15.9 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

শার্শায় অস্ত্র গুলিসহ আটক -১

যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার চটকাপোতা সানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের মাধ্যামে জানতে পারি একজন ব্যবসায়ী অস্ত্র নিয়ে শার্শার চটকাপোতার সানরাইজ নামে একটি ইটের ভাটার সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে লিটন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

বেনাপোলে ঠিকাদারের অবহেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় মোস্তফা মাহমুদ (সুমন) (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে।

জানা যায়, রাত সাড়ে ৯টা সময় আকর্ষিক ঝড় ও শীলা বৃষ্টির মধ্যে সুমন বেনাপোল থেকে মোটর সাইকেল যোগে দ্রত বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে রাস্তায় নির্মানাধীন কালভার্টের পাশে আটকে থাকা বাঁশের সাথে ধাক্কা লাগে। এ সময় বাঁশের একটি মুখ সুমনের বুকের এক পাশ দিয়ে ঢুকে যায় এবং গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পরে রাস্তায় চলাচল কারী লোকের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারন জনগন অভিযোগ করে বলেন এখানে বড় গর্ত করা হয়েছে অথচ যানবাহন অথবা অন্যান্য বাহন যাতায়াত করার সময়সর্তকতা করার জন্য এখানে কোন লাল কাপড় বা গর্ত স্থানটি বাঁশ দিয়ে ঘেরা দেয়া ছিল না, এজন্য অকালে একটা মানুষের জীবন চলে গেলো, এর জন্য দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার সহ তার প্রতিষ্ঠান।এদের কে আইনের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে এরকম ভাবে অকালে কোন মায়ের কোল খালি হবে না।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা: নাজমুন নাহার রানী জানান, দূর্ঘটনায় আহত সুমন নামে একজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরিক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদক নারী-শিশু পাচার প্রতিরোধে শার্শায় বিজিবি’র মতবিনিময় সভা

যশোরের শার্শায় মাদক নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শালকোনা বিজিবি ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৯বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুজ্জামান লাল, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোমিনুর রহমান, তরিকুল ইসলাম।

এ সময় বিজিবি সদস্য, শিক্ষক, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি মাদকের সুফল-কুফল সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি কে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মিরের বাগানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পৌর এলাকার নাখরাজপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রানা(৪২) ও শিবতলা এলাকার পশুপতির ছেলে অরুন(৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ জানান,গোপন সংবাদের ভিওিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার সময় চাঁদলাই মিরের বাগানে আব্দুর রকিবের বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন চোরাচালানী নিহত ও ১৪ জন গুলিবিদ্ধ

চাঁপইনবাবগঞ্জ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন চোরাচালানী নিহত ও মামুন সহ ১৪জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে গোপনে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলকাবাসী ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ননের মাসুদপুর সীমান্তর ৪/৫ ১এস নং পিলার এলাকা দিয়ে একদল চোরাচালানী ফেনসিডিল আনতে ভারতের শোভাপুর ক্যাম্প এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফরা টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

নিহতরা হলো মনাকষা ইউনিয়নাধীন তারাপুর মড়লপাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে হিল্লোল ওরফে মিলন(২৭) ও একই ইউনিয়নের আলহাজ আফসার আলির ছেলে সেনারুল ইসলাম সেনা(৩২)।নিহতদের মধ্যে মিলনের লাশ ঝড়– ডিলারের আম বাগানে পড়ে আছে। সেনারুল ইসলামের লাশের কোন খোঁজ পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। তবে অন্য একটি গোপন সুত্রে জানা গেছে সেনারুলের লাশ বিনোদপুর খাসের হাট এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আছে এবং এ সংবাদ লিখা পর্যন্ত লাশ গ্রহন করতে খাসের হাট যাচ্ছেন বলে এলাকার ইব্রাহিম জানান। আহতদের মধ্যে একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মর্তৃজার ছেলে মামুন(২৪) গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মনাকষা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন ও ৯ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিল সেনারুল ও মিলনের নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন এরা ফেনসিডিল ব্যাবসার সাথে জড়িত ছিল।তারা আরো বলেন ভোররাতে কয়েকরাউন্ড গুলির শব্দ শুনা গেছে।অন্যদিকে মিলনের পারিবারিক সুত্রে জানা গেছে তার দুই ভাই সুমন ও শামীম ও অজ্ঞাত আরো একজনকে মাসুদপুর বিওপির বিজিবির সদস্যরা ফেনসিডিল ব্যবসায়ী হিসাবে আটক করেছে ।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, ঘটনাটি শুনেছি।আমরা খোঁজ নিয়ে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো যে নিহতরা গত রাতে মাসুদপুর বিওপির বিজিবির হাতে আটক তিনজন ফেনসিডিল ব্যবসায়ীদের আত্মীয় কিনা ।

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাচারকারী আটক।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে পোর্ট থানার জরুরী অফিসার এসআই এইচ এম লতিফ, এএসআই শাহীন গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম(১৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক জাহিদুল ইসলাম ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

পোর্ট থানার এসআই এইচ এম লতিফ আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ এক পাচারকারীকে আটক করি।আটক মাদক পাচারকারীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নওগাঁয় প্রাথমিক শিক্ষা অফিসে রমরমা বদলী বাণিজ্য

নওগাঁয় প্রাথমিক শিক্ষা অফিসে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বদলী বাণিজ্যের অভিযোগ উঠেছে। জ্যেষ্ঠতার ভিত্তীতে বদলী করার নিয়ম থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে বদলী করা হয়েছে। অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলীকৃত আবেদন স্বাক্ষর করতে মিষ্টি খাওয়ার নামে শিক্ষকদের গুনতে হচ্ছে টাকা। অফিস সহায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন উপজেলার বদলী সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মচারীদের মাধ্যমে এ টাকা যাচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পকেটে। শিক্ষকরা জিম্মি হয়ে পড়েছেন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে।

জানা গেছে, প্রতি বছরের জানুয়ারী থেকে মার্চ মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বদলী হয়ে থাকে। এ বছরের গত ৩১ মার্চ নিয়মিত বদলী হয়ে গেল। আর এ বদলীতে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ উঠেছে। নওগাঁর বদলগাছী উপজেলার ‘২নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সহকারী শিক্ষক আব্দুল মতিন। বাড়ি একই উপজেলার বারাতল গ্রামে। তিনি রাজস্ব খাতে ১৬/০৬/২০০৩ ইং তারিখে উপজেলার ‘ব্যাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ যোগদান করেন। সেখানে ২ বছর অবস্থান করে ‘ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বদলি হন। এরপর ৩/৪/২০১২ ইং তারিখ থেকে এখন অবধি ‘২নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ চাকরি করছেন।
গত ২/০১/১৯ ইং তারিখে উপজেলার ‘মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ যাওয়ার জন্য আবেদন করলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। অথচ ২০০৭ সালে চাকরিতে যোগদান করা জুনিয়র শিক্ষক মাকসুদা খানমকে সেখানে বদলী করা হয়েছে।

এরপর সুযোগমত বদলগাছি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হবে বলে আব্দুল মতিনকে আশ্বস্থ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। সেখানে তিনটি পদ শূন্য রয়েছে। শূন্য পদের বিপরীতে ১৫/০১/১৯ ইং তারিখে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ নিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য আবেদন করেন তিনি। আর এ শূন্য পদের বিপরীতে ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক অনিল কুমার এবং জিধিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সানিয়া মির্জাকে আবেদনের প্রেক্ষিতে মার্চ মাসে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। কিন্তু আব্দুল মতিনকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হবে দিচ্ছি দিবো বলে কাল ক্ষেপন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

অপরদিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপর একটি শূন্য পদের বিপরীতে গত ২৮/০৩/১৯ ইং তারিখে গোবরচাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নুরুন নাহার নামে এক শিক্ষক বদলির জন্য আবেদন করলে স্থানীয়রা আপত্তি জানালে সেটি ফেরত দেয়া হয়। কিন্তু পরবর্তিতে আবারও তিনি আবেদন করলে সেটি গ্রহণ করেন শিক্ষা কর্মকর্তা। ২/০৩/২০০৩ ইং তারিখে নুরুন নাহার প্রকল্প থেকে চাকরিতে যোগদান করেন। এরপর ২০০৭ সালে রাজস্বে আসে।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য শিক্ষক আব্দুল মতিন বার বার শিক্ষা কর্মকর্তাকে তাগাদা দিলে তার কাছ থেকে শিক্ষা কর্মকর্তার ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃত জানালে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নুরুন নাহারকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদীল করা হয়।

২০০৯ সালে সহকারী শিক্ষক পদে নাহিদা সুলতানা নিয়োগ পেয়ে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া জন্য এবছর শিক্ষা অফিসে আবেদন করেন। কিন্তু তার আবেদন মঞ্জুর না করে ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত কয়াভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে আতিয়াকে কোলা স্কুলে বদলী করা হয়।

গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা খাতুন বদলির আবেদন করেছিলেন ‘২নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ শুন্য পদে যাওয়ার জন্য। কিন্তু তাকে ওই স্কুলে বদলি না করে রাজশাহী জেলার তানোর উপজেলার ‘বনগাঁ চক-রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষক মিতালী কিসকুকে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ নিয়ে আসার জন্য সুপারিশ করা হয়েছে। মিতালী কিসকু রবিবার (৩১ মার্চ) স্কুলে যোগদান করেছেন।

বদলগাছী উপজেলার ভুক্তভোগী সহকারী শিক্ষক আব্দুল মতিন বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিত্বে বদলী করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বার বার তাগাদা দিয়েছিলাম। কিন্তু তিনি আমার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন। বিষয়টি আমার পরিচিত এক ভাইকে জানানো হলে উল্টো শিক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার (২৮ মার্চ) আমাকে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন। তিনি আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে চাকরি খেয়ে নেয়ার হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন।

বিলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আফতাব হোসেন বলেন, আমি রাজনীতি পরিবারের সন্তান এবং নিজেও রাজনীতি করি। নিয়নপুর স্কুলের জায়গা দখল করে স্থানীয় কয়েকজন যুবক দোকান করার প্রতিবাদে শিক্ষা অফিসে একটা দরখাস্ত দিয়। সেকারণে উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান স্যার আমাকে অফিসে ডেকে রাজনীতি করতে নিষেধ করেন এবং উল্টো চাকুরি খেয়ে নেয়া ও মামলা করার হুমকি দেন। এসব বিষয় নিয়ে স্যার বিভাগীয় অফিসে আমার নামে অভিযোগ দিয়েছে। এ কারণে আমাকে গত মাসের ২৩ মার্চ নিয়নপুর স্কুল থেকে বিলাশবাড়ী স্কুলে বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে। কিন্তু আমি বদলির জন্য কোন আবেদন করিনি। অনেকে আবেদন করেও বদলি হতে পারছেন না।

বদলগাছী উপজেলায় জ্যেষ্ঠতার বিচার না করে বিধি বর্হিভ‚ত ভাবে শিক্ষকদের বদলী করা হয়েছে। এ চিত্র বদলগাছীসহ জেলার বেশ কয়েকটি উপজেলার।

গত রবিবার (৩১ মার্চ) বদলির ছিল শেষ দিন। জেলা শিক্ষা অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকদের ছিল উপচে পড়া ভিড়। তারা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশ নিয়ে জেলা শিক্ষা অফিসে এসেছিলেন। অফিসের অফিস সহায়কের কাছে বদলির আবেদনপত্র জমা দিয়ে স্মারক নাম্বার নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। আবেদনে স্মারক নাম্বার বসানোর পর শিক্ষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ হাজার থেকে ৫ হাজার টাকা ঘুষ নিচ্ছেন।

মান্দা উপজেলার এক শিক্ষিকার স্বামী গোলাম মোস্তফা বলেন, তার স্ত্রী খালেদা খানম উপজেলার ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই স্কুল থেকে কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য কাগজপত্র নিয়ে জেলা শিক্ষা অফিসে এসেছিলাম। তার আবেদনপত্রে স্মারক নাম্বার বসানোর পর অফিস সহায়ক সিরাজুল ইসলাম পরিচিত হওয়ায় কিছু টাকা মিষ্টি খেতে দিয়েছেন। তবে অনান্যদের কাছ থেকে ৪/৫ হাজার টাকা করে নেয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক সিরাজুল ইসলাম বলেন, শিক্ষকরা খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছেন। আমি কারো কাছ থেকে জোর করে টাকা নিয়নি। এবিষয়ে তো কারো কোন অভিযোগও নাই।

বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিত্বে শিক্ষকদের বদলি করা হয়েছে। প্রকল্প থেকে যেসব শিক্ষক আসছেন তারা যোগদানের পর থেকে জ্যেষ্ঠতা বিবেচনা করা হয়েছে। এছাড়া ‘মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বদলির জন্য আব্দুল মতিন আবেদন করেননি। আব্দুল মতিনকে হুমকি দেয়া হয়নি। তবে আমার যতটুকু ক্ষমতা ততটুকু বলা হয়েছে। ঘুষ দাবী করার বিষয়টি ভিত্তীহিন বলে দাবী করেন তিনি। এছাড়া বিভাগীয় অফিসের সুপারিশের ভিত্তিত্বে জেলার বাহির থেকে এক শিক্ষককে শেরপুর স্কুলে যোগদান করানো হয়েছে।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমার কাজ শুধু আবেদনপত্রে স্বাক্ষর করা। আমি সে দায়িত্ব পালন করে আবেদনপত্র ছেড়ে দিয়েছি। এছাড়া ভুক্তভোগী কোন শিক্ষকের নিকট থেকে টাকা নেয়ার বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ করেননি।

ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন এর আয়োজনে ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী । ‘ধর্মনিরপেক্ষতা মতবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার ফারজানা বেগম এবং ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোক প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।

জাবিতে “বাংলাদেশ সিভিল সার্ভিসে নারীর অংশগ্রহণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের আয়োজনে “বাংলাদেশ সিভিল সার্ভিসে নারীর অংশগ্রহণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সেমিনার শুরু হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান অতিথি,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস এর প্রো-ভিসি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.আবুল কাশেম মজুমদার,মূল বক্তা ও.এন সিদ্দিকা খানম, সচিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিশেষ অতিথি,অধ্যাপক ড. রাশেদা আক্তার, ডিন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেবউন্নেছা ও সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আশরাফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ ও প্রায় শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. জেবউন্নেছা অতিথিদের ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেন।
সেমিনারে বক্তব্য রাখেন মূলবক্তা ও.এন. সিদ্দিকা খানম, তিনি বলেন,“অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে নারীদের অংশগ্রহন অনেক বৃদ্ধি পেয়েছে, নারীরা অতীতের যে কোনো সময় থেকে অনেক সচেতন হয়েছে,সিভিল সার্ভিসে পুরুষদের তুলনায় না্রীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন,সিভিল সার্ভিসে নারীর সংখ্যা এখনও পুরুষের তুলনায় অনেক কম, শুধু তাই নয় উচ্চপদ গুলো প্রায় নারী শূন্য, তিনি এর জন্য সমাজব্যবস্থা ও নারীর প্রতি বিরূপ মনোভাবকে দায়ী করেন,তিনি আরও বলেন সিভিল সার্ভিসে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে এবং নারীরা উচ্চপদ গুলোতে নারীরা গেলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে”।
আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. রাশেদা আক্তার, তিনি বলেন,“আমরা একটি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড.জেবউন্নেছা, তিনি বলেন,“আমি বিভাগীয় প্রধান পদে দায়িত্বরত রয়েছি, নারী হিসেবে আমি কখনও বৈষম্যের শিকার হয়নি, কখনও হতাশ হয়নি, আমার পুরুষ সহকর্মীরা আমাকে অনেক সাহায্য করে, আমি চাই নারীরা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করুক এবং দেশকে অনেক দূর এগিয়ে যাবে, আমি আশা করি শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে”।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ড. রাশেদা আক্তার, তিনি বলেন,“আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি,এই সমাজে নারীদেরকে হেয় চোখে দেখা হয়, এমনকি সংসারের সকল দায়িত্ব নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়,এতে অনেক নারী চাকরি ছাড়তে বাধ্য হয়,এই সংসারের সকল দায়িত্ব নারী ও পুরুষ মিলে ভাগ করে নিলে এই সমস্যা হয় না”।

আরও বক্তব্য রাখেন,অধ্যাপক ড.আবুল কাশেম মজুমদার, তিনি বলেন,“সিভিল সার্ভিসে নারী ও পুরুষ মিলে মিশে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে,তাই নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে”।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
অপরদিকে লোকপ্রশাসন বিভাগের উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়ায় জালাল আহমেদ স্পিনিং মিলসের চেয়ারম্যান সেলিম আহমেদ (সিআইপি) কে লোকপ্রশাসন বিভাগ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অপরদিকে আগামী ২৬ জুলাই লোক প্রশাসন বিভাগের এ্যলামনাই এসোসিয়েশন আয়োজন করার ঘোষণা দেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড.জেবউন্নেছা।

নওগাঁর মান্দায় নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস

নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামের বেশ কিছু বাড়ির নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস। অনেকেই সেই গ্যাস দিয়ে রান্নার কাজও করছেন। এলাকাবাসীর ধারণা- এখানে গ্যাসের খনির সন্ধান মিলতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে গ্রামের ময়েজ উদ্দিনের বাড়িতে স্থাপন করা নলকূপ মেরামত করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া যায়। তাতে আগুন ধরিয়ে দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। গ্যাসের সেই আগুনে রান্নার কাজও করে দেখেছেন তারা। আগুনের লেলিহান শিখা ও উত্তাপ দেখে তারা হতবাক। এ দৃশ্যটি এক নজর দেখতে প্রতিদিন সববয়সী নারী-পুরুষ ভিড় করছেন ময়েজ উদ্দিনের বাড়িতে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।

পর্যায়ক্রমে গ্রামের মোজাম্মেল হকের বাড়ি, আব্দুল জব্বারের বাড়িসহ অনেকের নলকূপে গ্যাসের অস্তিত্ব মিলেছে। গ্রামের অন্য নলকূপগুলোতেও পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। গ্যাস বের হওয়ায় কৃষি জমিতে সেচ দেয়ার জন্য স্থাপিত একটি গভীর নলকূপ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

বাড়ির মালিক ময়েজ উদ্দিন প্রামাণিক বলেন, আমার বাড়ির ভেতরে স্থাপনকৃত নলকূপে কয়েকদিন ধরে পানি উঠছিল না। নলকূপটি মেরামতের জন্য মিস্ত্রি নিয়ে আসি। নলকূপের পাইপ তুলে জোড়া খোলার জন্য আগুন ধরিয়ে দিলে পাইপের মুখে আগুন ধরে যায়। আগুন দেখে মনে হচ্ছে সেখানে গ্যাসের সন্ধান মিলতে পারে।

বনকুড়া গ্রামের মোজাম্মেল হক, ইয়াকুব আলী, তয়েজ উদ্দিনসহ আরও অনেকেই বলেন, গ্রামের ময়েজ উদ্দিনের বাড়ির পর একে একে অনেকের বাড়ির নলকূপ দিয়ে গ্যাস বের হতে শুরু করেছে। পরীক্ষার মাধ্যমে অবিলম্বে বিষয়টি নিয়ে গ্রামবাসীদের আশ্বস্থ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

মান্দা উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) খন্দাকার মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা এড়াতে নলকূপের পাইপের গ্যাসে আগুন না জ্বালানোর জন্য গ্রামের লোকজনকে পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টি ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর ও বাপেক্স কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।

নওগাঁ সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিভিন্ন কারণে ভূ-অভ্যন্তরের অগভীরে কয়লা ও মিথেন গ্যাসের অস্তিত্ব থাকতে পারে। সঠিক পরীক্ষার মাধ্যমে মান্দার বনকুড়া গ্রামের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ আপডেট...