20 C
Dhaka, BD
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন ।

মো: বুলবুল আহমেদ টিআইবি, সাভার : দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট এবং গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন ।সাভার; ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার: “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” ¯েøাগানকে সামনে রেখে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট, গণসচেতনতা গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সাভার এর আয়োজনে গতকাল (০৯ ডিসেম্বর ২০১৯, সোমবার) দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

সাভারস্থ গেন্ডা স্ট্যান্ডে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিল সাভারের আপামর জনসাধারণ, জন-প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ । উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় প্রধান অতিিিথ হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। মানববন্ধন ও পথসভায় বক্তারা তরুণ প্রজন্মসহ জনসাধারণকে দুর্নীতিবিরোধী চেতনা, সৎ, আদর্শবান, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবার আহŸান জানান। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট, গণসচেতনতা গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধের একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভয়াবহ সামাজিক ব্যধি হিসেবে সমাজে অরাজকতা, অস্থিরতা, অপরাধ বৃদ্ধিতে দুর্নীতিকে দায়ী করে বক্তারা নতুন প্রজন্মের অধিকার আদায় ও নিজেদের অস্তিত্ব রক্ষায় সরকারি, বেসরকারি, জনপ্রতিনিধি সহ সকলকে যার যার অবস্থান থেকে দুর্নীতিকে প্রতিহত করতে এবং দুর্নীতি থেকে নিজেকে ও অন্যকে দূরে রাখতে উদ্বুদ্ধ করতে আহŸান জানান। বক্তরা বলেন, দুর্নীতি উন্নয়নের পরিপন্থি, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা এ বছর দুর্নীতিবিরোধী দিবসকে আরও অর্থবহ করেছে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি এবং উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান তাঁদের বক্তব্যে পৌর কার্যালয় এবং সাভার উপজেলাকে দুর্নীতিমুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, পৌরসভা এবং সাভার উপজেলার কোন সরকারি দপ্তরে সাধারণ মানুষ অনিয়ম ও হয়রানির শিকার হলে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন, প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সনাক ও দুপ্রক সাভার উপজেলায় দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হয়ে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছে, যার ফলাফল দৃশ্যমান। তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।

সভায় বক্তব্য রাখেন সাভার উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি শওকত আলী মাহামুদ ও দুপ্রক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সামসুল আলম, সনাক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল খালেকসহ অন্যান্যরা।

সাভারের আশুলিয়ায় সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত( ভিডিও)

বিপ্লব সাভার ঃ সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জনের বেশী মানুষ। এছাড়া পোশাক কারখানার দোতলা একটি ভবন ধ্বসে পড়েছে।মঙ্গলবার সকাল আট টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম রিমা খাতুন (২০)।

ফায়ার সার্ভিস জানায় ওই পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুকিপূর্ণ ভাবে কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিলেন। আজ সকালে হঠাৎ করে ঝুকিপূর্ণ গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশী শ্রমিক আহত হয়। এসময় ঘটনাস্থলেই রিমা নামের এক নারী শ্রমিক নিহত হয়। এছাড়া পুরো দোতলা ভবনটি ধ্বসে পড়ে যায়। আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসকরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় স্থানীয় শ্রমিকরা ভবন মালিক ও কারখানা কতৃপক্ষের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।

ভবনটির মালিক আশুলিয়ার চাঁনগাও এলাকার রাজু আহমেদ। এদিকে কারখানা কতৃপক্ষ জানিয়েছে নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় দোতলা ভবনের সিড়ি থেকে পড়ে রাইসা নামের দুই বছরের এক শিশু মারা গেছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিংক আনোয়ারুল হক জোন কমান্ডার সাভার জোন ফায়ার সার্ভিস।

Speedy Plans Of Cbd Oil Pills Around The USA

San Francisco-based canna firm, Pot d’Huile, provides CBD, THC, and CBD:THC further virgin olive oil. Buy CBD oil capsules & Tablets in Europe and the United States of America. There are considerable variations in the quality between the capsules of the person manufacturers, which at first sight aren’t all the time apparent. There are some famend capsule manufacturers whose merchandise will be bought without hesitation, because the value-performance ratio is right. These include, for instance, capsules from Nordic Oil, Candro Vita, Mariplant or Candropharm.

They’re made in strengths of a hundred mg, 200 mg and 1000 mg. The characteristic that stands out about these merchandise is that they’re made with extra pure elements akin to hempseed oil, orange oil, stevia extract and coconut oil.

An Analysis Of Critical Aspects Of Cbd Pills

Several CBD manufacturers had been served warning letters by the FDA between 2015 and 2017 for making false claims. A couple of ‘CBD products’ on testing actually turned out to have zero CBD! It is for that reason that any company that offered merchandise that differed in composition from their labels won’t be on our greatest CBD for cats checklist.

Effortless best cbd pills Products – Where To Go

1) Comparing Concentrations : CBD oil, offered as oil in CBD capsules or CBD tincture, does vary in concentrations. The majority of CBD oil manufacturers sell a 250mg, 500mg and 1,000mg dosage of their oil, giving consumers the proper dosage for his or her personal wants. Typical with most medicines, a better buy cbd oil capsules doses of CBD oil may have a stronger impact. A primary-time CBD oil person ought to begin with a low to reasonable focus of CBD oil, like a 250mg or 500mg CBD tincture or a 10mg or 25mg CBD capsule. With time, the dosage of CBD oil may be adjusted to suit your particular person needs.

If there’s a Patient Zero in the vernacular hashish motion, that individual is a girl in Colorado named Charlotte Figi. Her seizures started at three months, as Ben Jacobson’s had. Medical doctors identified Dravet syndrome, in her case caused by a spontaneous genetic mutation. By the time she was 5, she was wheelchair-sure, receiving sustenance by a feeding tube, seizing about 350 instances per week, and on a number of events she had to be shocked back to life after her heart stopped. Doctors as soon as advisable a medically induced coma just so her body could rest.

Swift Solutions In Cbd Pills Examined

Premium Jane CBD Capsules (25mg): Premium Jane is without doubt one of the newest faces within the CBD trade, however from all the pieces we have seen so from them to date it won’t be long at all earlier than they’re battling it out with the likes of Pure Kana, Green Roads, and CW Hemp for the top spot out there. Their softgel CBD capsules come in bottles of 30, with each capsule containing 25mg of CBD. Like I mentioned, they labored very well for my lower back pain and lasted about eight-9 hours.

I have been preventing persistent pain for over 35 years. It’s like being in prison. I just began cbd oil and wish to learn the whole lot I can about it. My solely hope. How you take your CBD is as distinctive as you. Take your quiz and find finest CBD products on your wants.

The standard of this CBD oil has also been tested by Impartial Labs, displaying completely zero THC and only high-quality ingredients. CBD capsules & softgels are compact, handy, and simple to make use of, taking them as if you would every other capsule or tablet. Of course, which means the market is flooded with hundreds of different merchandise like them.

Sure, CBD comes from Mother Nature, and it might be a viable type of alternative medication, however there’s still the potential for side effects with the usage of CBD pills Cbd Tablets, simply as there’s with anything. Marijuana-based CBD is illegal to devour recreationally, however is legally out there to medical sufferers with a state-registered ID.

Blood pressure lower: Larger concentrations of CBD can lead to a short lived drop in blood strain that can make users really feel lightheaded. This normally wears off shortly, but these with low blood stress or taking medicines for low blood pressure should test with their docs before taking CBD capsules.

বেনাপোলে শত্রুতা জেরে চাষির ক্ষেতের ফসল আগুনে পুড়ালো দূর্বত্তরা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পূর্ব শত্রুতার জেরে শাবুদ্দিন নামে দিন আনা দিন খাওয়া এক বর্গা চাষির ২৫ কাটা জমির কলাই পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। এসময় আগুনের উত্তাপে ক্ষেতের অনেকগুলো আম গাছের চারাও পুড়ে যায়।সোমবার (০৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষি বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গনি শেখের ছেলে।

চাষি শাহাবুদ্দিন জানান, তার নিজের কোন জমি নাই। পরের জমি বর্গা নিয়ে চাষ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন, গভীর রাতে প্রতিবেশিরা তার বর্গা নেওয়া কলাই ক্ষেত্রে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। এসময় তিনি দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগীতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ পুড়ে যায়। এতে তিনি খুব ক্ষতিগ্রস্থ হয়েছেন। এবছর কিভাবে ধার-দেনা মেটাবেন চিন্তাই পড়েছেন।

এলাকা বাসি জানান, অসহায় এই কৃষকের ফসল যারা শত্রুরা করে পুড়িয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের খুঁজে সাজা দেয়। যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ক্ষতিগ্রস্ত চাষি অভিযোগ জানালে পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করবে।

বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিসব-২০১৯ উদযাপন

বেনাপোল(যশোর)প্রতিনিধি: “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এই প্রতিবাদ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।জাতিসংঘ ২০০৩ সালে ৯ই ডিসেম্বর দূর্নীতি বিরোধী দিবস ঘোষনা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্য বদ্ধ করার লক্ষ্যেই এই দিবসটি উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় বেনাপোলেও এই দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং শার্শা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে বেনাপোর বন্দর এলাকায় র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেনাপোলের সকল স্কুলের শিক্ষার্থীরা এবং অফিস আদালত সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।

সোমবার(৯ই ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিশাল আকৃতির একটি র‌্যালী বেনাপোল বন্দর ও বাজার এলাকায় আকৃতির একটি র‌্যালী বেনাপোল বন্দর এলাকারয় প্রদক্ষিন করে।

র‌্যালী ও মানববন্ধনে অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল.পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা,শার্শা থানার ওসি আতাউর রহমান,পোর্ট থানার এসআই মাসুম,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম ও স্কুলের শিক্ষক শিক্ষিকা,দুর্নীতি প্রতিরোধ কমিটি’র শার্শা উপজেলা শাখার সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সহ-সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লিটু,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল ইসলাম,কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন,সদস্য মুক্তার হোসেন,শামীম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :জয়িতা অণ্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র আওতায় রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে এ দিন সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মানśান ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিনś কর্মকর্তা, শিক্ষক ,ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলার ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।

মাগুরার শ্রীপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা(ভিডিও)

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সোমবার মাগুরার শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী নারী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ও সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী হিসেবে অবদান রাখায় উপজেলার চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা মতিয়ার রহমান প্রমুখ।

ধামরাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জন জয়িতাকে সংর্বধনা প্রদান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন জয়িতা নারীকে দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিয়দ মিলনায়তন জয়তি দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি ইন্তেকাল করেন। সে হিসেবে বেগম রোকেয়ার ১৩৯তম জন্মদিন ও এই মহীয়সী নারীর আজ ৮৭তম মৃত্যুদিন।
মাত্র ৫৩ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

সমাজ-সাহিত্য-নারী বিষয়ে এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে তার উত্তর প্রজন্মের নারীরা তার কাছ থেকে পেয়ে আসছেন অনুপ্রেরণা ও সংগ্রাম-অধিকার-জাগরণের প্রেষণা, যা এখনো এক প্রধান উৎসমূল। নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর”। উপজেলা প্রশাসনের সহযোগীতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে সংর্বধনা সভায় বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ,ধামরাই পৌর আওয়ামীলী গসভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ রোকন।পাঁচ জন জয়িতা নারী প্রমুখ।

নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর অবদানের জন্য ঝর্ণা সরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য পারুল আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য মুন্নি আক্তার, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম ও সমাজ উন্নয়ণে শামছুন নাহারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময় সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিকল্পনা করে হত্যা করে মজিদকে

সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধি :পরিকল্পনা করে হত্যা করা হয় খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে আব্দুল মজিদ নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এর পর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এ হত্যাকান্ড ঘটনায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের রাজপাড়ায় থানায় খামারি মজিদ হত্যাকান্ড ও তার চার গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে এ সব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

সাজিদ হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা অনুসন্ধানের সময় মুল পরিকল্পনাকারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগররের রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার মৃত আছের উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৫০), মৃত জাবেদ আলীর ছেলে আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা: আশুরা (৪৮)। গত শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সাজিদ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃদের জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহনকারীদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, দাশপুকুর এলাকার আয়নাল মীরের ছেলে আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার তাহাসেন আলীর ছেলে মিলন (৩০) ও বহরমপুর এলাকার আবদুর রহমানের ছেলে জিন্দার (৪৮)। এদের রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন বলেন, আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এর পর আসামী মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরােধ করে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামী আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এর পর তারা দুইটি গাভী ও দুইটি বাছুর একটি ভুটভুটিতে তুলে পালিয়ে যায়।

তিনি বলেন, নগরের উজিরপুর এলাকা থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ভুটভুটিও জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়।

গত চার ডিসেম্বর রাতের দাশপুকুর বাইপাস সড়কের পাশে খামারি আব্দুল মজিদ হত্যাকান্ডের শিকার হন। তার খামার থেকে লুট করে নিয়ে যাওয়অ হয় চারটি গরু। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদি হয়ে রাজপাড়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু। আরোও বক্তব্য দেন উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষক লীগ সভাপতি আতাউর রহমান, কমনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, ওয়ার্কাস পার্টির নেতা সাদেকুল ইসলাম দুলাল ও প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ প্রমূখ।

এর আগে মানববন্ধন শেষে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ আপডেট...