15 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

চাঞ্চল্যকর হিরু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১১ বছর পর গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গঙ্গাধর পট্টি এলাকা হতে চাঞ্চল্যকর হিরু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রহমান(৩২) কে গ্রেফতার করা হয়েছে ।

মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গঙ্গাধর পট্টি এলাকায় ২২ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫.৩০ মিনিটে  অভিযান পরিচালনা করে দীর্ঘ ১১ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রহমান’কে গ্রেফতার করা হয়। সাজা এড়াতে আঃ রহমান ছদ্মবেশে পালিয়ে বেড়ায় ১১ বছর। কখনও প্রবাস জীবন আবার কখনও সি এন জি, বাস কিংবা ট্রাক চালক।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিপিএম(বার) স্যারের নির্দেশনায় এবং সিংগাইর থানার সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ ইজ্জত আলী ও র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর সহায়তায় আঃ রহমান’কে গ্রেফতার করা হয়।

শফিকুল ইসলাম মোল্লা আরো জানান,পিকআপ ভ্যান ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও মারামারিকে কেন্দ্র করে হত্যা পরিকল্পনার সূত্রপাত ঘটে আঃ রহমান নিহত হিরুকে হত্যার পরিকল্পনা করে। গত ইং ২২/০৯/২০১০ তারিখ আসামী আঃ রহমান পিকআপ চালিয়ে মিতরা বাস স্ট্যান্ড হতে ভাঙ্গালা বাজারে যাওয়ার পথে সিংগাইর থানাধীন আমতলী নামক বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় হিরুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর দিয়ে পিক আপ উঠিয়ে দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিম হিরুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম হিরুকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত ঘটনায় নিহত হিরু’র স্ত্রী মোসাঃ মেহেরজান বাদী হয়ে আসামী আঃ রহমানের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  মামলার আসামী আঃ রহমানকে সংশ্লিষ্ট থানার পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে এবং ০৪ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পায়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামী আঃ রহমান এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে চার্জশিটের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ আদালত, মানিকগঞ্জ এর বিজ্ঞ বিচারক উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম হিরু হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে ০২/০৯/২০২১ তারিখে চার্জশীটে অভিযুক্ত আসামী আঃ রহমান’কে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

উক্ত ঘটনার পর হতে আসামী আঃ রহমান দীর্ঘ ১১ বছর পলাতক ছিলো।

রাণীশংকৈলে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম মিনহাজুল(৩)। সে উপজেলার খঞ্জনা গ্রামের আইনুক হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে থাকা শিশুটি সবার অগোচরে পার্শ্ববর্তী নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে তিনি ওই পুকুরে তার ছেলেক ভাসমান অবস্থায় দেখতে পান। লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কালিয়াকৈরে শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ বর্ধিত সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর সভাস্থ কালামপুর রেললাইন বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৬ নং ওয়ার্ডে উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কালামপুর রেললাইন বাজার এলাকায় এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর শ্রমিগলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগের সভাপতি হাজী মোঃ হারিজ উজ্জামান হারিজ খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী, পৌর তাঁতি লীগের একআংশের সভাপতি কিরন মাহমুদ ওয়ার্সী,পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য শ্রী জিতেন্দ্র চন্দ্র সরকার কালু, পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি শ্রী উষা রঞ্জন কোচ সহ কালিয়াকৈর পৌর আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ।

পূজাতে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনায় পূজার আনন্দ করতে গিয়ে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাপ্পু সরকার কলমাকান্দা উপজেলার নওয়াগাঁও গ্রামের পূর্ণ সরকারের ছেলে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে বাড়ির কাছেই স্থানীয় একটি পূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনসা পূজা উদযাপনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে স্থানীয় একটি পূজা মণ্ডপের সামনে বৈদ্যুতিক স্পিকারে গান ছেড়েছিলেন পাপ্পু।

স্পিকারের উপরে হঠাৎ পানি পড়লে পরিষ্কার করতে যান তিনি। স্পিকারে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে পাপ্পু।

পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে পাপ্পুকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের মিলাদ-মাহফিল

হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সন্ধ্যায় আ.লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায অনুষ্ঠানে সভাপতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সহ-সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী মাস্টার, আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগ, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে জাতির পিতার দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবনাদর্শের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ১৫ আগস্টে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন পন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন মতাবলম্বীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিজে নেন।

ঘটনার দিন বৃহস্পতিবার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে জন্মাষ্টমী পূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা বিরাজ করে। ফলে ১৮ আগষ্ট ভোর ৬টা থেকে ২০ আগষ্ট রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। এ সমস্যা সমাধানে জেলা আইন শৃংখলা কমিটির সভায় একাধিকবার এ বিষয় উত্থাপন করা হলেও কোনো সমাধান হয়নি।

সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, “ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। জন্মাষ্টমী পূজা উদযাপনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

সাভারের আমিন বাজারে জমি দখলের অভিযোগ-স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ।

স্টাফ রিপোর্টার্স:সাভার উপজেলার আমিনবাজারের সালেপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে।

স্থানীয় ভুক্তভোগী আলী মিস্ত্রি জানান , ১৯৮২ সালে মহিউদ্দিন ও আমির হোসেন গং এর কাছ থেকে ১১৩ শতাংশ জমির মধ্যে আলী মিস্ত্রি ৭৫.৩৩ শতাংশ জমি নিজে ক্রয় করেন, এবং তাহার পাশের অবশিষ্ট ৩৭.৬৬ জমি বর্তমান আমিনবাজার ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদের পিতা মৃত মফিজ উদ্দিন ক্রয় করেন। তিনি বেঁচে থাকতে তার জমির বাউন্ডারি ওয়াল করে নিজে দখলে ছিলেন এবং আমি আমার জমি নিজের দখলেই ছিলাম।

কিন্তু বর্তমানে চেয়ারম্যান রকিব আহমেদ সেই দেয়াল ভেঙে আমার জমিতে প্রবেশ করে জায়গা দখল করার চেষ্টা করছেন, এ নিয়ে বেশ কয়েকবার জমি মেপে বাউন্ডারি ওয়াল করার অনুরোধ করলেও তিনি এসবকিছুর তোয়াক্কা না করেই জমি দখল করার চেষ্টা করছেন ‌ বলে জানান ভুক্তভোগী আলী মিস্ত্রি।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ নিয়ে আমাদেরকে বেশ কয়েকবার জীবননাশের হুমকি দেওয়ায় আমরা আইনের আশ্রয় নিলেও পরবর্তীতে থানা পুলিশ আমাদের সহায় হয়নি। তাই আমরা কোর্টের আশ্রয় নিয়ে ছিলাম সেখান থেকে জমির সকল রায় আমাদের পক্ষে থাকলেও বর্তমানে এসব কোন তোয়াক্কা না করেই রকিব চেয়ারম্যান নতুন করে নিজের মনগড়া সিদ্ধান্ত নিয়ে আমার জমিতে অনুপ্রবেশ করে দখলের চেষ্টা করছেন। যদি বাধা দিতে যাই তবেই ভয়-ভীতি ও হুমকি সহ মারার জন্য প্রস্তুতি নিতে থাকেন।

এ বিষয়ে বর্তমান আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদের সাথে কথা বলতে চাইলে, তিনি তিনি বলেন, এখনই এটা নিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধের পাশাপাশি তাহার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা এছাড়াও এই নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

আলী মিস্ত্রি আরো অভিযোগ করে বলেন গেলো ১৫ই আগস্ট দুপুরে বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদের ভাই সহ বেশ কয়েকজন সন্ত্রাসী তাহার জমির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে আবারো জমি দখলের চেষ্টা করলে, স্থানীয় আমিনবাজার পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানালে তাৎক্ষণিক পুলিশের এস আই লিন্টু মোল্লা ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।

এ বিষয়ে জানতে চাইলে এস আই লিন্টু মোল্লা বলেন, বিষয়টি নিয়ে আমরা ফাঁড়িতে বসে কাগজপত্র দেখে ব্যবস্থা নেবো । এবং কেউ যেন জমি দখল করতে না পারে সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি ।

ভুক্তভোগী আলী মিস্ত্রির শারীরিক প্রতিবন্ধী ছেলে জাহিদ জানান, কথায় কথায় আমাদের মারতে আসে তাই আমরা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি, তাই আইন প্রশাসন ও সরকারের দৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৬ষ্ঠ ধাপ এ সমাপনী কুচকাওয়াজ বুধবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এনডিসি পিএসসি।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার ), এনডিসি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক সাম আনম সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারী ও সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯ চায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিধি । লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপ-এ তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

পরে প্যারেড কমান্ডার উপ পরিচালক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে প্যারেড এর সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন আনায় নিজ নিম্ন ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনোবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শদখ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা। তাদের মধ্যে হতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।

মোট ৯৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ছিল প্রথম স্থান অর্জন করেন মোঃ রাসেল হোসেন ফায়ারিং-এ সেরা মোঃ কবির হোসেন আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন সুজন নাকড়া ধারণ শেষে অঙ্গীভূত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন- জাতীয় সংসদ ভবন, বিমান বন্দর সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু টানেপ মেট্রোরেল হাসপাতাল, হোটেল মোটেল ও ইপিজেডসহ অন্যান্য সংস্থার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন বর্তমানে সারা দেশে ৫ হাজার ১ শ ১৪ টি প্রতিষ্ঠানে ৫৪ হাজারের অধিক সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রেখে চলেছে।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, বর্ষবরণ শमন বাণিজ্য মেলা ও বই মেলা রেল স্টেশন, ট্রাফিক কন্ট্রোল, কোডিড ১৯ বিশেষায়িত হাসপাতালসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার অনশৃঙ্খলা পালন করছে।

প্রধান অতিথি নবাগত সকল সদস্যদের পেশাগত ক্ষেত্রে সততা, নিষ্ঠা, আনুগত্য ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি উন্নত শৃঙ্খলা বজায় রেখে সুন্দর মানবিক আচরণের মাধ্যমে সকল ক্ষেত্রে অন্যায় অনিয়ম, দুর্নীতি অনৈতিক ও শৃঙ্খলা বহির্ভূত কার্যক হতে দূরে থেকে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে ইতিবাচক মনোভাব নিয়ে পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান রাখার প্রত্যাশা করেন ।

বাহিনীর মুক্তিযুদ্ধের চেতনাকে মনেপ্রাণে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে আত্মমর্যাদার সাথে দায়িত্ব পালন করে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ বাজ করেন।

ঠাকুরগাঁওয়ে ছাত্রের শাস্তিস্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দিলেন শিক্ষক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্র বিষ্ণু দেবকে শাস্তি স্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক তসলিমউদ্দিনের বিরুদ্ধে।

গত সোমবার (১৫ আগস্ট) দুপুরে ইউএনও বরাবরে অভিযোগ করেন ওই ছাত্রের বাবা বিনোদ দেব।

মঙ্গলবার (১৬ আগস্ট) অভিযোগের তদন্তের জন্য প্রধান শিক্ষক, নির্যাতনের শিকার স্কুল ছাত্র ও তার অভিভাবকদের ইউএনও’র কার্যালয়ের উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছেন ইউএনও।
বিষ্ণুর পিতা বিনোদ দেব বলেন, ঘটনার দিন স্কুল ছুটি হওয়ার পরও বিষ্ণু বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করি। পরে জানতে পারি যে, তার মাথার চুল কেটে দিয়ে প্রধান শিক্ষক ক্লাশে আবদ্ধ করে রেখেছেন। আমি ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। সোমবার (১৫ আগস্ট) সকালে আমি স্কুলে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক তার লোকজনকে নিয়ে আমাকে হুমকি দেন।

পরে আমি ছেলেকে নিয়ে ইউএনও’র কাছে আসি। তিনি ন্যায় বিচার করবেন বলে আশ্বাস দিয়েছেন।

ওই স্কুলের পঞ্চম শ্রেণির আরেক ছাত্র মোমিন জানান, আমি ও সহপাঠী জাহিদ হাসানের চুল আঁকাবাকা করে কেটে দিয়ে প্রধান শিক্ষক সকল ছাত্রকে বলেছেন, আমার কাছে ৭টি কাঁচি রয়েছে, কেউ যদি একটু চুল বড় রাখে তাহলে এমনভাবে কেটে দেবো। আমরা ভয়ে কয়েকজন মাথা ন্যাড়া করে নিয়েছি।

সংবাদকর্মীরা গত সোমবার দুপুরে ঘটনার বক্তব্য নেওয়ার জন্য গেলে প্রধান শিক্ষক তসলিম উদ্দীন দ্রুত স্কুল ত্যাগ করে বেরিয়ে যান। অন্যান্য সহকারী শিক্ষকরা গতকাল ছিলেন না বলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। পরে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র সিনহা জানান, ছাত্র-ছাত্রীদের মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়া শিক্ষকতা চাকুরীর নীতিমালা পরিপন্থী। বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে আমরা ওই শিক্ষককে শাস্তির আওতায় নিয়ে আসবো।

বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন বলেন,একজন অভিভাবক পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রের চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ করেছেন।

১৬ আগস্ট বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে আমার কার্যালয়ে উপস্থিত করার জন্য নির্দেশনা দিয়েছি। ওই প্রধান শিক্ষকের দোষ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে।

সাভারে সাংবাদিককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ছবি বিকৃত করে অপপ্রচার ও অব্যাহত হুমকির পর সোহেল রানা (২৫) নামে এক সংবাদকর্মীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

এর আগে, গত ১৪ আগস্ট রোববার সাভার উপজেলা পরিষদে সোহেল রানার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সংবাদকর্মী দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত সোহেল রানা দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত।
মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ একটি সরকারী দপ্তরে প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হত্যা চেষ্টার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। অবিলম্বে সোহেল রানার ওপর হামলাকারী সহ উষ্কানীদাতাদের আইনের আওতায় আনতে হবে।

হামলার ঘটনায় জড়িত অপরাধীদের সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দবি জানান বক্তারা।

এসময় আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান সভাপতি আহমেদ আবু জাফর, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন, সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মোঃ ইমন, দেশ রূপান্তরের ওমর ফরুক, মানবকন্ঠের সাদ্দাম হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাহিন সিংহ, আমার সংবাদ ও জিটিভির প্রতিনিধি শরিফ শেখ, সংবাদ সারাবেলার প্রতিনিধি রেদোয়ান হাসান, গণকন্ঠের শাহাদাত হোসেন, মর্নিং অবজার্ভারের ইমরান হাসন নিলয়, স্বদেশ বিচিত্রার সহ. সম্পাদক নাসিম খান, বাংলা টিভির আলমগীর হোসেন নিরব, বাংলা ৭১ পত্রিকার এসকে সুলতান, সন্ধ্যা বাণীর প্রতিনিধি মনির হোসেন, জনকন্ঠের ধাইরাই প্রতিনিধি সোহেল রানা, আমাদের নতুন সময়ের ধামরাই প্রতিনিধি আদনান হোসেন, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুময়িুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। ঘন্টাব্যাপী কর্মসূচির মাধ্যমে সারাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার হুশিয়ারী দেন সাংবাদিকরা।

উল্লেখ্য, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এঘটনার সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হত্যা হুমকি প্রদান করেন গ্রেপ্তার ইউপি সদস্যের ভাই শামীম ও তার অনুসারীরা।

এর রেশ ধরেই গত রোববার দুপুরে সাংবাদিক সোহেল রানার ওপর হামলা করে সন্ত্রাসীর ।

সর্বশেষ আপডেট...