33.1 C
Dhaka, BD
বুধবার, মে ১৪, ২০২৫

ঢাকা ২ আসনে নৌকা প্রতিকে বিজয়ী করতে যুব লীগ নেতা কাইয়ুমের নেতৃত্বে গণ সংযোগ ও উঠোন বৈঠোক।

ঢাকা ২ আসনে নৌকা প্রতিকে বিজয়ী করতে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ ও উঠোন বৈঠক করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের নেতা কর্মীরা।
শুক্রবার সন্ধায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেনের নেতৃত্বে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে নৌকা প্রতিকে বিজয়ী করতে এলাকা সাধারন ভোটারদের মাঝে লিফলেট বিতরন করে গণ সংযোগ করেন।

পরে গাড়ি বহর নিয়ে কয়েক শত যুব লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে হেমায়েতপুর রিষি পাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন ভোটারদের সাথে উঠোন বৈঠোক করেন ।

এসময় আয়োজিত উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, সাভার থানা যুব লীগের সাধারন সম্পাদক, মোঃ নাসির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ। দেশে ফিরেই তিনি তার বাবার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণায় অংশ নেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মির্জা ফখরুল।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল হোসেনের আয়োজনে পথসভায় সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান ফখরুল কন্যা।

ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে শামারুহ বলেন, আমার বাবা ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জন সেবায় রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন।

মির্জা শামারুহ আরও বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্যে নয়, বরং দেশ রক্ষার জন্যে হলেও ধানের শীষকে জয়ী করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে বি.এস.সি. (অনার্স ) ডিগ্রী অর্জন করা মির্জা শামারুহ কিছুদিন আই.সি.ডি.ডি আর. বি., ঢাকাতে গবেষণা করেন। এরপর তিনি যোগদান করেন স্কয়ার ফার্মাসিউটিকাল্স এ।

২০০৩ সালে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালস থেকে বায়োটেকনলজি বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করে ২০০৫ সালে ঢাকা ফিরে আসেন। ফিরে আসার পর পরই তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে। পরবর্তিতে শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়া নাশনাল ইউনিভার্সিটির ‘জন কার্টিন স্কুল অফ মেডিকেল রিসার্চ’ এ গবেষনারত। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে ইতিমধ্যে তার বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

শিক্ষক ও গবেষক মির্জা শামারুহের নির্বাচনী সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এবং মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি এ বি এম সিদ্দীক বাবু প্রমুখ।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৬৯৮ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নাসির উদ্দিন মাহমুদ খান জানান, মাসকাট ফেরত যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তা পাওয়া যায়। পরে সেটি বের করে তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম অবৈধভাবে স্বর্ণ আনার কথা স্বীকার করেছে।

গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ

গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) সংস্থাটির নিউজরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধ হওয়া পেজগুলো হলো- বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, বিডিএসনিউজ ২৪ ডটকম, নিউজদিনেররাত ২৪ ডটকম। তবে, কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে এই পদক্ষেপ নেয় ফেসবুক।

 

স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ

অস্বাস্থ্যকর জীবনযাপন করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে এমনই একটি অ্যাপ তৈরি করেছে খরগপুর আইআইটির এক দল গবেষক। এই অ্যাপ সিগারেট খাওয়ার মতো দৈনিক অভ্যাস ঠিক করতে সাহায্য করবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে খরগপুর আইআইটি জানান, স্মার্টফোনের একাধিক সেন্সর ব্যবহার করে এই অ্যাপ কাজ করবে।

আইআইটি খরগপুরের রাজেন্দ্র মিশ্র স্কুল অব ইঞ্জিনিয়ারিং অন্ত্রপ্রিনিউয়ারশিপে এই অ্যাপ তৈরী হচ্ছে। ‘এই প্রযুক্তি কোন স্মার্টফোন বা ফিটনেস ব্যন্ডের সাথে যোগ করলে গ্রাহকের নড়াচড়া বুঝে নির্দিষ্ট চার্ট তৈরি করবে। এছাড়াও কতক্ষণ ফোন ব্যবহার করছেন গ্রাহক তা বুঝেও গ্রাহককে স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ।’ বিবৃতিতে জানানো হয়েছে।

গবেষণার দলের প্রধান অধ্যাপক রাম বাবু রায় বলেন, ‘চারজন ব্যক্তির ওপরে আমরা এই অ্যাপ পরীক্ষামুলকভাবে ব্যবহার করেছি। এই চার জন ব্যক্তির GPS ডাটা ও শারীরিক নড়াচড়া ট্র্যাক করেছে এই অ্যাপ। এই সময় সব সাধারণ ও খারাপ জীবনযাপন আলাদাভাবে বুঝতে পেরেছিল এই অ্যাপ।’

ব্যাংকক থেকে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

ব্যাংকক থেকে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আমজাদের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।

জানা গেছে, শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ রাখা হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে এটিএন বাংলায়। এরপর বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আমজাদ হোসেনের দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে মরদেহ চ্যানেল আইতে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ যাবে জামালপুর।

আমজাদ হোসেনের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য ইচ্ছা প্রকাশ করা হয়। পরবর্তীতে আমজাদ হোসেনের ইচ্ছায় জামালপুরে বাবা-মার কবরের পাশে তাকে শায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার আগে প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গুণী এই নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে।

গুলশানের ইয়্যুথক্লাব মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা।

দেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করে জানিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকার পালে আজ হাওয়া লেগেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। নৌকা মার্কায় সমর্থন চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ধানের শীষে ভোট মানেই দুর্নীতিকে সমর্থন দেয়া। আগামীতে ক্ষমতায় এলে রাজধানীতে পাতাল রেল নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, গেল ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার শুরু করার পর জেলা শহরের পাশাপাশি ভোট প্রার্থনায় এবার রাজধানীর বুকে জনসভার মাঠে আওয়ামী লীগ সভাপতি।

শুক্রবার বেলা সাড়ে ৩টার কিছু পরে, গুলশানের ইয়্যুথক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা। ঢাকার ৮টি আসনে নৌকা মার্কার প্রার্থীদের মঞ্চে নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

সভায় শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাজধানী ঘিরে আরও উন্নয়ন কর্মসূচি হাতে নেবে আওয়ামী লীগ।

বিএনপি আবারও ক্ষমতায় এলে দেশ দুর্নীতি আর লুটপাটে পিছিয়ে যাওয়ার আশঙ্কা করে, শেখ হাসিনা দেশের সমৃদ্ধির জন্য নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করেন।

আসছে নির্বাচনেও জনগণ নৌকা মার্কার পক্ষে রায় দেবে বলেও আশাপ্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান।

ধামরাইয়ে হাত-পা বাধাঁ লাশ উদ্ধার।

ঢাকার ধামরাইয়ে জয়পুরা নামক স্থানে পাল সিএনজির একটু পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উত্তর পাশে হাত-পা বাধাঁ আবুল বাসার (৪৫)নামা একটি লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
আজ শুক্রবার (২১সিডেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল সিএনজির সাথে পশ্চিম পাশে ঢাকা আরিচা মহাসড়কের রাস্তার উত্তর পাশে অজ্ঞাত নামা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়,সকাল বেলা রাস্তার পাশে দিয়ে পাল সিএনজি কর্মচারী গন যাওয়ার সময় রাস্তার পাশে হাত-পা বাধাঁ লাশটি দেখে ধামরাই থানায় খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি সুরতহাল করার সময় লাশে সাথে থাকা জ্যাকেটের বামপাশের পকেট থেকে একটি আবুল বাশার নামে আকিজ টুবাকো কম্পানীর একটি আইডি কার্ড পাওয়া যায়।তবে আইডি কার্ডে ফ্যাক্টরীর ঠিকানা টঙ্গীগাজীপুর।এই ঘটনাকে কেন্দ্রে করে এলাকার জনমনে আতংক সুষ্টি হয়েছে বলে জানাযায়।
এই ব্যাপারে ধামরাই থানার আফিসার ইনর্চাজ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অজ্ঞাত পরিচয় বিহীন একটি লাশ ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উত্তর পাশে পরে থাকতে দেখে লোকজন থানায় খবর দিলে আমিসহ আমার সঙ্গীয় পুলিশ বাহীনি নিয়ে ঘটনাস্থলে পৌছিয়ে হাত-পা বাধাঁ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে লাশটি সুরতহাল করার সময় লাশে সাথে থাকা জ্যাকেটের বামপাশের পকেট থেকে আবুল বাশার নামে আকিজ টবাকো কম্পানীর একটি আইডি কার্ড পাওয়া যায়।তবে আইডি কার্ডে ফ্যাক্টরীর ঠিকানা টঙ্গীগাজীপুর উলেখ্য আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে লাশটিকে নির্যাতন করে হাতে পায়ে আঘাত করে মারা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এর পর তিনি আর বলেন পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে -রমেশ চন্দ্র সেন

 ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বিএনপি উশৃঙ্খল দলে পরিণত হয়েছে; বিএনপির জন্মলগ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। বিএনপির সাথে যুদ্ধাপরাধীরা রয়েছে এবং তারা বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই এই উশৃঙ্খল দলকে বাংলাদেশের জনগণ সমর্থন করে না।
বুধবার সন্ধ্যায় শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি একটি দুর্নীতিবাদ দল; তার প্রমাণ খালেদা জিয়া ও তারেক জিয়া। তারা এতিমদের টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। তাই আজ খালেদা জিয়া কারাগারে আর তারেক জিয়া বিদেশের মাটিতে লুকিয়ে আছে। এই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের প্রচুর অর্থ বিদেশে পাচার করেছে। এতে দেশের ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ২০০১ সাথে কারচুপির মধ্যে দিয়ে বিএনপির ক্ষমতায় এসেছিল। তারা ভোট চুরি করে দেশের মানুষের সাথে ধোকাবাজি করেছে। ক্ষমতায় এসেই তারা বাংলাদেশকে একটা ধ্বংসাত্মক দেশে পরিণত করেছিল। এ দেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি; পরবর্তী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয় করে ক্ষমতায় আনে। রমেশ সেন বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১০ বছর একটানা ক্ষমতায় থেকে দেশের চেহেরা পাল্টে দিয়েছে, দেশের উন্নয়ন করেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে এবং দেশ হয়েছে উন্নতশীল দেশ। আজ বাংলাদেশ স্বয়ং সম্পন্ন; বিশ্বের মানচিত্র বাংলাদেশ একটি মডেল দেশ, উন্নতশীল দেশ। ২০১৪ সালে বিএনপি-জামায়াত দেশে যে তান্ডব চালিয়েছিল; জনগণ কিন্তু তা ভুলেনি। হুশিয়ারি করে রমেশ সেন বলেন, পুর্বের মত যদি এবারও তান্ডব করার চেষ্টা করে তাহলে তাহলে শক্তভাবে দমন করা হবে। সারাদেশে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার বইছে; তাই এবারের নির্বাচনেও বাংলাদেশের মানুষ পুণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমেশ চন্দ্র সেন। শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর শর্মার সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইন্দ্র নাথ রায়, সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল কবির  প্রমুখ।

মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না – রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ের গড়েয়া চন্ডিপুর স্কুল মাঠে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকেলে গড়েয়া মহিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন সর্ব প্রথমে গড়েয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কে এধরনের  অনুষ্ঠান করায় ধন্যবাদ জানান, তিনি বলেন এই বাংলাদেশে ৫১ ভাগ মহিলা ও ৪৯ ভাগ পুরুষ এর জন্য মেয়েদের বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মহিলা, বাংলাদেশের স্পীকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আবার সংসদের উপনেতা মহিলা, এ ধরনের প্রায় ৬০ থেকে ৬৫ জন আছেন। এজন্য মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না। প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিন্তু চেয়ারম্যান মেম্বারের সাথে তিনজন মহিলা মেম্বার দিয়েছি আমরা গ্রাম পুলিশ ও মহিলা এক-তৃতীয়াংশ মহিলা দিয়েছি এর একমাত্র কারণ প্রত্যেকটি বিষয়ে  এভাবে মহিলাদের যদি পদবি ও তাদের যদি অর্থায়ন করতে পারি তাহলে স্বাভাবিক ভাবে তারা দেশটাকে ভালবাসবে।

তিনি মহিলাদের  উদ্দেশ্যে বলেন শুধু সংসার দেখলেই চলবে না দেশটাকে ভালবাসতে হবে। দেশের অগ্রগতির দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেশকে যেমন আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি, যেন উন্নত দেশে পরিণত করতে পারি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ৯৩ দিন হরতাল করেছিল। তারা এই ৯৩ দিনে কত মানুষকে হত্যা করেছে, আগুনে পুড়িয়েছে প্রায় ১০০ জনের উপর পুলিশ মেরেছে ৭২ জনকে এরা অসংখ্য লোককে হত্যা করেছে। ২০১৪ সালে বিএনপি-জামায়াত দেশে যে তান্ডব চালিয়েছিল; জনগণ কিন্তু তা ভুলেনি। হুশিয়ারি করে রমেশ সেন বলেন, পুর্বের মত যদি এবারও তান্ডব করার চেষ্টা করে তাহলে তাহলে শক্তভাবে দমন করা হবে। সারাদেশে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার বইছে; তাই এবারের নির্বাচনেও বাংলাদেশের মানুষ পুণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমেশ চন্দ্র সেন। এছাড়াও নির্বাচনী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল কবির  প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রবীন্দ্র নাথ মদোক সহ  সকল অঙ্গ  সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...