20.3 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

শিবগঞ্জে ২৮২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া মধ্যাপাড়া অনির্বান মোড় হতে বুধবার সকালে ২৮২ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত চোরাকারবারি একই উপজেলার শ্যামপুর আজগোবি গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ আবু তাহের (৩০) ।

গোয়েন্দা পুলিশের এস আই জাহিদ জানান,বুধবার ভোর সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দাইপুকুরিয়া ইউনিয়নের মধ্যাপাড়া অনির্বান মোড় থেকে ২৮২ বোতল ফেনসিডিলসহ মোঃ আবু তাহেরকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জে ফেইসবুকে প্রেম অতঃপর ৮ দিন পর বিচ্ছেদ ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে হিসাব বিজ্ঞানে মাস্টাস দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকে প্রেম করে ৮ লাখ টাকা মহরানা ধার্যে বিয়ে রেজিস্ট্রীর ৮ দিন পর অবশেষে বিচ্ছেদ হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত তৈয়ব আলী মাস্টারের এক কন্যা গাইবান্ধা সরকারী কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে।

এ সুবাদে জেলা সদরের ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের জাহিদুল হক সরকারের পুত্র ফিরোজ কবির ফেইস বুকের মাধ্যমে প্রেম নিবেদন করে আসছিল। পূর্বের স্ত্রী ও সন্তানকে অস্বীকারে নিজেকে অবিবাহিত ও সরকারী চাকুরি জিবি হিসেবে পরিচিতি ও ছাত্রীর ভালোবাসা অর্জন করে এর পর গত ৮ ফেব্রুয়ারী ঐ ছাত্রীকে তার শিক্ষাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের কাজী জাহাঙ্গীর আলমের নিকট ৮ লাখ টাকা মহরানা ধার্য করে তনম্মধ্যে গহনা বাবদ ২০ হাজার টাকা কনেকে বুঝে দেয়ার পর বিয়ে রেজিঃ করেন। ফিরোজ কবির পলাশবাড়ি উপজেলা বিআরডিবি অফিসের হিসাব রক্ষক ও সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি অফিসে রক্ষক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন।

ফিরোজ কবিরের পূর্বের স্ত্রী ও সন্তানের কথা জানতে পেয়ে কনে পক্ষ তাকে আটক করে অবশেষে বিয়ে বিচ্ছেদ ঘটায়। এব্যাপারে ফিরোজ কবির তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে বলেন, ৮ লাখ টাকার মহরানার স্থলে সাড়ে ৪ লাখ টাকা বুঝে দিয়েছি। ছাপড়হাটী ইউনিয়ন বিয়ে ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওলানা আইনুল হক জানান, ৩ লাখ টাকায় বিয়ে বিচ্ছেদ হয়েছে।

এতে উভয় পক্ষের মাঝে মিমাংসার মাধ্যমে এ বিয়ে বিচ্ছেদ হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জের খেঁয়াঘাটে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় অবস্থিত রামডাকুয়া খেঁয়াঘাটে তিস্তার শাখা নদীর উপর কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসি।

এ লক্ষ্যে গতকাল বিকালে উক্ত খেঁয়াঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কাঁঠেরব্রিজ নির্মাণের জন্য স্থানীয়ভাবে আর্থিক যোগান ও তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার বেলকা ইউনিয়ন আ’লীগে সাধারন সম্পাদক মজিবর রহমান মজির নেতৃত্বে অনুষ্ঠিত তাৎক্ষনিক সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বেলকা ইউপি সদস্য রিয়াজুল হক, ডাঃ ফয়জার রহমান, আনোয়ারুল ইসলাম, শুকুর আলী, আব্দুল হাকিম, হাফিজার রহমান, কফিল উদ্দিন, ইউসুফ আলী, ডাবলু মিয়া, নাজির হোসেনসহ আরো অনেকেই।

স্বাধীনতা পরবর্তী ৪৮ বছরেও উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণ না করায় বেলকা ইউনিয়নের, পঞ্চানন, কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, বেকরির চর, রামডাকুয়া জিগাবাড়ীর চর, রহমতের চর, বিরোহীমের চর, লাটশালার চর, হরিপুর, কাশিম বাজার, কুড়িগ্রাম জেলা সদর ও জেলার উলিপুর, চিলমারি, রাজিবপুর, রৌমারী, ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সঙ্গে প্রত্যহ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, হাট-বাজারসহ নানাবিধ প্রয়োজনে হাজার হাজার মানুষ চরম বিড়ম্বনায় ভুগছেন।

বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ তথা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ রক্ষার্থে এসব মানুষের দূর্ভোগ লাঘবে খেঁয়ার পরিবর্তে স্থানিয়ভাবে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসি।

এব্যপারে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ্- আল- মামুন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে রামডাকুয়া নামক স্থানে তিস্তার শাখা নদীর উপরে ব্রিজ নির্মাণের লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

বিশেষ কোন কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের শুরু কিছুটা বিলম্ব।

যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ আটক-১

যশোরের শার্শায় অস্ত্র-গুলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাস”র ছেলে কবিরুল ইসলাম কবু (৪২)।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসানের নেতৃত্বে শার্শা উলাশী ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে অবস্থান করে। এ সময় প্রাথমিক বিদ্যালয় সামনের মাঠে বসে আছে সংবাদের ভিত্তিতে আটক করে তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে আটক করা হয়।

এ ব্যাপারে আটককৃত নামে শার্শা থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

 

ভারতীয় বিএসএফের হয়রানির প্রতিবাদে রফতানি কার্যক্রম বন্ধ ।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা।

ফলে শতশত বাংলাদেশী রফতানি পন্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়। ৩ কিলোমিটার এলাকা জুড়ে রফতানিবাহী ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল-ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আ: রহমান কালু জানান, বেশ কিছুদিন ধরে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশী ট্রাক শ্রমিকদের ওপর নিযাতন করে আসছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ থেকে রফতানি পন্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করার পর তাদের আর বাইরে বের হতে দেয়া হয় না। ফলে প্রায়শই চালকদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। চালকরা প্রতিবাদ করলে শারীরিকভাবে তাদরকে নির্যাতন করা হয়।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ রযেছে। তবে দু দেশের মধ্যে আমদানি বানিজ্য সচল রয়েছে।

ইজতেমায় ,সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান ।

বিশ্ব ইজতেমার সময় সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

ইজতেমার নিরাপত্তায় যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার সমন্বয় সভায় তারা একথা বলেন।

গত বছর ডিসেম্বরের শুরুতে তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে সহিংসতার পর নানা টানা পোড়েন কাটিয়ে বিশ্ব ইজতেমা শুরুর বাকি মাত্র একদিন।

এখনো যে উদ্বেগ ও উৎকণ্ঠা পুরোপুরি কাটেনি তা বোঝা গেল সরকারের ২ জন মন্ত্রী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের উপস্থিতিতে হওয়া সমন্বয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী বলেন, না জেনে শুনে কোনকিছু আপলোড করবেন না, যেটা উসকানিমূলক হবে।উভয়পক্ষের চাহিদা অনুযায়ী বিদেশি মেহমানদের ভিসার ব্যবস্থা করা হবে স্বরাষ্টমন্ত্রী। তিনি বলেন, ইজতেমাতে আমরা কোন কাজে হস্তক্ষেপ করবো না। আপনাদের যা প্রয়োজন তার সিদ্ধান্ত আপনারা নিবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, গোলমাল গোলযোগ হয়েছে কিছুদিন আগে। তাই আমরা নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।
আর শেষদিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান ধর্ম প্রতিমন্ত্রীর ।

আজ পহেলা ফাল্গুন ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে নগর জুড়ে তাই নানা আয়োজন।

নাগরিক জীবনেও লেগেছে ফাগুনের মাতাল হাওয়ার স্পর্শ । শীতের শুকনো বিবর্ণ সময় পেরিয়ে প্রকৃতিতে লেগেছে রঙ ও প্রাণের ছোঁয়া । হাজারো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি।

আজ পহেলা ফাল্গুন ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে নগর জুড়ে তাই নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবে যোগ দিয়ে সবাই করলেন ঋতুবন্দনা।

প্রকৃতি যখন তার দখিন-দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া, মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে, রঙের উচ্ছ্বাস জাগে অশোক-পলাশ-শিমুলে তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের।

আর এমন ফাগুন রাঙ্গা প্রথম দিনটিকে গান, নাচ আর কবিতায় বরণ করলো নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বসন্ত উৎসবে যোগ দিয়ে সবারই কণ্ঠে উচ্ছ্বাস আর ফাগুন বন্দনা।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, পহেলা ফাল্গুন বাঙ্গালীর একটা উৎসব, প্রাণের টানে আমরা ফাল্গুন উৎযাপন করি। বসন্তকে স্বাগতম জানানোর জন্য বাঙলার ঐতিহ্যকে স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি।

ঋতুরাজ এসেছে। বাসন্তী রঙে সেজেছে নারী-পুরুষ-শিশু, বসন্ত ছুঁয়েছে মন। তবে অনেকের কাছে এটি শুধু আনন্দ আয়োজন নয়, বাঙালি সংস্কৃতি বিকাশের বড় উপলক্ষও বটে।

যে সম্ভাবনা নিয়ে বর্ণিল ফাগুণের সূচনা তা বাঙালির মর্মে শুভবোধের বার্তা দেবে এমন প্রত্যাশা আয়োজকদের।

যশোরের বেনাপোলে ফেনসিডিল সহ আটক-২

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মন্দির রোড থেকে ১৫০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

বুধবার সকাল সাড়ে ৭ টার সময় ফেনসিডিলের এ চালানটি আটক হয়।

আটককৃতরা হলো বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন ও একই গ্রামের সাকিল আহম্মেদ।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছোটআঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে উক্ত দুই আসামি সহ ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা সীমান্ত থেকে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক ।

যশোরের শার্শার কাশিপুর সীমান্তে ১২৩বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিপুর বাজারের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত ইজিবাইক আটক করে বিজিবি। আটক নুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবি’র হাবিলদার মদন কুমার মজুমদার এর নেতৃত্ব টহলদল কাশিপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযানে একটি ইজিবাইক আটক করে। পরে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১২৩বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জে সনাতন সম্প্রদায়ের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বিগত বছরের ন্যায় এবারো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতা সবাই তর্ত্তিপুর নামক স্থানে পৌরণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী সাধন কুমার মনিগ্রাম ও সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, এ গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী গঙ্গাস্নান বলা হয়ে থাকে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাগুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রো, মিশুক, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আগেরদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যহত ছিল। আগতরা স্থানীয়ভাবে গঙ্গাস্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরণের ভুরি ভোজ করে থাকে। প্রায় মহিলারাই বাড়ি ফেরার সময় নানা ধরণের মাটির পাত্রে সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়।

অপরদিকে গণজমায়েতকে উদ্দেশ্য করে তর্ত্তিপুর ঘাট এলাকায় প্রতিবছরের ন্যায় এবছরও গড়ে উঠেছে বিভিন্ন আসবাবপত্রের মেলা। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর এলাকার তর্ত্তিপুর শ্মশানে মাকরী সপ্তমী মহাপূর্ণ স্নান উপলক্ষে হিন্দু ধর্মাম্মবলীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রচন্ড শীতকে উপেক্ষা করে পূন্যার্থীরা এ গঙ্গাস্নান যোগ দিয়েছে।

আয়োজকরা সময়ের খবর ২৪ প্রতিবেদকে জানিয়েছেন , প্রতি বছরের মতই এবারো বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভক্তদের সংখ্যা। এ উপলক্ষে শুধু স্থানীয় হিন্দু ভক্তদের ভোর থেকে তর্ত্তিপুর গঙ্গাস্নান ঘাট এলাকায় গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণ্য লাভের আশায় হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। গঙ্গাস্নান শেষে অধিকাংশ হিন্দু ধর্ম্বালবীরা ভোলাহাটের ঐতিহ্যবাহী দই, চিড়া, মুড়ি, শিবগঞ্জের আদি চমচম, কলা দিয়ে ঝুড়ি ভোজ খেয়ে থাকে। সাথে কেউ কেউ গঙ্গার জল সাথে নিয়ে নিজ গন্তব্যে ফিরে যান।

এদিকে নওগাঁ থেকে আসা ৮৬ বছরের এক বৃদ্ধা জানান, পূর্ব পুরুষের রীতিনীতি মোতাবেক এখনো আমরা গঙ্গাস্নান শেষে মাটির পাত্রে গঙ্গার জল নিয়ে যায়। সারা বছর এই জল দিয়ে বাড়ির বিভিন্ন জনের শারীরিক সুস্থতার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

সর্বশেষ আপডেট...