মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ধামরাই কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।এ সময়ে প্রধান অতিথি বলেন, ধামরাইয়ে কোন শীতার্ত মানুষ শীতে কষ্ট করবে না সবাইকে শীত বস্ত্র দেওয়া হবে।
শীত বস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :‘মাদক কে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ ওমায়রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সমাজ সেবার উপ-পরিচালক জাহিদুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুরুপভাবে শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলাতেও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল,ঠাকুরগাঁও,প্রতিনিধি ঃ “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বণ্র্াঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহিল বাকী, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন ও এতিমখানার সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, পুজা উদযাপন পরিষদ সম্পাদক সাধন বসাক, কাউন্সিলর মুক্তি রানী ও নাজমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিপ্লব,সাভার ঃ পরিবেশ অধিদপ্তর কতৃক ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।আজ বৃহস্পতিবার ০২/০১/২০২০ইং দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় সাভার,আশুলিয়া,ধামরাই,গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার কয়েক’শ মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে এসময় বিভিন্ন ইটভাটার মালিকরা বলেন সরকার অযৌক্তিক ভাবে ইটভাটা ভেঙ্গে দিচ্ছে এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়েছে আর নতুন করে ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও বলেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভাধীন কান্ডপাশায় এলাকার একটি অটো রিক্সা গ্যারেজে অগ্নিকান্ডে একজন আহত সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে ।৩১/১২/২০১৯ইং তারিখ মঙ্গলবার দিবাগত রাতে নলছিটি কান্ডপাশা এলাকার একটি অটো রিক্সা গ্রেজে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয় নলছিটি ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার গোলাম মোস্তফার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রাতে আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থানে ছুটে যাই। প্রায় বিশ মিনিট পর আমরা ঘটনা স্থানে পৌছে দেড়ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তার মধ্যে গ্যারেজ থেকে প্রায় অানুমানিক ২০ লক্ষধীক টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নীকান্ডের ঘটনায় গ্যারেজের প্রায় ১৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধান হয়েছে বলে আমরা মনে করছি। আমরা ঘটনা স্থানে পৌছানোর আগে গ্যারেজের মধ্যে লিমন ও মাসুদ খান নামের দুজন লোক ঘুমিয়ে থাকার কারনে তারা অগ্নীদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।
তবে আহত দুজনের মধ্যে এসএসসি পরীক্ষার্থী লিমন গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পারি।
নলছিটি ফায়ার ষ্টেশন থেকে কান্ডপাশায় এলাকায় যেতে বিশ মিনিট সময় লাগার কারন ষ্টেশন অফিসারের কাছে জানতে চাওয়া হলে এ বিষয় তিনি জানান, রাস্তার সংস্কারের কাজ চলায় গাড়ী নিয়ে যেতে আমাদের একটু বেগ পেতে হয় তারপর প্রতিকুলতা কাটিয়ে আমরা দ্রুত পৌছানোর চেষ্টা করি।
প্রচন্ড ঠান্ডা তারপরও পানি দিয়ে অগ্নীকান্ডের ঘটনায় অাগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে এনে আমরা চলে আসি। সকাল থেকেই আমি সহ আমাদের কয়েজন ফায়ার কর্মীর ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। তবে অগ্নীকান্ড ঘটনার সূত্রপাত হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ষ্টেশন অফিসার মনে করেন।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, নলছিটি পৌর এলাকার কান্ডপাশা গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র মো: মাসুদ বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৮টি ব্যাটারী চালিত অটো ও দু’টি মোটরসাইকেল ক্রয় করে ভাড়া দেওয়ার পাশাপাশি নলছিটি -দপদপিয়া সড়কের পার্শ্বে কান্ডপাশা এলাকায় বৃহৎ একটি গ্যারেজ নির্মাণ করে। ওই গ্যারেজে তার নিজের যানবাহনের পাশাপাশি ব্যাটারী চার্জ দেওয়ার জন্য আরো ৩০ টি ব্যাটারী চালিত অটো, ৪টি অটো ভ্যান,১ টি অটো রিকশা ও দুটি মোটরসাইকেল ছিল।
ওই গ্যারেজে কান্ডপাশা এলাকার মালেক জমাদ্দারের এসএস সি পরীক্ষার্থী পুত্র লিমন ঘুমিয়ে ছিল। গভীর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তেই গ্যারেজটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়।
গ্যারেজে ঘুমিয়ে থাকা লিমন আগুনে পুড়ে গুরুত্বর আহত হলে তাকে উদ্বার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
বিপ্লব , সাভার: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে। অভিযোগটি তদন্ত করে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি খতিয়ে দেখা হবে।বুধবার দুপুরে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব-২০২০ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষা জীবন বাধাগ্রস্থ্য করলে তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না।শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আনা হয়েছে জানিয়েছেন মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। পদ্ধতির পরিবর্তন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানো যায় এবং শিক্ষাকে করে তোলা যায় আনন্দময়।
এসময় ডা. দীপু মনি বলেন, শুধুমাত্র জিপিএ-৫ এর পিছনে না দৌড়ে মানুষ হওয়া প্রয়োজন। আমি পড়ব, আমি শিখব, আমি চেষ্টা করব। জিপিএ-৫ ছাড়া আর কোনো কাজ করব না, কোনো কর্মকান্ডে অংশ নেব না, এরকম করা যাবে না। পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কাজ করতে হবে। এর আগে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অরোও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সাভার পৌরষবার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা বিভাগে কর্মকর্তারা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় ২০২০ সালের প্রথম দিনেই আনন্দ উৎসবমুখর পরিবেশে ইউনুস দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের মোকামটলা মসজিদ মাঠে “বই বিতরণ উৎসব” অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাই সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই বই উৎসব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেদিন থেকে এদেশের প্রত্যেকটি ছাত্র ছাত্রী বিনামূল্যে বই পায় এবং প্রত্যেকটা ছাত্র-ছাত্রী যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি উন্নয়ন করতে পারে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা রোকেয়া সুলতানা, সহকারি শিক্ষক রাফেজা খাতুন, তাসলিমা আক্তার, সানজিদা রহমান, আজাদ হোসেন প্রমুখ।
বিপ্লব , সাভার : সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।বুধবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়া স্মৃতিসৌধে তিনি একটি অশক গাছের চারা রোপন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে এসময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সাংবাদিকদের বলেন গণপূর্ত অধিদপ্তরের কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করতে পারবে না দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া এই অধিদপ্তরে সরকারী টাকা যেন কেউ অপচয় করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে।
প্রধান প্রকৌশলীর সাথে এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): মুজিববর্ষ-২০২০ পালন উপলক্ষে ধামরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ জানুয়ারি) বিকালে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মন্নু কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষ ২০২০ পালনের মতবিনিময় সভায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ, আরও উপস্থিত ছিলেন,
ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব কবির মোল্লা,
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব,ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,ধামরাই উপজেলা যুবলীগ নেতা হারুন-অর-রশিদ রোকন,ধামরাই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২০ কে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু ,মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল বুধবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সাভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ।
উল্লেখ্য এ বছর জেলার ৫০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার ৯১৩ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। অপর দিকে মাধ্যমিক পর্যায়ে ২৫০টি বিদ্যালয়ের ১ লাখ ২৪ হাজার ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।