26 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ধামরাইয়ে বাসের চাকায় পৃষ্ঠহয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বাস চাপায় তাকিয়া বেগম (২৬) নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা পাল সিএনজি এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাকিয়া বেগম নড়াইল জেলার কালিয়া থানার মোঃ মিসকাতের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘাতক বাসচালকসহ হেলপারকেও আটক করেছে পুলিশ ।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নিহত পোশাক শ্রমিক অতশী ফ্যাশন গার্মেন্টস এর সুইং অপারেটর ছিলেন।
তাকিয়া বেগম ৬ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার সহকর্মীরা। তাকিয়া বেগম স্বামী মোঃ মিসকাত আলী একই গার্মেন্টসে চাকরি করেন।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বাসচাপায় নিহত পোশাককর্মীর মরদেহ উদ্ধার করে এবং বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

তালতলীতে জোছনা উৎসবের প্রস্তুতিসভা অনুষ্ঠিত ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পঞ্চম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ জোছনা উৎসব। এ উৎসব উপলক্ষে তালতলী উপজেলা প্রশাসনের হল রুমে বুধবার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনু, বরগুনা প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, তালতলী প্রেসক্লাবের সভাপতি মুহা আব্দুল মোতালিব, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় ১৩ নভেম্বর জোছনা উৎসবের দিন তারিখ ঠিক করা হয়। জেলার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর এর মোহনায় তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এই উৎসব অনুষ্ঠিত হবে। পর্যটন শিল্পের সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন।

রাণীশংকৈলে রাস্তার কাজের অনিয়মের চিত্র তুলতে গেলে, প্রেসক্লাবের সভাপতি হেনস্তার স্বীকার ।

হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁও ( প্রতিনিধি ) ঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা নামক স্থানে রাস্তা সংস্কার কাজের অনিয়মের চিত্র তুলে ধরতে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করার সময় হেনস্তার স্বীকার হন রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল থেকে হরিপুর মহাসড়কের বলিদ্বারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে কাজের অনিয়ম চোখে পড়ে। ঠিক এমন সময় চিত্র ধারণ করতে গেলে বাধা প্রদান করেন ও সাংবাদিককে ধমক দিয়ে কথা বলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী রাণীশংকৈল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত রায়হান আলী।

প্রেসক্লাব সভাপতি বলেন, মঙ্গলবার রাণীশংকৈল থেকে হরিপুর মহাসড়ক সংস্কার কাজের কার্পেটিংয়ের কাজ চলছিল। এ সময় কার্পেটিংয়ে নিম্নমানের এবং বড় বড় পাথর দিয়ে কার্পেটিংয়ের কাজ চলছে বলে আমার মুঠোফোনে স্থানীয়দের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, মোবাইলে অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে উপ সহকারী প্রকৌশলী রায়হান আলীর সামনেই নিম্নমানের পাথর ও বড় বড় পাথর দিয়ে কার্পেটিং চলছে এবং উপরে নিয়মানুযায়ী পাথর দিয়ে রোলার দিয়ে ফিনিশিং দিচ্ছে। যদিও বড় ছোট পাথরের মিশ্রণে এবং রোলারে তা সমান না হয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে। এমন অনিয়মের চিত্র ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা আটকে ধরেন ওই প্রকৌশলী এবং ধমকের সুরে কথা বলেন।

পরে সড়কের সংস্কার কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে এ সময় তথ্য দিতে অপারগতা প্রকাশসহ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, উপ সহকারী প্রকৌশলী রায়হান আলী।

সংশ্লিষ্ট অফিস সূত্র মতে- মোজাহার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান রাণীশংকৈল জিরো পয়েন্ট থেকে হরিপুর উপজেলার জিরো পয়েন্ট পর্যন্ত মোট আটত্রিশ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার সড়ক স¤প্রসারণসহ সংস্কার করার চুক্তি করেছেন, তারই কাজ চলছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী রায়হান আলী মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, রাস্তার কাজ যেদিকে সমাপ্ত হয়েছে সেদিকে উনি (সাংবাদিককে) ছবি না তুলে চলমান রাস্তার কাজের ছবি ধারণ করছিলেন। আমি ক্যামেরা ধরিনি। শুধু উনাকে (সাংবাদিককে) বলেছি যেদিকে কাজ সম্পন্ন হয়েছে, ঐদিকের ছবি ধারণ করতে বলে।

তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ শুরু হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস আগে তবে কাজে কোনো অনিয়ম করছি না আমরা। তাছাড়া আমি সার্বক্ষণিক দেখাশোনা করে যাচ্ছি। ঠাকুরগাঁও সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মুনসুরুল আজিজ বলেন, সাংবাদিকের ক্যামেরা আটকে ধরার ক্ষমতা কারো নেই। আর যদি রাস্তা সম্পর্কিত কোনো তথ্যের প্রয়োজন হয়। আপনি জেলা অফিস থেকে নিতে পারবেন।

এ ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ। এ ব্যাপারে রাণীশংকৈল প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ভোরের ডাক প্রত্রিকার প্রতিনিধি এবং রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনসহ সকল সাংবাদিকরা বলেন, প্রকৌশলীর অনৈতিক, উল্লেখিত ঘটনার জন্য সভাপতি কাছে ক্ষমা না চাইলে আমরা কঠোর কর্মসূচী গ্রহণ করবো।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি-“পাথওয়ে’র” আয়োজনে “নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত ।

বিশেষ প্রতিনিধি ঃ “সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি” এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে’র” আয়োজনে পালিত হয়েছে “নিরাপদ সড়ক দিবস-২০১৯। দিনটি উপলক্ষ্যে সাধারণ মানুষ ও চালকদেরকে সচেতন করার লক্ষ্যে র্যােলী, পথ সভা ও নাটক এবং গম্ভীরা পালনের মতো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে সংস্থাটি। দুপুরে, জাতীয় পেসক্লাবের সামনে থেকে র্যা লীটি শুরু হয়ে শাহবাগ মোড় এসে শেষ হয়।

এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, নানা শ্রেণী-পেশার মানুষ ও সাংস্কৃতিক অংঙ্গনের ব্যক্তিরা র্যাপলীতে অংশ নেয়। অনুষ্টানের পথ সভা থেকে নিরাপদ সড়কের দাবিতে বছরব্যাপী বিভিন্ন পদক্ষেপের কথা জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মোম্মদ শাহীন।

কর্মসূচীর মধ্যে চালকদের প্রশিক্ষণ, ও সচেতনতামূলক সভা, পথচারীদের নিরাপদে সড়ক ব্যবহারের উপর বিভিন্ন অনুষ্টান ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে ও পুলিশের জবাব দিহিতামূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলার শ্রীপুর,শ্রীকোল ও আমলসার এ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি,সম্পাদক ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক, গ্রাম পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব ।

এস,আই হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান,শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,প্রধান শিক্ষক হাফিজুর রহমান,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বদিয়ার রহমান মন্ডল ও মনিরুল ইসলাম মন্নুসহ আরোও অনেকে। অনুষ্ঠানে পুলিশিংয়ের কর্মকান্ড, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, গ্রাম্য সংঘর্ষ, কিশোর অপরাধ, মোবাইলের অপব্যবহার, সন্ত্রাস, ফেসবুকের গুজব ছড়ানো, সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়–য়া ছেলেদের দোকানপাট ও পার্কে আড্ডাসহ থানা পুলিশের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুয়ের সুবিধা-অসুবিধা বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয় । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত ও সামগ্রিক অভিযোগ, সমস্যা ও পুলিশের জবাব দিহিতামূলক বিভিন্ন প্রশ্ন অতিথিবৃন্দের সম্মুখে উপস্থাপন করেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব উপস্থিত ব্যক্তিবর্গের অভিযোগ ও সমস্যাগুলি নোটভূক্ত করেন এবং অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিকারের উপায়ও ব্যক্ত করেন ।

রাণীশংকৈল মহলবাড়িতে ৩ দিনব্যাপী সত্যপীরের মানত গানের সমাপ্তি ।

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের মহলবাড়ী গ্রামে ৩ দিন ব্যাপী মানতকরা সত্যপীরের গানের আসর ২১ অক্টোবর গভীর রাতে শেষ হয়। সংসারে শান্তি ফিরে আসবে বলে এ গানের মানত করে আয়োজন করি বলে জানান আসমা বেগম।

এ গানে পুরুষেরা নারী সেজে, পড়নে রঙ্গিন শাড়ী, কোপালে টিপ, খোপায় ফুল, ঠোটে লিপস্টিক মেখে অভিনয় ও থুরকি নৃত্যে দর্শকদের আনন্দ দেন এবং রঙ্গ রশিকতার মাধ্যমে তুলে ধরেন সত্যপীরের জীবনী ও বিভিন্ন কাহিনীর পালাগান চলে রাতভর। গান চালাতে তাদের দলে রয়েছেন ১৬ জন সদস্য। গানের দলনেতা (গাইন) উচ্চ শিক্ষিত স্কুল শিক্ষক কলেন রায় গায়েবীভাবে (স্বপ্নে) সত্যপীরের ভক্ত হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে বিভিন্ন এলাকায় গান গেয়ে বেড়াচ্ছেন ।

গানের আয়োজক বাজেবকসা গ্রামের আসমা বেগম বলেন আমার শাশুড়ি এ পীরকে মেনে চলছিল, আমরা না মানায় আমার স্বামী মারা গেছে। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করেও কোন লাভ হয়নি। পর্যায়ক্রমে আমার সন্তানের ৫টি সন্তান মারা যায়, গাই গরুর দুধে লবণ বের হয় এমনিভাবে বাড়ীর সকল সদস্যদের উপর অশান্তি নেমে আসে। নিরুপায় হয়ে সত্যপীরের উদ্দেশ্যে ৩ দিনের গান মানত করলে সংসারের শান্তি ফিরে আসে। কিন্তু নিজ এলাকায় গান পরিচালনা করতে বাঁধা দেয় আমজুয়ান- বাজেবকসা গ্রামের একাদশ খলীফার অনুসারীরা। ফলে মহল বাড়ী এলাকায় গিয়ে ননদের বাড়ীতে গান পরিচালনা করতে আসি।

এ প্রসঙ্গে দলনেতা (গাইন) কলেন রায় বলেন সত্যপীরের গান সকল ধর্মের মানুষ মানত করে থাকে, প্রথমত পীরের উদ্দেশ্যে মিলাদ মহফিল ও ২টি রোজা পালন করা হয়। মনের বাসনা পূরণ হলে ৩ দিন ৫ দিন অথবা ৭ দিনের জন্য মানত অনুযায়ী গান পরিচালিত হয় যা সম্পূর্ণ কিতাব থেকে পরিচালিত হয়।

তিনি আরো বলেন গান হলো মানুষের মনের খোরাক একটি বিনোদন মাত্র। সত্যপীরের মাজারটি বগুড়া মহাস্থানগড়ের পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এ মাজারে সব সময় মানুষ দুধ কলা ও মিলাদ মহফিল করে মনের বাসনা পূরণ করে আসছেন।

সত্যপীরের গান প্রসঙ্গে বড় মসজিদের খতিব মাও, আব্দুল জব্বার বলেন এ গানটি কোরআন হাদিসের আলোকে বৈধ নয় এটি কাল্পনিক ও কুসংস্কার মাত্র।
এপ্রসঙ্গে বনগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মতিউর রহমান বলেন এগানের মানত ইসলামের দৃষ্টি থেকে সম্পূর্ণ শেরেক।

প্রসঙ্গত: মধ্যযুগ থেকেই বাংলা সমাজে সত্যপীর মনিকাপীরদের একটি স্বতন্ত্র অস্তিত্ব ছিল। জন সমাজে এরা দেবতা হিসেবে পুজিত হয়ে আসছেন। ঐতিহাসিকবিদ ও সমাজ সমালোচকদের অনেকে মনে করেন মধ্যযুগে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ধর্মীয় ও সাংস্কৃতিক লেনদেনের মাধ্যমে এদের উদ্ভব।

একারনে তাদের সংমিশ্রন দেবতা বলে অবহিত করা হয়। স্থানীয়রা মনে করেন আগে এগানের প্রচলন বেশছিল কিন্তু বর্তমানে এ সত্যপীরের গান প্রায় বিলুপ্তির পথে।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে ধামরাইয়ে র‍্যালি ও সমাবেশ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলো।মঙ্গলবার (২২ অক্টোবর) ধামরাই উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় ফিরে আসে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। র‍্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা যারা গাড়ি চালাই তারা নিজেরা অনেক সময় অমনোযোগী থাকি, আর এর কারণেই যত অধিকাংশ দূর্ঘটনা ঘটে।

এজন্য সাবধানে গাড়ি চালাবো এবং এর পাশাপাশি আরও কিছু বিষয়ে আমাদের সচেতন হতে হবে। যেমন বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না।।

এসব মেনে চললে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাইয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ।

সাভা্রে তমাল আহম্মদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন (ভিডিও)

বিপ্লব সাভার ঃ সাভাররে গেন্ডা কাঁচা বাজাররে সামানে , ঢাকা আরচিা মহাসড়কে গেন্ডা বাসস্টান্ডে বাজার লেবার ম্যানেজার তমাল আহম্মদরে উপর সন্ত্রাসী হামলার প্রতবিাদে আজ বিকাল ৪ ঘটিকায় মানববন্ধন করছেন কাঁচা বাজার লেবার সমিতি ও স্থানীয় জনগন ।

গতকাল সোমবার আনুমানিক রাত ৯ ঘটিকায় সাভার পৌরসভার সামনে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনী নিয়ে হঠাৎ তমাল আহম্মদের উপর নিংশস হামলা চালায় ।
এতে তমাল আহম্মদ গুরুতর আহত হয়ে পরলে তাহাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে যায় স্থানীয় জনগন ।

এ বিষয়ে সাভার মডেল থানায় গতকাল ২১ অক্টোবর লিখিত অভিযোগ করেন তমালের বোন ফারজানা আক্তার।

বাদী ফারজানা আক্তার বলনে আসামী র্শীষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ মোবাইল ফোনে তাকে বিভিন্ন ধনের হুমকি দিয়ে যাচ্ছেন অভিযোগ তুলে নেয়ার জন্য।

ফারজানা আক্তার আরো বলনে সাভার মডলে থানার উপপরিদর্শক মলয় কুমার সাহা এ বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিচ্ছেন না । আমি সরকারের কাছে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনীদের দ্রুত গ্রেফতাররে দাবী জানাচ্ছি এই মানববন্ধনের মাধ্যমে ।

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় যুবলীগ নেতা আটক

বিপ্লব সাভার ঃ জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুইয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

সে আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুস সালাম ভুইয়ার ছেলে। সোমবার ভোর রাতে তাকে আশুলিয়ার বাইপাইল থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায় মঈনুল ইসলাম ভুইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হওয়ার পরে থেকে জমি দখল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলো আজ ভোর সুনির্দিষ্ট চাঁদাবাজি ও জমিদখলের অভিযোগে তাকে বাইপাইল এলাকা থেকে আটক করে। বর্তমানে তাকে আশুলিয়া থানায় রাখা হয়েছে।

এদিকে মঈনুল ইসলাম ভুইয়াকে আটক করায় স্থানীয়রা বগাবাড়ি এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এদিকে মঈনুল ইসলাম ভুইয়া গ্রেপ্তার হওয়ায় সাভার ও আশুলিয়ায় অনেক যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছে।

বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু। এঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত ( ভিডিও )

 

বিপ্লব সাভার ঃ সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খানের বাসায় এ বর্ধিতসভার আয়োজন করা হয়। আগামী ২৬ অক্টোবর শিক্ষা পরিবার সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিতসভায় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর শাহ আলী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাভার থানা আওয়ামীলীগ নেতা কাইয়ুম খান ঝন্টু ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খাঁন।

আয়োজিত সভায় বক্তারা বলেন, কাউন্দিয়া ইউনিয়নটি সাভার উপজেলার মধ্যে হওয়া সত্বেও বিগত দিয়ে এখানে উন্নয়নের ছোয়া লাগেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইউনিয়নটি ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।

তাই আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাউন্দিয়াবাসী ঢাকা-১৪ আসনের সাথেই থাকতে চান বলে দাবি করেন।

সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েক’শ সাধারন মানুষ অংশ নেয়।

সর্বশেষ আপডেট...