24 C
Dhaka, BD
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

ভালুকায় বিট কর্মকর্তার রোষানলের শিকার সাড়ে ৬ হাজার গাছের চারা

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি বিট কর্মকর্তা দেওয়ান আলীর বিরুদ্বে ঘুষের ৫ লাখ টাকা না পেয়ে স্পাইডার এগ্রোর সাড়ে ৬ হাজার গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার ঝালপাজা মৌজার ২০৮ নং দাগে। জানা যায় ঢাকার ব্যবসায়ী রেজাউল করিম রিয়াজ ও রিপন মিয়া ঝালপাজা মৌজায় ৫০ বিঘা জমি ক্রয় করেন। জমি ক্রেতা ২০৭ ও ২০৮ নং দাগে ৮ জন বন্দোবস্ত প্রাপ্ত জমির মালিকদের কাছ থেকে ১০.৬৮ একর জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর মালিকপক্ষ জানতে পারেন ২০৭ ও ২০৮ নং দাগ দুটি বন বিজ্ঞপ্তিভুক্ত।

সেই প্রেক্ষিতে জমি ক্রেতারা ফরেষ্ট সেটেলম্যান্ট অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর দুটি মিস মোকদ্দমা নং ৬/১৫ ও ৩২/২০১৮ইং দায়ের করেন। ফরেষ্ট সেটেলম্যান্ট অফিসার রেজাউল করিম রিয়াজ গংদের পক্ষে রায় দেন।

ওই রায়ের বিরুদ্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)’র আদালতে বনবিভাগ আপিল করে। পরে গত ৫ অক্টোবর ওই আদালত ২০৭ ও ২০৮ নং দাগে রেজাউল করিম রিয়াজ গংদের পক্ষে ৯.৯৮ একর জমি অবমুক্ত করে রায় দেয়। গত ৪ মাস পূর্বে জমির মালিকগন ওই জমিতে মালটা, কমলা ও লেবুর চারা রোপন করে স্পাইডার এগ্রো প্রজেক্ট শুরু করেন। ঠিক ওই সময় হবিরবাড়ি বিট কর্মকর্তা দেওয়ান আলী তার লোকজন নিয়ে চারা রোপন কাজে বাধা প্রধান করে। পরে কোম্পানির প্রতিনিধি রাসেলের কাছে বিট কর্মকর্তা দেওয়ান আলী ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। রাসেল মিয়া দেওয়ান আলীকে ৫ লাখ টাকা ঘুষ দেন এবং বাকী ৫ লাখ টাকা ৪/৫ মাস পর দিবার প্রতিশ্রতি দেন। গত ২০ অক্টোবর বন আদালত থেকে জমির মালিকদের পক্ষে রায়ের কপি মালিকদের কাছে এসে পৌছে। কয়েকদিন যাবৎ দেওয়ান আলী বাকী ৫ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে।

এদিকে মালিকগন আদালতের রায়ের কপি পাওয়ায় দেওয়ান আলী কে টাকা দিতে অস্বীকৃতি জানায়। বুধবার দুপুরে হবিরবাড়ি বিট কর্মকর্তা দেওয়ান আলী এবং মল্লিকবাড়ি বিট অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অস্ত্র সহ কর্মচারি ও ভারাটিয়া লোক নিয়ে বাগানের সাড়ে ৬ হাজার চারা কেটে ফেলে।

এ ঘটনায় হতভম্ভ মালিকগন সাংবাদিকদের সাথে আলাপকালে সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করেন। রাসেল মিয়া বলেন, বিট অফিসার দেওয়ান আলীকে বাকী ৫ লাখ টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে এসে আমাদের সাড়ে ৬ হাজার চারা কুপিয়ে কেটে ফেলে দেয়। এতে আমাদের ৩৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। আমরা এর ক্ষতিপুরন দাবি করছি।

বিট অফিসার দেওয়ান আলী বলেন, আমরা বিভাগীয় কমিশনার বরাবর মিস কেইস দুটি আপিল করেছি। দাগ দুটি বনের গেজেট ভুক্ত সেই জমি আমরা উদ্বার করেছি। ৫ লাখ টাকা ঘুষ নেবার ব্যপারে তিনি অস্বীকার করেন। এবং ৪ মাস পূর্বে যখন মালটা, কমলা ও লেবু বাগান করা হলো তখন কেন বাধা দিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি কোনও সদোত্তর দিতে পারেন নি।

প্রতারণার মামলায় দেবাশীষ বিশ্বাস কারাগারে

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস কারাগারে প্রতারণার মামলায় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- মায়ের মর্যাদা, শুভ বিবাহ, অপেক্ষা এবং অজান্তে ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন। তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই চারটি চলচ্চিত্র আসামিরা তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন। যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

এরপরই ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাস ও তার মায়ের নামে প্রতারণার মামলা করেন। পরে আদালত এ বিষয়ে মিরপুর রূপনগর থানাকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদন আমলে নিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় চলতি বছর ২১ অক্টোবর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন।

রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি এএসআই রায়হানের সাত দিনের রিমান্ড

রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ব্যুবো অব ইনভেসটিকেশন (পিবিআই)।

শুনানির জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

এর আগে গতকাল রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে রায়হানকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে হাজির করা হয় আদালতে। গত রোববার হারাগাছ উপজেলার কেদারের পুল মহল্লার একটি বাসায় নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়।

খবর পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করলে ধর্ষণের সহযোগী ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। মামলটি তদন্ত করছে পিবিআই।

ধামরাইয়ে রাতের আধারে ৩ জনকে কুপিয়ে জখম,টাকাপয়সা লুট।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,(ধামরাইপ্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে রাতের আধারে রাস্তার গতিরোধ করে উপজেলার রোয়াইল ইউনিয়নের তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে বলে জানাগেছে।আজ বুধবার(২৮অক্টোবর)দিনগত রাত ৯ঘটিকার সময় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আটিমাইটাইন গ্রামে ঘটনাটি ঘটে।আহতরা হলেন,মোঃ আব্দুল মালেক মন্ডল(৫৮) পিতা মৃত তফিল মন্ডল,মোঃ রিবল বেপাড়ী(৫০)পিতা মৃত নকি বেপাড়ী, মোঃ তারেক বেপাড়ী(১৮) পিতা মৃত রবিউল বেপাড়ী,তারা ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আটিমাইটাইন গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগি সুত্রে জানাযায়. আজ বুধবার ব্যবসায়ীর কাজ শেষ করে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে একদল সন্ত্রাসী আমাদের রাস্তা গতিরোধ করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে সাথে থাকা টাকা পয়সা লুট করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে আমাদের ডাক- চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতলে নিয়ে আসে।এই বিষয়ে রোয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ বলেন,আজ রাত ৯ঘটিকার সময় কিছু লোকের ডাক চিৎকার শুনে বাড়ী থেকে এলাকার লোকজন নিয়ে দৌড়িয়ে এসে দেখি তিনজন লোককে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে চলে গেছে।

পরে তাদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত কিচিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই বিষয়ে ধামরাই সরকারী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মোসাঃ সুমাইয়া আক্তার প্রতিদিনের সংবাদকে জানান,রোগীদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে প্রচুর রক্ত ক্ষনন হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

ধামরাইয়ে ৬ষ্ঠশ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,আটক ধর্ষক।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে ৬ষ্ঠশ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অবিযোগে সুজন(২৮) নামে একজনকে আটক করেছে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

এই ঘটনায় রামরাবন গ্রামের মাতাব্বররা সালিশি বৈঠকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকালে পুলিশের অভিযানে দৌড়িয়ে পালিয়ে প্রাণ রক্ষা পান বলে জানাগেছে। শারদীয়া উৎসবের নবমী পূজা চলাকালে মন্দিরের সামনে থেকে রোববার রাতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে বখাটে ওই ধর্ষক। বুধবার সকালে এঘটনায় গ্রাম্য সালিশি বৈঠক বসলে পুলিশের হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছে সালিশকারি ওই মাতাব্বররা। পুলিশ ধর্ষিতা ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও সেই সঙ্গে ওই ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে।

এব্যাপারে ধামরাই থানায় নারি ও শিশু নির্যাতন দমন ্আইনে একটি
মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মোল্লা।

ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানায় রোববার দিনগত রাত ৭টার দিকে একই গ্রামের বাসিন্দা স্বপনের বখাটে ছেলে সুজন কৌশলে ওই স্কুলছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে উপর্যুপোরি ধর্ষণ করে। এর পর স্কুলছাত্রীর মা-বাবা বিষয়টি গ্রাম হিতৈষীগণকে জানানো হলে বুধবার সকাল ১০টায় শান্তি চন্দ্র মনিদাস,বীরেন চন্দ্র মনিদাস,সুনীল চন্দ্র মনিদাস,পংকজ চন্দ্র মনিদাস ও দৃঢ়েশ চন্দ্র মনিদাসের নেতৃত্বে অপহরণকারি ওই ধর্ষকের বাড়ির পাশে গৌড়া চন্দ্র মনিদাসের বাড়িতে এক গ্রাম্যসালিশি বৈঠক বসে। সালিশি বৈঠক চলাকালে বিষয়টি কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা গোপন খবরের ভিত্তিতে জানতে পারলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালিশকারি মাতাব্বররা দৌড়ে পালিয়ে গ্রেফতার হওয়া থেকে রক্ষা পায়।এসময় পালানোকালে ওই ধর্ষক সুজনকে পুলিশ আটক করে। তার দেয়া তথ্যমতে অপহৃতা ধর্ষিতা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে ধামরাই থানায় নারি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক ওই ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ধারার জবানবন্ধির জন্য প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কাওয়ারীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন,ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশি বৈঠক ও আপোসরফা আইনত দন্ডনীয় অপরাধ।স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষককে আটক করা হয়েছে।

এব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আটক ওই ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ধারার জবানবন্ধির জন্য পাঠানো হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ আবু সাঈদ এ মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

করোনার কারণে গোদাগাড়ীর খেতুরী ধামে পূজা আর্চনা ছাড়া সকল কার্যক্রম বন্ধ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ প্রতিবছর রাজশাহী জেলায় গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব অনুষ্ঠিত হলেও করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম এবছর বন্ধ থাকবে। বুধবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরায় শ্রী শ্রী গৌরাঙ্গঁদেব ট্রাষ্ট বোর্ডের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্রী শ্রী গৌরঙ্গঁদেব ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মদন মোহন দে।

তিনি জানান, আগামী ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত গোদাগাড়ী থানাধীন প্রেমতলীস্থ শ্রী পাট খেতুরী ধামে শ্রী কৃষ্ণা পঞ্চমী উৎসবে মন্দিরের সকল গেট বন্ধ থাকবে। মন্দির চত্বরে ধর্মীয় পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুধু তাই নয় এবারে মন্দিরের বাইরে কোনো কির্ত্তনের প্যান্ডেল, অস্থায়ী দোকানপাট বা অন্যান্য অনুষ্ঠান ও হচ্ছে না।

আরও জানান, প্রতিবছর এই মহোৎসবে কয়েক লাখ ভক্তবৃন্দের সমাগম হয়। কিন্তু বর্তমানে এই করোনা পরিস্থিতিতে এত ভক্তবৃন্দের সমাগম হলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে। তাই আমরা কারো ধর্মীয় অনভূতিতে আঘাত দিতে চাই না, আবার কারো অকাল মৃত্যুও চাই না। আবেগ ত্বারিত না হলে জীবন রক্ষার করাই বড় ধর্ম। এছাড়া করোনা ভ্যাক্সিন সাধারণ মানুষের নাগালে না পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত ভক্ত সমাগম না ঘটানোর পক্ষপাতি এই বোর্ড। এসময় পূর্বোক্ত দিবসে কোনো ভক্তবৃন্দকে শ্রী পাট খেতুরী ধামে না যাওয়ার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গৌরাঙ্গঁদেব ট্রাষ্ট বোর্ডের সাধারণ সম্পাদক শ্রী শ্যামাপদ স্যানাল, সদস্য বিকাশ কুমার, সুনন্দন দাশ রতন, গনেশ চন্দ্র ঘোষ, বাবু মন্ডল প্রমূখ।

রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় রাজশাহীতে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

অনুষ্ঠিত মানববন্ধন থেকে ফ্রান্সের প্রতি ঘৃণা ও ধিতকার জানানো হয়।

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে বাস চালক আটক

বিপ্লব,সাভার ঃ সাভারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিজামুদ্দিন সরদার মিজান নামের (৩০) এক বাস চালককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

বুধবার দুপুরে ধামরাই এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব বলছে,গত ২১ অক্টোবর সাভারের ভাগলপুর এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করে তাকে রুমের মধ্যে তালা লাগিয়ে পালিয়ে যায় নিজামুদ্দিন সরদার মিজান নামের এক বাস চালক।

পরে শিশুটির বাবা ধর্ষণকারী ব্যক্তিকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে আজ ধামরাইয়ে অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তিকে আটক করে। দুপুরেই তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

ধামরাইয়ে হিন্দুসম্প্রদায়ের দুর্গোৎসবে ‘নিসচা’ সড়কে শৃঙ্খলায়নে বদ্ধপরিকর।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঃজাতি ধর্ম নির্বিশেষে “মানুষের কথা চিন্তা করেই এমন উদ্যোগ” হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় দশমীর বিজয়া উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার উদ্যোগে সড়কে শৃঙ্খলায়নে সকল প্রকার প্রাইভেট কার, অটোরিক্সা, হ্যালো বাইক, সিএনজি চালিত যানবাহন দীর্ঘ সময় বন্ধ করে দেয়া হয়।

সোমবার (২৬ শে অক্টোবর) দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সাধারণ মানুষের ক্ষণিকের কষ্ট হলেও সড়কে চলাচলরত মানুষের মধ্য ছিল অনেকটাই স্বস্তির দীর্ঘশ্বাস ।

উক্ত কাজে স্থানীয় পৌর মেয়র গোলাম কবির মোল্লা ভূয়সী প্রশংসায় বলেন, মুসলমানদের বড় উৎসবের মধ্য যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তেমনি স্বণাতন ধর্মের বড় উৎসব এই শারদীয় দুর্গাপূজা। এ উৎসবে সড়কে প্রতিবার বিশৃঙ্খলা বা যানবাহনের চাপে চলাচল কষ্ট হলেও এ বছর নিসচা ধামরাই শাখার উদ্যোগে সড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের সদস্যরা গাড়ি চলাচল বন্ধ করে দেয়ায় সড়ক যেন তার নিজেস্বতা ফিরে পেয়েছে।এতে রাস্তায় চলাচলে মানুষের যেমন ভোগান্তি দূর হয়েছে তেমনি স্বস্তি পেয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দীপক চন্দ্র সাহা বলেন, নিসচা প্রতিনিয়ত সড়কে পুলিশকে সহযোগিতা করেন এটা অতি মহৎকর্ম। আজ এতো বড় উৎসবের দিনেও ধর্ম,বর্ণ,জাতি নির্বিশেষে যে ধরনের কাজ করছে এটা ধামরাই বাসীর জন্য গৌরবময়। নিসচা ধামরাই শাখার ভালো উদ্যোগের সাথে পুলিশের সহযোগিতা থাকবে সর্বত্র।

নিসচা’র এমন উদ্যোগে সভাপতি মোঃ নাহিদ মিয়া বলেন,নিসচার সদস্যরা সর্বত্র মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। বর্তমান পেক্ষাপট অনুযায়ী এ সময় ধামরাই বাসী সড়কে চলাচলের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নিয়েছি।এতে আমার সকল সহযোদ্ধারা আমাকে সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত।

নাটোরে পারিবািরক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী (ভিডিও)

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি) ঃ নাটোরের সদর উপজেলার নারায়নপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে স্বামী।

পুলিশ জানায়, গতরাতে সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের নারায়নপুরে পারিবারিক কলহে স্বামী মইনুল ইসলাম তার স্ত্রী আনোয়ারা বেগমকে বাড়ীর সামনে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আনোয়ারার চিৎকারে স্থানিয়রা এসে উদ্ধার করে রাতে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত আনোয়ারা সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের নারায়নপুর এলাকার বাহার উদ্দিনের মেয়ে। স্বামী মইনুল একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত জাফরের ছেলে।

সর্বশেষ আপডেট...