19 C
Dhaka, BD
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

সিঙ্গাইরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল(শিক্ষা উপকরণ) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২২ আগষ্ট) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় ১৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় কৃষকদের মাঝে ১২৫ টি স্প্রে মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৩৭ টি ফ্যান,৫৪২ টি ফুটবল, ৫০ টি ক্রিকেট সেট,৩৬ টি ভলিবল বিতরণ করা হয়।

এরআগে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কাইয়ুমের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, সিঙ্গাইর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল”তবারক বিতরণ

স্টাফ রিপোর্টার: বহুল প্রত্যাশিত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল ও ১৫ ই আগস্ট উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (২২ শে আগস্ট) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর, তেঁতুলঝাড়া মোড় এলাকায় এই আনন্দ মিছিল ও খাবার বিতরণ করা হয় ।

এ সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে একটি আনন্দ মিছিল তেঁতুলঝোড়া মোড় থেকে শুরু হয়ে তেঁতুলঝাড়া কলেজ প্রদক্ষিণ করে আবারো মোড়ে এসে শেষ হয়।

বহুল প্রত্যাশিত সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়েছে।

এ সময় বক্তারা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান । আনন্দ র‍্যালি শেষে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাতে ধরিত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহমেদ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জাবেদ হোসেন, আশুলিয়া থানা ছাএলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ স্বাধীন,মোঃ ইয়াছিন , নাজমুল, শান্ত সহ অসংখ্য নেতাকর্মী ।

কোন অবস্থাতেই অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না: কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোন অবস্থাতেই এই অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আবারও মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। আবারও জঙ্গিদের উত্থান হবে। ভারত এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে।

শনিবার (১৯ আগস্ট) শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাবেক এ খাদ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রকে এদেশে নিয়ে এসেছে -খবরদারি করার জন্য। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংবিধান মেনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নই ওঠে না। যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা সন্ত্রাস করতে চায়, তাদেরকে প্রতিহত করতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী।

অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন: মমতাজ

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা নিজে নারী তাই নারীরা পিছনে পড়ে থাকুক তা সে চান না।

কারণ নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিবেন। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক নেতারা আমাকে বলেন যদি নৌকা মার্কা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কি? নৌকা তো আমার কাছেই। জননেত্রী শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য। আমার কোন কর্মকান্ডে যদি শেখ হাসিনা অসন্তুষ্ট হন তবেই আমার কাছ থেকে নৌকা ছুটে যাবে। তবে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা।

পুটাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি, সহ-সভাপতি আব্দুল আজিজ, সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল আজিজ প্রমুখ।

বিএনপির গণমিছিল, সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি

ক্ষমতাসীনরা দেশকে কারাগারে পরিণত করেছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির গণমিছিলপূর্ব সভায় এ হুঁশিয়ারি দেন দলের শীর্ষ নেতারা। আন্দোলনকারীদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে বলেও অভিযোগ করেন তারা।

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ গণমিছিলের আয়োজন করে। মিছিলকে কেন্দ্র করে প্রতিবাদী ব্যানার আর প্ল্যাকার্ড হাতে দলটির নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল রাজপথ। নগরীর দুই প্রান্তে এই গণমিছিল হয়।

রাজধানীর উত্তরে গুলশান-১ থেকে গণমিছিল শুরু হয়ে মহাখালী কাঁচাবাজারে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য।

গণমিছিলপূর্ব সভায় নেতারা অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভারতসহ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে সরকারের লোকজন ভারত হয়ে নেপালে গিয়ে এক ‘মহাপুরুষের’ কাছ থেকে পানিপড়া নিয়েছে। ওখানে নাকি কে একজন মহাপুরুষ থাকে! তার কাছ থেকে পানিপড়া আনতে গেছে। আরে ওই পানিপড়ায় কোনো কাজ হবে না।’
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের মাধ্যমে নির্বাচিত নয় বলেই জনগণের দাবি তাদের কাছে কোনো মূল্য নেই। এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, চলমান আন্দোলন সরকারকে লাল পতাকা দেখানোর আন্দোলন। এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এদিকে, মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে গণমিছিল শুরু হয়ে সায়দাবাদ হয়ে খিলগাঁও রেলগেট গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সমস্য।

এর আগে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বর্তমান সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না দাবি করে বলেন, সরকারের পদত্যাগের বিকল্প নেই।

বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, ‘আমরা যখন শান্তিপূর্ণভাবে ৪টা জায়গায় সমাবেশ দিলাম, হায়েনার মতো পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের নিরস্ত্র ও শান্তিপূর্ণ সমাবেশগুলোর ওপর আক্রমণ করেছে।’

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তার পক্ষে যে শক্তি এই আন্দোলনকে সমর্থন করবে, তারা বাংলাদেশের বন্ধু।

এ ছাড়া বেগম জিয়ার মুক্তি দাবিতে শনিবার (১৯ আগস্ট) রাজধানীতে পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা।

গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এ সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একদফা দাবি আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই, সতেরো কোটি মানুষেরও একই দাবি।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘জনগণ ভালো নেই, তিন বেলা ঠিকমতো খেতে পারে না মানুষ। গুম, খুন, রাহাজানিতে সারা দেশ বিপর্যস্ত। আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হচ্ছে। বিগত দিনে যে মামলাগুলো হয়েছে অতিশিগগিরই সেগুলোর রায় ঘোষণা করা হবে বলে তারা অফিসিয়ালি নির্দেশ দিয়েছেন। একারণে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আওয়ামী লীগকে যেতে হবে। আর যদি আওয়ামী লীগ থাকে, তাহলে দেশে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয় না। আমাদের একটাই কর্মসূচি এখন এ সরকারের পতন।

অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।

সমাবেশ পরবর্তী দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়।

বিহারে বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

ভারতের বিহারের আরারিয়া জেলায় এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে জেলার রানিগঞ্জ বাজার এলাকায় ওই সাংবাদিককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। বিহার পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন মতে, এ ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে ঘটনাটি তদন্তে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। পাটনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এমন করে একজন সাংবাদিককে কিভাবে হত্যা করা যায়।’

নিহত সাংবাদিকের নাম বিমল কুমার যাদব। ৩৫ বছর বয়সী বিমল দৈনিক জাগরণ পত্রিকার স্থানীয় সাংবাদিক। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে যাদবের বাড়িতে এসে তাকে ডাকাডাকি করে বন্দুকধারীরা। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা তার বুকে গুলি করে।

পাঁচ মিনিট পরই ৫টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় থানার পুলিশ প্রধান। তিনি ঘটনাটির প্রাথমিক তদন্ত করেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ আরও জানায়, একটি ফরেনসিক টিম ও একদল প্রশিক্ষিত কুকুরই ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশ বলেছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রতিবেশীদের সঙ্গে পুরনো শত্রুতা থেকে এমন ভয়ানক ও মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। দুই বছর আগেই বিমলের ছোট ভাই শশীভূষণ যাদবকেও ঠিক একইভাবে খুন করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ও সাক্ষী ছিলেন বিমল। তবে ভাইয়ের হত্যার ঘটনায় সাক্ষ্য না দিতে প্রায়ই হুমকি পেতেন তিনি।

রাজ্য পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জিতেন্দ্র সিং গ্যাঙ্গোয়ার বলেন, হতে পারে মামলার চার্জশিট পড়ার পর ঘাতকের মনে হয়েছিল, বিমলের সাক্ষ্য মামলায় খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ এই বিষয়টার ওপর নজর রেখেই হত্যাকাণ্ডের তদন্ত করছে। বিমলের পরিবারও দুই হত্যার মধ্যে যোগসূত্র আছে বলে মন্তব্য করেছে।

সাংবাদিক বিমল কুমার যাবদের ১৫টি বছর বয়সী একটি ছেলে ও ১৩ বছর বয়সী মেয়ে রয়েছে। এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে আরারিয়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি অমরেন্দ্র সিং বলেন, ‘মনে করা হচ্ছে এলাকার কোনো খবরকে কেন্দ্র করে কোনো মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই হত্যাকাণ্ড।’

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) কুমিল্লা খাটরা গ্রামের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

মৃতরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে মো. তানভীর রহমান ও মেয়ে অনামিকা রহমান অরন্যা (২০)।

মো. তানভীর রহমান এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং অনামিকা রহমান মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

সিংগাইরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড সহ অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে গাজা মাদক সেবনের অভিযোগে চারজনকে কারদন্ড সহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, বৃহস্পতিবার ( ৩ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানার তালেপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সিংগাইর থানা পুলিশ । স্থানীয় চেয়ারম্যান রমজান আলী সহযোগিতায় এই চার মাদক সেবীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রামের মতো মাদক গাঁজা উদ্ধার করা হয়। এরপর সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন ।

আটককৃত ও সাজাপ্রাপ্তরা হলেন , ধামরাই রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামের আলাভক্ষ ফকিরের ছেলে আজগর আলী (৩৮) তাকে চার মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড ,ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের সুঙ্গর গ্রামের কালু মিয়ার ছেলে সোহরাব (৪০) কে তিন মাসের সাজা ও ৫০০ টাকা অর্থদণ্ড,ধামরাই এর রোয়াইল ইউনিয়নের সুঙ্গর গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে জাফর (৪২) কে তিন মাসের সাজা ৫০০ টাকা অর্থদণ্ড,ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের সেনাইল এলাকার মৃত তোতামিয়ার ছেলে সুমন মিয়া (৩৫)কে ৩ মাসের সশ্রম কার দন্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক সহযোগিতায় মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর এনামুল, সঙ্গে ছিলেন কনস্টেবল শান্ত, সুমন সহ বেশ কয়েকজন ।

সাভার প্রেসক্লাবের জরুরি সাধারন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাভার প্রেসক্লাবের এক জরুরি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে ক্লাবের জৈষ্ঠ্য সদস্য জাভেদ মোস্তফার সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সর্ব সম্মতিতে পূর্বের স্হগিত হওয়া সভাপতি জাভেদ মোস্তফা ও সাধারণ সম্পাদক রুপোকুর রহমান কমিটিকে পূনর্বহালের করা হয়। এছাড়াও ক্লাবের সদস্য নাজমুস সাকিব ও ইমদাদুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়েরের ঘটনায় তাদের প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবী উঠলে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানকে প্রধান করে ক্লাবের সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব সাহাকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আগামী ৬মাসের মধ্যে গণতান্ত্রিক প্রকৃয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক শিবনাথ সাহা, নির্বাহী সদস্য শাহীন আলম চৌধুরী ও শামীম আহমেদ, সদস্য আব্দুল খালেক, বিপ্লব শান্ত, দিদারুল ইসলাম, একে আজাদ, রুবেল আহমেদ, মফিজুর রহমান সোহেল, জিল্লুর রহমান, বিদ্যুৎ আহমেদ, ওমর ফারুক, স্বপন পাটোয়ারী, মিজানুর রহমান, আব্দুর রশীদ, আলমগীর হোসেন, ইব্রাহীম খলিল, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, সালেহ আহমেদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...