29 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আবারও সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ টি আসন। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন, বিএনপি পাঁচটি, গণফোরাম দুইটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুইটি, বিকল্পধারা দুইটি ও জেপি একটি, স্বতন্ত্র তিনটি ও তরীকত ফেডারেশন পেয়েছে একটি আসন।

এই জয়ের ফলে আবারও সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এবার টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে দেশের ইতিহাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে নতুন রেকর্ড গড়বেন শেখ হাসিনা ।

পুনরায় নির্বাচনের সুযোগ নেই : সিইসি

নতুন করে তফসিল দিয়ে পুনরায় নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সোমবার বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনকালে নানা অনিয়ম তুলে ধরে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন আয়োজনের জন্য পুনঃতফসিল দাবি করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন।

তিনি বলেন, আমরা আর নতুন করে নির্বাচন করবো না। যে নির্বাচন করেছি সেই নির্বাচন নতুন করে করার কোনো সুযোগ নেই।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে বিজয়ী হলেন নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব বেনজীর আহমেদ

ধামরাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শেষ হল। ১৪০ টি কেন্দ্রেই শান্তি পুর্ন ভোট গ্রহন শেষ হল। ঢাকা-২০ আসন ধামরাইয়ে (৩২০২২৩) জন ভোটার রয়েছে ।

আলহাজ্ব বেনজির আহমেদ নৌকা মার্কায়- ২৫৯৭৮৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, দ্বিতীয় হয়েছেন সত্যন্ত প্রাথী মান্নান সাহেব পাখা মার্কা-৭২৬৮টি ভোট পেয়ে  হয়েছেন। লাঈল মার্কার খোকন সাহেব -১১৯৮টি ভোট পেয়েছে তৃতীয় হয়েছে,সত্যন্ত প্রাথী এম,এ,মান্নান তারা মার্কায় -১৯৪২টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছিল । নারী পুরুষ লাইনে দাড়িয়ে অনায়াসে ভোট দিয়েছেন । ধামরাইয়ের নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নিজের কেন্দ্র কুশুরার কান্টাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সবার আগে লাইনে দাড়িয়ে প্রথম ভোট দিয়ে বিজয়ের চিহ্ন প্রর্দশন করেন। এরপরে তার পরিবারে সবাই ভোট দেন। ভোট দেন প্রার্থী বড় ভাই সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন। তিনি বলেন শান্তি পুর্নভাবে ভোট দিয়েছেন কোনো সমস্য হয় নাই। ধামরাই পৌর এলাকায় কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত বেশী ছিল। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হল ধামরাইয়ের সর্বত্র। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২০ আসন ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা-“তিন লাখ বিশ হাজার দুইশত তেইশ জন”।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেশী। মহিলা ভোটার হচ্ছে-“এক লাখ একষট্টি হাজার সাত শত সাত জনঃ(১৬১৭০৭ জন)। পুরুষ ভোটার হচ্ছে-“এক লাখ আটান্ন হাজার পাঁচ শত ষোল জন”(১৫৮৫১৬ জন) । মোট ভোটার সংখ্যা ৩২০২২৩ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০ টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯৫,অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা -৫ট মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। এছাড়াও ধামরাই আসনের পৌর এলাকায় নয়টি।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।

তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সোমবার (৩১ ডিসেম্বর) আমাদের করণীয় নিয়ে বসবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে। কাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি নির্বাচন নয় প্রহসন।

তিনি বলেন, অনেকে বলেছে ২০১৪ সালে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছিলাম। এ নির্বাচন প্রমাণ করছে, ২০১৪ সালে নির্বাচনে না যাওয়াটা সঠিক ছিল। এ দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠ হওয়ায় সাভারে যুব লীগের আনন্দ মিছিল।

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পুর্ন হওয়ায় ঢাকা-২ আসনে আনন্দ মিছিল করেছে তেতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের নেতা কর্মীরা।
রবিবার বিকেল সাড়ে চারটার সময় ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিল টি তেঁতুলঝোড়া স্কুলের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে ভরারী বটতলা গিয়ে শেষ হয়। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেন বলেন, সারাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠ হয়েছে।
এছারাও ঢাকা-২ আসনে ব্যাপক উৎসহ উদ্দিপনা এবং উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পুর্ণ হয়েছে। তাই আমাদের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের এ আনন্দ উল্লাস।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে বিগোতো আমলে এতো সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আর হয়নি, আমার দেখা নির্বাচিত শেখ হাসিনা সরকারের অধীনে এটাই শ্রেষ্ট নির্বাচন।
এ সময় আনেন্দ মিছিলে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডেও ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আসলাম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ফরিদপুর -নির্বাচনে ভোট কারচুপি ও এজেন্টদের বের দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া। নেতাকর্মীদের ওপর হামলা ও ভোট কারচুপির করণে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন

ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ইভিএমে ফিংগার প্রিন্ট নিয়ে বাটন চেপে চূড়ান্ত ভোট দেওয়া, কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় কারাগারে থাকা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে জেলা জাতায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

মাওলানা আজিজুর রহমান অভিযোগ করে সাংবাদিকদের  বলেন, ‘প্রত্যেকটি ভোটকেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দখল করে ভোটারদের ফিংগার প্রিন্ট নিয়ে নিজেরাই বাটন চেপে ভোট দিচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতেই দেওয়া হচ্ছে না। কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখল করা হয়েছে।’

এজন্য দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

ঢাকা পুলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জান করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান তিনি।

পার্থ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।

৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট ও সমর্থক ও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)।

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামের গাজী নজরুল ইসলাম ভোট বর্জন করেছেন। তিনি কারাবন্দি থাকায় তার পক্ষে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক আবদুল জলিল।

তিনি বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটে অনিয়ম, ভোটারদের ভয়ভীতি দেখানো, জালভোট, ভোটারদের হুমকি-ধমকি, ভোটকেন্দ্রে যেতে বাধাদানসহ নানা কারণে ভোট বর্জন করেছেন।

এ বিষয়ে জানতে শ্যামনগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, গাজী নজরুলের পক্ষে এমন কোনো ঘোষণা সম্পর্কে তিনি অবহিত নন। এ খবর মুখে শুনেছি, তবে কেউ এখন পর্যন্ত লিখিতভাবে জানাননি।

ভোট শেষ হওয়ার আগেই প্রাণ গেল ১০ জনের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে কুমিল্লায় এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এছাড়াও লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের

গুলিতে একজন, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী, বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, রাঙ্গামাটিতে যুবলীগ নেতা, রাজশাহীর মোহনপুরে আ.লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গুলিতে এক রাজমিস্ত্রি ও টাঙ্গাইলে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার ও বগুড়ার কাহালুতে একজন নিহত হয়েছেন।

কুমিল্লা:কুমিল্লা-১০ আসন নাঙ্গলকোটে বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বরতলী ইউনিয়নের মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাকে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চুকে রাস্তায় হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়াও কুমিল্লা-৭ চান্দিনা আসনে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে মজিবুর রহমান (৩৫) নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

মজিবুর পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ওই আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাড. রেদোয়ান আহমেদ। তবে চান্দিনা থানা পুলিশের ওসি মো. ফয়সাল বলছেন, ময়নাতদন্তের পর বলা যাবে কার গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা ব্যালটে সিল মারছে এমন খবর পেয়ে বিএনপির কর্মীরা সেখানে যায়। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি সামলাতে পুলিশও স্ট্রাইকিং ফোর্স নিয়ে সেখানে আসে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মজিবুর নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন রাহাত ও ফারুক নামে আরও দুজন।

লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এছাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহির গুলিবিদ্ধ হন। নিহত ওই ব্যক্তির নাম ও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম :গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দ্বীন মোহাম্মদ কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, ওই ব্যক্তিকে বিএনপি-জামায়াতের লোকজন কুপিয়ে হত্যা করেছে। তবে বিএনপি বলছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এছাড়াও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটগ্রহণ শুরুর আগেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে আহমদ কবীর (৪৫) নামে জাতীয় পার্টির এক কর্মী নিহত হয়েছেন। রোববার ভোটগ্রহণ শুরুর আগের রাতে বাঁশখালী পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, রাত থেকে আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করলে তার সমর্থকরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে আহমদ কবীর মারা যায়। এ ছাড়াও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বাঁশখালী থানা পুলিশের ওসি কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে।

রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দীন (৩৫) নিহত হয়েছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের সমর্থকের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় বাছির উদ্দীনসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানা পুলিশের ওসি মঞ্জুর আলম জানান, ভোটগ্রহণের আগে দু’দলের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

রাজশাহী :রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোহনপুর উপজেলায় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে মিরাজ উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে মোহনপুরের পাকুন্দিয়া বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ইসরাইল ওই ইউনিয়নের রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।

বেলা ১১টার দিকে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় ইসরাইল গুলিবিদ্ধ হন। হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, দুষ্কৃতকারীরা অস্ত্র-শস্ত্র নিয়ে কেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছে কি-না সেটা জানা নেই।

টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজ ইউনিয়ন বিএনপির সভাপতি বলে স্থানীয়রা জানালেও পুলিশ বলছে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। রোববার সকালে ওই গ্রামের একটি ধানক্ষেত থেকে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার এশার নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গোপালপুর থানা পুলিশের ওসি হাসান আল মামুন জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বগুড়া :বগুড়ার কাহালু উপজেলায় এক  আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সর্বশেষ আপডেট...