20 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

রাজশাহীতে শীতের সাথে যোগ হলো বৃষ্টি

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যাুরো প্রধানঃ এই তীব্র শীতের সাথে যোগ হয়েছে বৃষ্টি। শীতের জ্বালাই বাঁচিনা আবার বৃষ্টি যোগ হলো এবার পেটেও জ্বালা করছে । আরে মামু করবেনা কেন বৃষ্টির জন্য যে কাজে বের হতে পারচ্ছিনে বে।

এমন টা বলছিল দিনমজুর রইচ উদ্দিন। হঠাৎ করে শীতের সাথে বৃষ্টি নামায় জনজীবন বিপয্যস্ত হয়ে পড়েছে। এদিকে আজ সকালে রাজশাহীতে ৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ম ১২.৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায়  রাজশাহীতেও তীব্র শীত ও ঘন কুয়াশা অনুভূত হচ্ছে। তবে আজ ভোরে আকাশ কালো মেঘে ছেয়ে গেলে নেমে আসে অন্ধকার। এরপরই শুরু হয় বৃষ্টি।

হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। অনেকে গরম কাপড়ের অভাবে শীতের কষ্ট কমাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। কাজে বের হতে না পারায় অনাহারে-অর্ধাহারে কাটাতে হচ্ছে সাধারন মানুষের জীবন।

সাভার মিডিয়া ক্লাবের উদ্বেগে মাদরাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

বিপ্লব,সাভার : সাভারে মাদরাসার শীতার্ত এতিম শিশুদের হাতে তুলে দেয়া হয় কম্বল। বুধবার সকালে সাভারের থানা রোডে শীত বস্ত্র বিতরণ করে সাভার মিডিয়া ক্লাব।এসময় আয়োজকরা বলেন, নিয়মিত বিভিন্ন মানববিক ও সামাজিক কর্মকান্ডে অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কয়েকটি ধাপে সাভারের অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী চলবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, নাট্যপরিচালক তপু খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেড সাভার শাখার ইনচার্জ জহর লাল পাল।

অনুষ্ঠান পরিচালনা করেন সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনাম মেডিকেল কলেজের পরিচালক সাংবাদিক জাহিদুর রহমান। ক্লাবের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতের এই মূহুর্তে কম্বল বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার শিক্ষক ও এতিম শিক্ষার্থীরাও।

রাণীশংকৈলে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা -২০২০ খ্রিঃ এর শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার সকালে হলরুমে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, সীমান্ত বসাক, ঘনশ্যাম রায় প্রমুখ। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক গপেন চন্দ্র, মুনসুরা বেগম,আনজুমানয়ারা বেগম, সহকারি শিক্ষক সেলিনা সিদ্দিকা, রোকসানা বেগম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম।

এ প্রতিযোগিতায় প্রাইমারি, হাইস্কুল, ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা ৩ টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।

সাভারে ,ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বিপ্লব ,সাভার : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বিনা নোটিশে বৈধ সম্পত্তি, স্থাপনা ও অবকাঠামো ভাঙার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভবনের মালিকরা। বুধবার সকালে সাভারের শিমুলতলায় জিলিয়ান চাইনিজ রেষ্টুরেন্টে ‘ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জমি ও স্থপনা রক্ষা কমিটি’র ব্যানারে এই সংবাদ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়ক সম্প্রসারণের কথা বলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। যেসব কবকাঠামো নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, ছাড়পত্র রয়েছে। নিয়মিত ভূমির খাজনা, পৌরকর, বিদ্যুতবিল, গ্যাসবিল পরিশোধ করে বৈধ দখলদার থাকা অবস্থায় কষ্টার্জিত টাকায় নির্মিত স্থাপনা অযৌক্তিক কারণে ভেঙে ফেলা হচ্ছে যার কোন আইনগত ভিত্তি নেই।

তারা অভিযোগ করেন, অভিযান চলাকালীন সময়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অবকাঠামো অপসারণের বিষয়ে কোন সদুত্তর ও সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হয় এবং অভিযানের সমর্থনে কোন কাগজপত্রাদি প্রদর্শন করেনি। কোন আগাম নেটিশ ছাড়াই হঠাৎ করে বিশাল বহরের পুলিশসহ সড়ক ও জনপথ বিভাগ একেরপর এক স্থাপনা ভেঙে ফেলায় ঢাকা অরিচা মহাসড়কের দু;পাশ ধংসস্তুপে পরিণত হয়।

ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা বলেন, এই অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের বহু কষ্টের টাকায় গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা বুলডুজার চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে অনেক ব্যবসায়ী পথে বসেছেন। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন কিস্তি পরিশোধ করছে পারছেন না।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আমরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত নয় বরং উন্নয়নের অংশীদার হতে চাই। তবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ধংস ও অপসারণের মাধ্যমে এই চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডের ইমেজ নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। তাই উচ্ছেদ অভিযানের নামে অবিলম্বে বৈধ স্থাপনা বন্ধের দাবি জানান তারা।

সংগঠনটির আহবায়ক নাসিমুল আলম এসময় লিখিত বক্তব্য পেশ করেন। অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়া, মাসুদ রানা দুলাল, শহীদুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব জিয়া উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত বছরের নভেম্বরের ২৫ ও ২৬ তারিখে এবং দ্বিতীয় দফায় ৭ ও ৮ ডিসেম্বর তারিখে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত উভয় পাশের বিভিন্ন স্থানে ৪০-৫০ ফুট দখল করে থাকা সহ¯্রাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা ভেঙে দেয় সড়ক ও জনপথ অধিদফতর।

ধামরাইয়ে চার মাদক ব্যবসায়ী আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌরসভার কুমড়াইল বেজির টেক এলাকায় ও আমতা ইউনিয়নের ডাকাত পারা এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার চার মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ধামরাই থানা পুলিশ ।তাঁরা হলেন পৌরসভার কুমরাইল বেজির টেক এলাকার কিয়াম উদ্দিন ছেলে বিল্লাল (৪৭) ও আব্দুল কাদের (৩৭)। উপজেলার ডাকাত মারা এলাকার আলি হোসেন ফটিকের ছেলে উসমান গনি (৪০) ও হযরত আলির ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল বেজির টেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার কিয়াম উদ্দিন বাড়ি থেকে বিল্লাল ও কাদেরকে আটক করা হয়।

বিল্লাল ও কাদের থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ৪। ধামরাই থানার এ এস আই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরেক এজাহারল সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল আমতা ইউনিয়নের ডাকাত পারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে উসমান গনি ও সাইফুল ইসলামকে আটক করা হয়।

উসমান গনি ও সাইফুল ইসলাম থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ৫। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক -১

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নরসিংহপুর (বিলপাড়া) এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪২৫ বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার নরসিংহপুর (বিলপাড়া) এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সূত্রে জানতে পারি শিবগঞ্জে একটি বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। খবর পাবার পর পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে ৪২৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রভোলন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রভোলন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই নারী সোমবার দুপুরে ওই যুবককে প্রধান আসামীকে করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় মামলা দায়েরের করেছেন।

পুলিশ জানায় ওই নারী (২০) ধামরাইয়ের সুয়াপুর এলাকায় একটি বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় চাকুরী করে আসছিলেন পরে পাশের সোহেল নামের (৩০) এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ওই নারীকে বিয়ের প্রভোলন দেখিয়ে কয়েক বছর ধরে ওই যুবক বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলো ।

পরে ওই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিলে আজ দুপুরে ওই নারী ওই যুবককে প্রধান আসামী করে ধর্ষণের সহয়তার অভিযোগ তুলে আর পাঁচ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই নারী স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন ধর্ষণকারী যুবককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

শামশুজ্জোহা বিদ্যুৎ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, কম্বল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা।

সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, শাহনেওয়াজ দুলালসহ জেলা ও উপজেলার মু্ক্তিযোদ্ধা নেতৃবৃন্দ

বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়না বলে ইভিএম নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে- ওবায়দুল কাদের( ভিডিও)

বিপ্লব,সাভার ঃ  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত পরাজয় জেনে ডিজিটাল ভোটদান পদ্ধতি ইভিএম নিয়ে বিষোদগার করছে। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আজে বাজে বক্তব্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল, শিশুখাদ্য ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামীলীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ চায় এবং সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন কমিশনকে আওয়ামীলীগ সব ধরণের সাহযোগিতা করবে।

এসময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার আগেই নির্বাচন সুষ্ঠু হবে না বলে অবান্তর অভিযোগ করছে। তারা পরাজয় নিশ্চিত জেনে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে অথচ অতীতের ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না তাই নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করেছে।

দলের নেতা কর্মীদের উদ্দেশে ওবায়দুল কদের বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি জনগণের ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট চাইতে বলেছেন। এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করতে চাই।

অনুষ্ঠানে ১০ হাজার স্থানীয় গরীব অসহায় দুস্থ্যদের হাতে তুলে দেওয়া হয় কম্বল, শিশু খাদ্য, শিশু বস্ত্র ও শুকনো খাবার। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জের উপ-রাজারামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হরিপুর নতুনপাড়ার ফার্মেসী ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও তাঁর শিশু মেয়ে রশ্মি (৮)। ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিন্ত করেছেন ওসি ওপারেশন মো. মিন্টু রহমান। এ ঘটনায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহা সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেট...