28 C
Dhaka, BD
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

ডাঃ দিপু মনির স্বামীর সুস্ততা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । ভিডিও সহ ।

মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ঃ আজ রবিবার দুপুর ২ ( বাদ জোহোর ) ঘটিকায় গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নন মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআনের খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য বাংলাদেশ আওমীলিগের যুগ্ন সাধারন সম্পাদক , শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ।

গত বৃহষ্পতিবার রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ব্রেন স্ট্রোক করে বলে জানা যায়। বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা. দীন মোহাম্মদসহ বিশেষজ্ঞ চিকিৎসক দের তত্তাবধানে আছেন ।
তাই আজ গুলিস্থান মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় ” কোরআনের হাফেজ ও এতিম শিশুরা পবিত্র কোরআনের খতম ও দোয়া করেন , দোয়া পরিচালনা করেন,গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি মুজ্জামিল । আল্লাহ যেন ড. দীপুমনির স্বামী ড. তৌফিক নেওয়াজ কে নেক হায়াত দান করেন এবং ডা. দীপুমনির উপর এবং দেশবাসীর উপর রহমত দান করেন ।
এসময় উপস্থিত ছিলেন , ঢাকামহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ও ছাএলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন শিকদার ।
অবশেষে এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয় ।

মান্দায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ।

আপেল মাহমুদ, নওগাঁ: নওগাঁর মান্দায় অগ্রণী ব্যাংকের মৈনম শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামকস্থানে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে মৈনম বাজারের সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যাংক শাখাটির সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, মৈনম বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ.লীগনেতা এবিএম হাসান রিপু, ইঞ্জিনিয়ার প্রাণনাথ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন রানা, মৈনম সচেতন নাগরিক সমাজের সভাপতি মনজের রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মৈনম বাজার থেকে ভোলাবাজার মহাসড়কে যায় আন্দোলনকারীরা। তারা ব্যাংকের শাখাটি স্ব-স্থানে বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপি অবরোধ চলাকালে রাস্তায় দু’পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে মৈনম বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের এ শাখাটি স্থাপন করা হয়। বর্তমানে ব্যাংক শাখাটি লাভজনক অবস্থায় রয়েছে। গত ৩ জুলাই রাতের অন্ধকারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম সরিয়ে নেয়ার চেষ্টা করেন শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন মন্ডল। এলাকাবাসির প্রচেষ্টায় তা ভন্ডুল হয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, মান্দা উপজেলা মৈনম ও কাঁশোপাড়া এবং নওগাঁ সদর উপজেলার বলিহার ও হাঁসাইগাড়ী ইউনিয়নের লক্ষাধিক মানুষ ব্যাংকের এ শাখার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক এ শাখায় বিল পরিশোধ করেন। শিক্ষার্থীদের উপবৃত্তি, ৮টি এনজিওর লেনদেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও অবসরভাতা উত্তোলনের সুবিধা ভোগ করেন এলাকাবাসি। ব্যাংক শাখা অন্যত্র সরিয়ে নিলে তারা চরম ভোগান্তিতে পড়বেন।

Finding Fast Systems In Cbd Oil Topical

Consists of aloe vera, coconut oil, beeswax, shea butter, essential oil of orange, peppermint and CBD-rich hashish. I’ve been ordering this type CBD Cream from one other company in Colorado. I liked their ache cream, nonetheless it was a smaller amount 1 oz and slightly increased strength and far greater delivery costs. I tried Spruce when I read an article about their product. I get the identical outcomes or better with the Spruce CBD Cream and a larger amount of cream for a lower cost. I’ve some arthritis and this does alleviate the ache.

The outermost layer of pores and skin, generally known as the dermis, acts as a barrier for the opposite skin layers (dermis and hypodermis) against pathogens, UV rays, and harmful chemical substances. For these reasons, the epidermis is fairly tough and not very permeable. Topicals utilized to the dermis https://validcbdoil.com/best-cbd-topicals is not going to reach the dermis or hypodermis layers or enter the bloodstream. Because of this, topicals symbolize a ‘safer’ option for first-time CBD customers who don’t need CBD straight entering their physique like edibles, vape oils, or tinctures.

Should you (like me) feel like your CBD cream is really having an impact, it’s seemingly unrelated to the CBD itself. And since there are plenty of different pain management options on the market that we know extra about— including medical hashish —it is necessary to talk to a health care supplier to be sure you’re not overlooking one thing else that might be more helpful.

The Navy has no proof that utilizing the topical CBD creams with much less than3% THC will trigger a sailor to fail a drug check, Butler mentioned. We additionally advocate checking with a dermatologist and also ensuring you aren’t allergic to any of the elements in the CBD merchandise you’re using.

The truth is, probably the most compelling analysis they discovered for using cannabinoids for pain got here from a large review and meta-analysis revealed in JAMA in 2015. For the research, researchers checked out outcomes from seventy nine earlier research of cannabinoids and various medical situations, together with persistent Cbd Topicals pain. Nevertheless, of these studies, only 4 concerned CBD (without THC)—none of which have been taking a look at ache. So although we might assume that CBD is doing something to help handle ache—based on the studies involving the entire cannabis plant—we don’t have nice evidence to prove it.

Isolates – Doesn’t include any THC and affords CBD advantages that other cannabinoids supply. This is one other CBD-rich topical from Endoca designed specifically to bring you reduction from sore muscle tissue and other varieties of irritation. This 30 ml container is made a hundred% of natural, natural and meals-grade substances.

Finding Clear-Cut Systems In Cbd Topical Cream

Updates On Methods For Cbd Oil Topical

The Latest On Fundamental Factors For Cbd Topical

If you happen to’re ingesting something that only has CBD in it and no THC, you will not have important effects in the mind. For this reason CBD is sometimes called being non-psychoactive,” though that is clearly a little bit of an oversimplification as a result of it does do one thing to the central nervous system.

CBD topicals, like other CBD merchandise, are thought of typically safe – though long-term well being dangers related to CBD have not been extensively studied. Moreover, CBD merchandise are sometimes sold as diet supplements, which aren’t evaluated by the Food and Drug Administration the identical means that drugs are.

দৌলতদিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন শোভন – রাব্বানী।

সাদ্দাম হোসেন : দৌলতদিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আগামী ২৫শে জুলাই গোয়ালন্দ উপজেলার  বহুল আলোচিত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আজ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট চাইলেন নৌকা প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম মন্ডলের পক্ষে ।
এ সময় শোভন ও গোলাম রাব্বানী বলেন আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশসেবার সুযোগ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আহ্বান জানান ।

যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার দুপুর ২টার সময় পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বালুর মাঠ আম বাগানের মধ্যে থেকে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মেহেদী সরদার(২৪)কে আটক করে। আটক মেহেদী সাদিপুর গ্রামের পল্টু সরদারের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সাভার হেমায়েতপুরের তেঁতুলঝোড়াতে ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত নারীকে পিটিয়ে হত্যা ।

নিজেস্ব প্রতিবেদক ঃ সাভারে ছেলে ধরা সন্দেহ এক নারীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় এক নারী এক শিশুকে বিস্কুট খাওয়াতে চাইলে এলাকাবাসী ছেলে ধরা সন্দোহ ওই নারীকে গণপিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে খবর পেয়ে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে । পরে ওই নারী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত নারীর নাম পরিচয় এখনো যানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ তিনি আরও জানান নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

সাভারের হেমায়েতপুরে প্রতিবন্ধীব্যাক্তি কে দোকান ও নগদ অর্থ প্রদান ।

বিপ্লব সাভার ঃ সাভারের হেমায়েতপুরে শাররীক প্রতিবন্ধী মোঃ ওহেদ আলী কে আর এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থয়নে একটি দোকান ঘর ও নগদ অর্থ বুজিয়ে দেয়া হয় ।
আজ শনি বার বিকাল ৫ ঘটিকার সময় একজন শারিক প্রতিবন্ধী কে এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থায়নে একটি দোকান বুঝিয়ে দিলেন স্থানীয় চেয়ারম্যান জানাব ফকরুল আলম সমর ।
উল্লেখ্য আছে যে এই শাররীক প্রতিবন্ধী এক জন ভিক্ষুক ছিলেন ,তিনি হলেন মোঃ ওহেদ আলী ,মোঃ ওহেদ আলী এই  ব্যাক্তিকে রাজফুলবাড়ীয়া শাপলা প্রতিবন্ধী সংস্থা প্রশিক্ষণের মাধ্যমে আতনির্ভরশীল করে গড়ে তোলেন । আজ মোঃ ওহেদ আলী কে এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থায়নে একটি দোকান ঘর সহ নগদ অর্থ বুজিয়ে দিলেন তেতুলঝোরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যন জনাব ফকরুল আলম সমর ।
এসময় আরো উপ্সহিত ছিলেন শাপলা প্রতিবন্ধী সংথার চেয়ারম্যান জানাব মোঃ হাদিস খান (হাদি)  সহ স্থানিয় মেম্বার জানাব নিজাম উদ্দিন ও স্থানিয় গন্য মান্য ব্যক্তি বর্গ ।

সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় নিহত ১ ।

বিপ্লব সাভার: সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।
শনিবার সকালে নবীনগর চন্দ্রা মসহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ভটভটিতে ময়লা নিয়ে মোজারমিল এলাকায় ফেলাতে যান কয়েকজন শ্রমিক। এসময় অজ্ঞাত একটি গাড়ি ময়লা বোঝাই গাড়িটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের  দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতাল ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভটভটি চালক মারা যান। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর পুরুঙ্গ কেটে দিলেন স্ত্রী ।ভিডিও সহ ।

বিপ্লব সাভার : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে স্বামীর পুরুঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।
শনিবার ভোর রাতে সাভারের অবদারোড এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় বশির আহমেদ নামের ওই ব্যক্তি সাভারের রাজ্জাক প্লাজার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করে আসছিলো , গতকাল রাতে তার স্ত্রী খাদিজা বেগমের একটি banglalink মোবাইল সিম হারিয়ে যায় , পরে তার স্ত্রী দাবি করেন বশির আহমেদ সিমটি চুরি করেছেন এসময় স্বামী মোবাইল সিম চুরির অভিযোগ অস্বীকার করলে স্ত্রী খাদিজা স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ভোর রাতে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পুরুঙ্গ কেটে দেন ।

পরে সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় সাভার মডেল থানায় স্ত্রীকে প্রধান আসামী করে একটি মামলা দায়েরের করেছেন বশির আহমেদর আত্মীয় স্বজন।
আহত বশির বরিশাল জেলার কোতোয়ালী থানার সদরপুর গ্রামে।

সাভারে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ মা ।ভিডিও সহ ।

বিপ্লব সাভার ঃ অভাব-অনটনে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হতভাগী মা!
শিশুটিকে আপন করে নিতে কয়েকজন আসলেও, বাঁধ সেধেছে অসুস্থতা। আপাতত চিকিৎসার খরচ মেটালেও অবুঝ শিশুটির দেখভাল নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চতুর্থ তলায় শিশু বিভাগের আট নম্বর বেডে গেলেই দেখা মিলবে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার শিশুকন্যা জিমের। সাত মাস বয়সী শিশুটির পাশে আপন বলতে নেই কেউ। অভাবের তাড়না ও শিশুর অসুস্থতায় ২২ দিন আগে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে সবার অগোচরে নিরুদ্দেশ হন তার মা। জানা যায়, জিমকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন। পিতার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনো তথ্য দেননি তার ‘মা’।

হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই বাচ্চাকে বেডে রেখে বেরিয়ে যান তিনি। তবে, মানবতার দূত হিসেবে হাজির হয়েছেন হাসপাতালটির নার্স, আয়া ও চিকিৎসকরা। অবুঝ জিমের চাহনি আর মায়া জড়ানো হাসিতে যেন নতুন প্রাণের সঞ্চার হযেছে শিশু বিভাগে। যার যখন ডিউটি, সে-ই আগলে রাখেন জিমকে।
মা-হারা শিশুটিকে একনজর দেখতে উঁকি দেন হাসপাতালে ভর্তি অন্য শিশুদের মায়েরাও।

সর্বশেষ আপডেট...