে সরিষা চাষ শুরু হয় এবং কাটা হয় পৌষ থেকে মাঘ মাসের শেষ পর্যন্ত।
শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল জানান, এ উপজেলায় এ বছর ২৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কম খরচে ও অল্প সময়ে পতিত জমিতে সরিষা চাষ করা যায় বলে শার্শার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। এদিকে প্রতিনিয়ত নতুন করে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরামর্শ দেওয়া হয়।
বিপ্লব,সাভারঃ খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল , এই প্রতিপাদ্যকে সামনে রেখে , সাভারে শেষ হলো ওয়াসিউদ্দিন ফাউন্ডেশন এর আয়োজনে , চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২০।
গতকাল সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ঈদগাহ মাঠে এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটির সমাপ্ত হয় ।
গতকাল এই ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ,বিপ্লব স্পোর্টিং ক্লাব বনাম জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাব , উক্ত খেলায় প্রথমার্ধের ১০ মিটের মাথায় বিপ্লব স্পটিং ক্লাব জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাবকে ১ম গোল দিয়ে এগিয়ে থাকেন ।
পরে ২য়ার্ধের খেলায় বিপ্লব স্পটিং ক্লাব জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাব কে আরো ১ টি গোল মোট ২য় টি গোল দিয়ে এগিয়ে থাকলেও খেলা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাব, বিপ্লব স্পটিং ক্লাবকে ১টি গোল পরিশোধ করলেও শেষ রক্ষা করতে পারেননি জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাব, অবশেষে বিপ্লব স্পটিং ক্লাব ২ ও জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাব ১ গোলে খেলা শেষ হয় ।
এসময় চ্যাম্পিয়ন বিপ্লব স্পটিং ক্লাবকে নগদ ৫০,০০০ টাকার চেক ট্রফি ও ১ পেকেট মাক্স হাতে তুলেদেন সাভার উপজেলা চেয়াম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব , ও রানার্সআপ জয়নাবাড়ী ইয়ং স্টার ক্লাবকে নগদ ২্০০০ টাকা, চেক ট্রফি ও ১ পেকেট মাক্স হাতে তুলেদেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফক্রুল আলম সমর ।
এর আগে ,গত ১০ ই নভেম্বর ২০২০ তারিখের উক্ত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন সাভার উপজেলা চেয়ারম্যান মনুজুরুল আলম রাজীব , মোট ৩২টি টিকের মধ্য এই খেলাটি সম্পন্য হয় ।
এসময় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন , আমরা মাদকের বিরুদ্ধে সকলে মিলে লরাই চালিরে যাবো , বর্তমান যুবসমাজ যাতে করে এই মাদকের দিকে না যেতেপারে এই জন্য আমাদের এই আযোজন, মাদকের বিরুদ্ধে ওয়াসিউদ্দিন ফাউন্ডেশন আপনাদের পাশে আছে আর থাকবে ইনশাল্লাহ ,
এ সময় তেতুলঝোড়া ইউনিয়নের সকল মেম্বার, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, আবির মাছুম নুরুল আমীন সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
বিপ্লব,সাভারঃ মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়নের চর খালিয়া এলাকায় ৩৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে সিংগাইরের উপজেলার ,জামির্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামের মৃত.এলমেছ আলীর ছেলে সাদেক আলী (৬০) বাড়ি থেকে এ মদ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ ।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওসি রকিবুজ্জামানের নির্দেশে পুলিশ উপ-পরিদর্শক মো.বোরহান উদ্দিন মোল্লা ফোর্স নিয়ে সিংগাইরের উপজেলার জামির্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামের ৩নং ওয়ার্ড কামাল পাড়া এলাকায়, সাদেক আলীর গরুর খামারের ঘরের পাশে , গরুর খাবার মজুত রাখার ঘরে , ৭ টি ড্রাম ভর্তি আনুমানিক ৩৫০ লিটার চুলাই মদের উপকরণ সহ একটি গ্যালনে ৩ লিটার মদ উদ্ধার করে ।
এবিষয়ে সময়ের খবর ২৪ কে পুলিশ উপ-পরিদর্শক বোরহান উদ্দিন মোল্লা জানান, এ ব্যাপারে বাড়ির মালিক সাদেক আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে , এর সাথে আরো কয়েক জন জরিত থাকার কথা স্বীকার করে, তিনি আর বলেন , তদন্তের মাধ্যমে তাদের নাম ও মামলায় আসবে ।
“তবে অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ”
স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ওঝট) তে স্প্রিং সেমিস্টার উপলক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তিমেলা । আজ দুপুরে মহাখালী ক্যাম্পাসে উক্ত মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
তিনি জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ওঝট বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে ।
০৪ থেকে ২০ জানুয়ারী সকাল ০৯.০০ থেকে সন্ধ্যা ০৬.০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম । ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েভার সহ নানা সুযোগ সুবিধা,থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ওঝট), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ নলছিটিররুম্মান হত্যার ঘটনায় ৪দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
০৭/০১/২০২১ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী ঝালকাঠি জেলার সীমান্তবর্তী দপদপিয়া জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।
গত ০৩/০১/২০২১ইং তারিখ রোববার সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিস বিশ্বাস রুম্মান।
লেখা পড়ার পাশাপাশি দবদবিয়া ব্রীজের টোল আদায়ের চাকুরীও করতো রুম্মান ।
এ ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যা কান্ডের ৪দিনেও আসামীরা কেউ গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী এবং রুম্মানের স্বজনরা শত শত নারী পুরুষ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।
এসময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালিসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
রয়োজন ছাড়া কোনো উৎসুক জনতা ভাসানচরে যেতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, এখন আমরা দেখতেছি, উৎসুক জনতা নোয়াখালী থেকে ভাসানচর যাতায়াত শুরু করেছে। এটি আপনাদের মাধ্যমে (সাংবাদিক) জানাতে চাই, উৎসুক জনতা যাতে ভাসানচরে যাওয়া থেকে নির্বৃত্ত থাকে। যদি কোনো প্রয়োজন হয় তারাই যাবে। আর প্রয়োজন ছাড়া যেন ভাসানচরে উৎসুক জনতা গিয়ে ওখানে আরেকটা সমস্যা তৈরি না করে। এ সিদ্ধান্ত (সভায়) নেয়া হয়েছে।
রোহিঙ্গাদের সম্মতিতেই ভাসানচরে নেয়া হয়েছে। কাউকে জোর করে সেখানে নেয়া হয়নি বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারদিকে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেটি করবে সেনাবাহিনী। যাতে মিয়ানমারের নাগরিকরা যত্রতত্র যেতে না পারে। শুধু কাঁটাতারের বেড়া নয়, চারদিকে ওয়াকওয়ে থাকবে, সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ কাজটি খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনী এটা সম্পন্ন করবে। রাতের টহল আরও জোরদার করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দুটি পুলিশের ইউনিট গঠন করা হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে মন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে আমরা দেখি, যারা অবস্থান করছেন তারা মাঝেমাঝেই ব্যবসা-বাণিজ্য করার জন্য মিয়ানমারে চলে যাচ্ছেন, সেখান থেকে তারা ইয়াবা নামক মাদক নিয়ে আসেন। সেখানে এটির লাভ-লোকসানের ভাগাভাগি নিয়ে মাঝেমাঝে ঝামেলা হয় শুনছি। আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে। সেখানে নাকি প্রায়শই কলহ হয়। সে কলহের জের ধরে আমরা শুনেছি দুই-চারটি খুনও হয়েছে। কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এটা যাতে না বাড়ে পুলিশের টহল রাতে ও দিনে অব্যাহত থাকবে।
সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিপ্লব,সাভারঃ সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাতলাপুর এলাকার কালভার্ট সংলগ্ন সরকারি খালের জমি ভূমিদস্যুরা দখল করে বালুভরাট এর কার্যক্রম চালাচ্ছে ।
গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সাভার উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ( এসিল্যান্ড সাভার ) মোঃ আবদুল্লাহ আল মাহফুজ ৬ ইং জানুয়ারি ২০২১ ইং বুধবার সকালে সরজমিনে উপস্থিত হয়ে খাল দখল ও বালুভরাট এর কার্যক্রম এর সত্যতার প্রমান পেয়ে সেখানকার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম পিতা এম এ হোসেন,মাতা বেগম মমতাজ,১৪৪ কাতলাপুর সাভার ঢাকা অভিযানের মাধ্যমে আটক করেন। বয়স্ক হওয়ায় ম্যানেজার মোঃ নজরুল ইসলাম কে ৫০ ( পঞ্চাশ ) হাজার টাকা জরিমানা করা হয় অন্যথায় ২ ( দুই ) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
মোঃ নজরুল ইসলাম কে ১ কার্য দিবসের মধ্যে বালু সরিয়ে নেবার নির্দেশ দেন অন্যথায় ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন প্রকাশ্য জনসম্মুখে নিলামে উঠিয়ে এই বালু বিক্রি করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করতে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাভার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড সাভার ) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন সাভারে ১২৪ জন ভূমিদস্যুদের নামের তালিকা করা হয়েছে যারা সরকারি জমি বা খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে আছে, তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে। মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদের নেতৃত্বে যেকোনো সময় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সাংবাদিকদের জানান।
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন। বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন।
হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা। এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন।