আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন কমিশনে

Loading

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়িবহরসহ বিভিন্ন জায়গায় প্রচারণায় হামলা করা হয়েছে। অন্যদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরাও নির্বাচনী কাজ করতে পারছে না বলে অভিযোগ বিএনপির।

বিভ্ন্নি অভিযোগ নিয়ে শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে কমিশন সচিবালয়ে যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

তারা বলেন, ময়মনসিংহে নির্বাচনী মিছিলে ককটেল ও পেট্টোল বোমা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির প্রার্থীশূন্য আসনগুলোতে নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে ইসি সচিবালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল এ সংক্রান্ত লিখিত আবেদন কমিশনে জমা দেয়।