18 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ভারতে দেহ ব্যবসায় বাধ্য করায় বেনাপোলে দুই প্রতারক আটক ।

ভারতে ব্যবসার কথা বলে রোজিনা ছদ্দনামের (১৯) এক তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার ৯ এপ্রিল বিকাল ৫টার সময় যৌন নির্যাতনের শিকার ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের নিয়াচান বালিগন টুঙ্গিপাড়া গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং তার সহযোগী নোয়াখালী সদরের আন্দারচর এলাকার সাইফুল ইসলামের মেয়ে হালিমা আক্তার (২৫)।যৌন নির্যাতনের শিকার ওই তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানায়, সে ঢাকার একটি গার্মেন্টসের দোকানে চাকরি করার সুবাদে পরিচয় হয় আনোয়ারের স্ত্রীর সাথে। পরে পরিচয় হয় আনোয়ারের সাথে। আনোয়ার মাঝে মধ্যেই তার দোকানে আসা যাওয়া করতো। একদিন সে তাকে বলে ভারত থেকে থ্রি-পিচ কিনে বাংলাদেশে নিয়ে আসলে ভাল ব্যবসা হবে।

গত ২৬ মার্চ আনোয়ারের স্ত্রী ও তার সহযোগী হালিমা তাকে সাথে করে কলকাতায় নিয়ে আনোয়ারের কাছে রেখে চলে আসে। পরে কলকাতার নোভা নামে একটি আবাসিক হোটেলে নিয়ে আনোয়ার তাকে দেহ ব্যবসা করতে চাপ সৃষ্টি করে। এতে সে আপত্তি জানালে তাকে জীবন নাশের হুমকি দেয়। এছাড়া বলে, জীবনে আর কোনদিন দেশে ফিরতে পারবে না। পরে আটকে রেখে জোর করে একাধিক মানুষের সাথে দেহ ব্যবসার কাজে লিপ্ত হতে বাধ্য করে। প্রতিদিন তাকে ১৫ থেকে ২০ জন পুরুষ যৌন নিপীড়ন করতো। এভাবে কলকাতায় ৯ দিন ও বনগাঁর মায়ের আশীর্বাদ আবাসিক হোটেলে ৫ দিন তাকে আটকে রেখে দেহ ব্যবসা করায়।

মঙ্গলবার (৯/০৪/১৯ইং) তারিখ বিকেলে তাকে নিয়ে তারা ভারত থেকে ফিরলে সে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তার প্রতি অমানবিক দৈহিক নির্যাতনের বিষয়টি খুলে বলে। এ সময় ইমিগ্রেশন পুলিশ অভিযুক্ত দুই প্রতারককে আটক করে। পরে আইনি প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক(এসআই) খাইরুল ইসলাম জানায়, তারা লিখিত অভিযোগ গ্রহণ করে অভিযুক্ত দুই অপরাধী ও নির্যাতিত তরুণীকে পোর্ট থানা পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিনিয়ত সীমান্ত পথের পাশাপাশি অবৈধ পথে শতশত নারীকে ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে দেহ ব্যবসার করতে বাধ্য করাচ্ছেন দালাল চক্র। রোজিনা সাহস করে তার প্রতি অবিচারের বিষয়টি পুলিশকে বলতে পারলেও শতশত রোজিনা মুখ বুঝে অত্যাচার মেনে নিতে বাধ্য হচ্ছে।

শার্শায় লক্ষাধিক টাকার সরকারী গাছ বিক্রি করে হজম করতে পারল না ইউপি সদস্য

শার্শায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনে-দুপুরে লক্ষাধিক টাকার সরকারী গাছ বিক্রি করে হজম করতে পারল না শার্শা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক। এহেন কাজে বাদ সাধলেন স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শার্শা সদর ইউনিয়নের গাতিপাড়া-শিয়ালকোনা ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক গাতিপাড়া খেয়াঘাট মোড়ের খালের পাড়ে অবস্থিত ৪টি বড় বড় শিরিষ গাছ ও ২টি মেহগনী গাছ প্রায় লক্ষাধিক টাকা মূল্যে বাদল হোসেন নামে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে। বাদল যথারীতি মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়ে গাছ কাটা শুরু করে।

শ্রমিকেরা একটা একটা গাছ কেটে নিয়ে নিশ্চিন্তপুর মাদ্রাসা মাঠে রেখে আসে। সর্বশেষ বিকাল ৪টার দিকে বাকী একটি বড় শিরিষ গাছ প্রায় কাটার শেষ পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল সেখানে অভিযান চালায়। নির্বাহী কর্মকর্তার অভিযান টের পেয়ে ইউপি সদস্য আব্দুল খালেক, ব্যবসায়ী বাদল ও শ্রমিকেরা সটকে পড়েন। এসময় নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদের শার্শা উপজেলার কেয়ারটেকার শের আলীকে গাছগুলো সরকারি নিয়মে জেলা পরিষদে জমাদান ও এব্যাপারে একটি নিয়মিত মামলার নির্দেশ দেন।

জেলা পরিষদের শার্শা উপজেলার কেয়ারটেকার শের আলী বলেন, আমরা গাছগুলো জেলা পরিষদে জমাদানের জন্য নিয়ে যাচ্ছি। আমি উপরের কর্মকর্তাদের জানিয়েছি এবং এ ব্যাপারে শিয়ালকোনা গ্রামের মৃত. আব্দুল রহমানের ছেলে ইউপি সদস্য আব্দুল খালেক ও ঐ একই গ্রামের হাবিল সর্দারের ছেলে বাদল হোসেনকে আসামী করে শার্শা থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, সরকারি গাছ কাটার ব্যাপারে আমি অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারি নাই, এমনকি তাদের বাড়ির কোন সদস্যকেও পাইনি।

যশোরের শার্শায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ।

টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি-এই শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠিত হয়েছে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মÐলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

মেলায় শার্শা উপজেলার বিভিন্ন টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২১ টি বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনীর স্টল বসে। বালিকা উচ্চ বিদ্যালয়ে’র ৯ম শ্রেণী পড়–য়া রীতা বলেন প্রতিযোগিতায় অংশগ্রহন করে ভিষন ভাল লাগছে এতে আমাদের প্রতিভার বিকাশ ঘটছে। অপর দিকে এইসব ক্ষুদে বিজ্ঞানীদের পাশে থেকে উৎসাহ দিচ্ছেন তাদের অবিভাবকগণ। নিজেদের ছেলে’মেয়ের এই সব প্রতিভা দেখে তারা ও ভিষন খুশি।

বিপুল উৎসাহী দর্শকদেরকে নিজেদের আবিষ্কারের ব্যাখ্যা প্রদান করে ক্ষুদে বিজ্ঞানীরা। সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি অনুষ্ঠানে শ্রেষ্ঠ আবিষ্কারের জন্য সংশ্লিষ্টদের পুরষ্কৃত করা হবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান পোড়া বাতিল মবিল দিয়ে কিভাবে জ্বালানী ও গ্যাস উৎপাদন করা যায় মেলায় সেটি দশর্কদের কাছে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ:ভূমি কমিশার মৌসুমী জেরিন কান্তা, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,যশোর জেলার আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক দসম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সর্দার,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কৃষি অফিসার সৌতম কুমার শীল, নির্বাচন অফিসার কামরুজ্জামান, বিআরডিবি অফিসার বিল্লাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ প্রমূখ।

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে উপজেলাটির লালচামার বাজার এলাকা থেকে মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলাটির শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মজিবর রহমানের পুত্র আনারুল ইসলাম ও ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আলেক উদ্দিন প্রামাণিকের পুত্র সোহেল রানা প্রামাণিক।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে ।

চাঁদা না দেয়ায় রাস্তা বন্ধ করে দিলো প্রতিপক্ষের সন্ত্রাসীরা ।

দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় সাভারে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাতের আঁধারে চলাচলের রাস্তার বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে পৌরসভার গেন্ডা মহল্লার ইসমাইল হোসেনের বাড়ির সামনে দশ ইঞ্চি মোটা প্রাচীর তুলে বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় স্থানীয় সন্ত্রাসী ডালিম বাহীনির সদস্যরা।

এঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক সাভার মডেল থানায় বিষয়টির প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে সাভার মডেল থানার এসআই রুবেল হোসেন ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী ডালিমসহ তার সহযোগীরা পুলিশের সামনেই ওই বাড়ির মালিককে মারধরের চেষ্টা চালায়। এসময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নিদের্ষ দেন এবং বিষয়টি বসে মীমাংসা করার প্রস্তাব দেন।

তবে ভুক্তভোগী বাড়ির মালিক ইসমাইল হোসেন বলেন, চাঁদা না দেয়ায় রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ডালিম ও তার সহযোগীরা। আমি প্রতিকার চাইতে গেলে পুলিশ আমাকে সহযোগীতা না করে উল্টো প্রতিপক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসার কথা বলেন। তাহলে এখন কি আমাকে সন্ত্রাসীদের দাবি করা টাকা দিয়েই বাড়িতে ঢুকতে হবে বলেও প্রশ্ন তুলেন।
স্থানীয় হাবিবুর রহমান বলেন, ডালিম এলাকায় উঠটি বয়সী ছেলেদের নিয়ে একটি বাহীনি গড়ে তুলেছে।

সে রাজনৈতিক নেতাকর্মীদের মিছিলে গিয়ে তাদের কর্মী দাবি করে এলাকায় মাদক ব্যবসা এবং যেসব জমিতে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পক্ষ হয়ে জমি দখল করে থাকে।

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, চাঁদা দাবির লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারীর বাড়িতে ঢোকার একমাত্র রাস্তাটি দেয়াল দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে দেখতে পেয়েছি। এসময় বিষয়টি জানতে প্রতিবেশী ওয়াজ উদ্দিনকে ডেকে আনলে সে ডালিমসহ অনেকে ডেকে আনেন।

একপর্যায়ে জমি সংক্রান্ত বিরোধের কারনে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানতে পেরে উভয় পক্ষকে বসে বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। কিন্তু চলাচলের রাস্তা খুলে দেয়ার বিষয়ে কোন প্রতিকার দিতে পারেন নি তিনি।

জাবির মেধাবী শিক্ষার্থী ফারিহার অকাল মৃত্যুতে শোকের ছায়া ।

সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৪৬তম আবর্তনের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী “ফারিহা নুসরাত জেরিন”।এতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে, ঢাকা সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সুত্রে জানা যায়, এলার্জির ইঞ্জেকশন এর ওভারডোজের কারনে তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। এই কারনে ১০ দিনে ৮০ ব্যাগ রক্তের প্রয়োজন ছিলো কিন্তু এই রক্ত যোগাড় হওয়ার আগেই আজ সকালে তিনি মারা যান।

ফারিহা নুসরাত জেরিনের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায় কিন্তু পরিবারের সাথে ঢাকায় থাকতেন তিনি।

ফারিয়া নুসরাত জেরিন ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবিতে) ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

তার এই হঠাৎ অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

লোকপ্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্তিতে কমিটি ঘোষণা

লোক প্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্তি করার জন্য “বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র” কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতি ২৫ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

কমিটিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউননেছাকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) বিকাল ৩ টায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সদস্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১জন শিক্ষককে রাখা হয়েছে।

অপরদিকে সংবাদ সম্মেলনে জাবি লোকপ্রশাসন বিভাগের মো. সেলিম রেজা বলেন, ‘দেশের ৪টি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ চালু আছে। কিন্তু কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু থাকলেও লোক প্রশাসন বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু নেই। যার কারণে বিসিএস শিক্ষা ক্যাডার থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার বলেন, ‘লোক প্রশাসনে শিক্ষার্থীরা পড়াশুনা করে সব জায়গা আবেদন করতে পারেনা। তাদের জন্য শিক্ষা ক্যাডার নেই। তাই এসব দাবি পূরণে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করতে আজ প্রতিষ্ঠানিক কমিটি গঠন করা হয়েছে।’

অপরদিকে সংবাদ সম্মেলনে ৪দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সরকারি কলেজ সমূহে লোক প্রশাসন বিভাগ চালু করা, ৪১তম বিসিএস থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কে শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লোকপ্রশাসনের জন্য বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরি করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে সারা বাংলাদেশের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে লোকপ্রশাসনকে বিভাগ হিসেবে কলেজ পর্যায়ে চালুর জন্য স্বাক্ষরতা অভিযান শুরু করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা গত ৭ এপ্রিল স্বাক্ষরতা অভিযান শুরু করেছে।

এছাড়াও দাবি আদায়ের লক্ষে মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মত কর্মসূচী পালনের চিন্তা করছে। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউননেছা বলেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে লোক প্রশাসন বিভাগের যাত্রা শুরু হলেও এখনো পর্যন্ত কলেজ পর্যায়ে লোক প্রশাসন বিভাগ চালু হয় নি, যা দুঃখজনক। তাই আমরা এই দাবি আদায়ে মাঠে নেমেছি। আমরা একটি সম্মিলিত প্লাটফর্ম গড়ে তুলেছি। এর মাধ্যমে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিবো’।

অপরদিকে ‘বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র’ কর্তৃক নতুন কমিটি তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী বুধবার দুপুর ১২টায় সকল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।

ধামরাইয়ে সরকারী রাস্তার উপর বাড়ী নির্মাণেরঅভিযোগ,জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ।

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে সরকারী রাস্তা দখল করে একাধিক বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

কিছুদিন আগে বিষয়টি নিয়ে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে এলাকার সাধারণ জনগন মৌখিক অভিযোগ করা হয়। কিন্তু জবর দখল কারীরা বিত্তবান ও পেশীশক্তির প্রভাব খাটিয়ে বিষয়টি দীর্ঘদিন আটকে রাখে। ফলে রাস্তা দিয়ে গাড়ী ও সাধারণ জনগনের চলাচলের বেঘাত ঘটে। এছাড়া ধামরাই কুল্লাইউনিয়ন ভুমি অফিসের লোকজন জরিপ চালিয়ে সরকারী রাস্তার সীমানা নির্ধারণ করলেও এখন পর্যন্ত কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি বলে এলাকাবাসির দাবি।

রাস্তাটি পাশ ছিল ৪০ফুট কিন্তু বর্তমানে আছে মাত্র ১০ ফুটের কম।
অনুসন্ধানের তথ্যে জানাযায়, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের কেলিয়া মৌজার আর এস ১১৩২দাগের সরকারী রাস্তার পুর্ব পাশের প্রায় অংশ জবর দখল করে মোঃ আতাউর রহমান,মোঃ জিয়ারউদ্দিন, মোঃ মজিবর রহমান,মোঃ আওলাদ হোসেন, উভয় পিতা মৃত কিয়ামুদ্দিন এরা জবর দখল করে পাকা ভবন তৈরি করিয়া বসবাস করিতেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ব্যাপারে কেলিয়া গ্রামের ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া বলেন, সরকারী রাস্তার উপর বাড়ী নির্মাণের ফলে আমাদের রাইচ মিলে গাড়ী যাওয়া আসা করতে অসুবিধা হয়। যার কারণে আমাদের প্রায় ১০ কিলো জায়গা ঘুরে গাড়ী নিয়ে রাইছমিলে ডুকতে যাতায়াত খরচ বেশি হয়ে যায়। এর জন্য ব্যবসায় দিন দিন ক্ষতির পরিমাণবাড়ছে। তাই আমাদের দাবি অতি তাড়া তাড়ি সরকারী রাস্তা বের করে দিতে হবে।
এই ব্যাপারে বাড়ীর মালিকের মোঃ আতাউর রহমান গং জানান, আমারা সরকারী রাস্তার মধ্যে ঘর নির্মাণ করেছি এটা সত্য। তবে আমরা একা করি নাই আরও অনেক আছে তারা সরকারী রাস্তার উপর ঘর করেছে, তাদের যে দশা হবে আমাদের ও তাই হবে।

এই ব্যাপারে বাড়ীর মালিক মোঃ রজ্জব আলী বলেন, আগে এই জায়গাটা খালছিল পরে আমরা মাটি দিয়ে ভরে বাড়ী করেছি ।
এই ব্যাপারে কেলিয়া গ্রামের মেম্বার মোঃ মালেক মিয়ার সাথে কথা বলার চেষ্টা করে মটুফোনে বার বার কল করে তাকে পাওয়া যাইনি।তবে এলাকার লোকজনের দাবি এই ঘটনায় মেম্বার সব জানে কিন্তু সে কিছু করতেছে না।

এই ব্যাপারে কুল্লা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান কালিপদ সরকার জানান,যে বিষয়টি জরিপ করে রাস্তার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু জবর দখল কারীরা তা অমান্য করে নির্ধারিত সীমানার খুটি উপরে ফেলে বাড়ী নির্মাণ অব্যহত রাখে,তবে পরে বিষয়টি আমাকে কেলিয়া গ্রামের লোকজন আর জানায়নি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, বিষয়টি নিয়ে আমার কাছে ঐ এলাকার লোকজন আসলে আমি তাদের একটি লিখিত অভিযোগ দিতে বলি।

সিরাজদিখানে আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের গ্রেফতার ও ফাঁসির দ্বাবীতে বিক্ষোভ মিছিল ।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের গ্রেফতার ও ফাঁসির দ্বাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলার বালুরচর চৌরাস্তায় স্থানীয় ধর্মপ্রান মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল অংশগ্রহন করে মুসলিম ধর্মীয় সংগঠন ও মসজিদ মাদ্রাসার প্রায় পাঁচশতাধীক মানুষ। এসময় তারা আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দ্বাবী জানান। পরে বাইতুল আমান জামে মসজিদে প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় আলেম সমাজ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, ফয়েজ জাহাঙ্গীরের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভে গিয়ে এলাকাবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে।

তারপরও যদি তিনি এধরনের ধর্ম বিরোধী কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্ব স্বাস্থ্য দিবসে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

বিশ্ব স্বাস্থ্য দিবস” উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মান উন্নয়ন ও আধুনিকীকরণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রবিবার(৭ এপ্রিল) জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নিকট এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ৭টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো: ১. চিকিৎসাকেন্দ্রের অবকাঠামোগত সার্বিক উন্নয়ন করতে হবে।, ২. পর্যাপ্ত ঔষধ সরবারহ ও ঔষধের মানোন্নয়ন করতে হবে। ৩. শিক্ষার্থীদের জন্য এম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি করতে হবে। ৪. পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে। ৫. প্যাথলজি সেবার মানোন্নয়ন করতে হবে। ৬. এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সু-ব্যবস্থা করতে হবে। ৭. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে উন্নত ও আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ আপডেট...