33.2 C
Dhaka, BD
বুধবার, মে ১৪, ২০২৫

ধর্ষনের অভিযোগে সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় এক তরুণীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

তারা হলেন (এস আই) মোঃ সেকেন্দার হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ মাজাহারুল ইসলাম।তাদের দুই জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার (১০ ফ্রেরুয়ারী) বেলা ১২ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ রিফাত হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়।

লিখিত অভিযোগে তরুণী দাবি করে, তার এক খালা সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ সেকেন্দার হোসেনের কাছে দুই লক্ষ ৭৫ হাজার টাকা পায়। ঐ টাকা আনতে গত বুধবার (৬ ফ্রেরুয়ারী) বিকাল ৫ঘটিকার সময় খালার সাথে সাটুরিয়া থানায় যায়। কৌশলে এস আই সেকেন্দার খালা ও বোনজিকে নিয়ে সাটুরিয়া ডাক বাংলায় নিয়ে গিয়ে তাদের দুইজনকে রোমের ভিতরে আটকে রেখে এস আই সেকেন্দার ও এ এস আই মাজহারুল দুইজনে মিলে বোনজিকে আলাদা ঘরে নিয়ে অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করা হয়। পরে তাকে একাধিক বার ধর্ষণ করে দুই পুলিশ কর্মকর্তা।পরে গত শুক্রবার (৮ ফ্রেরুয়ারী) সকাল পর্যন্ত আটকে রেখে দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এই বিষয়ে এস আই সেকেন্দার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যাইনি।
এই ব্যাপারে এসপি রিফাত হোসেন বলেন,ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হবে।তার আগ পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত রাখার নির্দেশ দেন।

ধামরাইয়ে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ঢাকার ধামরাইয়ে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ধামরাই আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আমিন মডেল টাউন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি দুই বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহম্মেদ। আনুষ্ঠানটি উদ্ধোধন করেন ধামরাই পৌর-মেয়র ও পৌর আওয়ামী-লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা ।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশা কান্দা ইউনিয়নের চেযারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মোক্তা, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সাবেক কাউন্সিলর শামীমুর রহমান শামীমসহ প্রমুখ।

ধামরাই উপজেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য হারুনুর রশিদ রোকন, গণবিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ শামীম হোসেনসহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্তিত ছিলেন ।

যশোরের নাভারন ডিগ্রী কলেজে মাঠে সমাবেশ অনুষ্ঠিত ।

যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল ।

“মা” কথাটি খুবই ছোট্ট কিন্তু বর্ণনা অনেক। যাকে নিয়ে সারাদিন ধরে কথা বলা যায় কিন্তু মা’য়ের গুণের কথা বলে শেষ করা যায় না। যিনি দীর্ঘমাস শত যন্ত্রণার মাঝেও সন্তকানকে গর্ভে ধারণ করেন আর ভূমিষ্ট হওয়ার পর লালন পালন করেন।

তখন ছোট্ট শিশুটির সাথে কতো কথাই না বলেন “মা”। স্বপ্ন দেখান। তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, ডাক্তার বানাব, ইঞ্জিনিয়ার বানাব,বিসিএস ক্যাডার বানাব, এমনকি দেশের প্রধাণ মন্ত্রী বানাব। তাই, সকল মায়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলি! “মা” তুমি আমাকে একটি সু-সন্তান দাও, দেশ তোমাকে উন্নত রাষ্ট্র উপহার দেবে।

রবিবার বেলা ১১টার সময় নাভারন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে আয়োজিত “মা” সমাবেশ ও নব নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তাকে নাভারণ ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

নাভারন ডিগ্রী কলেজের প্রধান অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও কলেজের শিক্ষার্থী মুস্তাকিম জামান ও সাদিয়া তাসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত “মা” সমাবেশে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, লজ্জিত কন্ঠে বলতে হয় দুঃখের বিষয় আমার আগে এই কলেজে কোন এমপি মায়েদের আমন্ত্রন দিয়ে কোন চিঠি দেয়নি। ইসলামের একটি উক্তি মনে করিয়ে দিয়ে বলেন মায়েরা ইসলামের দৃষ্টিতে প্রথম। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন আপনি নিজের জন্য না খেয়ে ঐ সন্তানের জন্য খেয়েছেন, সাবধানে চলাফেরা করেছেন যেন আপনার গর্ভে থাকা সন্তানের কোন ক্ষতি না হয়।

শুধুমাত্র আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত করে যেন মানুষের মতো মানুষ হয়।এই পৃথিবীতে মা’ই সন্তানের সবচেয়ে আপনজন। মা’ই প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। তাই, জন্মের পরে তুমি “মা” তোমার সন্তানকে আদরের সাথে যে স্বপ্নগুলী দেখিয়েছিলে তা ওয়াদা ভেবে বাস্তবে রুপান্তরিত করো তাতে, শার্শা উপজেলার সকল মা-বাবা তার সন্তানকে সু-সন্তানে পরিণত করতে আর্থিক কষ্ট পেলে তার কিছুটা দ্বায়ভার আমাকে দিও। কিন্তু লক্ষ্য একটাই। প্রত্যেক সন্তানকে লেখাপড়া শিখিয়ে সু-সন্তানে পরিণত করতে। তাহলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আর প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপকল্প-২০২১-৪১ গঠনে খুবই সহায়ক হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সরদার, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাধারন সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ ছাত্রলীগ স্থানীয় আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সূধী সমাজ, অত্র নাভারন ডিগ্রী কলেজর সকল অবিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতী শিক্ষার্থীরা।

প্রধান অতিথীকে কলেজের শিক্ষকবৃন্দগন ক্রেষ্ট উপহারও চাদর পড়িয়ে দেন। এর আগে কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটস দল প্রধান অতিথীকে ফুল দিয়ে বরন করে নেয়।

ঝিকরগাছার রিপন ৯ দিনের ব্যবধানে লাশ হলো ।

যশোরের ঝিকরগাছার রিপন ৯ দিনের ব্যভধানে লাশ হলো ।

পরিবারের সুখের আশায় আগামী ৩০শে জানুয়ারী পাড়ি দিয়েছিলো সাইপ্রাস প্রদেশে । একটি ভালো কম্পানিতে কাজও জুটেছিলো । কিন্তু হাই ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দূর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বন টুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো ভাগ্যের কাছে হার মানা রিপন হোসেনের (২৮) স্বপ্ন । রিপন হোসেন যশোরে ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে।

মাত্র ৯দিনের ব্যবধানে লাশ হলো রিপন। শনিবার সকালে পরিবারের ঘুম ভাংলো তার মৃত্যু সংবাদে। সাইপ্রাসে গত রাতে খাওয়ার পরে সে ও তার সংগী সাইফুলকে নিয়ে দুইজন বাইরে বের হয়, রাস্তা দিয়ে হাটার সমায় পিছোন দিক থেকে এক ঘাতক গাড়ি তাদের স্বজরে ধাক্কা দিলে ঘটনা স্থলে সাইফুল মারা যায়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফজলীপুর গ্রামে।

রিপন তখনও মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। স্থানীয় পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার পথে রিপন হোসেনও শেষ নিশ্বাস ত্যাগ করে। এমন হৃদয় বিদারক মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে পৌছালে পরিবারের আর্তনাদ আর আহাজারীতে এলাকা ভারী হয়ে ওঠে। নির্বাক হয়ে পড়েন বাবা শোকে মুর্ছা যান মা। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। মৃত্যুকালে রিপন হোসেন এক ছেলে, স্ত্রী ও পরিবারে মা বাবাসহ রেখে গেছেন অসংখ্য স্মৃতি।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসি ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ডা.মেসবাহুল হক বাচ্চুর মেয়ে ফেরদৌসী ইসলাম জেসিকে ।

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে গনভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ।

মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা,ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু এর আদর্শ ধরে রাখতে রাজনীতি করতে আসা তাঁর মেয়ে ফেরদৌসী ইসলাম জেসি।পারিবারিক ও ছাএজীবন থেকে তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন । জেসি (১৯৮৪-১৯৮৫) সালে নবাবগঞ্জ সরকারি কলেজে বিএসসি পড়াশোনা করাকালীন বাংলাদেশ ছাএলীগের সহ- সম্পাদকের দায়িত্ব পালন করেন, এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ফেরদৌসী ইসলাম জেসিকে মূল্যায়ন করেছেন ।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারন মানুষের জন্য কাজ করে যাবেন বলেও প্রত্যাশা করেছেন জেসি।

ঠাকুরগাঁওয়ের বিডি হলে অনুষ্ঠিত হল ”হ্যালো ডক্টর’স বিডির” প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে হ্যালো ডক্টর’স বিডির প্রোগ্রাম অর্গানাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও শহরের জেলা অডিটোরিয়াম (বিডি হলে) ঠাকুরগাঁও, পঞ্চগড় ও ঠাকুরগাঁও দিনাজপুর জেলার প্রোগ্রাম অর্গানাইজারদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হ্যালো ডক্টর’স বিডির সিইও জনাব মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থ উপদ্রেষ্টা বজলুর রহমান,পরিচালক (মার্কেটিং) শেখ মোঃ মোবারক হোসেন, সহকারী পরিচালক(মার্কেটিং), এস এম কামরুল হক সুমন। ট্রেনিং পরিচালনা করেন চীপ ট্রেইনার আব্দুল হামিদ মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার জুনায়েদ জুয়েল ও রিজিওনাল ম্যানেজার মোস্তাকিম বিল্লাহ সহ সকল রিজিওনাল ম্যানেজারগণ। উল্লেখ্য: এ প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের মোট ১৫০০ জন প্রোগ্রাম অর্গানাইজার অংশগ্রহণ করেন।

এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে নকল বিতরণ ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে নকল বিতরণের অভিযোগ ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাঠগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আজ গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের  কাঠগড়া দ্বি মুখী  উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহির থেকে এক অবিভাবক জানালা দিয়ে নকল বিতরণ করেছেন। এ সময় তিনি একাধিকবার ভিতরের পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। বিষয়টি নজরে আসলে সেই অবিভাবকেরর সাথে কথা বলতে গেলে তিনি পালিয়ে যান।

কাটগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভবনটিতে ( ১৬, ১৭, ১৮) এ নকল বিতরণের ঘটনা ঘটে । পরে এ বিষয়ে সময়ের খবর ২৪ এর  প্রতিনিধি মোঃএনামুল হক কে ফোনালাপে কেন্দ্র সচিব ইউনূস আলী সরকার বলেন , তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং নকলের বিষয়টি অস্বীকার করেন ।

তিনি বলেন, নকল রোধে ভিতর থেকে সকল জানালা বন্ধ রাখা হয়েছে। বাহির থেকে নকল বিতরণের কোন সুযোগ নেই বলেও জানান। কিন্তু নকল বিতরণের প্রমান স্বরুপ ছবি ও ভিডিও আছে দাবি করলে তিনি বলেন, এটা শত্রুতামূলক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এতো নিরাপত্তার মধ্যে অবিভাবকের নকল বিতরণ করার সুযোগ থাকেনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধামরাইয়ে মাক্রোবাস ড্রামট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ৭

ঢাকার ধামরাইয়ে মাক্রোবাস ড্রামট্রাক সংঘর্ষে পলিকেবলের কর্মরত অফিসার মোঃ মোশারফ হোসেন (৪৭) নামে এক কর্মী মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে নিহত হয়। এই সময় আহত হয় মাক্রোবাসে থানা আর সাতজন।

আজ শনিবার (০৯ ফ্রেরুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিট সময় মুন্সিগঞ্জে যাওয়ার পথে ধামরাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোশারফরের বাড়ী পটুওয়াখালী জেলার বাউফল থানার বড়িপাশা গ্রামের মোঃ মোনায়েম গাজীর ছেলে। আহতরা হলেন, ফরিদপুর জেলার ফরিদপুর থানার টেপাখোলা গ্রামের মৃত রাশেদ আলী ছেলে মোঃ সেলিম হোসেন (৩৬), পটুওয়াখালী জেলার কতোয়ালী থানার পশ্চিম খাবাসপুর গ্রামের বাড়ীহাওলাদারের ছেলে মোঃ ইলিয়াচ হাওলাদার( ৫০), একই থানার বাইতুল গ্রামের মোঃ ইউছুবের ছেলে মোঃ জাহিদ হোসেন(৪৮) মোঃ রুবেল, মোঃ রাজ্জাক, ফজলুল হোসেনসহ আরও একজন, এই রিপোট লেখা পর্যন্ত তার নাম পাওয়া যায়নি।

এই ব্যাপারে প্রত্যেকদশীর্রা জানান, আজ সকাল ১০টা ৩০ মিনিট সময় ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম দিক থেকে একটি মাক্রোবাস ঢাকার দিকে আসতে থাকলে ধামরাই ইসলাম এলাকায় এসে পৌছালে একটি ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হলে মাক্রোবাসটি নিয়তন্ত্র হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে দুমোছরে পড়ে গেলে ঘটনাস্থলে মোশারফ নামে লোকটি মারাযায়। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ আজাদ জানান, আজ সকাল ১০টা ৩০ মিনিটে সময় ফরিদপুর থেকে আটজনের একটি পলিকেবলের টিম মুন্সিগঞ্জ আফিসে যাওয়া পথে ধামরাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে একটি ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হলে মাক্রোবাসটি নিয়তন্ত্র হারিয়ে বাম পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে দুমোছরে পড়ে গিয়ে ঘটনাস্থলে মোঃ মোশারফ হোসেন নামে এক কর্মী নিহত হয়। আহত হয় আর ও সাতজন।

পরে এলাকাবাসির সহযোগিতাই আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চতুর্থবারের মতো সম্মাননা ক্রেস্ট পেলেন মুহাম্মদ মাহবুবুর রাহমান পালাশ ।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯, প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদরের তনয়া বিশিষ্ট মনোবিজ্ঞানী , ইউনেস্কো অটিজম বিষয়ক কমিটির বিশেষ দুত, সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরনায় মেলার অভ্যন্তরভাগ এ অবস্তিত বিনোদন কেন্দ্র, শারিকা ফ্যান্টাসি এমাজীং ওয়ার্ল্ড এর কর্ণধার, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি, মুহাম্মদ মাহবুবুর রাহমান পালাশের হাতে  ।

সম্মাননা ক্রেসট তুলে দেন আাওয়মীলীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটর,সভাপতি, তোফায়েল আহমেদ, এম,পি ও বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী এম,পি,।

পলাশের এ মানবিক ও মহানুভব কাজের জন্য জনাব, তোফায়েল আহমেদ ও জনাব টিপু মুন্সী তার ভূয়সী প্রসংসা করেন, এবং ভবিষ্যতে এরধনের কাজ করার আহবান জানান, উলেক্ষ্য জনাব মাহবুবুর রাহমান পলাশ চতুর্থবারের মতো অটিস্টিকদের বিনামূল্যে বিনোদন দেওয়ার জন্য এবার নিয়ে চতুর্থ বার এই সম্মাননা ক্রেস্ট পেল ।

একপ্রশ্নের জবাবে এই সম্মাননা পাওয়ার অনুভূতি জানতে চাইলে পলাশ বলেন , সম্মাননা পাওয়াটা কাজের স্বীকৃতি বটে তবে আমি আমার একাজের বিনিময়ে কোন কিছু আশা করিনা , আমার কাছে সবচাইতে বড় পুরস্কার , অটিস্টিক, প্রতিবন্দ্বী শিশুরা যখন আমার পার্কে এসে রাইড গুলোতে চড়ে আনন্দ উচ্ছাস প্রকাশ এর ওদের নির্মল হাসি আমার কাছে হাজর কোটি টাকার চেয় বেশী দামী , এবং এমন হাজার টা ক্রেসট ছবি আমি ওদের হাসি, আনন্দ কাছে তুচ্ছ মনেকরি ।

সারা দেশে আজ থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ।

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

প্রায় আড়াই কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদেরকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
এই কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্নস্থানে মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এই সেবা দেয়া হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা খাবে লাল রঙের ক্যাপসুল। যে ক্যাপসুল খাওয়ানো হবে তা সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয় । এর আগে ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের কথা থাকলেও মান নিয়ে শঙ্কা থাকায় তা স্থগিত করা হয় ।

সর্বশেষ আপডেট...