মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পরিবহন স্টান থেকে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজীব (২৮)নামে এক হুনডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল সাড়ে ৪ টার সময় তাকে আটক করা হয়। সে সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি এক হুনডি ব্যবসায়ী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজিব কে হাতেনাতে আটক করেন। যার বাংলাদেশী টাকা টাকা ৫৬ লাখ টাকা।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ মনির হোসেন ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর বৃহত্তর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ যুবলীগের সাধারণ সম্পাদক সৎ নিষ্ঠাবান মির্জাপুর ইউনিয়নের গরিব মানুষের বন্ধু হিসেবে পরিচিত মোঃ কফিল উদ্দিন সিকদার।আজ ২৭-১১-২০১৯ কফিল উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো । তিনি সড়ক দুর্ঘটনায় ২৭-১১-২০১৭ সালে রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন , তিনি কফিলউদ্দিন সিকদার এর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার মা এবং বাবা ।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বাঙালির শীতের দিনের অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের তৈরি পিঠা-পায়েশ।প্রাচীন কাল থেকে অবিভক্ত ভারতে খেজুর গুড়ের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। এজন্য একটি প্রবাদ প্রচলিত আছে বাংদেশের যশ, খেজুরের রস । দিন বদলের সাথে সাথে ঝালকাঠির অনেক পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয়নি খেজুরের রস সংগ্রহ এবং গুড়-পাটালি তৈরী পদ্ধতি।
শীত মৌসুমের আগমনে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছে।
ঝালকাঠি উপজেলায় নবগ্রামে ইতোমধ্যে গাছিরা খেজুর গাছ তোলা চাচার (মাথা পরিস্কার) কাজ শুরু করেছে। অল্পদিনের মধ্যেই গৌরব আর ঐতিহ্যের প্রতিক মধুবৃক্ষ থেকে সুমধুর রস বের করে গ্রামের ঘরে ঘরে শুরু হবে গুড়-পাটালি তৈরির উৎসব।
গ্রামে গ্রামে খেজুরের রস জ্বালিয়ে পিঠা, পায়েশ, মুড়ি-মুড়কী ও নানা রকমের মুখরোচক খাবার তৈরি করার ধুম পড়বে। সকালে এবং সন্ধায় কাঁচা রস খেতে খুবই মজদার। রসে ভেজা কাচি খোসা পিঠার (চিতই পিঠা) স্বাদই আলাদা।
নলেন, ঝোলা ও দানা গুড়ের সুমিষ্ট গন্ধেই যেন অর্ধ ভোজন। রসনা তৃপ্তিতে এর জুড়ি নেই।
ঝালকাঠির ঐতিহ্যবাহী গুড়-পাটালির ইতিহাস অনেক প্রাচীন। বৃটিশ আমলে খেজুর গুড় থেকে চিনি তৈরি করা হতো। এই চিনি ‘ব্রাউন সুগার’ নামে পরিচিত ছিল। খেজুরের রস থেকে উন্নতমানের মদও তৈরি করা হতো। এই চিনি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে চালান যেত।
১৮৯০ সালের দিকে আখ থেকে সাদা চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে তৈরি চিনির উৎপাদনে ধস নামে। একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। খেজুরের গুড় থেকে চিনি তৈরি না হলেও এখন পর্যন্ত বাঙ্গালির কাছে খেজুর গুড়-পাটালির কদর কমেনি।
তবে বিজ্ঞানের এই যুগে এখনো রস থেকে গুড়-পাটালি তৈরিতে মান্ধাতার আমলের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
গুড়-পাটালি তৈরিতে আধুনিকতা আনা গেলে এটিও রপ্তানি পণ্যের তালিকায় স্থান পেত বলে মনে করেন চাষিরা। অবশ্য খেজুর গাছ অন্যান্য গাছের মত রপন করা বা সার মাটি দিতে হয় না। প্রাকৃতিক নিয়মেই মাঠে পড়ে থাকা খেজুরের আটি (বিচি) থেকে চারা জন্মায়। সৃষ্টি হয় খেজুরের বাগান। বর্তমান খেজুর গাছ ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় বেশ আগের থেকে এ অঞ্চলে গুড়, পাটালির উৎপাদন বহুলাংশে কমে গেছে।
এখন আর আগের মত মাঠ ভরা খেজুর বাগানও নেই, নেই মাঠে মাঠে রস জ্বালানো চুলা। যা আছে তা নিতান্তই কম। পর্যাপ্ত নলেন গুড়, পাটালি পাওয়া দুষ্কর। মৌসুমে যা তৈরী হয় তা রীতিমত কাড়াকাড়ি শুরু হয়ে যায়।
আবহমান কাল থেকে তাই বাংলায় নবন্নের উৎসব পালনে খেজুর গুড়ের কদর বেশি। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে গাছিরা গাছ পরিস্কার বা তোলা চাচার উপকরণ গাছি দা, দড়ি তৈরি সহ ভাঁড় (মাটির ঠিলে) ক্রয় ও রস জ্বালানো জায়গা ঠিক করা সহ বিভিন্ন কাজে রয়েছে ব্যতিব্যস্ত। তবে ইট ভাটায় খেজুর গাছ জ্বালানী হিসেবে ব্যবহার সরকারী ভাবে নিষিদ্ধ না করলে এক সময় খেজুর গাছ পরবর্তি প্রজন্মের কাছে শুধু আরব্য উপন্যসের গল্পে পরিণত হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ণ পরিষদ সেবা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় কুল্লা ইউনিয়ণ পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন কু্ল্লা ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান কালি পদ সরকার।এসময় অ্যাকসেস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পাল, মনিটরিং কো- অর্ডিনেটর লিটন বারুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু বালা মন্ডল , ইউনিয়ণ পরিষদের সচিব আবুল কালাম আজাদসহ প্রতিবন্ধী নারী পুরুষ, স্থানীয় জনসাধারন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ মানুষেরমত জীবন যাপন করছে। এখন তারাও পিঁছিয়ে নেই। তারা বলেন, প্রতিবন্ধী নারী পুরুষ লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভ করে স্বাবলম্বী হচ্ছে। এসময় তারা প্রতিবন্ধী নারী পুরুষের প্রতি সহানুভুতিশীল হওয়ার জন্য সকলকে আহবান জানান।
রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম রাণীশংকৈলে মালটা বাগান কার্যক্রম ফলক উম্মোচন শেষে পোষ্ট অফিস সংলগ্ন ৫০ শতাংশ সরকারি খাস জমিতে মালটা গাছের চারা রোপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক বলেন, ‘ ঠাকুরগাঁওয়ের মাটি মালটা চাষের জন্য বিশেষ উপযোগী ।
আমরা জেলার পাঁচটি উপজেলাতেই মালটা বাগান কার্যক্রম হাতে নিয়েছি, এই জন্যই আমরা মালটা চাষের বিস্তার এবং বিকাশের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। পরে ১২ জন দুঃস্থ গরিবদের মাঝে জেলা প্রশাসকের নিজস্ব ত্রাণ-তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকালে মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন সহ সকল নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার কারনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্চিত ঘোষণা করা হয়।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম খান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর এবং উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ ও হারুনুর রশিদ রোকন, পৌর যুবলীগের সহ-সভাপতি আলি খান সহ সুশীল সমাজের লোকজন সহ দলের অনন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোপ মিছিল ধামরাই মুন্নু এন্ড সন্স এর সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ঢুলিভিটা প্রদক্ষিণ করে আবার মুন্নু এন্ড সন্স এসে শেষ হয়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে আর্থিকভাবে অস্বচ্ছল-সহায়-সম্বলহীনদের নানাবিধ আর্থ সামাজিক কারনে বিচার প্রাপ্তিকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ভূমিকা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিগ্যাল এইড কমিটির এবং সিনিয়র জেলা দায়রা জজ হাছানুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল বিচারক গোলাম ফারুক, সিনিয়র সহ:জজ আবু তালেব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, সহকারি জজ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সালাম, পিপি শেখর কুমার রায়, ওসি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠীতে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় কতৃক সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে যুব সমাজরে ভুমিকা শীর্ষক আলোচনা ও যুব কল্যান তহবিলের অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২৬/১১/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে সহকারী পরিচালক মোঃ মহসিনের পরিচালনায় ও জেলা প্রশাসক মো. জোহর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপ পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো অর্ডিনেটর আবদুল্লাহ আল আমীন, এজিএস মিলন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি সদর উপজেলার ৪ টি যুব সমিতিকে ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেই অনুদান দিয়ে যুব সমাজকে আর্থ সামাজিকভাবে স্বাভলম্ভী করা হচ্ছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ ‘অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা প্রকল্প’ বাস্তবায়নের জন্য মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ে লোকমোর্চা’র কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় রেসপন্স প্রকল্পের মাগুরা জেলার প্রকল্প সমন্বয়কারী তাছরিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন প্রমুখ।
লোকমোর্চার গঠন প্রক্রিয়া উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ উসমান গণি।
আলোচনা সভা শেষে সর্বোসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে চেয়ারপারসন ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফি নজরুলকে সেক্রেটারি করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলার লোকমোর্চা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারপারসন মিঞা সাহাদত হোসেন ও স্বর্ণালী জোয়ার্দার রিয়া। জয়েন্ট সেক্রেটারি আতিকুজ্জামান পান্না। কার্যনির্বাহী সদস্য বদিয়ার রহমান, কৃষ্ণ চন্দ্র কুন্ডু, কল্পনা খাতুন, প্রিয়া খাতুনসহ সাধারণ সদস্যরা।