22 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

যশোরের শার্শায় গোডাউনে আগুন কয়েক লক্ষ টাকা পণ্য পুড়ে ছাই ।

যশোর শার্শা উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের পাশে পণ্য রাখার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। গোডাউনে বিভিন্ন কোম্পানী বিস্কুট,ও কসমেটিক রাখা ছিলো, আগুনে গোডাউনে রাখা পণ্যগুলো পুড়ে ছাই হয়ে গেছে। রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শট সার্কিট কারনে আগুনে সুত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গোডাউনে আগুন লাগার পর মার্কেট এর পাশের দোকানদাররা আতংকিত হয়ে নিজ দোকানের মালামাল বাহিরে বের করতে থাকে।তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় নাভারন বাজার সেবা ক্লিনিক পাশে চেয়ারম্যান মার্কেট এর পাশে মুরাদের নিজস্ব গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়।

গোডাউনে শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন বিভিন্ন কোম্পানী পণ্য রাখতেন এবং এখান থেকে পণ্য ডেলিভারী করতেন। আগুন লাগার পর বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তহিদুর রহমান এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌছায়,এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ষ্টেশন অফিসার তহিদুর রহমান জানান, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি বিদ্যুতের শট সার্কিটের কারনে অগ্নিকান্ডে ঘটনা,তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

ক্ষয়ক্ষতির পরিমান জানতে গোডাউন থেকে অগ্নিদগ্ধ মালামাল বের করা হচ্ছে। আগুনের কারনে যশোর বেনাপোল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় ফলে ট্যাফিক জ্যাম লেগে যায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়।

সিংক- বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তহিদুর রহমান।

যশোরের বেনাপোল সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ২০ (মার্চ) বিকালে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পন্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া জামে মসজিদের পাশে রাস্তা দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পন্য পাঁচার হচ্ছে, এমন সংবাদের ভিক্তিতে বিজিবির টহলদল সেখান হতে অভিযান চালালে রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিপুল পরিমান সিটি গোল্ড চেইন,পন্ডস ফেসওয়াশ, হোয়াইট বিউটি ক্রিম, জুনিয়র হরলিক্স, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট,কিটকাট চকলেট, দুলহান কেশ কালার অবৈধ পন্য জব্দ করা হয়।

যার আনুমানিক সিজার মুল্য প্রায় ৮ লাখ টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে আসা পন্যে ফেলে রেখে পাঁচারকারীরা দ্রæত পালিয়ে যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান,বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর থেকে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার পন্য আটক করা হয়েছে। আটককৃত মালামাল বেনাপোল কাষ্টমস্ হাউজে নিলাম শাখায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শার্শার ধান্যখোলায় বাল্য বিবাহ: ৩ অভিযুক্তকে নগদ অর্থদন্ড কার্যকর করা হয় ।

বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা মোতাবেক বাল্য বিবাহ উৎসাহ এবং সহায়তা প্রদানের জন্য ৩(তিন)অভিযুক্তকে নগত অর্থদÐ ধার্য্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মÐল।

বৃহস্পতিবার(২১/৩/২০১৯ইং) তারিখ এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন- আব্দুস সামাদ এর ছেলেকে মোঃ আশরাফুল ইসলাম(৩৮)কে ৩০ হাজার টাকা,মোবারক এর ছেলে মনিরুল(৪৫)কে ২০ হাজার টাকা এবং আকবর আলীর ছেলে বখতিয়ার রহমান(৫৯)কে নগত ২ হাজার টাকা অর্থদÐ করা হয়। এদের প্রত্যেকের বাড়ী ধান্যখোলা গ্রামে।

নির্বাহী কর্মকর্তার ঐ অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ লতিফ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

স্বাস্থ্যখাতে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-প্রফেসর ড: মাহমুদ হাসান।

স্বাস্থ্যখাতে বাংলাদেশ অতীতের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় চিকিৎসা সেবার মান উন্নয়নে বাস্তবায়ন করার চেষ্টা চলছে।

আজ বুধবার বেলা ১১ টায় রাজশাহী নিউঃ গভঃ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন সভায় বক্তরা এসব কথা বলেন।

নিউ গভ. ডিগ্রী কলেজ উপধ্যক্ষ অলিউল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য প্রফেসর ড: মাহমুদ হাসান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন রামেক হাসপাতালের মেডিসিন ভিবাগের অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী সাধারণ সম্পাদক ডা: মো: মাহবুবুর রহমান খান বাদশা। নিউ গভ. ডিগ্রী কলেজের শিক্ষক তানভিরুল হকের সঞ্চলনায় অন্যনোদের মাঝে বক্তব্য রাখেন, কবিকুঞ্জের সভাপতি রহুল আমিন প্রমাণিক।

আনুষ্ঠানে নিউঃ গভঃ ডিগ্রী কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাভারের তেতুলঝোড়া কলেজে পরীক্ষার্থীদের বিদায় সম্ভার্ধনা অনুিষ্ঠত

সাভারের তেতুলঝোড়া কলেজে এইচ,এস,সি পরীক্ষার্থীর বিদায় সম্ভার্ধনা অনুিষ্ঠত হয়েছে। উক্ত বিদায়ী অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্তিত ছিলেন সংসদ সদস্য জনাব এ্যড.কামরুল ইসলাম ।

বৃহস্পতিবার দুপুরে সাভারের তেতুলঝোড়া কলেজে এইচ,এস,সি পরীক্ষার্থীর বিদায় সম্ভার্ধনা অনুষ্ঠাণে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় সংসদ সদস্য জনাব এ্যড.কামরুল ইসলাম ।

বিদায় সম্ভার্ধনা অনুষ্ঠানে শির্ক্ষাথী ,অভিবাবক সহ বিভিন্ন শেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব ,তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক সায়েম মোল্লা সহ কয়েকশ নেতা- কর্মী উপস্তিত ছিলেন।

নওগাঁয় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক ১

নওগাঁয় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ মামুনুর রশিদ মন্টু (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদরের পার-নওগাঁ দক্ষিনপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুনুর রশিদ আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ ওরফে উদার ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, মামুনুর রশিদ দীর্ঘদিন থেকে সস্ত্রাসী কারবার চালিয়ে আসছিল তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুুপার লিমন রায় ও ওসি ডিবি কে.এম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে পার নওগাঁ দক্ষিন পাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি সচল লোহার তৈরী বিদেশী পিস্তল দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ওসি কে.এম শামসুদ্দিন জানান, আটককৃত মামুনুর রশিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ধামরাইয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন।

বঙ্গবন্ধুর সোনার বাংলায় বেতন বৈষম্যর ঠাই নাই, সম্মান নিয়ে বাচঁতে চাই বেতন বৈষম্যর নিরসন চাই,এই প্রতি প্রাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডে বেতনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১মার্চ) সকাল ১২ ঘটিকার সময় ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় মানব বন্ধনে বক্তব্য দেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল করিম। তিনি তার বক্তবে বলেন, আমরা অনেক কষ্টের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের পড়াশুনা করাতে হয়। তাই আমাদের অতিশিগ্র ১১তম গ্রেড বেতন দেওয়ার দাবি জানায়।

অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার,পরে শিক্ষকদের সাথে একাঅœ প্রকাশ করে প্রাথমিকের প্রধান শিক্ষকরা ও ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যপক মিজানুর রহমান মিজান বেতন বৈষম্য নিরসনের দাবি করেন, এর সাথে উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজও একই দাবি জানায়।

নিরাপদ সড়ক চেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজার সংলগ্ন সাকা মাড়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার উপজেলার ছাইতানতলা করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর- সুন্দরগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। নিহত সুমি আক্তার ও আহত শিক্ষার্থী শাহানা আক্তার ওই বিদ্যালয়ের ছাত্রী।

বুধবার (২০শে মার্চ ) নিহত সুমি আক্তার ও আহত শাহানা আক্তার প্রতিদিনের মতই একই বাই সাইকেলে দুই বান্ধবী বিদ্যালয়ে যাচ্ছিল এমত অবস্থায় রংপুর -সুন্দরগঞ্জ গামী একটি ট্রাক ছাইতানতলা বাজার সংলগ্ন সাকা মাড়া ব্রিজের সামনে তাদের ধাক্কা দিলে ওই শিক্ষার্থীরা দূর্ঘটনার স্বীকার হয়।ঘটনাস্থলে সুমি মারা যায়।

সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানান। এছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের সামনে সড়কে দুটি স্থানে স্পিড ব্রেকার স্থাপন, স্কুল চলাকালীন মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়,ট্রাক চালক কে দ্রুত গ্রেফতার,ভাংগা রাস্তাঘাট মেরামত,বিদ্যালয়ের পাশে প্রতিটি মোড়ে মোড়ে ল্যাম্পপোস্ট, ফিটনেস বিহীন যেসকল গাড়ী গুলো রয়েছে সেগুলো কে বাতিল করতে হবে, যে সকল গাড়ী ও গাড়ী চালকের লাইসেন্স নাই তাদের দ্রুত নিবন্ধনের আওতাভুক্ত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ২নং ইউপি (সোনারায়ের] চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের সভাপতি সৈয়দ বছির আনজুম,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের প্রচার সম্পাদক মোঃজসিম উদ্দিন,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃতৌফিক খন্দকার।

এছাড়াও সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের কার্যকারী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহাদাত, আমিনুল,ফারুক,আল-আমিন,সাংবাদিক ও লেখক সুদিপ্ত শামীম প্রমুখ।

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ২০পিস স্বর্ণেরবার ও নগদ ১লাখ ৩৮হাজার টাকাসহ আটক-১

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ২০পিস স্বর্ণেরবার ও নগদ ১লাখ ৩৮হাজার টাকাসহ জিকরুল আলম (৪৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জিকরুল আলম নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে। রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম ও ক্যামেরায় ছিলেন মোঃ জাকির হোসেন।

বিজিবি সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল কোম্পানী সদরের আওতাধীন আমড়াখালী চেকপোষ্টের নায়েক নুরুল ইসলাম এর নের্তৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোষ্টে ঢাকা থেকে বেনাপোলগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। সন্দেহবশত এসময় বাসের যাত্রী জিকরুল ইসলামকে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার প্যান্টের বেল্টের মধ্য থেকে ২০পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৬ শ গ্রাম এবং আনুমাণিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৪৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক সেলিম রেজা ভারতগামী জিকরুল আলম নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০ পিস স্বর্ণেরবার ও নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে জাল টাকা ও মেশিনসহ আটক ৪

রাজশাহী মহানগড় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আল আহম্মদ মামুনের নেতৃত্বে এসআই সালাম,এসআই ছয়ফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মহানগরীর কাটাখালীর দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ১২ হাজার টাকা ও টাকা ছাপানো মেশিনসহ ৪জন জালটাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃত ব্যবসায়ীরা হলেন, নগরীর উপকণ্ঠ কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সামাউন আলীর ছেলে জনি হাসান (২৪), মাসুদ রানার ছেলে জনি আলী, গোদাগাড়ীর ফুলবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়া ও হরিয়ান পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে মুমন রানা (২৭)। জাল টাকা ছাঁপিয়ে সেগুলো মাদকদ্রব্য কেনা বেচায় ব্যবহার করতো এমন স্বীকারোক্তি দিয়েছে তারা । আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ডিবি জানতে পারে কাটাখালীর দেওয়ানপাড়া এলাকায় একটি চক্র জাল টাকা কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সুমনের বাড়ির নীচতলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় একটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও জালটাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ আপডেট...