রাণীশংকৈলে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম মিনহাজুল(৩)। সে উপজেলার খঞ্জনা গ্রামের আইনুক হকের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে থাকা শিশুটি সবার অগোচরে পার্শ্ববর্তী নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন।
এক পর্যায়ে তিনি ওই পুকুরে তার ছেলেক ভাসমান অবস্থায় দেখতে পান। লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কালিয়াকৈরে শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ বর্ধিত সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর সভাস্থ কালামপুর রেললাইন বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৬ নং ওয়ার্ডে উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কালামপুর রেললাইন বাজার এলাকায় এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর শ্রমিগলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগের সভাপতি হাজী মোঃ হারিজ উজ্জামান হারিজ খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী, পৌর তাঁতি লীগের একআংশের সভাপতি কিরন মাহমুদ ওয়ার্সী,পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য শ্রী জিতেন্দ্র চন্দ্র সরকার কালু, পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি শ্রী উষা রঞ্জন কোচ সহ কালিয়াকৈর পৌর আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ।
পূজাতে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোনায় পূজার আনন্দ করতে গিয়ে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাপ্পু সরকার কলমাকান্দা উপজেলার নওয়াগাঁও গ্রামের পূর্ণ সরকারের ছেলে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে বাড়ির কাছেই স্থানীয় একটি পূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনসা পূজা উদযাপনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে স্থানীয় একটি পূজা মণ্ডপের সামনে বৈদ্যুতিক স্পিকারে গান ছেড়েছিলেন পাপ্পু।
স্পিকারের উপরে হঠাৎ পানি পড়লে পরিষ্কার করতে যান তিনি। স্পিকারে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে পাপ্পু।
পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে পাপ্পুকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের মিলাদ-মাহফিল
হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যায় আ.লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায অনুষ্ঠানে সভাপতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সহ-সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী মাস্টার, আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগ, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে জাতির পিতার দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবনাদর্শের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ১৫ আগস্টে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন পন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন মতাবলম্বীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিজে নেন।
ঘটনার দিন বৃহস্পতিবার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে জন্মাষ্টমী পূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা বিরাজ করে। ফলে ১৮ আগষ্ট ভোর ৬টা থেকে ২০ আগষ্ট রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। এ সমস্যা সমাধানে জেলা আইন শৃংখলা কমিটির সভায় একাধিকবার এ বিষয় উত্থাপন করা হলেও কোনো সমাধান হয়নি।
সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, “ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। জন্মাষ্টমী পূজা উদযাপনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
সাভারের আমিন বাজারে জমি দখলের অভিযোগ-স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ।
স্টাফ রিপোর্টার্স:সাভার উপজেলার আমিনবাজারের সালেপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে।
স্থানীয় ভুক্তভোগী আলী মিস্ত্রি জানান , ১৯৮২ সালে মহিউদ্দিন ও আমির হোসেন গং এর কাছ থেকে ১১৩ শতাংশ জমির মধ্যে আলী মিস্ত্রি ৭৫.৩৩ শতাংশ জমি নিজে ক্রয় করেন, এবং তাহার পাশের অবশিষ্ট ৩৭.৬৬ জমি বর্তমান আমিনবাজার ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদের পিতা মৃত মফিজ উদ্দিন ক্রয় করেন। তিনি বেঁচে থাকতে তার জমির বাউন্ডারি ওয়াল করে নিজে দখলে ছিলেন এবং আমি আমার জমি নিজের দখলেই ছিলাম।
কিন্তু বর্তমানে চেয়ারম্যান রকিব আহমেদ সেই দেয়াল ভেঙে আমার জমিতে প্রবেশ করে জায়গা দখল করার চেষ্টা করছেন, এ নিয়ে বেশ কয়েকবার জমি মেপে বাউন্ডারি ওয়াল করার অনুরোধ করলেও তিনি এসবকিছুর তোয়াক্কা না করেই জমি দখল করার চেষ্টা করছেন বলে জানান ভুক্তভোগী আলী মিস্ত্রি।
এ বিষয়ে তিনি আরো বলেন, এ নিয়ে আমাদেরকে বেশ কয়েকবার জীবননাশের হুমকি দেওয়ায় আমরা আইনের আশ্রয় নিলেও পরবর্তীতে থানা পুলিশ আমাদের সহায় হয়নি। তাই আমরা কোর্টের আশ্রয় নিয়ে ছিলাম সেখান থেকে জমির সকল রায় আমাদের পক্ষে থাকলেও বর্তমানে এসব কোন তোয়াক্কা না করেই রকিব চেয়ারম্যান নতুন করে নিজের মনগড়া সিদ্ধান্ত নিয়ে আমার জমিতে অনুপ্রবেশ করে দখলের চেষ্টা করছেন। যদি বাধা দিতে যাই তবেই ভয়-ভীতি ও হুমকি সহ মারার জন্য প্রস্তুতি নিতে থাকেন।
এ বিষয়ে বর্তমান আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদের সাথে কথা বলতে চাইলে, তিনি তিনি বলেন, এখনই এটা নিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধের পাশাপাশি তাহার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা এছাড়াও এই নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।
আলী মিস্ত্রি আরো অভিযোগ করে বলেন গেলো ১৫ই আগস্ট দুপুরে বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদের ভাই সহ বেশ কয়েকজন সন্ত্রাসী তাহার জমির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে আবারো জমি দখলের চেষ্টা করলে, স্থানীয় আমিনবাজার পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানালে তাৎক্ষণিক পুলিশের এস আই লিন্টু মোল্লা ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
এ বিষয়ে জানতে চাইলে এস আই লিন্টু মোল্লা বলেন, বিষয়টি নিয়ে আমরা ফাঁড়িতে বসে কাগজপত্র দেখে ব্যবস্থা নেবো । এবং কেউ যেন জমি দখল করতে না পারে সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি ।
ভুক্তভোগী আলী মিস্ত্রির শারীরিক প্রতিবন্ধী ছেলে জাহিদ জানান, কথায় কথায় আমাদের মারতে আসে তাই আমরা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি, তাই আইন প্রশাসন ও সরকারের দৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার।
কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৬ষ্ঠ ধাপ এ সমাপনী কুচকাওয়াজ বুধবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এনডিসি পিএসসি।
এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার ), এনডিসি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক সাম আনম সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারী ও সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯ চায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিধি । লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপ-এ তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
পরে প্যারেড কমান্ডার উপ পরিচালক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে প্যারেড এর সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন আনায় নিজ নিম্ন ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনোবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শদখ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা। তাদের মধ্যে হতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।
মোট ৯৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ছিল প্রথম স্থান অর্জন করেন মোঃ রাসেল হোসেন ফায়ারিং-এ সেরা মোঃ কবির হোসেন আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন সুজন নাকড়া ধারণ শেষে অঙ্গীভূত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন- জাতীয় সংসদ ভবন, বিমান বন্দর সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু টানেপ মেট্রোরেল হাসপাতাল, হোটেল মোটেল ও ইপিজেডসহ অন্যান্য সংস্থার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন বর্তমানে সারা দেশে ৫ হাজার ১ শ ১৪ টি প্রতিষ্ঠানে ৫৪ হাজারের অধিক সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রেখে চলেছে।
এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, বর্ষবরণ শमন বাণিজ্য মেলা ও বই মেলা রেল স্টেশন, ট্রাফিক কন্ট্রোল, কোডিড ১৯ বিশেষায়িত হাসপাতালসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার অনশৃঙ্খলা পালন করছে।
প্রধান অতিথি নবাগত সকল সদস্যদের পেশাগত ক্ষেত্রে সততা, নিষ্ঠা, আনুগত্য ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি উন্নত শৃঙ্খলা বজায় রেখে সুন্দর মানবিক আচরণের মাধ্যমে সকল ক্ষেত্রে অন্যায় অনিয়ম, দুর্নীতি অনৈতিক ও শৃঙ্খলা বহির্ভূত কার্যক হতে দূরে থেকে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে ইতিবাচক মনোভাব নিয়ে পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান রাখার প্রত্যাশা করেন ।
বাহিনীর মুক্তিযুদ্ধের চেতনাকে মনেপ্রাণে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে আত্মমর্যাদার সাথে দায়িত্ব পালন করে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ বাজ করেন।
ঠাকুরগাঁওয়ে ছাত্রের শাস্তিস্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দিলেন শিক্ষক
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্র বিষ্ণু দেবকে শাস্তি স্বরুপ বিকৃতভাবে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক তসলিমউদ্দিনের বিরুদ্ধে।
গত সোমবার (১৫ আগস্ট) দুপুরে ইউএনও বরাবরে অভিযোগ করেন ওই ছাত্রের বাবা বিনোদ দেব।




























মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গঙ্গাধর পট্টি এলাকায় ২২ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫.৩০ মিনিটে অভিযান পরিচালনা করে দীর্ঘ ১১ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রহমান’কে গ্রেফতার করা হয়। সাজা এড়াতে আঃ রহমান ছদ্মবেশে পালিয়ে বেড়ায় ১১ বছর। কখনও প্রবাস জীবন আবার কখনও সি এন জি, বাস কিংবা ট্রাক চালক।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।