17 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

মোটর মালিক-শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দিনেও নওগাঁ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ

মোটর মালিক-শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দিনেও নওগাঁ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিকশা ও ব্যাটারিচালিত গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্দেশে বাস চলাচল বন্ধ আছে।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক কোনো নিয়মনীতি না মেনে গত তিন মাস যাবৎ ঢাকা থেকে নওগাঁ রুটে ‘ফারুক এন্টারপ্রাইজ’ নামে বাস চালাচ্ছেন।

তিনি মালিক সমিতিতে ভর্তি ও রুট পারমিট না নিয়ে গত ১৫/২০ দিন আবারও নতুন করে ৪/৫টি বাস নামানোতে নিয়মনীতি ক্ষুণ্ন হচ্ছে এবং বাস চলাচলে স্বপ্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন।

সমিতির নিয়ম মানতে একাধিকবার চিঠি দেয়া হলেও কোনো সদুত্তর না দিয়ে তিনি জোরপূর্বক বাস চালাচ্ছেন। এ কারণে সকাল থেকে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।

তবে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, মোটরশ্রমিকের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। মালিকরাই বাস বন্ধ রেখেছেন। আর আমার সকল কাগজপত্র ঠিক আছে। বিধায় রাস্তায় নামিয়েছি এবং নিয়মিত চলাচল করছে।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ফারুক এন্টারপ্রাইজকে কেন্দ্র করে আমাদের মালিক পক্ষের বাস বন্ধ আছে। তিনি নিজ স্বার্থ চরিতার্থ করতে কোনো কিছুর নিয়মকানুন না মেনে অভ্যন্তরীণ রুট থেকে ঢাকায় বাস চলাচল করাচ্ছেন।

নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের স্থানীয় বিরোধের জেরে স্থানীয় যে যানবাহন আছে তা চলাচল বন্ধ আছে। আমরা দ্রুত নিরসনের ব্যবস্থ গ্রহণ করছি।

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে শনাক্ত হওয়া নিহতরা হলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজী মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

খোঁজ নিতে গিয়ে জানা গেছে, তারা দুজনই মাদক ব্যবসায়ী ও রোহিঙ্গা অধিবাসী। তারা ক্যাম্পে থাকত এবং মাদক কেনা বেচায় জড়িত ছিল। ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

উল্লেখ, শুক্রবার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া বিচ উপকূল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শিক্ষার্থী জাহেদের বলে শনাক্ত হয়।

বাজারে আসতে স্মার্টফোন নতুন সংযোজন নোকিয়া ৯ পিউরভিউ

বাজারে আসতে চলেছে স্মার্টফোন জগতের নতুন সংযোজন নোকিয়া ৯ পিউরভিউ। এই ফোনে এমন কিছু বৈশিষ্ট্য থাকছে যা জানলে ফোন কেনার জন্য সবার আগেই হয়তো লাইন দেবেন আপনিও।

দুর্দান্ত সব ফিচার নিয়ে অন্য স্মার্টফোন সংস্থাগুলোকে টক্কর দিতে আসছে নোকিয়ার এই নতুন ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেব্রুয়ারিতেই এই ফোন লঞ্চ হওয়ার কথা।

ফাইভজি এই নোকিয়া ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফলে সেট হ্যাং করার সম্ভাবনা আর থাকবে না। সেট চলবে অনেক দ্রুত। ‘ট্রু এজ টু এজ কিউএইচডি’ ডিসপ্লে থাকছে এই ফোনে। ফলে ঝকঝকে দেখাবে ফোনের ডিসপ্লে।

এই ফোনের পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। যাকে বলা হচ্ছে পেন্টা লেন্স ক্যামেরা সেট-আপ। পাঁচ ক্যামেরার ফলে ওয়াইড লেন্সে অনেক কিছুই ধরানো যাবে ক্যামেরার এক ফ্রেমে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ৯ ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা ছিল চারটি। সে ক্ষেত্রে নোকিয়া হারাতে চলেছে স্যামসাংকেও। ফোনের সামনেও থাকছে একটি ক্যামেরা। ছবিও হবে অত্যন্ত স্পষ্ট।

এইডিআর-১০ সাপোর্টসহ এই ফোনের ডিসপ্লে প্যানেল হওয়ার কথা প্রায় ছয় ইঞ্চির। অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এই ফোনের চার্জিং সিস্টেম ওয়্যারলেস। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দৃশ্যমান নয়।

৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে এতে। অন বোর্ড স্টোরেজ ২৫৬ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।

ফোনের দাম ইউরোপের বাজারে শুরু হওয়ার কথা ৭৪৯ ইউরো থেকে। আরও উন্নত অন্য একটি মডেলের দাম ৭৯৯ ইউরো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) মহাসমাবেশের আয়োজন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) সোহ্‌রাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ওইদিন দুপুর আড়াইটায় অনুষ্ঠেয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল ৭টায় গুলশান থেকে সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই গৃহবধূকে দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা।

শনিবার সকাল ৭টায় গুলশান থেকে দলটির নেতারা নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুলের সঙ্গে আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নারও নোয়াখালী যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।

শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপি নেতারা সুবর্ণচর যাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনগত রাতে ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার ওই নারীর খোঁজ খবর নিতেই নেতারা সেখানে যাবেন।

ওই গৃহবধূ এবং তার স্বজনদের অভিযোগ, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।

এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান।

এ নিয়ে পরের দিন ৩১ ডিসেম্বর সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, এই বর্বরোচিত কান্ডে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই রুহুল আমিনকেই আসামি করা হয়নি। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। সরকারের পক্ষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও জানিয়ে দেন, গণধর্ষণের ঘটনায় কেউ রেহাই পাবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে।

তার প্রেক্ষিতেই বুধবার রাতে রুহুল আমিনসহ সাত জনকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার ৭ আসামি হলেন সুবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্ল্যাহর ছেলে বাসু (৪০), জসিম, বুলু মাঝি, বেচুসহ অন্যরা ।

আর শুক্রবার ভোরে পুলিশের একটি দল চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় অভিযুক্ত জসিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রের পুনঃভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। সে আসনেই পুনঃভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।

আজ মঙ্গলবার (০১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯।

এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকে আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে।

সৈয়দ আশরাফের মরদেহ সন্ধ্যা সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা মরদেহ গ্রহণ করবেন।

সন্ধ্যা ৭টায় মরদেহ ২১ বেইলি রোডস্থ তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।

নারায়ণগঞ্জে প্যানেল মেয়রকে কুপিয়ে আহত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমানকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ সময় দু’পক্ষের সংঘর্ষে আরো ১৪ জন আহত হন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নতুন-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের সমর্থক আব্দুল হান্নানের সাথে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুনবাজার এলাকায় এরই জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা। বৃহস্পতিবার( ৩ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ শপথ নেয়। এতে নেতৃত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে একে একে অন্য দলের নির্বাচিতরা শপথ নেয়। তবে উপস্থিত ছিলেন না ঐক্যফ্রন্ট থেকে জয় পাওয়া সাত সদস্যের কেউই।

একাদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানের শুরুতে নিজে শপথ নেন বর্তমান স্পিকার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- ৬ আসন থেকে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শিরিন শারমীন চৌধুরী।

এরপর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগসহ অন্য দল থেকে নির্বাচিতরা শপথ নেন। তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। এতে আওয়ামী লীগ দলের নেতৃত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা।

প্রায় ২০ মিনিট চলা এই শপথ অনুষ্ঠান শেষে নতুন সংসদ সদস্যরা সচিবালয়ের স্বাক্ষর খাতায় সই করেন। এসময় শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকাল ১০টা থেকে একে একে সংসদ ভবনে আসতে থাকেন নির্বাচনে নব- নির্বাচিত সংসদ সদস্যরা ।

শপথ অনুষ্ঠানে আগে নব- নির্বাচিত সাংসদরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন, এসময় তারা এমপি হিসেবে নিজেদের ভূমিকা জাতীয় সংসদে তুলে ধরার প্রত্যাশার কথা জানান।

গেলো ৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দিনভর ২৯৯ টি আসনে ভোট গ্রহণ শুরু হলেও গোলযোগের কারণে স্থগিত থাকে ১টি আসনের ভোট। এই নির্বাচনে ২৮৮ টি আসনে বিজয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট। অন্যদিকে বিএনপি এই নির্বাচনে ৫টি আসন, গণফোরাম ২টি আসন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে ৩টি আসনে। মঙ্গলবার একাদশ জাতীয় নির্বাচনের ফল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফল আবারও প্রত্যাখ্যান করলেন ঐক্যফ্রন্ট শপথ নেবেন না বললেন মির্জা ফখরুল ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আবারও প্রত্যাখ্যান করে শপথ না নেয়ার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ধানের শীষ ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‌‘আমরা তো নির্বাচনের ফলাফল আগেই প্রত্যাখ্যান করেছি। অন্যদের শপথ নেওয়া হয়ে গেছে। আমরা শপথ নিচ্ছি না।

তিনি বলেন, ‘প্রার্থীরা নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা স্মারকলিপি দেবো।

এর আগে বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও এই এলাকায়ই আসতে দেখা যায়নি ঐক্যফ্রন্টের কাউকে।

সর্বশেষ আপডেট...