মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করী শাহিন হোসেন (৪০)কে ২লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালি উত্তোলনের ব্যাবহৃত যন্ত্রপাতি আগুনে জ্বলিয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। শাহিন বসন্তপুর গ্রামের মৃত: রবিউল ইসলামের ছেলে।
নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয় এবং বালি উত্তোলনের ব্যাবহৃত যন্ত্রপাতি আগুনে জ্বলিয়ে ধ্বংস করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসময় ঘটনাস্থলে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ উপস্থিত ছিলো।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই মোঃ রোকনুজ্জামান যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। জুলাই/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় অস্ত্র গুলি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষায় জেলার শ্রেষ্ট এসআই(নিঃ) নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি।
মঙ্গলবার (২৫শে আগস্ট) যশোর জেলা জিলা স্কুল অডিটোরিয়াম এ যশোর জেলা পুলিশের জুলাই/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় বেনাপোল পোর্ট থানার এসআই রোকুনজ্জামান এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম। এ সময় জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সাংবাদিকের বলেন, এই অর্জন বেনাপোল পোর্ট থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মামুন স্যার এবং বেনাপোল বাসীর জন্য। আমি এভাবে কাজ করে যেতে চাই মানুষের দোয়া ও ভালো বাসায়।
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে নুর ইসলাম (২৫) কে পুলিশ পৃথক অপহরণ,ধর্ষন ও শ্লীলতাহানি মামলায় গত ২৫ আগস্ট মঙ্লবার রাতে গ্রেফতার করে।
থানা সুত্রে জানা গেছে উপজেলার কাশিপুর ঝাপরটলা গ্রামের আব্দুর সামাদের মেয়ে (১৩) কে প্রায় ৩ মাস আগে মাসুম আলী সম্পর্কের জের ধরে ঝাপরটলা স্কুলের পাশে নির্জন স্থানে ঐ কিশোরীকে নিয়ে শ্লীলতা হানির চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে মাসুম পালিয়ে যায়।
এ ঘটনায় তার বাবা সামাদ বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে উপজেলার ভান্ডারা গ্রামের আজিজুর রহমানের ছেলে নূর ইসলাম পার্শবর্তী হরিপুর উপজেলার পাঁচঘরিয়া গ্রামের আব্বাস আলীর মেয়ে (১৪)কে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মীরডাঙ্গী ব্রীজে ডেকে নেয়। মেয়েটিকে সে ফুসলিয়ে ঢাকা নিয়ে যায়। কয়েকদিন পর ঢাকা থেকে ঐ মেয়েকে সঙ্গে নিয়ে নূর ইসলাম পশ্চিম বনগাঁ মাদ্রাসার কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে ফিরে গেলে তার বাবা আব্বাস আলী বাদী হয়ে জেলা আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এ দুই মামলার প্রেক্ষিতে পুলিশ গত ২৫ আগষ্ট মঙ্গলবার রাতে মাসুম আলী ও নূর ইসলামকে গ্রেফতার করে। পরদিন ২৬ আগষ্ট বুধবার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা তারেকুল তৌফিক ও আব্দুল মোমীন এ তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে ধেয়ে আসছে হারিকেন লরা। এর আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে এই হারিকেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়টির শঙ্কায় এরই মধ্যে অঙ্গরাজ্য দুটির উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, লরার গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল (১৫০ কিলোমিটার)। পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী চব্বিশ ঘণ্টায় এটি আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে।
এনএইচসি থেকে বলা হয়েছে, লরা ভয়াবহ মাত্রার হারিকেন হিসেবে ভূমিতে আঘাত হানতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাস বা লুইসিয়ানার উপকূলে এটি আঘাত হানতে পারে। এর ফলে কোথাও কোথাও ১৪ মিটার উচ্চতা পর্যন্ত পানির ‘ধ্বংসাত্মক ঢেউয়ের’ সৃষ্টি হতে পারে।
স্টাফ রিপোর্টার ঃ স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী আবজাল হোসেনের ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার (২৩ আগস্ট) সকালে আবজাল হোসেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। এরপর তার আইনজীবী আবেদনটি ফেরত নেন।
এর আগে ২০১৯ সালের ২৭ জুন দুদক উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
মামলা দুটিতে আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মামলায় দীর্ঘ সময় ধরে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানি লন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে।
আবজালের বিরুদ্ধে করা মামলায় ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে দুই কোটি ২ লাখ এক লাখ ১৯ হাজার ৭৮৫ টাকার সম্পদ গোপন করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমকে যৌথভাবে আসামি করে করা মামলায় ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৪৪ টাকার সম্পদের কথা বলা হয়েছে। তিনি দুদকের কাছে ৫ কোটি ৯০ লাখ ২৮ হাজার ৯২৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় বলা হয়, আবজালের নামে থাকা সম্পদের চেয়ে তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ বেশি। অবৈধ সম্পদ অর্জনের দায় থেকে নিজেকে রক্ষা করতে তিনি স্ত্রীর নামে সম্পদ করেছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। এজাহারে আবজালের নামে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকার মানি লন্ডারিং অপরাধের প্রমাণ মিলেছে। রুবিনা খানমের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকার মানি লন্ডারিং অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির এবং তার সকল অপকর্মের বিশ্বস্ত সহযোগী তথা অঘোষিত পিএস মিঠু সিকদারের বিরুদ্ধে নারী কেলেংকারির অভিযোগ করা হয়েছে।
কাঠালিয়ার আমুয়া গ্রামের মিতু আক্তার দোলা নাম এক তরুনী (২১) কে প্রথমে চাকুরী ও পরে বিয়ের প্রলোভনে বরিশালের একটি বাসায় রেখে ৩বছর ধরে ধর্ষন করে।
গত ২৫/০৮/২০২০ইং তারিখ মঙ্গলবার ধর্ষনের অভিযোগে তাদের বিরুদ্ধে মিতু আক্তার দোলা নিজে বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।
আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে বিষয়টি তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মিতু আক্তার দোলা অভিযোগে উল্লেখ করেন, ২০১৭ সালে তৎকালীন কাঁঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমাদুল হক মনিরের সাথে চাকুরী সংক্রান্ত বিষয় নিয়ে কলেজ পড়ুয়া এ তরুনীর সাথে তার প্রথম পরিচয় হয়।
এসময় মনিরের গনিষ্ট বন্ধু আওরাবুনিয়া ইউনিয়নের অধিবাসী মিঠু সিকদার বরিশাল শহরের কাকলীর মোড়ের শাহীন প্লাজায় তার (বর্তমান প্রিয়জন নাম) ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নেয়। সেখানে (তৎকালীন ভাইসচেয়ারম্যান) বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরের বন্ধু মিঠু সিকাদারের মাধ্যমে তাদের পরিচয় ও মিঠুর মধ্যস্ততায় প্রেম-ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে মিঠুর মাধ্যমে বরিশাল শহরের আগরপুর রোডে বাসা ভাড়া করে রেখে স্বামী-স্ত্রীর ন্যায় বসবাস শুরু করে।
কখনও বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকা যাতায়াতকালে কেবিনে রাত্রী যাপনকালে লাগাতার ধর্ষণ করেন।
নির্যাতিতা তরুণী জানায়, বিগত ৩ বছর বিয়ের প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ নেতা মনির তাকে শারীরিক সম্পর্ক চালিয়ে আসলেও বিয়ের জন্য তাকে চাপ দিলে নানান অজুহাতে কালক্ষেপন করাসহ বন্ধু মিঠুকে নিয়ে নানা নাটকীয়তার আশ্রয় নিতো। ইতিপূর্বে একবার বৈধভাবে বিয়ের জন্য চাপ দিলে সে বন্দু মিঠুর সহযোগীতায় একটি সাদা কাগজে তরুনীর স্বাক্ষর নেয় ও আল্লাহর নামে ধর্মীয় ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবিও করে।
কিন্তু পরবর্তীতে অসহায় এই তরুণী সামাজিক স্বীকৃতি চাইলে উপজেলা চেয়ারম্যান মনির নানা টালবাহানা ও নিজের ক্ষমতার দাপট দেখিয়ে পুরো ঘটনা ধাঁমাচাঁপা দেয়ার ব্যাপক চেষ্টা চালাচ্ছিল।
ইতিমধ্যে কাঠালিয়া উপজেলাবাসী বা আওয়ামীলীগের সকল নেতাকর্মীর কাছে গোপন রেখে তার সকল অপকর্মের বিশ্বস্ত সহযোগী বন্ধু মিঠু সিকদারের সহযোগীতায় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান এমাদুল হক মনির অপর এক মেয়েকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে। বিষয়টি এককান-দুকান করে ধর্মীয় ভাবে বিয়ে করা বরিশালে বসবাসকারী তরুনীর কানে পৌছলে সে দিশেহারা হয়ে পড়ে। এক পর্যায়ে জীবন-যৌবন সর্বস্ব হারানো তরুণী আইনের আশ্রয় নিতে বরিশাল কোতয়ালী থানা পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগ গ্রহণ না করে আদালতে যেতে বলে।
সর্বশেষ তরুনীকে থামাতে গত ১৯ আগস্ট বরিশালের সিনিয়র আইনজীবী ওবায়দুল্লাহ সাজু উভয় পক্ষ নিয়ে সমঝোতার জন্য বৈঠকে বসলেও সমাধানে আসতে না পারায় মঙ্গলবার নারী ও শিশু আদালতের দ্বারস্থ হয়।
তবে নারী কেলেংকারির এই বিষয় জানতে ঝালকাঠি-কাঠালিয়ার স্থানীয় সাংবাদিকরা মঙ্গলবার দিনভর কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের ব্যক্তিগত মোবাইল ফোনে বহুবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে তার গনিষ্ট দুএক জনের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা মামলার ঘটনাটি সম্পূর্ন মিথ্যা-বানোয়াট। তার প্রতিপক্ষ একটি গ্রুপ রাজনৈতিক ভাবে তাকে হয়রানির ও তার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। উক্ত তরুণীর দায়েরকৃত এই মামলাটি সেই ষড়যন্ত্রের একটি অংশ বিশেষ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে আগ্নেঅস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যারা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার(২৫ আগস্ট) দিবাগত রাতে বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর সীমান্ত এলাকায় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্ত এলাকায় আভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা একটা ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। এসময় সে ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন,উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যার বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরের পর চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সামনে এলাকাবাসী মাদ্রাসা সুপার আব্দুস সাকুর মোল্যার বিভিন্ন দূণীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁস করে নিরাপত্তা প্রহরী পদে মানসিক ভারসাম্যহীন আব্দুল্লাহ আল মামুন নামের একটি ছেলেকে নিয়োগের ব্যবস্থা করেন। এমন একটি ছেলেকে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের চরম ক্ষতি হবে। যে ছেলে তার নিজেকেই রক্ষা করতে পারেনা সে প্রতিষ্ঠানকে রক্ষা করবে কি ভাবে ? তাই এই নিয়োগ পরীক্ষা বাতিল করে দূর্ণীতিবাজ মাদ্রসার সুপারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আবির হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, মো: টোকনুজ্জামন, আনোয়ার জাহিদ ও মো: হারুন মুন্সি প্রমূখ।
তবে এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুনের পিতা রুহল আমিন জানান, সাত থেকে আট বছর আগে মামুন শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে মানসিক ডাক্তার দেখানোর পর এক থেকে দেড়মাসের মধ্যেই মামুন সুস্থ হয়ে ওঠে। এখন সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সংসারের যাবতীয় কাজকর্ম করছে।
চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি সম্পন্ন সরকারি বিধি মোতাবেক সঠিক যাচাই-বাছায়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নিরপেক্ষ পরীক্ষার নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কারো কাছ থেকে একটি টাকাও নেইনি। তবে যে সকল প্রার্থীর অভিভাবকরা তাদের প্রার্থীকে নেওয়ার জন্য আমাকে টাকার প্রস্তাব দিয়েছিল তাদের অযোগ্য সেই প্রার্থীকে নেয়নি বলেই তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার করছে।
এবিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যার বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের কোন অভিযোগ এখনও হাতে পাইনি, তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:যশোরের নাভারন সাতক্ষীরা মোড় সংলগ্ন তরিকুল ইলেকট্রনিক্স এর সামনে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ ও নগত ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা সহ শার্শা থানাধীন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আরব আলীর ছেলে শহিদ আলী (৫৮)কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার(২৫শে আগস্ট) যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার গোপন সংবাদ পেয়ে শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় সংলগ্ন তরিকুল ইলেকট্রনিক্স এর সামনে একটি অভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ সহ শহিদ আলীকে হাতেনাতে গ্রেফতার করে।
যশোর র্যাব-৬,সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে বলেন,আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ)ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মহামারি করোনাকালীন সময়ে সব ধরনের সবজির দামের পাশাপাশি বেড়েছে কাচা মরিচের দাম। তিন থেকে ৭ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ শত টাকায় পৌঁছেছে। কাঁচা মরিচের দাম প্রতি কেজি বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা এবং সব ধরনের সবজির দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজির সরবরাহ থাকলেও বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করে ভোক্তাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা।
গতকাল রবিবার(২৩ শে আগস্ট) সকালে সরেজমিনে বেনাপোল ও শার্শার বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, করোল্লা ৮০ টাকা, বরবটি ৫০ টাকা, কাকরল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।
তিন থেকে চার দিন আগে কাঁচা মরিচ ১৬০ টাকা, বেগুন ৫০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৩৫ থেকে ৩৬ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙে ৩৫ থেকে ৩৬ টাকা, পটল ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁপে ৩০ থেকে ৩২ টাকা, আলু ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, করোল্লা ৫০ থেকে ৫৫ টাকা, বরবটি ৫০ টাকা, কাকরল ৫০ থেকে ৫২ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছিল।
রবিবার সন্ধ্যায় বেনাপোল বাজারে আসা ক্রেতা আলি হোসেন বলেন, ‘করেনাকালীন সময়ে কাঁচা মরিচের পাশাপাশি সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সব ধরনের সবজির দাম কেজিপ্রতি অন্তত ৫ টাকা এবং কাঁচা মরিচের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাকালীন সময়ে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে নি¤œ ও মধ্য আয়ের মানুষ পড়েছে বিপাকে। দাম যাতে শিগগির নিয়ন্ত্রণে আসে এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।’
শার্শার নাভারন বাজারে আসা ক্রেতা নুর হোসেন বলেন, ‘সবজির বাজার বেসামাল অবস্থা। তিনি বলেন, তিন-চার দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি কমপক্ষে ৪৫ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সাথে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দামও। করোনার মধ্যে নিত্যপ্রয়োজনীয় তরিতরকারির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে নি¤œ ও মধ্যম আয়ের মানুষ। তিনি বলেন, বাজার দর মনিটরিং যদি আরো জোরদার করা হয় তাহলে দাম নিয়ন্ত্রণে আসবে।
বেনাপোল কাস্টমসের সামনে হোটেল মালিকরা বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় সবধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে।’ একইভাবে পলাশ হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাঁচা মরিচের পাশাপাশি সব ধরনের সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।’
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল আমাদের প্রতিনিধিকে বলেন, দেশে এবার বৃষ্টিপাতের পরিমান বেশি। এতে সবজি সহ তরিতরকারির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য ব্যবসায়িরা বাইরের জেলা থেকে এসব সবজি ও ঝাল ক্রয় করে আনছে। পরিবহন ভাড়া বেশি হওয়ার কারনে সবজি ও ঝালের মূল্য বৃদ্ধি পেয়েছে।