18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

মাগুরার শ্রীপুরে হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী আটক

মাগুরা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার সাচিলাপুর বাজার থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী ও একাধীক হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমানকে আটক করেছে । আটককৃত ব্যক্তি কচুয়া গ্রামের মৃত আশরাফ মোল্যার পুত্র ।

শ্রীপুর থানা পুলিশ জানান, ২০০০ সালে পূর্বশত্রæতার জের ধরে মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা নাট্যকর্মী টুলুকে দিনদুপুরে সৈকত হোটেল এলাকায় ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমান ।

এ নৃশংস হত্যাকান্ডের পর থেকেই সে পালাতক ছিল । পালাতক থাকার পর গত ২০০২ সালে মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুমন মোল্যাকে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এভাবে প্রায় ২০ বছর পালাতক থাকার পর শ্রীপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে (২৮ আগষ্ট ২০২০) সাচিলাপুর বাজার থেকে তাকে আটক করতে সক্ষম হন। আটকের পর আরোও জানা যায়, সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমান গত ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামীসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী । সে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে ।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ মাসুদ বলেন, ২০০০ সালে মাগুরার টুলু হত্যা মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমান সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল । গোপন সংসাদের ভিত্তিতে ওসির নির্দেশে এ,এস,আই মুজাহিদুল ইসলাম, এ,এস,আই আনোয়ারুল ইসলাম ও এ,এস,আই মনিরুলের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাচিলাপুর বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।

রাণীশংকৈলে আধুনিক ফাস্টফুড রেস্তোরাঁর উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাস স্ট্যান্ডের পাশে ২৮ আগস্ট শুক্রবার “জারা ফাস্টফুড” নামে একটি আধুনিক ও উন্নতমানের ফাস্টফুড খাবারের দোকান উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ফরিদুল আলম ফরিদ এর মালিক ও পরিচালক। এটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, আ’লীগ নেতা মুক্তারুল আলম মুক্তা, গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম,পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, সমাজসেবক আলহাজ মোকসেদ আলী ও মোহাম্মদ তোয়াহা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, ব্যাংক কর্মকর্তা ফিরোজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোস্তাফিজুর রহমার মোস্তাক, আনসার আলী, আল মামুন, হাফিজ মাস্টার ও ছাত্রনেতা তামিম প্রমুখ।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা আবু হানিফের পরিচালনায় মিলাদ অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর প্রতিনিধি ঃ নাটোরের বড়াইগ্রামে নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর চলমান দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারই প্রতিবেশী গ্রামবাসীরা ।

শুক্রবার সকালে নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা আলেক প্রামাণিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রায় দেড় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর বিরুদ্ধে দুর্নীত, সন্ত্রাসী কর্মকান্ড, গ্রামবাসীর উপর নির্যাতন, গ্রাম্য শলিস বানিজ্য, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের নামে অর্থ আত্মসাৎ করে রাতারাতি কোটিপতি হওয়ার ফেরস্তি তুলে ধরে একাধিক নারী পুরুষ বক্তব্য রাখেন। তারা চেয়ারম্যানের দুর্নীতির উৎস খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবী জানান।

এ সময় আওয়ামীলীগ নেতা আবু সাইদ ও যুবলীগ নেতা শরীফ বক্তব্যে বলেন, চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে তার লালিত সন্ত্রাসী দ্বারা গ্রামবাসীর উপর বিভিন্ন নির্যাতন করছে।

সম্প্রতি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের পাড়ার কাউকে বাজারে, মাঠে ঘাটে যেতে দিচ্ছে না। আমরা ব্যবসা করতে পারছি না, মাঠ থেকে ফসল তুলতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঝালকাঠি ধ্রুবতারা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ স্বর্ণপদক প্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত।

২৭/০৮/২০২০ইং তারিখ বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির হলরুমে সংগঠনের জেলা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অমীয় প্রাপণ চক্রবর্তী (অর্ক)।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মিজানুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল আজম টুটুল, ধ্রুবতারা যুব সংসদের মেহেদি হাসান জেনেট, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু, কেন্দ্রীয় নেতা রাফি আহমেদ, লাব্বি আহসান, ভারতের দিল্লি শাখার সমন্বয়কারী পাপন সরকার, নোয়াখালি জেলা শাখার দপ্তর সম্পাদক মো: সুজন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: রুহুল আমীন রুবেল, ধ্রুবতারার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো: রিয়াজ মোর্শেদ, নলছিটি উপজেলা সভাপতি মো: শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম রিপন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মো: সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: বুলবুল আহাম্মেদ, সাংবাদিক মো: মাসুম খান, সাংবাদিক মো: আতাউর রহমান ।

পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জেলা সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্মেলনে পরবর্তী ২ বছরের জন্য ঝালকাঠি জেলার শাখার সভাপতি হিসেবে পুন:রায় রিয়াজুল ইসলাম বাচ্চুকে এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ূন কবির (সাগর) কে নির্বাচিত করা হয়। এই সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা কমিটি ঘোষনা করা হয়।

এছাড়াও নলছিটি উপজেলার মোঃ শাহআলম সরদারকে সভাপতি ও মোঃ সফিকুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এবং রাজাপুর উপজেলা শাখায় মোঃ সাইদুল ইসলামকে সভাপতি ও মোঃ বুলবুল আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয়।

মাগুরার শ্রীপুরের চরমহেশপুর গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পিবিআই

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় বিপ্লব শেখ (২৫) নামে এক বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছেন যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। আটককৃত যুবক ঔই গ্রামের মোহাম্মদ আলী শেখের পুত্র।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে যশোর পিবিআই অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধান চলাকালে সাদমান আকিব হৃদয়সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ২২ মার্চ যাশোর কোতোয়ালি মডেল থানায় বিকাশ প্রতারণা সংক্রান্ত একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর পিবিআই এর এস,আই দ্বৈপায়ন মন্ডলের নেতৃত্বে বুধবার বিপ্লব শেখকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও চারটি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিপ্লব শেখ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশালসহ বিভিন্ন শহরে তাদের প্রতারণা চক্রে ৪০ থেকে ৫০ জন সদস্য আছে। বিকাশ সদর দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়া তাদের মূল উদ্দেশ্য ছিল। এ কাজের কাজের সাথে তার পরিবারের ঘনিষ্ঠ আরো দু- একজন সদস্য ছাড়াও ওই গ্রামের একাধীক যুবক জড়িত রয়েছে বলেও এলাকাবাসী জানান।

শার্শায় গর্ভবর্তী নারীর পেটে লাথিঃ রক্তক্ষরন অবস্থায় হাসপাতেলে ভর্তি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল মারধরে গুরুতর আহত গর্ভবর্তী নারী ও তার ভাসুর।আহত দুইজন নাভারন হাসপাতালে চিকিৎসাধীন আছে। গর্ভবর্তী রিতার (২০) শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে।আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিক এর স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

রিতার মামা রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার(২৭শে আগস্ট) সকাল ৮টার দিকে তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে। একপর্যায় ৪ মাস ৮ দিন গর্ভবর্তী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে নাভারণ বুরুজ বাগান হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা খারাপ হওয়ায় নাভারণ হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ ব্যাপারে নাভারণ হাসপাতালের ডাক্তার আক্তার মারুফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো।

শার্শা থানার ওসি বদরুল আলম বলেন থানায় কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে ধামরাই পৌর  ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন এর বাড়ির সামনের মাঠ প্রঙ্গনে এ আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী রমিছ উজ্জামান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সসয় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক দেওয়ার আফসার উদ্দিন জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ রোকন, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, শিরিন আক্তার (শিখা), যুবলীগ নেতা আমিনুল হাসান গার্নেল, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম শুভ, প্রমুখ।

সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতির অভিযোগে তদন্ত শুরু(ভিডিও)

নিজস্ব প্রতিনিধি : সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার দুপুরে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে অভিযুক্ত চেয়ারম্যান ও অভিযোগকারী ইউপি সদস্যদের শুনানী গ্রহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রমের প্রকৃয়া শুরু করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট হামিদুর রহমান।

এরআগে সাভার ও আমিনবাজার সার্কেলের দু’জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অগ্রবর্তী টীম হিসেবে ঘটনাস্থলে এসে উপস্থিত হিন। তদন্ত কর্মকর্তা হামিদুর রহমান তদন্তের অংশ হিসেবে এসময় একে একে অভিযোগকারী প্র্রত্যেক ইউপি সদস্য এবং অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য শুনে নোট করেন।

এসময় তিনি এলাকাবাসীর কাছ থেকেও বক্তব্য নেন। তদন্ত কার্যক্রমের শুনানী উপলক্ষ্যে বিচার প্রকৃয়াকে প্রভাবিত করতে এদিন সকাল থেকেই ইউনিয়ন পরিষদ ও এর আশেপাশের এলাকায় চেয়ারম্যান সাইফুলের অনুসারী অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করতে থাকে।

এসময় তদন্ত কর্মকর্তা হামিদুর রহমান বাইরে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে উর্ধত্তন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে অতিরিক্তি পুলিশ মোতায়েন রাখা হয়।

অভিযোগকারী ইউপি সদস্যরা বলেন, যাবতীয় তথ্য উপাত্তসহ সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তার কাছে। এখন অপেক্ষা ন্যায় বিচারের।

শুনানী গ্রহন শেষে তদন্ত কর্মকর্তা হামিদুর রহমান সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস দেন।

এরআগে গেলো ২০ আগষ্ট বনগাঁও ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান সাইফুলের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দূর্ণীতির অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হামিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

রাণীশংকৈলে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে গত ২৬ আগস্ট বুধবার রাতে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ ওমর ফারুক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওমর ফারুক বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে ।

থানা সুত্রমতে- ওমর ফারুক একটি নীল রঙের প্লাস্টিকের বড় জার্কিনের তলা কেটে ধানের তুষ ভরে তার মধ্যে ঐ ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে অভিনব কায়দায় ঢাকায় পাঠাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখের নেতৃত্বে পুলিশদল নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালি প্রসাদ রায়ের স্যালোমেশিন পার্সের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ঐ ফেন্সিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।

থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ নাহিদুল ইসলাম (নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এই উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সভাপতি আফতাব হোসেন ঝুলফু, চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান আবু আল বেলাল, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাধক্ষ্য বাবুল আক্তার, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ আপডেট...