18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

মাগুরার শ্রীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বছিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ।

অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,ইউপি সদস্য ও শ্রীপুর মডেল ও হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম টোকন,প্রধান শিক্ষক হাসেম আলী মন্ডল, নাজমা খাতুন, হামিদা খাতুন,শিরিন সুলতানা, মোক্তার আলী মিয়া,সহকারি শিক্ষক হারুন-অর-রশীদ ও বাকীবিল্লাহ প্রমূখ ।

আলোচনাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

সংঘ ও নবপুষ্প ফউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে রাস্তারপাশের ফুটপাতে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে সামাজিক সংগঠন সংঘ ও নবপুষ্প ফাউন্ডেশন।মঙ্গলবার রাতে সাভার নিউ মার্কেট থেকে শুরু করে নবীনগর, আশুলিয়ার কয়েকটি স্থান হয়ে পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

রাতব্যাপি বিভিন্ন পয়েন্টে অসহায়, দুস্থ ও হতদরিদ্র শীতার্তদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র।

এসময় সংঘের সভাপতি মো.সানি রহমান সাব্বির, নবপুষ্প ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ ইয়াসিনসহ সংগঠন দু’টির কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

সৈয়দ রুবে, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঃ ঝালকাঠিতে যুবলীগ নেতাকে মারধর, চাঁদা দাবীর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন (৩৬), সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু(২৯), যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০), সুমন (৩৪), মামুন খান (৩৫) ও কামাল (৩৪)।

১৫/০১/২০২০ইং তারিখ বুধবার গভীর রাতে (মঙ্গলবার দিবাগত রাত) শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।ঝালকাঠি পৌর এলাকার ১নং চাঁদকাঠি ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৭জনের নাম উল্লেখ করে ।

মামলার এজাহারে জানা গেছে, ৫ লাখ টাকা ধার নিয়ে দীর্ঘদিন যাবত তালবাহানা করে পরিশোধ করেনি সৈয়দ মিলন। পরে ধার নেয়া টাকা পরিশোধ না করে মাসে ৫০ হাজার টাকা কিস্তিতে চাঁদার টাকা পরিশোধের ঘোষণা দেয়। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা শালিস মিমাংসার কথা বলে।

গত ৫ জানুয়ারী এলজিইডির সামনে সৈয়দ মিলনের নেতৃত্বে ৭/৮ জনে হামলা ও মারধর করে গুরুতর আহত করে।

এসময় সাথে থাকা মোবাইল, টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে চাঁদার টাকা নেয়ার ঘোষণা দেয় হামলাকারীরা। মঙ্গলবার দিবাগত রাতে এঘটনায় কালাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খলিলুর রহমান জানান, মামলার আসামী হিসেবে আটকের অভিযান চালিয়ে ডাক্তার পট্টির বাসা থেকে সৈয়দ মিলনকে আটক করা হয়।

এ সময় তার শয়ন কক্ষ থেকে ১২টি ধারালো দেশীয় রামদা, ৪টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। তার বাসা থেকে সাইফুল, মামুন, সুমন, কামালকে আটক করা হয়। এছাড়াও সৈয়দ মিলনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা ও অপকর্মের অভিযোগ রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্ভোধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।আজ ১৫ জানুয়ারী বুধবার সকালে এক জাকজমকপূর্ন বর্ণাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বর মঞ্চে বিজ্ঞান মেলা বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ , পৌর যুবলীগ সহ-সভাপতি আলি খান প্রমুখ।

মেলায় ১৯ টি স্কুল ও ৪টি কলেজ মোট ২৩টি স্টল নিয়ে দুই স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের মাঝে তুলে ধরেন।

এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।এই মেলা দুই দিন ব্যাপি চলবে।

সাভারের আশুলিয়ায় একটি চারতলা বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত ২ (ভিডিও)

স্টাফ রিপোর্টার ঃসাভারের আশুলিয়ায় একটি চারতলা বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে দুই গার্মেন্টস কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাষ্টিক সার্জারী বার্ণ ইউনিটিতে পাঠানো হয়েছে।মঙ্গলবার গভীররাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী ও খলিলুর রহমানের ভাড়া দেওয়া চারতলা বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই বাড়ির ভাড়াটিয়ারা জানায় ওই চারতলা বাড়ির চারতলায় একটি রুমে স্থানীয় পোশাক কারখানা সিলভার এ্যাপারেলন্স কারখানার তিন পুরুষ শ্রমিক ভাড়া নিয়ে বসবাস করতেন রাতে ওই পোশাক কারখানায় তিন শ্রমিক কাজ করছিলেন পরে রাতে ওই পোশাক কারখানার দুই কর্মকর্তা তাদের কাজ থেকে রুমের চাবি নিয়ে ওই রুমে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তারা অবস্থানের কিছুক্ষণ পরেই ওই রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এসময় ওই বিস্ফোরণে ওই দুই কর্মকর্তার সারা শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় পিএমকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাষ্টিক সার্জারী বার্ণ ইউনিটিতে পাঠানো হয়।

এঘটনায় ওই ভবনের কিছু অংশ ভেঙ্গে পড়ে যায় ও ভবনটির বিভিন্ন স্থানে ফাঠল দেখা দেয়। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে ওই বাড়ির প্রতিবেশীরা জানালেও আটকের বিষয়টি নিশিচত করে কিছু বলতে চাননি পুলিশ। প্রতিবেশীদের দাবি ওই তিন শ্রমিক ও ভবনের মালিক মোহাম্মদ আলী ও খলিলুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রহস্যজনক বিস্ফোরণের বিষয়টি উৎঘাটন করা যাবে। এদিকে ওই ভবনের প্রতিবেশীরা জানিয়েছে যে বোমা বিস্ফোরণে এঘটনা ঘটে থাকতে পারে ও রুমে বিভিন্ন মানুষ যাতায়েত করতেন। ওই ভবনের রুমে কোন গ্যাস সিলিন্ডারের আলামত বা গ্যাস লাইনের কোন কিছু পাওয়া যায়নি। বিস্ফোরণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

এঘটনায় ওই ভবন মালিক মোহাম্মদ আলী এবিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি তিনি মুঠোফোনে সাংবাদিকদের বলেন আমি এলাকাবার বাহিরে আছি পরে কথা বলবো।

এবিষয়ে আশুলিয়া থানার এস আই ওয়াহিদ বলেন বোমা বিস্ফোরণ হয়েছে কিনা তার জানানেই বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বলতে পারবে সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে কিনা।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈল ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’র শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উত্তর আমেরিকাস্থ প্রবাসীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এ সময় উপস্থিত শতাধিক গরীব ও প্রতিবন্ধীদের মাঝে একটি করে কম্বল দেওয়া হয়।

নওগাঁর মান্দায় নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের, প্রশাসন নিরব

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে আত্রাই নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের তৈরি করা হয়েছে। মৎস্য ঘেরের নামে গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু অসাধু ব্যক্তি। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এসব অবৈধ ঘের উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। আইন-শৃঙ্খলা সভার পর এসব ঘের থেকে গাছের ডালপালা ও বাঁশের বেড়া সরিয়ে নেয়ার জন্য নদী এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দপ্তর। এরপরও অবৈধ ঘেরগুলো সরিয়ে নেয়া হয়নি। গত কয়েকদিন ধরে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার করেছেন দখলদাররা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তাকে ম্যানেজ করে মাছ শিকারে নেমেছেন দখলদাররা। যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে নিয়মিত যাতায়াত করছেন মৎস্য দপ্তরের লোকজন। মৎস্য দপ্তরের এহেন কর্মকান্ডে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, আত্রাই নদীর উজান অংশ বানডুবি থেকে ভাটি অংশ মিঠাপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক অবৈধ মৎস্য ঘের তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীর প্রায় পুরো অংশ ঘিরে ফেলেছে। এসব ঘের দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে নদীতে। ঘেরগুলোতে কচুরিপানা দিয়ে মাছের অভয়ারন্য তৈরি করেছে ওইসকল ব্যক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্যজীবীদের অভিযোগ, এসব ঘের তৈরির কারণে নদীতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারছেন না। ঘেরের আশপাশের এলাকায় জাল ফেলতে বাধা দেয়া হয়। অনেক সময় তাদের হাতে লাঞ্ছিতের শিকার হয়েছেন অনেক মৎস্যজীবী। কিন্তু দখলদাররা প্রভাবশালী হওয়ায় কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না তারা।
সরজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার করছেন অবৈধ দখলদাররা। কিন্তু এখন পর্যন্ত এসব দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এসব দখলদাররা জানান, মৎস্য অফিসের অনুমতি নিয়েই ঘেরে জাল নামানো হয়েছে। কিন্তু কিভাবে অনুমতি পেলেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

উপজেলা আইন-শৃঙ্খলা সভার একাধিক সদস্য জানান, নদী দখলমুক্ত করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে নদী দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণসহ যাবতীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এরপরও মৎস্য কর্মকর্তা কেন এবিষয়ে পদক্ষেপ নেননি এনিয়ে প্রশ্ন তোলেন আইন-শৃঙ্খলা সভার এসব সদস্যরা।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে গিয়ে মাছ মারতে নিষেধ করা হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি-না জানতে চাইলে পাশ কাটিয়ে যান তিনি। #

সাভারে জাগরণী থিয়েটার ও স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের শীত বস্ত্র বিতরণ

স্টাফ রির্পোটার: ‘শীতার্ত মানুষের পাশে সংস্কৃতিকর্মীরা’ স্লোগানে সাভার সরকারি কলেজ মাঠ, ভাগলপুর ক্যাম্পাসে শীত বস্ত্র হিসেবে কম্বল ও স্যুয়েটার বিতরণ করে জাগরণী থিয়েটার ও স্বপ্নস্বর আবৃত্তি সংগঠন।সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সংগঠন দুটি। এসময় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, জাগরণী থিয়েটারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা, স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকা, সাংবাদিক মো. আজিম উদ্দিনসহ সংস্কৃতিকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাড়াঁয় জাগরণী থিয়েটার।

এ প্রসঙ্গে জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা বলেন ‘আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। দু:খী মানুষের পাশে দাড়ঁনো আমাদের সবার উচিত। আর্ত- মানবতার সেবায় বিত্তবানসহ প্রতিটি মানুষের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করেছি। সকলের আন্তরিকতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে সহযোগিতা করতে চাই।’ একই স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার প্রথম আলো বন্ধুসভা।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের বুড়িগঙ্গা শাখা নদীতে চলছে বহুতল ভবনের পাইলিং কাজ।

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট ঈদগাহ মাঠ সংলগ্ন বুড়িগঙ্গা নদীর উপর চলছে বহুতল ভবনের পাইলিং এর কাজ।স্থানীয়রা বলেন ভূমিদস্যুদের দখল ও ভরাট এর কারণে এই বুড়িগঙ্গা শাখা নদী খালে পরিণত হয়েছে এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য একমাত্র এই বুড়িগঙ্গা শাখা নদীর খালটি এখন দখল হয়ে যাচ্ছে এছাড়াও খালের উপরে করা হয়েছে বেশকিছু আবাসিক ভবন। দখলকারীরা প্রভাবশালী হওয়ার কারণে বাধা দিতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা এসময় স্থানীয়রা আরো বলেন ভাকুর্তা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মাজাহারুল ইসলাম কাজে বাধা প্রদান করা সত্বেও প্রভাবশালী ভূমিদস্যুরা বহুতল ভবনের পাইলিং কাজ চালিয়ে যাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন ভূমিদস্যু শফিউল্লাহ কোন অনুমোদন ছাড়াই বুড়িগঙ্গা শাখা নদীর উপর সোলাই মার্কেট এলাকায় চারতলা ভবনের পাইলিং এর কাজ করছেন।

তিন ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পুরস্কৃত : পুরস্কার নিলেন পুলিশ সুপার আবদুর রকিব

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে ৩ ইউনিটে পুরস্কৃত করা হয়।সোমবার সকালে ঢাকায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার) এর হাতে পুরস্কার তুলে দেন।এবার মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দ্বিতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। এ ছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

উল্লেখ্য, সদ্য বদলি হওয়া পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ এর কাজের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আজকের এ অর্জন।

এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথেও সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

সর্বশেষ আপডেট...