27 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

চিকিৎসা শেষে সিঙ্গপুর থেকে দেশে ফিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে, বুধবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এরশাদ। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী সাংবাদিকদের বলেন, এইচ এম এরশাদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ৯টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চোখের ইশারায় দীপিকা-ক্যাটরিনাকে হারালেন প্রিয়া

বর্তমান বিশ্বে দ্রুত কোনো কিছুর তথ্য খুঁজে পাওয়ার অন্যতম বড় ভরসা গুগল। আর এ গুগলে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সেলিব্রিটিদের নিয়ে সার্চ করেন ভক্তরা। গুগলের সার্চ নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করেছে ওয়েব পোর্টাল। যেখানে চলতি বছর ভারতে দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সার্চের তালিকায় রয়েছেন প্রিয়া প্রকাশ।

প্রিয়া প্রকাশ ভারিয়ার
বলিউড-হলিউডের নায়িকা নয়, ভারতে সার্চে সবার প্রথমে নাম রয়েছে প্রিয়ার। শুধু মাত্র যার চোখের ইশারায় ভুলেছিলেন অনেকেই। ১০ সেকেন্ডে ১০ রকম ভঙ্গি করেছিলেন প্রিয়া। ভরত থেকে তাকে নিয়েই এ বছর সবচেয়ে বেশি সার্চ পড়েছে।

নিক জোনাস
গুগল সার্চের তালিকায় দুই নম্বরে রয়েছেন নিক। মার্কিন পপ গায়ক সবচেয়ে বেশি সার্চে এসেছেন অন্য কারণে। কারণ, তার স্ত্রীর নাম প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের এ নায়িকার স্বামীকে খুঁজতে হুমড়ি খেয়েছেন ভারতীয়রা।

স্বপ্না চৌধুরী
হরিয়ানার নৃত্যশিল্পী, গায়িকা, পারফর্মার। তার গান ও নাচের ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল হওয়া শুরু করে। বিগ বসে অংশগ্রহণ করার পর থেকেই শিরোনামে আসেন তিনি। ‘ভিরে ডি ওয়েডিং’-এ আইটেম ডান্সেও নেচেছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডে প্রবেশ ও নিককে বিয়ে -এ দু’য়ের জন্য প্রিয়াঙ্কাকে নিয়েও কম সার্চ পড়েনি গুগলে। তবে তার নামের পাশে ‘হট’ লিখে সার্চ খুব একটা পড়েনি। সেটা বরং পড়েছে দীপিকা ও ক্যাটরিনার নামে। তবে প্রথম দশে তারা নেই।

আনন্দ আহুজা
স্নিকার ব্র্যান্ড ‘ভানে’-র সিইও আনন্দ। বলিউড অভিনেত্রী সোনম কপূরের স্বামী। তিনি সার্চে রয়েছে পাঁচ নম্বরে। বিয়ের সময়ে তাকে নিয়ে প্রবল সার্চ হয়েছিল।

সারা আলি খান
প্রথমে ‘কেদারনাথ’, তার পর ‘সিম্বা’, বছরের শেষে পর পর দু’টি ছবি। স্ক্রিন প্রেজেন্সে মাত করেছেন, দর্শকদের পছন্দ হয়েছে সইফ আলি কন্যার অভিনয়ও। সার্চে রয়েছেন ছয় নম্বরে।

সালমান খান
মধ্য পঞ্চাশের ভাইজানকে নিয়েও ভারতে যথেষ্ট সার্চ পড়েছে গুগলে। তবে তিনি রয়েছেন সাত নম্বরে।

মেগান মার্কেল
২০১৮ সালের মে মাসে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন এই মডেল-অভিনেত্রী। ভারতীয়দের মধ্যেও মেগানকে নিয়ে উৎসাহ রয়েছে। কারণ ভারত থেকে তিনি গুগল সার্চে রয়েছেন আট নম্বরে।

অনুপ জালোটা
গজল সম্রাটকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যখন গায়িকা জসলিন মাথারুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। বিগ বসে তিনি ও জসলিন প্রতিযোগী হিসাবে অংশ নেওয়ার পর সার্চ আরও বাড়ে। তিনি রয়েছেন ৯ নম্বরে।

বনি কাপুর
স্বামী বনির সঙ্গে বিয়ে বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীদেবী। ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। তার পর থেকেই গুগলে সার্চের তালিকায় উঠে আসেন বলিউডের নামী প্রযোজক বনির নাম।

সিলেট কান্দিগাঁও ইউনিয়নে নৌকার লিফলেট বিতরণ নিয়ে হামলায় প্রবাসী খুন

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে কাওছার আহমদ (৩৫) নামের এক কুয়েতপ্রবাসী খুন হয়েছেন। তিনি ওই ইউনিয়নের নলকট গ্রামের মাহমদ আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আবদুল মোমেনের লিফলেট বিতরণের জের ধরে হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত দুই মাস পূর্বে কাওছার ছুটিতে দেশে আসেন। এক ছেলে এক মেয়ে সন্তানের জনক কাওছারের দুই ভাই-ই বোবা। পরিবারের লোকজন তার রোজগারের ওপর নির্ভরশীল ছিলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর নূর জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. মোমেনের নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করতে নলকট গ্রামের বারিক মিয়ার বাড়িতে প্রবেশ করেন কাওছার। নৌকার লিফলেট নিয়ে বাড়িতে প্রবেশের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে সেখানে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয়।

নিহতের ভাই জামাল আহমদ জানান, তার ভাইকে বারিক এবং তার ভাই-ভাতিজাসহ অন্যরা মিলে মাথায় কিল-ঘুষিসহ ব্যাপক মারধর করে। একপর্যায়ে নাকে-মুখে এবং কানে রক্তক্ষরণ হয়ে কাওছার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে গ্রামের অপর একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে একই গ্রামের বারিকের সঙ্গে কাওছারদের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান কাওছার।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুন-উর-রশীদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাওছার নৌকার সমর্থক ছিলেন। আর যারা হামলা করেছে, তারা বিএনপি সমর্থক। নির্বাচনকে কেন্দ্র হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এছাড়া তাদের মধ্যে পূর্বশত্রুতাও রয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দুইদিন মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার নিদের্শ দিয়েছে নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুইদিন মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার নিদের্শ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর (শনিবার) বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে ‘সাইবার ওয়ারফেয়ার’ নামে কাজ শুরু করেছে পুলিশের একটি সমন্বিত ইউনিট।

একাদশ সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে বড় ধরণের নাশকতার পরিকল্পনার তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জামায়াত-বিএনপি’র নেতা-কর্মীরা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তির নামে একাধিক ফেসবুক একাউন্ট এবং পেইজ খুলছে। আর তাদের সহায়তা করতে দেশে সক্রিয় রয়েছে বেশক’টি গ্রুপ। এ ধরণের নাশকতা প্রতিরোধে ‘সাইবার ওয়ারফেয়ার’ নামে কাজ শুরু করেছে পুলিশের একটি সমন্বিত ইউনিট।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী মোতায়েনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নাম দিয়ে খোলা হয় অন্তত ৫টি ভুয়া পেজ। যেখানে অনবরত ছড়ানো হচ্ছিলো মিথ্যা তথ্য এবং নানা ধরণের অপপ্রচার। শেষ পর্যন্ত দুর্বৃত্তদের এই মিথ্যা ও অপপ্রচার রোধে বিবৃতি দিতে হয় আইএসপিআরকে। তারপরও বন্ধ হয়নি এধরণের তৎপরতা। পুলিশের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি মালয়েশিয়া থেকে খোলা হচ্ছে এসব ভুয়া ফেসবুক পেজ।

নূরে আলম মিনা(পুলিশ সুপার) বলেন, ‘মনোবল ভাঙ্গার জন্যে এবং অভ্যন্তরীণ কোন্দল তৈরির জন্যে তারা প্রচুর মিথ্যা তথ্য ব্যবহার করছে এবং ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাবো তারা যেন গুজবে কান না দেয়।’

মূলত নির্বাচন কেন্দ্রিক সহিংসতা সৃষ্টি এবং জনমনে আতংক সৃষ্টির জন্যই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার।

আবদুল মান্নান (বিভাগীয় কমিশনার) বলেন, ‘মানুষ যাতে কোন শঙ্কার মধ্যে, ভীতির মধ্যে না থাকে এর সব ধরনের ব্যবস্থা আমরা করেছি।’

এদিকে ভুয়া পেজ খোলার মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের শনাক্তের জন্য পুলিশের ‘সাইবার ওয়ারফেয়ার’ নামে একটি বিশেষ দল কাজ শুরু করেছে ।

মোহাম্মদ মাহবুবর রহমান (কমিশনার) বলেন, ‘একটি টিম সার্বক্ষণিক ভাবে এগুলোর মনিটরিং করে থাকেন। গুজবগুলো যে সব সাইট থেকে আপলোড করা হয় সেগুলো শনাক্ত করে বন্ধ করার ব্যবস্থা করছি।’

২০১৩ সালের ২৭শে ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায়ের পর তাকে চাঁদে দেখা গিয়েছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এতে সংঘাতে সারাদেশে মারা যায় অন্তত ১০জন।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি যেতেই পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে শুক্রবার ভোরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার করলেও রেললাইন মেরামতের কাজ চলায় এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ধানের শীষের মিছিলে গুলি, আহত অর্ধশতাধিক

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচনী শেষ জনসভায় আসার পথে ধানের শীষের মিছিলে লাঠিচার্জ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

এতে গুলিবিদ্ধসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জনসভায় আসার পথে অন্তত পাঁচটি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল জানান, শেষ নির্বাচনী জনসভা ছিল শহরের শহীদ সরণির দলীয় কার্যালয়ের সামনে। শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় ধানের শীষের কর্মী-সমর্থকরা। বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাহাড়তলি এলাকা থেকে একটি মিছিল জনসভায় যোগ দিতে আসার পথে কালুর দোকান এলাকায় পৌঁছালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় নেতাকর্মীরা বাধা দিলে গুলি বর্ষণ করে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান বলেন, একইভাবে শহরের কলাতলী, বাস টার্মিনাল, খুরুশকুল ব্রিজ এলাকা ও পিএমখালীর নয়াপাড়া এলাকায় ধানের শীষের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আটজনকে আটক করা হয়। আমাদের জনসভাকে কেন্দ্র করে শহরের খুরুশকুল ব্রিজ এলাকার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এ নিয়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন গুলি বর্ষণ করে পুলিশ।

নির্বাচনী মিছিলে পুলিশের গুলি বর্ষণ ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাজল বলেন, বৃহস্পতিবার বিকেলে আমাদের জনসভায় আসার পথে আওয়ামী লীগ হামলা করেনি, অথচ হামলা করেছে পুলিশ। যেন পুলিশই আমাদের প্রতিদ্বন্দ্বী। পুলিশের এমন আচরণ বেআইনি এবং তাদের পোশাকের শপথ ভঙ্গের সামিল।

ধানের শীষের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গুলি বর্ষণের বিষয়ে জানতে কক্সবাজার সদর থানা পুলিশের ওসি ফরিদ উদ্দিন খন্দকারের মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। বিষয়টি জানিয়ে তার মোবাইলে এসএমএস পাঠালেও রিপ্লে দেননি তিনি।

হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা ইসির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার শঙ্কায় সকল সরকারি ও সামরিক হাসপাতাল জরুরি সেবাদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও স্ট্যান্ডবাই রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) হেলালুদ্দীন আহমদ।

নির্দেশনা বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তিনদিন নির্বাচনী কাজে নিয়োজিত যেকোনো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজনে জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখতে হবে।

সংসদ নির্বাচনে প্রায় আট লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া সাত লাখের মতো ভোটগ্রহণ কর্মকর্তা ও অন্যান্য কাজে দায়িত্ব পালন করবেন।

প্রতি সংসদ নির্বাচনেই সহিংস কর্মকাণ্ড ঘটে থাকে। দলীয় কর্ম-সমর্থকের সঙ্গে সহিংসতায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট লোকবলও আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে। দশম সংসদ নির্বাচনেও কয়েকশ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছিলেন। এদের মধ্যে ১৩৫ জনকে ক্ষতিপূরণও দিয়েছে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বড় বড় নেতারাও হামলার শিকার হয়েছেন। পুলিশের গুলিতেও কেউ কেউ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে।

ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, গত দুই সপ্তাহে যে সহিংসতা হয়েছে, তা নিয়ে তার দেশ উদ্বিগ্ন।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ বিটিআরসির

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয় বিটিআরসি।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সারাদেশে টুজি সেবা চালু থাকবে।

গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের দিন বিকেল ৪টার পর ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন।

ধীরগতির নেট ব্যবহার করতে চাইলে মোবাইল ফোনের সেটিং অপশনে গিয়ে (সেটিং>কানেকশন>মোবাইল নেটওয়ার্ক>২জি অনলি) টুজি করে দিলে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা আবদুল হাকিমের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষের প্রার্থী কারাবন্দি মাওলানা আব্দুল হাকিম এর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার সহধর্মিনী জাকিয়া জাবিন।
দেশের সর্বচ্চো আদালতের আদেশ থাকার পরও জামিনে মুক্তি পাননি বলে অভিযোগ করে কারাবন্দি মাওলানা আব্দুল হাকিমের স্ত্রী বলেন, ঠাকুরগাও -২ আসনের ধানের শীষের প্রার্থী মাও.আব্দুল হাকিম তাঁকে গত ১নভেম্বর একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোর পর ক্রমান্নয়ে ৭ মিথ্যা মামলা দেওয়া হয়।বর্তমানে মহামান্য হাইকোর্ট থেকে সকল মামলায় জামিনে আছেন তিনি।
তার পরেও মহামান্য সুপ্রিম কোর্টের একটি আদেশ রয়েছে তাঁকে হয়রানি বা নতুন কোন মামলায় গ্রেফতার না করার জন্য।তার পরও নতুন নতুন মামলা হচ্ছে তাঁর নামে।সর্বচ্চো আদালতের কোন আদেশ মানা হচ্ছে না।
ধানের শীষের প্রার্থী আব্দুল হাকিম মিথ্যা মামলায় আবারও গ্রেফতার হতে পারে মর্মে ধারনা হলে মহামান্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। গত ১৮ ডিসেম্বর মহমান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামাল এর সমন্বয়ে গঠিত বেন্ঞ্চ আবেদনটি শুনেন এবং মন্জুর করেন।সেই সাথে আদেশ দেন যে,মাওলানা আব্দুল হাকিম এর বিরুদ্ধে ইতিপূর্বে যদি নিদিষ্ট ক্রিমিনাল মামলা না থাকে তাহলে তাঁকে কোন ওয়ারেন্ট ছাড়া জেল থেকে বের হওয়ার সময় এবং নতুন কোন মামলায় গ্রেফতার করা যাবে না। এ আদেশটি গত ২৪ ডিসেম্বরে ঠাকুরগাওয়ে জেলা প্রশাসকসহ সকল দপ্তরে পৌছালেও আরো দুটি নতুন মামলায় শোন এরেস্ট দেখানোর চেস্টা করছে।এটি দেশের সর্বচ্চো আদালতকে অবমাননার সামিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাজীপাড়াস্থ নিজ বাসভবনে মাও.আব্দুল হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি আরো বলেন, ধানের শীষের পক্ষের কোন লোককে জনসংযোগে যেতে দিচ্ছে না।নৌকা মার্কার লোকজন সাধারণ ভোটারদের ভয় ভিতী প্রদর্শন করছেন।নৌকা ছাড়া অন্য মার্কায় ভোট দিতে চাইলে ভোট সেন্টারে না যাওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছেন।ধানের শীষের লাগানো পোস্টার ছিড়ে দেওয়া হচ্ছে।পোস্টার ঝুলাতে দেওয়া হচ্ছে না।প্রচার মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে।লাহিড়ী মুশফিকুরের বাড়ীতে সুতলি, পোস্টার ও ব্যানার পুলিশের সহায়তায় নিয়ে আসা হয়। নতুন নতুন মামলা সৃষ্টি করে শত শত মানুষকে আসামী করা হচ্ছে। তিনি আরো বলেন এসব কথা রিটার্নিং অফিসার, ইউএনও,ওসি ও বিজিবিকে বলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম আগুনের ঘটনা ঘটিয়ে শত শত আসামী করা হচ্ছে।
তিনি গণমাধ্যমে এসব বিষয় তুলে ধরার জন্য অনুরোধ করেন। তিনি ধানের শীষের পক্ষের সকল নেতা কর্মী সমর্থকগণকে পুলিশ প্রশাসন দ্বারা মিথ্যা মামলা হামলা,গ্রেফতার ও হয়রানী বন্ধের আহবান জানান। সেই সংগে মহামান্য সুপ্রিম কোর্টে আদেশ মেনে মাও.আব্দুল হাকিমকে মুক্তি দেওয়ার আহবান জানান।
এ সময় সাংবাদিক সম্মেলনে মাও.আব্দুল হাকিমের ছেলে সিগবাতুল্লাহ ও তাঁর আইনজীবী জয়নাল আবেদিন উপস্থিত ছিল।

সর্বশেষ আপডেট...