30.7 C
Dhaka, BD
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের পেয়ারিগাঁও গ্রামের মৃত অনন্দ বর্মণের ছেলে পরেশ চন্দ্র বর্মণ (৫০) ও তার সঙ্গে থাকা শহরের ইসলামবাগ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে জিয়ন (৪৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ওই দু’জন মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে তাদের কর্মসংস্থলে (রংপুরে) যাওয়ার উদ্দেশে রাওনা হন। পথে ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পরেশ নিহত হন। উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে মারা যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সুন্দরগঞ্জে কলেজ পড়ুয়া ছাএের আত্মহত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ দেওডোবা গ্রামে শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নাজমুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের (হাসানগঞ্জ রেলওয়েষ্টেশন সংলগ্ন) আনোয়ারুল ইসলামের পুত্র ও শেখ খবির উদ্দীন কলেজে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল ইসলাম প্রেম সংগঠিত কারণে পরিবারের সবার অলক্ষ্যে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান ঘটনাস্থল পরিদর্শন পূর্বক জানান, এ ব্যাপারে নাজমুলের পিতা আনোয়ারুল ইসলাম থানায় একটি ইউডি মামলা করেছেন।

শিবগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৬৪৪ পরীক্ষার্থী -১৪৪ ধারা জারি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচটি কেন্দ্রের চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায়অংশ নিচ্ছে ৭ হাজার ৬শ’ ৪৪ জন পরীক্ষার্থী।

এর মধ্যে তিনটি কেন্দ্র শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, কানসাটউচ্চ বিদ্যালয় ও দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ে ৫ হাজার ৭শ’ ৯৫ জন পরীক্ষার্থীঅংশ নিচ্ছে এবং দাখিল পরীক্ষায় শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ৬শ’ ১৬জন পরীক্ষার্থী।

অন্যদিকে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিবরা জানিয়েছেন- শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণেরসকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন এসএসসি ও সমমানের পরীক্ষানকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের লক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রেরআশপাশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বাণিজ্য মেলায় প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে বিনোদনের সুযোগ ।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া বিশিষ্ট মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মত এবারও অটিজম ও প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে বিনোদনের সুযোগ করে দিয়েছে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্ক।
এই পার্কটির সবগুলো রাইড বিনামূল্যে উপভোগ করতে পারবে অটিজম ও প্রতিবন্ধিরা।

ইতোমধ্যে অটিজম শিশুদের বিনোদনের সুযোগ করে দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পার্কটি। প্রতিদিনই অনেক অভিভাবক তাদের প্রতিবন্ধি শিশুদের মেলায় নিয়ে এসে বিনোদনের সুযোগ নিচ্ছেন।

ভিন্নধর্মী এ পার্কটি বাণিজ্য মেলায় ২০১২ সাল থেকে প্রতিবছর চালু রয়েছে। পার্কটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, পার্কটি চালুর পর যখন দেখলাম প্রতিবন্ধি শিশুদের কোন বিনোদনের ব্যবস্থা নেই, পার্কের কোন রাইডে উঠতে দেয়া হয় না, তখন তাদের প্রতি সহানুভূতি থেকেই এ উদ্যোগ গ্রহণ করি আমি। অটিজম-প্রতিবন্ধি শিশুদের জন্য রাইডগুলো সম্পূর্ণ ফ্রি করে দেই।

মেলায় হাজার হাজার বিজ্ঞাপনের মাঝে প্রতিবন্ধিদের ফ্রি বিনোদনের বিজ্ঞাপন অনেকেরই নজর কাড়ছে। অনেকেই ভীড় জমাচ্ছেন এই পার্কে। ডা. সানজিদা ইসলাম নামের একজন অভিভাবক বলেন, আমার একটি ছেলে আছে প্রতিবন্ধি। আমি মেলা আসলে ছেলেকে বাসায় রেখে আসতাম। কারণ ছেলের বিনোদনের কিছু ছিল না।

কিন্তু সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডের এই আয়োজনের কারণে আমার ছেলেকে নিয়ে মেলায় এসেছি। অন্যান্য শিশুদের সঙ্গে আমার সন্তানও কিছুটা আনন্দের সুযোগ পাচ্ছে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
পলাশের ভিন্নধর্মী আয়োজনের ব্যাপারে অনেকে যেমন উৎসাহ দিচ্ছেন ঠিক তেমনি মেলার অনেক আয়োজক ও স্টল মালিকেরা বিষয়টি পছন্দ করছেন না। কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা চিন্তিত নন পলাশ।

তবে সমালোচনার চাইতে সহযোগিতাই বেশি পাচ্ছে প্রতিষ্ঠানটি। গত রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী প্রতিবন্ধিদের জন্য ফ্রি বিনোদনের আয়োজন উদ্বোধন করেছেন। গতবছর মেলায় বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি পার্কে এসে অটিজম শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। দিপু মণি শিশুদের জন্য পোষাক ও খাবারের আয়োজনও করেছিলেন। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পার্কটি পরিদর্শন করেছেন।
এই পার্কটির ভিন্নধর্মী আয়োজনে সহযোগিতা করছে গেøয়ার ইন্টারন্যাশনাল স্কুল, আদি বাংলা, এশিয়ান টেক্সটাইল। মেলা চলাকালীন সময়ে অটিজম শিশুদের জন্য নানা উপহারের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠানগুলো। বিনামূল্যে অটিজম শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করায় রপ্তানি উন্নয়ন ব্যুরো দুইবার এই পার্কটিকে পুরষ্কৃত করেছে।

ভিন্নধর্মী এ আয়োজনের প্রেরণার বিষয়ে মাহবুবুর রহমান পলাশ বলেন, আমার পার্কটিতে অটিজম-প্রতিবন্ধি শিশুদের পাশাপাশি ছিন্নমূল শিশুদের জন্য বিনোদন ফ্রি। শিশুরা বিভিন্ন রাইডে উঠতে পেরে যে নিঃষ্পাপ হাসি দেয় তখন আমার প্রাণ ভরে যায়। এজন্যই আমার আয়োজন। যতদিন পারি আমি অটিজম ও প্রতিবন্ধিদের শিশুদের জন্য কাজ করে যাব।
পলাশ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া বিশিষ্ট মনোবিজ্ঞানি সায়মা ওয়াজেদ পুতুলের অটিজমদের নিয়ে নানা কাজ আমাকে উৎসাহ প্রদান করেছে। তার কাজের প্রেরণায় আমি কাজ চালিয়ে যাচ্ছি।

শনিবার, থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা

দেশের দশটি শিক্ষা বোর্ডে অধীনে আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এবছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন।’

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থী রয়েছে।

বরাবরের মতো এবারও প্রতিবন্ধীসহ অন্যরা ৩০ মিনিট অতিরিক্ত সময়সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারী বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে সম্মেলনে জানানো হয়। এছাড়াও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নজরদারি থাকবে মনিটরিং কমিটির।

অন্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার্থীকে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। কেন্দ্র সচিব ব্যতিত (ছবি তোলা যায় না এমন ফোন) অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

এছাড়াও সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদরাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

;

সুন্দরগঞ্জে চার ক্রিকেট বাজীকরের অর্থদন্ড ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ ক্রিকেট বাজীকরের প্রত্যেকের ১ হাজার করে ৪ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায় , বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  নির্বাহী অফিসার     মোঃ সোলেমান আলী ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোমেরহাঠ নামক বাজার থেকে ৪ বাজীকরকে গ্রেফতার করে পুলিশ। দন্ডিতরা সকলেই উপজেলার রামজীবন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এরা হলো- রামজীবন ইউনিয়নের সূর্বনদহ গ্রামের মফিজুল হক, জহুরুল ইসলাম, নিজপাড়া গ্রামের আলম মিয়া ও মহসিন আলী। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভারের শ্যালমাসী লুটেরচর এলাকায় গ্রামীণ পরিবেশে ক্রীড়া-প্রতিযোগীতা অনুষ্ঠান ।

সাভারে গ্রামীণ পরিবেশে ক্রীড়া-প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাকুর্তা ইউপির শ্যালমাসী লুটেরচর গ্রামে এ অনুষ্ঠান হয়। মর্নিং গ্লোরি একাডেমী উদ্যোগে এর আয়োজন করা হয়।

৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয় শিশু-কিশোর সহ বয়স বৃদ্ধরা। মনোজ্ঞ নৃত্য, হাড়িভাঙ্গা,বালিশ কুড়ানো,ছোট নাট্য সহ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা ছিল উল্লেখ্যযোগ্য। মনিং গ্লোরি একাডেমীর সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উওর এর সেচ্ছসেবক লীগের সহ-সভাপতি হাজী মিজানূর রহমান( মিজান)।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন আহমেদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজম্মের কাছে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল-লক্ষ্য। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আরকাম হাবীবিয়া মাদ্রাসার সভাপতি হাজী নুরুল মোমেন,স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইসতিয়াক আহমেদ রাজিব,প্রাধান শিক্ষক ফারুক আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

দিন ব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে গ্রাম বাংলার নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চাঁপাইনবাবগঞ্জ আনুমানিক ১ কোটি ৫লাখ টাকার হেরোইন সহ এক জন আটক ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃত মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরের সাইদুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর এলাকায় ট্রাক টর্মিনালের সামনে রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এসময় ট্রাকের কেবিনের ভিতরে একটি শপিং ব্যাগের ভিতরে রাখা ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।

উদ্বারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫লাখ টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শার্শায় বোরো ধানের চাষের প্রস্তুতি শুরু

শার্শা উপজেলায় চলতি মৌসুমে শুরু হয়েছে বোরো চাষাবাদ। এখন মাঠে মাঠে জমি প্রস্তুতি ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক সমাজ।

তবে মাঝে মাঝে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। অপরদিকে, লোকসান ঠেকাতে আগামী বোরো ক্রয় মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবী জানান তারা।

চাষীরা জানান,শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে এবং বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে সুষ্ঠু ভাবে ফসল ঘরে তুলতে পারবে। ভোর থেকে সন্ধ্যা পযন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুতি ও চারা রোপনের ব্যস্ততা।

কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক সাইফুল ইসলাম আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে বলেন, গভীর নলকুপ দিয়ে আমাদের চাষাবাদ করতে হয়। সবাই একসাথে জমি তৈরী করতে নলকুপের উপর কিছুটা চাপ পড়েছে। অপরদিকে বিদ্যুতের মাঝে মাঝে ভেলকিবাজী চলছে। দিনে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। সাথে রয়েছে বিদ্যুতের লো-ভেল্টেজ। গভীর নলকুপ থেকে ঠিকমতো পানি না পাওয়ায় জমি প্রস্ততি করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

কৃষক মজিবুর রহমান বলেন, ডিএপি ১বস্তা ১৩শ’ টাকা, এমওপি ১ বস্তা ৮শ’ টাকা, ইউরিয়া ১বস্তা ৮শ’ টাকা, কীটনাশক ১১শ’ টাকা, জমি চাষ ও রোপন ২ হাজার টাকা, পানি সেচ ১ হাজার ৫শ’ টাকা এবং কাটা-মাড়াই প্রায় ২ হাজার টাকাসহ প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় বিঘা প্রতি ২০-২২ মন। বর্তমান বাজারে ধানের দাম ৬৫০ টাকা করে। যাদের নিজস্ব জমি তাদের কিছুটা লাভ থাকে।কিন্তু যারা বর্গাচাষী তাদের কিছুই থাকেনা।

এতে করে প্রতিবছর আমাদের লোকসান গুনতে হয়। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে তাহলে ন্যায্য দাম পাওয়া যাবে। উপজেলায় চলতি মৌসুমে চাষীদের মধ্যে বোরো চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শীতের প্রকোপ কিছুটা কম থাকায় কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শার্শা উপজেলায় এবার ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৫শ’ হেক্টর জমিতে বোরো চাষের উৎপাদন বেশি হচ্ছে। এর মধ্যে ব্রি-ধান ২৮, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৬৫, ব্রি- ধান ৬৭, ব্রি-ধান ৮১ সহ হাইব্রিড মিনিকেট ধান চাষ হচ্ছে।

কৃষকরা আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, প্রতিবছর বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এ মৌসুমে আবহাওয়া অনুকুলে রয়েছে। ফলে শীত এবং কুয়াশার প্রকোপ অনেক কম থাকায় বোরো ধানের চারা ক্ষতিগ্রস্থ্য হয়েছে কম এবং চারাও সুস্থ সবল হয়েছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার শীল আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, চলতি বছরের বোরো মৌসুমে ৪শ’ কৃষককে ১ বিঘা জমি প্রতি সার, বীজ সহায়তা প্রদান এবং ৯৩ জন কৃষক/কৃষানীকে এনএডিবির আওতায় সার, বীজ বিতরণসহ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে চলতি বছর বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা।

ঐক্যফ্রন্টের কেউ শপথ নিয়ে সংসদে যাবে না: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিয়ে সংসদে যাবে না। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ড. কামাল হোসেন।

ভোট কারচুপির অভিযোগে আগামী ৬ ও ২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ।

চা চক্রের আয়োজনকে আমরা পরিহাস বলে মন করি। সুতরাং আমরা মনে করি না এই চা চক্রে যাবার প্রয়োজন আছে।

সর্বশেষ আপডেট...