28.1 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

আগামী বাজেট,প্রতিটি পরিবারের অন্তত একজনকে চাকরি দেয়ার ব্যবস্থা করব-আ হ ম মুস্তফা কামাল

প্রতিটি পরিবারের অন্তত একজনকে চাকরি দেয়ার ব্যবস্থা করব। এ কাজটি আগামী বাজেট থেকেই বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । তিনি আরো বলেন , আমরা বিভিন্নভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে কাজ করছি। পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে পারলে নিরাপত্তা বেষ্টনীতে চাপ কমবে।’

আগামী (২০১৯-২০) অর্থবছরের বাজেট প্রণয়নে নীতিগত বিষয়সমূহের ওপর মতবিনিময়ের জন্য দেশের থিংক ট্যাংক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা বলেন। আজ (রোববার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের থিংক ট্যাংক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএফ), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) স্বনামধন্য অর্থনীতিবিদরা ছাড়া বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর ধারাবাহিকভাবে সংসদীয় স্থায়ী কমিটি, এনজিও, মন্ত্রণালয়, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে একই বিষয়ে আলোচনায় বসবেন অর্থমন্ত্রী।

জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রাথমিকভাবে বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৫০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা বা সাড়ে ১৩ শতাংশ বেশি।

দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ আকৃষ্ট এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে।

আগামী বাজেটে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে থাকছে বিশেষ পদক্ষেপ।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ভোট স্থাগিত .

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসার ভোট স্থাগিত করা হয়েছে। একই সঙ্গে দুইজন পুলিং অফিসারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। দুপুর ১ টার দিকে এই কেন্দ্র স্থগিত করে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, পোলিং অফিসার নাজমুল হক, সহকারি প্রিজাইডিং অফিসার মুকিদ আলী মাস্টার ও নৌকার পোলিং এজেন্ট মাসুদ রানা।

রিটানিং অফিসার সাইফুল ইসলাম বলেন, তিনজন মিলে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারছিল। বিষয়টি তৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। তারা দ্রুত গিয়ে তাদের গ্রেপ্তার করে বেশকিছু সিল মারা ব্যালট পেপার জব্দ করে।

পরে ওই কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত ঘোষনা করা হয়।
এদিকে, গোদাগাড়ী উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

ভোট গ্রহণ স্থগিত ও আটকের নিশ্য়তা করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান।

বেনাপোলে গনধর্ষনের শিকার দুই তরুনী; ধর্ষনের ১৮ ঘন্টা পর আটক- ৬ ধর্ষক

বেনাপোলে গনধর্ষনের শিকার দুই তরুনী; ধর্ষনের ১৮ ঘন্টা পর আটক- ৬ ধর্ষক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে ৭ নরপশু কর্তৃক দুই তরুনীকে গনধর্ষন করে সর্বকালের সর্বযুগের ঘৃন্যতম কাজটি করার ১৮ ঘন্টার মধ্যে গেফতার হলো ৬ ধর্ষক ও উদ্ধার হয়েছে দুই তরুনী।

রবিবার রাত্রে রিয়া ও শাহনাজ নামে দুই তরুনীকে বেনাপোলের পুটখালী গ্রামের শাহ-আলমের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে রাতভর পালাক্রমে গনধর্ষন করেছে। রিয়ার বাড়ি কুষ্ঠিয়া জেলায় ও শাহনাজের বাড়ি চাদাপুর জেলায়।

আটককৃতরা হলোঃ- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রাতুল, পিতা ছাদেক হোসেন, সোহেল পিতা আলম, আব্দুল্লাহ পিতা খালেক সেখ,আরিফ হোসেন পিতা আজাহার হোসেন, শিমুল পিতা মর্শেদ আলী, বিপ্লব পিতা আয়ুব আলী। শাহীন নামে অপর আসামি পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায় ভারতে আতœীয় স্বজনের বাড়ি বেড়াতে যওয়ার উদ্দেশ্য তারা পুটখালী দালালদের মাধ্যমে আসে। এরপর তাদের রাত্রে শাহ-আলম বিশ্বাসের বাড়ি আটকে রেখে গভীর রাত্রে একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে গনধর্ষন করে।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, অবৈধপথে ভারত যাওয়ার উদ্দেশ্য আসা দুই তরুনীকে পুটখালী গ্রামের ৭ জন ধর্ষক সারারাত পালাক্রমে ধর্ষন করেছে। আমি এ খবর জানতে পেরে সুকৌশলে গ্রাম বাসির সহযোগিতায় মীমাংসা করার কথা বলে ধর্ষকদের পুটখালী একটি বাড়িতে হাজির করিয়ে খুব দ্রæত ভাবে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ধর্ষনের ধারা অনুযায়ি মামলা হয়েছে। ধর্ষনের শিকার দুই যুবতীকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আগামীকাল তাদের যশোর কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মনাকষাতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ।

শিবগঞ্জের মনাকষাতে শিশুদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে রবিবার দিনব্যাপী শিশুদের জন্য ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা গ্রামে সাংবাদিক সফিকুল ইসলামের নিজ বাড়িতে। এ সময় শিুশুদের মাঝে চিকিৎসা প্রদান করেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রায়হান ( এমবিবিএস) ও তার সহধর্মিনী ডাক্তার সুফিয়ান আরা বেগম (এমবিবিএস) ফ্রিমেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন

শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল ইমরান আলি, কোষাধ্যক্ষ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ, সাংবদিক জিয়াউল হক, তোহিদুল আলম টিয়া, আসফাকুর রহমান রাসেল,শাহ আলম, ফরহাদ আলি, স্থানীয় মিডিয়া কর্মীরা। দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শ রোগীর চিকিৎসা প্রদান করা হয়।

রাজশাহীর সবকটি উপজেলাতে নৌকার জয়

রাজশাহী জেলার আট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। এর মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত। অপর ছয়জন জিতে এলেন ভোটের মাঠে লড়াই করে।

আজ রবিবার অনুষ্ঠিত ভোটে নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, তানোরে লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়ায় জিএম হিরা বাচ্চু, বাগমারায় অনিল কুমার সরকার, দুর্গাপুরে নজরুল ইসলাম ও চারঘাটে ফকরুল ইসলাম।

আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন বাঘায় লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরে আবদুস সালাম।
বেসরকারি ফলাফলে চারঘাটে নৌকার প্রার্থী ফকরুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টিপু সুলতান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪০১।

পুঠিয়ায় নৌকার প্রার্থী জিএম হিরা বাচ্চু পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আনসার আলী লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৩ ভোট।
তানোরে আওয়ামী লীগের লুৎফর হায়দার রশীদ ময়না নৌকা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২২ ভোট। মাত্র ৩৫৪ ভোট কম পেয়ে ময়নার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শরিফুল ইসলাম হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৬৬ ভোট।

বাগমারায় নৌকার প্রার্থী অনিল কুমার সরকার পেয়েছেন ৩২ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৪ ভোট।

গোদাগাড়ীতে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪৮ হাজার ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২১ ভোট।
দুর্গাপুর উপজেলায় নৌকার প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৩৫ হাজার ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মজিদ সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৪৯ ভোট।

পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম দফায় রাজশাহীর নয় উপজেলার মধ্যে শুধু পবা উপজেলায় নির্বাচন হলো না। পবার নির্বাচনে তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে সেখানকার নির্বাচন এক বছরের জন্য স্থগিত হয়ে যায়।

রাজশাহীতে ভোট হওয়া আট উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ৫২২টি। আর ভোটার ছিলেন ১৩ লাখ ৯৬ হাজার ৭৭৫ জন।

আরএমপি পুলিশ লাইনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর শুভ উদ্বোধন ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আর এমপি) পুলিশ লাইনে পুলিশ সদস্য (ফোর্স)দের জন্য বিশুদ্ধ সুপেয় খাবার পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ৫০০০ লিটার পানির ধারন ক্ষমতাযুক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

আজ রবিবার বেলা ১১টার সময় আর এমপি পুলিশ কমিশনার জনাব এ কে এম হাফিজ আক্তার বিপিএম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর শুভ উদ্বোধন করেন । মূলত পুলিশ কমিশনারের একান্ত সদিচ্ছায় ও উদ্যোগে আরএমপি ফোর্সদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়।

এ সময় আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম,ডিসি(পশ্চিম) মোঃ আমির জাফর,শাহমখদুম জোন এর ডিসি হেমায়েত উল্লাহ,ডিসি (কাশিয়াডাঙ্গা) মো: জয়নুল আবেদীন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমসহ আরএমপির অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

শার্শায় র‌্যাব-৬ এর অভিযানে ফেন্সিডিলিসহ আটক-২

যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে ২০৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা থানাধীন দূর্গাপুর মাঝের পাড়া গ্রাম থেকে ২০৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ হাসান আলী(২৫) ও মোঃ মারুফ হোসেন(২৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক দুই মাদক ব্যবসায়ী শার্শার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ মাদক ও আসামীদের আটকের বিষয়টি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

রেলের মহাপরিচালক বেনাপোল স্টেশন পরিদর্শন ।

বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম মিয়া।

রবিবার দুপুর সাড়ে ৪টার সময় তিনি যশোর থেকে বিশেষ একটি বগিতে চড়ে স্থলবন্দর বেনাপোল রেল স্টেশন ইমিগ্রেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ২৫ সদস্য বিশিস্ট নেতৃত্বে ছিলেন মহা পরিচালক রফিকুল ইসলাম মিয়া। মহাপরিচালকের প্রদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ডিটিও আব্দুল আল মামুন, চীফ ইঞ্জিনিয়ার(সিএসটিই রাজশাহী)অসীম কুমার তালুকদার,(সিই রাজশাহী) আফজাল হোসেন ,(ডিআরএম পাকশী) নাজমুল ইসলাম,(ডিইএন-১,পাকশী) রিয়াদ আহম্মেদ, (ডিইও পাকশি)ইউনুচ আলী,ব্রীজ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ভারত-বাংলাদেশ এফবিসিআই স্থলবন্দর কমিটির চেয়ারম্যান মতিউর রহমান।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে বেনাপোল থেকে সরাসরি ঢাকা চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন আবেদনের পরিপেক্ষিতে পরবর্তীতে বন্ধন এক্সপ্রেসের টিকেট বেনাপোল থেকে দেওয়া হবে। বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত বগি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিশনিং করা হবে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী জুন মাস থেকে নতুন রেলকোচগুলো পুরোপুরিভাবে চলাচল করবে।

পাটের সোনালী দিন আবারও ফিরে আসবে-বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

আবারও দেশে পাটের সোনালী দিন ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, একসময় দেশে ব্যাপক হারে প্লাষ্টিক ব্যবহার করায় পাটের উপর দুর্যোগ নেমে এসেছিলো। এখন মানুষ প্লাষ্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। এছাড়াও মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থাকবে দুর্ণীতি মুক্ত। আমি নিজেও দুর্ণীতি করবো না এবং অন্যকেও দুর্ণীতি করতে দেবনা। এখানে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারন করেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমূখ।

শিবগঞ্জের মনাকষায় ১০০ বোতল ফেনসিডিলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ব্যক্তি মনাকষা হাউসনগর গ্রামের সৈয়ব আলীর ছেলে আব্দুল মান্নান(৫০)।পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালাই গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় তার বাড়িতে রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ।

সর্বশেষ আপডেট...