এসময় আয়োজকরা বলেন, নিয়মিত বিভিন্ন মানববিক ও সামাজিক কর্মকান্ডে অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কয়েকটি ধাপে সাভারের অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী চলবে।
এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার সকালে হলরুমে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, সীমান্ত বসাক, ঘনশ্যাম রায় প্রমুখ। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক গপেন চন্দ্র, মুনসুরা বেগম,আনজুমানয়ারা বেগম, সহকারি শিক্ষক সেলিনা সিদ্দিকা, রোকসানা বেগম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়ক সম্প্রসারণের কথা বলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। যেসব কবকাঠামো নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, ছাড়পত্র রয়েছে। নিয়মিত ভূমির খাজনা, পৌরকর, বিদ্যুতবিল, গ্যাসবিল পরিশোধ করে বৈধ দখলদার থাকা অবস্থায় কষ্টার্জিত টাকায় নির্মিত স্থাপনা অযৌক্তিক কারণে ভেঙে ফেলা হচ্ছে যার কোন আইনগত ভিত্তি নেই।
তাঁরা হলেন পৌরসভার কুমরাইল বেজির টেক এলাকার কিয়াম উদ্দিন ছেলে বিল্লাল (৪৭) ও আব্দুল কাদের (৩৭)। উপজেলার ডাকাত মারা এলাকার আলি হোসেন ফটিকের ছেলে উসমান গনি (৪০) ও হযরত আলির ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার নরসিংহপুর (বিলপাড়া) এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, কম্বল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামীলীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ চায় এবং সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন কমিশনকে আওয়ামীলীগ সব ধরণের সাহযোগিতা করবে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হরিপুর নতুনপাড়ার ফার্মেসী ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও তাঁর শিশু মেয়ে রশ্মি (৮)। ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিন্ত করেছেন ওসি ওপারেশন মো. মিন্টু রহমান। এ ঘটনায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহা সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।