15.9 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

শিবগঞ্জে ১৮৯ বোতল ফেনসিডিলসহ আটক-২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে গঙ্গারামপুর পাগলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রহমতউল্লাহ গ্রামের বিশুর ছেলে শিমুল (১৮) ও আদিনা কলেজ এলাকার বাদুর ছেলে মাতেম আলী (২০)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মনাকষা বিওপির সীমান্ত পিলার ৭/৯ এস হতে আনুমানিক আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গারামপুর পাগলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ শিমুল ও মাতেমকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

শিল্প খাতকে আরও উন্নতি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন সরকার ।শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বর্তমান সরকার শিল্প বান্ধব সরকার তাই শিল্প খাতকে আরও উন্নতি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার শিল্প খাতকে আরও অনেক উন্নতি করতে চায় ব্যবসায়ীদের দরির জালে বন্দি করতে চায় না ব্যবসায়ীরা সঠিক ভাবে ব্যবসা করতে পারে এজন্য অনেক কর্মসুচী হাতে নিয়েছে সরকার।

ট্যনারির কেন্দ্রীয় বর্জ শোধনাগার (সিইটিপি ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ এনে ট্যানারির রাস্তাঘাট আরও উন্নতি করা হবে চামড়া রপ্তানী খাত খুবই একটি গুরুত্বপূর্ণ খাত সিইটিপির কারনে ট্যানারির রপ্তানী কমে গেছে আমরা খুব দ্রæতই ট্যনারির সকল সদস্যা সমাধান করবো। ট্যানারির বর্জ্যর কারনে ঝাউচর এলাকার মানুষ না না সমস্যায় ভুগছেন জানিয়ে তিনি বলেন ট্যানারির বর্জ্যে যেন কোন মানুষ ক্ষতি না হয় সেজন্য আমরা কাজ করে যাবো নানা উদ্যোগ নিয়ে। এদিকে ট্যানারির সিইটিপির ৬ কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় সালমান এফ রহমান ক্ষোভ প্রকাশ করেছেন। ১৫৫ টি ট্যানারির মধ্যে ১২৩ টি ট্যানারি চালু রয়েছে।

ট্যানারি পরির্দশনের সময় এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,বিসিক চেয়ারম্যান বেগম পরাগ,প্রকল্প পরিচালক চামড়া শিল্প নগরীর ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিকিসহ আরো অনেকে।

সিংক সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের ঢাকা মেডিকেলসহ অন্যত্র হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের আইসিউতে থাকা ১০ জন রোগীকে ওই হাসপাতালের অন্য স্থানসহ স্থানান্তর করা হয়েছে।

আগুনের ঘটনায় রোগীর স্বজনরা রোগীদের নিরাপদে সরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েন। ডাক্তার ও নার্সরা অপেক্ষাকৃত বেশি অসুস্থ রোগীদের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া।

আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রেম বঞ্চিতরা ।

প্রেম করো মন দিয়ে। দেহ দিয়ে নয়।টাকা দেখে প্রেম করোনা।সময় থাকতে জীবন দিওনা ।

‘তুমি কে আমি কে-বঞ্চিত বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।’ এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বিশ্ব ভালাবাসা দিবস উপলক্ষ্যে এই ব্যতিক্রমি কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোল্লাহ মোহাম্মদ সাইদ ও সাধারণ সম্পাদক মাহফুজুল সুমনের নেতৃত্বে এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেন।

এমন আয়োজন কেন? জানতে চাইলে সভাপতি মোল্লাহ সাইদ বলেন, আমেরিকার এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেম বঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।

এছাড়া আয়োজনের মধ্যে ছিলো কবিতা উৎসব, গণস্বাক্ষর কর্মসূচী ও দরিদ্র-পথশিশুদের আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির জরুরি সভানুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারী কলেজ প্রাঙ্গণে সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ সরকার রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, হাদিউল ইসলাম মানিক, নয়ন কুমার সরকার, আলতাব হোসেনসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ।

সভায় ন্যাশনাল সার্ভিস জাতীয় করণের দাবিতে আগামি ১৪ ফেব্রুয়ারি মানববন্ধনসহ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।

ধামরাইয়ে জন্মদিনের দাওয়াত দিয়ে নিয়ে ধর্ষণ, থানায় অভিযোগ ।

ঢাকার ধামরাইয়ে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত করে নিয়ে ঘরের ভিতর আটকে রেখে “দি এ্যাকমি ল্যাবরেটরিজ” কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ঐ ওষুধ কারখানার তারই এক সহযোগীর বিরুদ্ধে ।

তবে এই ব্যাপারে কোন প্রকার বিচার করলে, চাকরী থেকে বহিস্কার করা হবে বলে হুমকি প্রদান করে ধর্ষক ।

পরে বুধবার দিনগত রাতে ধামরাই থানায় ধর্ষক ও তার সহযোগিদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে ঐ নারী শ্রমিক ।
এই ব্যাপারে ভুক্তভোগি নারী শ্রমিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে দি এ্যাকমি ল্যাবরেটরিজের কান্টিনের কাজে নিয়োজিত ছিল । তিনি কারখানার অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। এই সময় ধামরাই দি এ্যাকমি ল্যাবরেটরিজের পিয়ন ধামরাই পৌর-শহরের ছোট চন্দ্রাইল মহল্লার বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ঐ নারী শ্রমিককে সোমবার সন্ধ্যায় দাওয়াত করে।

পরে নারী শ্রমিক সোমবার রাত ৮ ঘটিকার সময় জসিমের বাচ্চার জন্য খেলনা নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যায়। যাওয়ার পরে জসিম তার ঘরে নিয়ে তাকে বসতে দেয়। এর পর জসিম কৌশলে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে আসে। পরে ঘরের ভিতরে থাকা জসিমের কলিক দি একমি কারখানার পিয়ন কুল্লা গ্রামের রওশনের ছেলে রাহিম মিয়া সুযোগ বুঝে ঐ নারী শ্রমিকের উপর ঝাপিয়ে পড়ে ধর্ষণ করে।

এই ব্যাপারে পিয়ন মোঃ জসিম উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন,তার বাড়ীতে কোন জন্মদিনের অনুষ্ঠান ছিল না।
এই ব্যাপারে মোঃ রাহিম মিয়া অনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমি এই আমি এই ধরনের কাজ করি নাই।আমাকে যড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এই ব্যাপারে দি একমি ল্যাবরেটরিজের এ্যাডমিন ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। আজ ধামরাই থানা থেকে পুলিশ অফিসার আসার পর জানতে পারলাম। তবে আমি পুলিশ অফিসারকে বলেছি এর সঠিক তদন্ত করে আইনি ব্যাবস্থা নিতে।

এই ব্যাপারে ধামরাই থানার পি এস আই মোঃ ইবনে ফরহাদ বলেন, ধর্ষণের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে এর পর আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

শার্শা-বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক – ১

যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে শার্শা থানাধীন গোগা গ্রামস্থ মোড়ল পাড়া কাঁচা রাস্তার উপর থেকে মোঃ জসিম গাজী(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটক জসিম গোগা গ্রামের মৃত ইসহাস গাজীর ছেলে। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোট ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের আগমনে মুখরিত তুরাগ তীর ।

আগামীকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাত আয়োজিত ৫৪তম বিশ্ব ইজতেমা।

এ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ময়দান মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠছে। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা ময়দান এখন মুখরিত।

জানা গেছে, ২০১৯ সালের বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত কয়েকদিন থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

এবারের বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ।

১৬ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।

পরে রোববার (১৭ ফেব্রুয়ারি) ও সোমবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনা করবেন সাদপন্থীরা। সোমবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে সে পর্ব।

নারায়ণগঞ্জ থেকে আসা এক মুসল্লি জানান, এবার বিশ্ব ইজতেমা জেলাভিত্তিক নয়। যার কারণে সারা দেশের প্রত্যেক জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছেন। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই ইজতেমা ময়দানে আসা হয়েছে । প্রতি বছর বিশ্ব ইজতেমায় যোগ দিই।

এবারও এসেছি। মুরুব্বিদের বয়ান শুনতে ও আল্লাহর ইবাদত করতে ।

ধামরাইয়ে এস.এস.সি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি-এক লাখ টাকা জরিমান ।

ঢাকার ধামরাইয়ে চলতি এস.এস.সি পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বুধবার দুপুরে যাদবপুর বি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.আলী হায়দারকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন হতে অব্যাহতি প্রদানসহ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানা গেছে, উপজেলার যাদবপুর বি.এম.উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থ্যাৎ কেন্দ্র সচিব মো. আলী হায়দার নিজের ক্ষমতার দাপট দেখিয়ে কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নকল করতে বাধা দেওয়া হয় তবে সেই সকল শিক্ষককে পরবর্তীতে নিজ স্কুলের শিক্ষার্থীদের কক্ষে আর দায়িত্ব দেওয়া হয় না। শুধু তাই নয়, নকল সরবরাহে সহযোগীতা করা ছাড়াও নিজের ইচ্ছামত আমছিমুর সেসিপ মডেল স্কুল ও গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নাম দিয়ে শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তাদেরকে পরীক্ষার কের্ন্দের কক্ষ পরিদর্শনের দায়িত্ব পালনের জন্য ভূয়া কার্ড ইস্যু করেছেন। অথচ ওই বিদ্যালয় গুলিতে ওই ব্যক্তি বা শিক্ষক নামে কেউই নেই বলে প্রধান শিক্ষকরা জানিয়েছেন। ওই পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব প্রাপ্ত কেন্দ্র পরিদর্শক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ শামীউর রহমান ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেট কর্মকর্তা মিজানুর রহমান এমন লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম অভিযোগের সত্যতা পেয়ে যাদবপুর বি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আলী হায়দারকে কেন্দ্র সচিবের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানসহ এক লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

পরে ওই পরীক্ষা কেন্দ্রে উপজেলার বেরশ শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেন।
অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন উপজেলা নির্বাহী অফিসার।

যশোরের শার্শায় বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-১০

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে ।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসের ছেলে কুখ্যাত মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি কবিরুল ইসলাম কবু (৪২), ঝিকরগাছা উপজেলা সংকরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুছার গাজী (৩৫), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭), অগ্রভুলোট গ্রামের বাদল গাজীর ছেলে শাহাদত হাজী (৪০), রৃদ্রপুর গ্রামের আব্দুল মজিদ শেকরের ছেলে শরিফুল ইসলাম (২২), খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২২), ওবাইদুল ইসলামের ছেলে বাপ্পি (২০) আমলাই গ্রামের ভিম সিংহর ছেলে সঞ্জয় কুমার সিংহ (৩৫), কন্যাদহ গ্রামের আকরাম আলীর ছেলে তরিকুল ইসলাম (১৬) ও ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ ।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান আমাদের প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে।

এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে ।

সর্বশেষ আপডেট...