18 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

বেনাপোলে পাওনা টাকা আদায় করতে গেলে প্রাণনাশের হুমকি ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: চাঁদপুর জেলার বাসিন্দা আঃ করিম দেওয়ান ১ লাখ পঞ্চাশ হাজার টাকা আদায়ে প্রাননাশের হুমকিতে পড়েছেন।ভূক্তভোগী আঃ করিম বক্স দেওয়ান সাংবাদিকদের জানিয়েছেন।

মোঃ আর রাজ্জাক পিং মোঃ সাহেব আলী সাং গাজীপুর, ডাকঘর বেনাপোল, থানা বেনাপোল পোর্ট, জেলা যশোর।২৫০(পঞ্চাশ) দুইশত টাকার চুক্তি পত্রের মাধ্যমে গত(১০/৫/২০১৬ইং) তারিখ শর্ত সাপেক্ষে আমার নিকট থেকে ১,৫০,০০০(এক লাখ পঞ্চাশ হাজার)টাকা গ্রহণ করে। শর্তে উল্লেখিত প্রথমে ১(এক) মাস এবং পরে আরও ১(এক) মাসের সময় নিয়েও আজও পর্যন্ত আমার টাকা ফেরৎ পায়নি। বারবার আব্দুর রাজ্জাকের নিকট টাকার জন্য তাগাদা দিলেও ফেরৎ তো দিচ্ছেই না বরং গত (২৮/৮/২০১৮ইং) তারিখ একটি মিথ্যা ঘটনা সাজিয়ে ১০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমার স্বাক্ষর জাল করে আমাকে আসামি করে ১,০০,০০০( ১ লাখ) টাকা দাবি করে। অতি: চীফ জুডিঃ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্ট আমলী যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। শুধু তাই নয় পোর্ট থানাধীন গয়ড়া গ্রাম এলাকার কিছু ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

উল্লেখ,মোঃ করিম বক্স এর জন্মস্থান চাঁদপুরে হলেও নানি বাড়ি ছিল বেনাপোল পোর্ট থানাধীন কাকমারি গ্রামের ৪ নাম্বর ওয়ার্ডে। নানি মারা যাওয়ার পর নানীর নামে থাকা কিছু সম্পত্তি করিম বক্সের মা’র নামে ওয়ারিশ সূত্রে পাওয়ার কথা কিন্তু করিম বক্স এর মা মারা যাবার পর করিম বক্স এর অন্য দুই খালা তঞ্চকী কায়দায় নব্বই এর রেকর্ডে কাগজপুকুর মৌজায় ২১৮৭ এবং ২২২৯ এই দুই দাগে মোট ৩৪ শতক জমি নিজেদের নামে রেকর্ড করে নেয়। ফলে ভুক্তভোগী করিম বক্স এর মা ওই সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হন। জমি ফেরৎ পাওয়ার ব্যাপারে করিম বক্স তার দুই খালার নিকট দাবি করায় তারা এক পর্যায়ে ফেরত দিতে স্বীকার যায়।

রেকর্ড সম্পর্কিত ভুলের কারণে করিম বক্সের মায়ের সম্পত্তি রেকর্ড সংশোধনের ব্যবস্থা করে দেবেন বলে প্রস্তাব দেন। টাকা আত্মসাতকারী আব্দুর রাজ্জাক গত(১০/৫/২০১৬ইং) তারিখ ২৫০ টাকার চুক্তিপত্রে স্বাক্ষরিত সাক্ষীগনের মধ্যে ১ম স্বাক্ষী মোঃ আব্দুল মালেক এর সহায়তায় আব্দুর রাজ্জাক দাবীকৃত ১,০০,০০০(এক লাখ পঞ্চাশ হাজার) টাকা আত্মসাৎ করে।জমি এবং টাকার জন্য করিম বক্স ঐ এলাকায় বিচারের দাবি জানিয়ে আসছেন।

ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েনকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনের বিরুদ্ধে মামলা গ্রহনের ক্ষেত্রে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

ওসি শোনিত কুমার গাইনের বিরুদ্ধে বিগত সময়েও মামলার বাদী বিবাদীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ ওঠে। ওই সময় তার চেয়ারটি নড়বড়ে হয়ে গেলেও ঝালকাঠির বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা রক্ষায় প্রত্যক্ষ ভুমিকা রাখার ফলে সেই দফা তিনি রক্ষা পেয়েছিলেন।

কিন্তু এবার সাম্প্রতিকালের দুটি ডাকাতির ঘটনায় এড়িয়ে যাওয়ার কারনে পড়েছেন বেকায়দায়।সম্প্রতি কিছুদিন পূর্বে একরাতে ঘটে যাওয়া দুটি ডাকাতির ঘটনাকে তিনি চুরি হিসেবে প্রতিষ্ঠিত করতে মামলা গ্রহণ না করে শুধুমাত্র সাধারন ডায়েরি হিসেবে গ্রহণের মধ্যদিয়ে ওসি সুনিত কুমার গায়েন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি আড়াল করতে চেয়েছিলেন।

উক্ত বিষয়টি জানাজানি হয়ে গেলে ওসির ভুমিকা নিয়ে বিভিন্ন প্রশ্নের দেখা দিলে এতে ঝালকাঠি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাও চরম বিতর্কের মুখে পড়েন।এই ঘটনাটি বাংলাদেশ কেন্দ্রীয় পুলিশ একটি মাধ্যমে অবগত হয়ে ০২/০৯/২০১৯ইং তারিখ তাকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়ার আদেশ দেয়া হয় ।

পরবর্তীতে ওই থানার দায়িত্ব দেওয়া হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবু তাহরকে। তিনিই এখন থানায় ওসি হিসেবে নিয়োজিত রয়েছেন। ঝালকাঠি পুলিশের পক্ষ থেকে ওসি শোনিত কুমার গায়েনকে শাস্তিমুলক বদলি করার বিষয়টি নিয়ে কেউ মুখ খুলছেন না।

তবে অনেকে প্রশাসনিক কারণে তাকে থানা থেকে সরিয়ে নেওয়ার দাবি করলেও বিষয়টি বুঝতে কারও বাকি নেই। এমনকি থানা পুলিশের ভেতর থেকেও শোনা গেছে- দুটি ডাকাতির পাশাপাশি নানা অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে তাকে শাস্তিমুলক বদলি করা হয়েছে জানা যায়।

থানা পুলিশের একটি সূত্র জানায়- শোনিত কুমার গায়েন ২০১৭ সালের ০৬ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ঝালকাঠি সদর থানায় যোগদান করেন। কিন্তু সেই যোগদানের কয়েক মাসের মাথায়ই তিনি ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

এই ঘুষ বাণিজ্যে ওসির সাথে তৎকালীন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন দাস এবং মিন্টু লালও সম্পৃক্ত ছিলেন।তৎকালীন সময়ে তাদের নিয়ে পত্রিকায় ‘ঘুষ কেলেঙ্কারির’ সংবাদ প্রকাশ পেলে দুই এএসআইকে বরখাস্ত করা হলেও ওসি ছিলেন বহাল ।

এর পরে সেই আওয়ামীলীগকে পাশে পেয়ে ওসি শোনিত কুমার ঝালকাঠিতে দীর্ঘদিন কাটিয়ে দেন। এমনকি এবারের দুটি ডাকাতির ঘটনাও আড়াল করতে তিনি সেই আওয়ামী লীগ নেতার দারস্থ হয়েছিলেন।

এই বিষয়টি ঝালকাঠি পুলিশের কেউ ইতিবাচক হিসেবে না নেওয়ায় এখন তার খেসারত দিতে হচ্ছে।

শিবগঞ্জে এ্যাহেড ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধদের মাঝে সহায়ক লাঠি বিতরণ ।

শামশুজ্জোহা বিদ্যুৎ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাহেড ফাউন্ডেশনের উদ্যোগে অক্ষম, অসহায় ও বৃদ্ধদের মাঝে সহায়ক লাঠি বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ৭ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০ টায় চককীর্তি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মাসির আলীর পরিচালনায় এবং এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে এই সহায়ক লাঠি বিতরণ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকর্কীতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম খাইরুল, উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল ইসলাম টিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় চকর্কীতি ইউনিয়নের অসহায়, অক্ষম বৃদ্ধদের মাঝে প্রথম পর্যায়ে ৬০ টি সহায়ক লাঠি তুলে দেন প্রধান অতিথি কাঞ্চন কুমার দাস ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেলোওয়ার হোসেন।

সংগঠনটির সহায়ক লাঠি বিতরণ কর্মসূচি পরবর্তীতে বিভিন্ন ইউনিয়নে চলমান থাকবে বলে জানান তাঁরা ।

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পথসভা ।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচার-অপপ্রচার ও গুজব বিভ্রান্তি আতঙ্কের বিরুদ্ধে গণসচেতনতায় ঠাকুরগাঁওয়ে পথসভা করেছে স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলের নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখা, উপজেলা শাখা সহ সদর উপজেলার ২১টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাঃ সাদেক কুরাইশী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, মুক্তিযুদ্ধ বিষয়ক রফিকুল ইসলাম লিটন, সদস্য পদ্মভূষণ রায় লিটন।

এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক মো: পান্না প্রমুখ।

বক্তারা বলেন, জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির বিরুদ্ধে একটি কুচক্রি মহল বিভিন্ন মাধ্যমে কৎসা রটাচ্ছেন। একদিকে যেমন দেশের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি স্বেচ্ছাসেবক লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যারা এই ধরনের ষড়যন্ত্র করছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা।

শার্শায় ভোরের পাখি সংগঠনের উদ্যোগে প্রবীন সমাবেশ ও ঈদ-পূনর্মিলনী -২০১৯ অনুষ্ঠিত ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় আত্ন-মানবতার সেবায় স্বেচ্ছাসেবক সংগঠন ভোরের পাখির উদ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে শনিবার সকালে প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রবীন সমাবেশ ও ঈদ-পূনর্মিলনী -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আত্ন-মানবতার সেবায় স্বেচ্ছাসেবক সংগঠন ভোরের পাখির সহযোগিতায় শরীর ও মনকে সুস্থ্য রাখতে প্রভাতে
হাটা-চলা,ব্যায়াম,প্রবীনদের প্রীতি ফুটবল ম্যাচ, প্রবীন সম্মাননা প্রদান, পরিপোষক (বয়স্ক) ভাতা প্রদান, প্রবীন সহায়ক উপকরণ বিতরণ, বিনোদনমূলক খেলাধুলা সহ সকল মানব সেবায় পাশে থাকার অঙ্গীকার সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।

শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভোরের পাখির কমিটির সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-১,শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন ৷

এসময় আরও উপস্থিত ছিলেন ভোরের পাখি সংগঠনের উপদেষ্টা ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, ব্যবসায়ী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক এম এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক বদিউজ্জামান খাঁন, সংগঠনের সদস্য ফারুক হোসেন ফরহাদ, রফিকুল ইসলাম, ফেরদৌস চৌধুরী রাজু, মোতালেব মল্লিক, বাবলুর রহমান।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এমপির উদ্দেশ্য মানপত্র পাঠ করেন ভোরের পাখি সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক ও শিক্ষক জাহিরুল ইসলাম মিলন।

ভোরের পাখি সংগঠনের প্রবীন সমাবেশ ও ঈদ-পূনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল কলেজের
শিক্ষক ,এডভোকেট, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

যে চুমুর দৃশ্যে বিয়ে ভাঙলো নায়িকার ভিডিও ।

সাউথের সিনেমায় এখন একটাই নাম বিজয় দেভরকোন্ডা। ‌‘অর্জুন রেড্ডি’ সুপারহিট হওয়ার পর থেকে একের পর এক কাজ এখন এই সুপারস্টারের ঘরে। সামনেই রিলিজ করবে বিজয় অভিনীত ছবি ‘ডিয়ার কমরেডস’। সেই ছবির ট্রেলার সামনে আসতেই ঘটে গেল বিপত্তি।

এই ছবির নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে বিজয়ের একটা চুমুর দৃশ্য রয়েছে। সেই দৃশ্য সামনে আসতেই ঘটে গেল বিপদ। এই ছবি করার কয়েকদিন আগেই কন্নর অভিনেতা রাকেশ শেট্টির সঙ্গে আংটি বদল হয়েছিল এই অভিনেত্রীর। কিন্তু ছবির ট্রেলারে তার হবু বউকে ওই ভাবে চুমু খেতে দেখে বিয়ে ভেঙে দিলেন রাকেশ।

যদিও এ ব্যাপারে এখনো সরাসরি তারা মিডিয়াকে কিছু জানাননি। তবে গোপন সূত্রে জানা যাচ্ছে, তাদের বিয়েটা এই কারণেই ভেঙে গিয়েছে।

রশ্মিকার আগে এই ছবিতে কাজ করার কথা ছিল সাই পল্লবীর এই ছবি করার কথা ছিল। কিন্তু তিনি বিজয়ের সঙ্গে অনস্ক্রিন চুমু খাবেন না বলায় কাজটা পাননি। তবে এই ছবি করতে গিয়ে যে রশ্মিকার বিয়ে ভেঙে যেতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি।

চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ায় বিজ্ঞানী কে যা বললেন মোদি ।

নিউজডেস্ক ঃ চাঁদে নামার ১৫ মিনিট আগে বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতেই ব্যর্থ হয়ে যায় চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডার এর মিশন।

এ ঘটনায় মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সে সময় ইসরোর কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সঙ্গেই অবস্থান করছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন তিনি।

বিজ্ঞানীদের বিচলিত দেখে ঠিক কী ঘটেছে জানতে চান মোদি।পরে বিজ্ঞানীদের আশ্বস্ত করে তিনি বলেন, জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভেঙে পড়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য দেশ গর্বিত।আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখাবে জানিয়ে মোদি আরো বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সার্বিকভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।

চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণ করে স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত। তবে অবশেষে ইসরোর বিজ্ঞানীরা মিশন সফলের বার্তা দিতে পারেনি।

শুক্রবার রাত ২টা ২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। এরপর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অচিরেই মাগুরাকে মাদকমুক্ত আধুনিক জেলা ঘোষণা করা হবে-সাইফুজ্জামান শিখর এমপি

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাদকমুক্ত আধুনিক মাগুরা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি গতকাল শুক্রবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে ‘মাদক মুক্ত কর্মসূচির’ আওতায় মাদক বিরোধী যুব সমাবেশ ও র‌্যালিতে এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক মানুষের সত্ত¡া ও মানসিকতাকে নষ্ট করে দেয়। এ কারণে মাদককে না বলতে এবং এর থেকে দূরে থাকতে যুব সমাজের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, অচিরেই মাগুরা জেলাকে মাদকমুক্ত ঘোষণা করার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের সমাজে কোন স্থান নেই। এ জন্য মাদক ব্যবসয়ীদের তালিকা তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করার আহবান জানান তিনি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী। মাগুরা জেলাকে অচিরেই মাদকমুক্ত ঘোষণা করা হবে মর্মে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

সমাবেশ শেষে শহরের নোমানী ময়দানে বেলুন উড়িয়ে মাদক বিরোধী ৩৫০টি বাইসাইকেল নিয়ে র‌্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বাইসাইকেল র‌্যালিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। র‌্যালিটি নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের প্রদক্ষিণ সেখানে এসে শেষ হয়।

কানসাটে গুচ্ছগ্রামে অবিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বিবাহিত দল ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট গুচ্ছগ্রামে আয়োজিত বিবাহিত ও অবিবাহিত ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গুচ্ছগ্রাম বিবাহিত অবিবাহিত আয়োজিত ফুটবল এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা পরিষদ, শহিদুল হক হায়দারী । বিশেষ অতিথি ছিলেন মোস্তফা বিশ্বাস, ৬নং ওয়ার্ড সদস্য,মোবারকপুর ইউনিয়ন।

অাজ-৬ সেপ্টেম্বর ২০১৯ উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহনে ট্রাইবেকারে বিবাহিত ফুটবল দলকে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিবাহিত ফুটবল দল জয় লাভ করেন।

ধামরাইয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই স্কুল ছাত্রের মৃত্যু।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ০৬ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা গাজীপুর জেলার কাশিমপুরের রাসেল হোসেনের ছেলে শিবলু (১২) ও রাসেলের চাচাতো ভাই নাছির ইসলামের ছেলে ফুয়াদ (৯)।

পরিবার সূত্রে জানা যায় নিহত দুই স্কুলছাত্র ধামরাইয়ের চর চৌহাট গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে বাড়ি সংলগ্ন বংশী নদীতে গোসল করতে নামে এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয় স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত শিবলু ৭ম শ্রেণী ও ফুয়াদ ৫ম শ্রেণীর ছাত্র ছিলো।

এ ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

সর্বশেষ আপডেট...