20.3 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলায় আ: গাফ্ফার বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৬০ টি ভোট কেন্দ্রে আ’লীগের মনোনিত র্প্রাথী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ: গাফ্ফার (নৌকা) প্রতিকে ৬২,৯৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী কাজী মাহবুবুল আলম ( ঘোড়া ) প্রেিতকে পেয়েছেন ৯,৭৬৫ ভোট। বিকল্প ধারা বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রউফ মান্নান ( কুলা ) প্রতীকে পেয়েছেন ৭,২৭৯ ভোট । সতন্ত্র প্রার্থী মো: বি,এস, এ হুমায়ন কবীর চৌধুরী ( আনারস ) প্রতিকে পেয়েছেন ৪,০৮৯ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দূল আহাদ ( টিউবয়েল ) প্রতিকে ৩১,৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রর্থী মো. মিলটন উদ্দিন (তালা )প্রতিকে পেয়েছেন ২৯,৬২২ ভোট। গৌতম চন্দ্র দে সতন্ত্র প্রাথী ( চশমা) প্রতিকে পেয়েছেন ১৫,০০৭ ভোট । মো: সাফেল মাহমুদ ( টিয়া পাখি ) প্রতিকে পেয়েছেন ৪,২৯৯ ভোট । হাকিম উড়াও (উড়োজাহাজ ) প্রতিকে পেয়েছেন ২,৯২৮ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী উপজেলা যুব মহিলালীগের আহবায়ক খাদিজাতুল কোবরা (হাঁস) প্রতিকে ৫৩,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা বেগম (কলস ) প্রতিকে পেয়েছেন ২৭,৯ ৫১ ভোট।
নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ করতে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে আইন শ্খুংলা বাহিনী মোতায়ন ছিল ।

পুরো উপজেলায় তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী ছিল , কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি , আইন শৃংখলা বাহিনীর ভুমিকা ছিল প্রশংসনীয়।

রাঙ্গামাটিতে বাঘাইছড়িতে প্রিজাইডিং , পোলি্‌ ও ৩ জন আনসার সদস্য নিহত হয়েছেন ।

রাঙ্গামাটিতে বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে ৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১ জন প্রিজাইডিং অফিসার, ১ জন পোলিং অফিসার ও ৩ জন আনসার সদস্য নিহত হয়েছেন । তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো ১১ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে জালভোট ও কারচুপির অভিযোগ এনে রাঙ্গামাটির বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ছয় চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

কেন্দ্রে যেতে বাধা ও রাতে ব্যালটবাক্স ভর্তির অভিযোগে সোমবার বেলা ১২টার দিকে তারা নির্বাচন স্থগিত করার , আবেদন জানিয়ে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জনসংহতি সমিতির নেতা পঞ্চানন চাকমা, যানচিনা চাকমা, ইউপিডিএফ সমর্থিত রূপম চাকমা ও কেনারঞ্জন চাকমা । নানিয়ারচর উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের তারা এ তথ্য জানান।

এ ছাড়া ভোট কারচুপির অভিযোগ এনে বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সমীরণ চাকমা, সুমিতা চাকমা, নানিয়ারচরে কোয়ালিটি চাকমা ও রণবিকাশ চাকমা ভোট বর্জনে ঘোষণা দেন। যদিও ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে রাঙ্গামাটির প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনী র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে । পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল থেকে রাঙ্গামাটি জেলার ২০৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে দায়িত্বে থাকা কর্মকর্তারা ।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫ জেলার ১১৬ উপজেলায় ভোট আজ। এসব উপজেলার ৭ হাজার ৩৯টি কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন মোট এক কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।

বেনাপোল দিয়ে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে ।

প্লাস্টিক ব্যাগ বর্জণ করি, পরিবেশের ভারসম্য রক্ষা করি এই শ্লোগানে দুই বাংলার মানুষকে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে বাংলাদেশে এসেছে ভারতের তিন বন্ধুর এক প্রতিনিধি দল। রবিবার সকালে একটি সাইকেল র‌্যালী নিয়ে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

তিন বন্ধুর নাম- পার্থ মুখোপাধ্যায়,সুপ্রতিম মজুমদার ও মানস ঘোষ।তারা জানান, আজকের পৃথিবীতে আমরা প্লাস্টিকের ওপর ভীষণভাবে নির্ভরশীল কিন্তু এই প্লাস্টিক ব্যবহারের পর ফেলে দিলে তা শত বছরেও নষ্ট হয় না। যে কারণে পরিবেশের ওপর পড়ে সাংঘাতিকভাবে কু-প্রভাব। ফলে প্রাণিকুল আজ মারাত্বকভাবে বিপন্ন। যা ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে মানব সমাজকে করবে চরম বিপদের মুখোমুখি। তাই এর থেকে নিজেদের বাঁচাতে ও সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তুলতে এখন থেকেই প্লাস্টিক বর্জন করতে হবে।

এই প্রতিনিধি দলের মানস ঘোষ বলেন, বাংলাদেশের সার্চ মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে দুই বাংলার মানুষকে প্লাস্টিকের ব্যবহার থেকে সচেতন করতে আমরা তিন বন্ধু কোলকাতা থেকে সাইকেল র্যালি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাত্রাপথে দুদেশের মানুষকে লিফলেট বিতরনের মাধ্যমে সচেতনতা করাটাই আমাদের মূল লক্ষ্য।

১৩ দিনের সচেতনতামুলক যাত্রা শেষে ২৯ মার্চ দলটি আবার বেনাপোল দিয়ে ভারতের ফিরে যাবে।

নিউজল্যান্ডের এর মসজিদে সন্ত্রাসী হামলার পতিবাদে রাজাশাহীতে মানববন্ধন

নিউজল্যান্ডের ক্রাইস চার্চের মসজিদের গত ১৫ মার্চ জুম’আর নামাযে খ্রিষ্টান সন্ত্রাসী কর্তৃক জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীর প্রানকেন্দ্র জিরোপয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর সর্বস্তরের ওলামা মাশায়েখবৃন্দের আয়োজনে করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জানানো হয়, এই হামলায় বাংলাদেশের চারজনসহ ৫০জন মুসলিম ভাই-বোনকে হত্যা ও অসংখ্য মুসল্লিদের আহত করেছে সন্ত্রাসীরা।

এর প্রতিবাদে মানববন্ধন ও আহত-নিহতের জন্য দোয়া করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ওলামা মাশায়েখদের পক্ষ থেকে রহুল আমিন।

নওগাঁয় নির্বাচনের দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু ।

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর মহাদেবপুরে দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম (৪৮) নামে এক প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।নিহত মাজেদুল মহাদেবপুর হাজী ধনেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়িও একই এলাকায়।

জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন বলেন, সকালে পাঠাকাঠা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণের কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ১০ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ৬০৮টি কেন্দ্রে চার হাজার ৫৭৫টি বুথে ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

এসব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।সাপাহার উপজেলার ওড়নপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। পুরুষ ভোটারদের উপস্থিত বেশি থাকলেও নারী ভোটাররা ছিল কম। তবে সাংসারিক কাজ শেষ করে দুপুরের দিকে নারী ভোটাররা ভোট দিতে আসবেন বলে জানা গেছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ৯২৪ ও নারী ভোটার ৯০৩ জন।

জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, নওগাঁর ১১ উপজেলার মধ্যে ১০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অন্য ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫, ভাইস চেয়ারম্যান পদে ৪০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০ উপজেলায় ১৬ লাখ ৯১ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন।

বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক ।

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। কোন মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

রবিবার সোমবার ভোর রাতে পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মোট ৩৩৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন জানান,আটককৃত ফেন্সিডিল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে যা পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

মহানন্দা সেতুর টোলঘর থেকে ১০০ শ বোতল ফেনসিডিলসহ স্বামী স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ১০০ শ বোতল ফেনসিডিলসহ স্বামী স্ত্রীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে রাজশাহী রাজপাড়া থানার বিলসিমলা মহল্লার নজরুল ইসলামের ছেলে রাকিবুল হাসান(২৮) ও তার স্ত্রী সাথী(২৫)। চাঁপাইনবাবগঞ্জের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান,রবিবার দুপুর ১টার দিকে টোলঘর এলাকায় মোটরসাইকেল নিয়ে সন্দোহজনকভাবে অবস্থান করা রকিব ও সাথীকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে।

এসময় মোটরসাইকেলর টুলবক্স সীটের নিচসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের থানায় সোপার্দ করা হয়েছে।

সাভারের হেমায়েতপুর বাসস্টান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল উদযাপন ।

আজ রবিবার (১৭মার্চ ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে ।

আজ রাত ১০ টার দিকে হেমায়েতপুর বাসস্টান্ড সংলগ্ন হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগ নেতা জানাব মোঃ আঃ রহমান সাহেবের উদ্দগে সংক্ষিপ্ত আলোচনা ,দোয়া মাহফিল ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালন করা হয় ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়র পরিষদের সুযোগ্য চেয়ার‌ম্যান জনাব মোঃ জনাব ফখরুল আলম সমর ।

এদিকে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভারেরে তেতুল ঝোড়া ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্লব , সাজ্জাত , লক্ষন রায় সহ আরো অনেকেই ,
এছাড়াও উপস্থিত ছিলেন সাভারের স্বেচ্ছাসেবক লীগের তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মো: আলতাফ হোসেন সহ মার্কেট দোকান দার , মোঃ জুলহাস ,শাহীন ,সুজন ,পলাশ ,আমিনুল ইসলাম ,কবির ,মজিবর ,রনি ,মাসুদ ,মামুন ,জয়নাল ,ফারুক ,শাহ্‌ আলম ,ছালাম ,সোহেল ,জামান ,জাকির ,শফিক ,কাদের মোল্লা ,মনোয়ার মোল্লা ,শওকত ,মান্নান ,সাইদুল ,কুদ্দুস ,রাজু , ইব্রাহীম ,মনির ,রবিউল ,শরিফ ,বাবু ,বাহার ,হাছান ,জহিরুল ,মালেক আলমগীর সহ সকল দোকান দা’র গণ ।

এর আগে ,সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর , বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশুদিবস উপলক্ষে পৃথক কর্মসূচী পালন করেছে । দিনের শুরুতে পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও শতাধিক এতিম শিশু নিয়ে দোয়ামাহফিলের আয়োজন করেন। পরে শিুশুদের মাঝে মিষ্টি বিতরন করা হয় ।

পরিশেষে হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে  দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেক কাটা হয় ।

মান্দায় পাঁচ লক্ষাধিক মানুষ, ৩ জন চিকিৎসক,লাভবান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার-কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত ।

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল-সংকট চলছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে ২১টি। কিন্তু বর্তমানে চিকিৎসক আছেন মাত্র তিনজন। নওগাঁর সবচেয়ে বড় উপজেলা মান্দা।

১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় লোকসংখ্যা প্রায় ৫ লক্ষাধিক । প্রতিদিন ১৫০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে টিকিট কাটে। এ ছাড়া জরুরি ও অন্তর্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেয় আরও ৪০ থেকে ৫০ জন রোগী। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে রোগীরা কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ২১টি। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন তিনজন স্বাস্থ্য কর্মকর্তা। তাঁদের একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। চিকিৎসকের ১৮টি শূন্য পদের মধ্যে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের। এ ছাড়া শূন্য রয়েছে আটজন স্বাস্থ্য কর্মকর্তার পদ।

এ অবস্থায় চিকিৎসাসেবা চালিয়ে নেওয়ার স্বার্থে উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সাতজন স্বাস্থ্য সহকারীকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। সম্প্রতিপ সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অনেক রোগী টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছে। টিকিট না কেটে চিকিৎসকের খোঁজখবর নিচ্ছে আরও অনেকে। বহির্বিভাগের দুটি কক্ষে রোগী দেখছেন স্বাস্থ্য কর্মকর্তা তাহসিনা বিনতে আবেদ ও স্বাস্থ্য সহকারী রুনা খাতুন। দুটি কক্ষের সামনেই রোগীদের দীর্ঘ সারি। অন্তর্বিভাগের রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার। সেবা নিতে আসা উপজেলার চৌধুরী গ্রামের নিশাত আক্তার ও রুমি খাতুন, ছোটবেলালদহ গ্রামের ইমাজ উদ্দিন , বড়পই উর্মী আক্তারসহ ১০-১২ জনের সঙ্গে কথা হয়।

তাঁরা বলেন, হাসপাতালে আর আগের মতো চিকিৎসাসেবা পাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাওয়া যায় না। বাধ্য হয়ে সেবা না নিয়েই অনেক সময় ফিরে যেতে হয়। তাঁদের অভিযোগ, তা ছাড়া এখানে চিকিৎসকের ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হয়। ২০১৫ সালের ২৫ মার্চ এ স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে মান্দায় এ চিকিৎসাসেবা শুরু হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

বিকেলেও বহির্বিভাগে চিকিৎসা নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখানে আসে নানা বয়সের রোগী। কিন্তু চিকিৎসক-সংকটে এখন ভাটা পড়ে গেছে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম। এখন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দিয়ে একই সঙ্গে চালিয়ে নেওয়া হচ্ছে দুই বিভাগের কাজ। উপজেলার ছোটবেলালদহ গ্রামের রফাতুল্লহ খন্দকার বলেন, ‘কিছুদিন আগেও সকালে গৃহস্থালির কাজ শেষে বিকেলে এখানে এসে সেবা নিয়েছি। এখন ডাক্তার না থাকায় বিকেলে বহির্বিভাগ সপ্তাহের অধিকাংশ দিনই খোলা থাকে না। ফলে বাধ্য হয়ে অনেকে বেশি টাকা খরচ করে ক্লিনিকে কিংবা প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা নিচ্ছে। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না মেলায় উপজেলার মানুষ অতিরিক্ত টাকা খরচ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা ভাস্কর চন্দ্র মন্ডল বলেন, প্রতিদিন ১৫০ থেকে ২৫০ রোগীর সেবা দিতে মাত্র ৩ জন চিকিৎসককে হিমশিম খেতে হয়। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পদগুলো দীর্ঘদিন ধরে খালি থাকায় রোগীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান বলেন, প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ অধ্যুষিত এই উপজেলায় স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। চিকিৎসক ও জনবল-সংকটসহ বিভিন্ন সমস্যার কথা একাধিকবার সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

সিভিল সার্জন মোমিনুল হক বলেন, শুধু মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক-সংকট রয়েছে। বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ৩৯তম বিসিএস থেকে বেশ কিছু চিকিৎসক পদায়ন করার কথা রয়েছে। তখন হয়তো সংকট কিছুটা মোচন হবে।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্দ্যেগে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (১৭মার্চ ) বিকাল ৪টায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার কার্যালায়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উদ্যেক্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বামনডাঙ্গার, মোঃ মাসুদ সরকার।

এদিকে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম (লিটন),বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি বাপ্পী রাম রায়(ক্যাপ্টেন), বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার বিচার বিষয়ক সম্পাদক হাসান আলী পাপ্পু,এছাড়াও বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার কার্যকারী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন লাবীব,মাসুদ,লাবণ্য প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

সর্বশেষ আপডেট...