29.2 C
Dhaka, BD
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

৩০ ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের জনসভায় এ কথা বলেন তিনি। ভোটের লড়াইয়ে পরাজয় জেনে সরকার নানা অপকৌশল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে আজ শনিবার (২২ ডিসেম্বর) দিনভর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জনসভা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় বিকেলে বক্তব্য রাখেন দিনাজপুরের চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। ৩০ ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় অবধারিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, যতই গায়েবি মামলা কর, যতই তুলে নিয়ে যেতে চাও আমাদের লোকজনকে, কোনো লাভ হবে না। মানুষ ৩০ তারিখ ভোট দিয়ে ধানের শীষকে ঠিকই ফিরিয়ে আনবে।’

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর ফাইভ স্টার মাঠের জনসভায় বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব। তিনি অভিযোগ করে বলেন, ভোটের লড়াইয়ে পারবে না জেনেই অপকৌশল করছে ক্ষমতাসীনরা।

তিনি আরো বলেন, ‘নৌকা ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণের সঙ্গে তারা পারবেন না বলেই, আজকে তারা এসকল অপকৌশলের পথ নিয়েছে।’

সৈয়দপুরের পর দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের জনসভায় যোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র।

শনিবার বিকেল থেকে ঠাকুরগাঁওয়ের কয়েকটি স্থানে নির্বাচনী জনসভা করেন তিনি।

ধামরাই শতাধিক দরিদ্র ও ত্রতিমদের মাঝে কম্বল বিতরন

মোঃ সম্রাট আলাউদ্দিন.ধামরাই.ঢাকা. ঢাকার ধামরাইয়ে অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে HK SOCIAL WELFARE SOCIETY ও নিরাপদ সড়ক চাই”ধামরাই উপজেলা কমিটি।বেলা ১১ টায় ধামরাই টিওটরিয়াল হোম বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের সুবিধা বঞ্চিত মানুষের ঢল নামে। সকলে বুক ভরা আকাঙ্খা নিয়ে একটি শীতের কম্বলের আশায় দূর দুরান্ত থেকে এসেছে।“সবার উপরে মানবতা’সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই কথাটিকে স্ম্রণ রেখে নিরাপদ সড়ক চাই ধামরাই কমিটির আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দরিদ্র পরিবার,ও এতিমদের মাঝে শীতের কম্বল প্রদানে উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি এস এম আজাদ হোসেন(নিসচা)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক । শীতবস্ত্র পেয়ে অন্ধ,প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত বয়স্ক নারী পূরুষ এবং এতিম মাদ্রাসায় পড়ুয়া শিশু শীত বস্ত্র পেয়ে বুকে জরিয়ে আনন্দে আত্বহারা হয়ে উঠেছে।উক্ত, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃনাহিদ মিয়া এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক রিফাত প্রেমন।এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী কমিশনার,ও সাবেক কমিশনার তোবারক হোসেন কামাল(৪নংওয়ার্ড) কমিটির আইন সম্পাদক এডভোকেট আবুল কালাম মিজানুর রহমান,অনুষ্ঠনটির তত্বাবধানে ছিলেন, মোঃদেওয়ান নজরুল ইসলাম যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃআদনান হোসেন, প্রকাশনা সম্পাদক,সাংগঠনিক সম্পাদক মোঃরাহিম, সহ-সভাপতি ইমরান হোসেন, গোপাল চন্দ্র সরকার, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম,মহিলা বিষয় সম্পাদক মোসাঃমুনিয়া আক্তার কার্যকরী সদস্য মোঃজাহিদ, ওসমান গণি, আলিম হোসেন, নাঈম খান প্রমূখ।

সাভারে আ’লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীব এর জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের শুভেচ্ছা।

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব এর শুভ জন্মদিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শুভ জন্মদিক উপলক্ষ্যে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সম্পাদক জননেতা মোঃ মঞ্জুরুল আলম রাজীব এর হেমায়েতপুর বাস ভবনে গিয়ে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সায়েম মোল্লার নেতৃত্বে তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মোঃ আলতাফ হোসেনকে সাথে নিয়ে তাকে ফুল দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।
এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় নির্বাচনী প্রচারনার সময় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, সভা পন্ড

আশুলিয়ায় নির্বাচনী প্রচারনার সময় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসাসহ আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার বিকেলে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের নির্বাচনী প্রচারনার সময় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানায়, বিকেলে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করে। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মনোনীত ঢাকা-১৯ এর প্রার্থী ডা.এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভার শুরুর আগে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসাসহ যুবলীগের নেতাকর্মীরা একটি নির্বাচনী মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দিতে আসেন। এসময় আভ্যন্তরীণ কোন্দোলের জের ধরে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের লোকজন মুসার উপর হামলা করে। পরে যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে সাবেক যুবলীগ নেতা মুসা, আনোয়ারসহ আহত হয় অন্তত ১০ জন। এঘটনায় আলোচনা সভা না করেই আওয়ামীলীগের প্রার্থী ডা. এনামুর রহমান আহত নেতাকর্মীদের নিয়ে চিকিৎসার জন্য তার মালিকানাধীন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যান।
এদিকে সংসদ নির্বাচনের আগ মুহুর্তে যুবলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষেল ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে সাবে যুবলীগ নেতার উরপর বহিরাগতরা হামলা করেছে বলে জানতে পেরেছি। সংঘর্ষের সময় আমি খাবারের ঘওে থাকায় বিষয়টি পরে জানতে পারি। তবে যুবলীগের দুই গ্রুপের মধ্যে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সাভাবিক রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার পাথালিয়া এলাকায় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সামনেই যুবলীগ নেতা সুমন মন্ডলের (পণ্ডিত) সাথে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম সোহাগের মধ্যে সংঘর্ষ হলে আহত হয়েছে অন্তত ৩ জন। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার বিষয়ে জানতে সাংসদ এনামুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা ২ আসনে নৌকা প্রতিকে বিজয়ী করতে যুব লীগ নেতা কাইয়ুমের নেতৃত্বে গণ সংযোগ ও উঠোন বৈঠোক।

ঢাকা ২ আসনে নৌকা প্রতিকে বিজয়ী করতে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ ও উঠোন বৈঠক করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের নেতা কর্মীরা।
শুক্রবার সন্ধায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেনের নেতৃত্বে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে নৌকা প্রতিকে বিজয়ী করতে এলাকা সাধারন ভোটারদের মাঝে লিফলেট বিতরন করে গণ সংযোগ করেন।

পরে গাড়ি বহর নিয়ে কয়েক শত যুব লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে হেমায়েতপুর রিষি পাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন ভোটারদের সাথে উঠোন বৈঠোক করেন ।

এসময় আয়োজিত উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, সাভার থানা যুব লীগের সাধারন সম্পাদক, মোঃ নাসির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ। দেশে ফিরেই তিনি তার বাবার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণায় অংশ নেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মির্জা ফখরুল।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল হোসেনের আয়োজনে পথসভায় সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান ফখরুল কন্যা।

ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে শামারুহ বলেন, আমার বাবা ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জন সেবায় রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন।

মির্জা শামারুহ আরও বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্যে নয়, বরং দেশ রক্ষার জন্যে হলেও ধানের শীষকে জয়ী করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে বি.এস.সি. (অনার্স ) ডিগ্রী অর্জন করা মির্জা শামারুহ কিছুদিন আই.সি.ডি.ডি আর. বি., ঢাকাতে গবেষণা করেন। এরপর তিনি যোগদান করেন স্কয়ার ফার্মাসিউটিকাল্স এ।

২০০৩ সালে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালস থেকে বায়োটেকনলজি বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করে ২০০৫ সালে ঢাকা ফিরে আসেন। ফিরে আসার পর পরই তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে। পরবর্তিতে শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়া নাশনাল ইউনিভার্সিটির ‘জন কার্টিন স্কুল অফ মেডিকেল রিসার্চ’ এ গবেষনারত। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে ইতিমধ্যে তার বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

শিক্ষক ও গবেষক মির্জা শামারুহের নির্বাচনী সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এবং মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি এ বি এম সিদ্দীক বাবু প্রমুখ।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৬৯৮ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নাসির উদ্দিন মাহমুদ খান জানান, মাসকাট ফেরত যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তা পাওয়া যায়। পরে সেটি বের করে তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম অবৈধভাবে স্বর্ণ আনার কথা স্বীকার করেছে।

গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ

গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) সংস্থাটির নিউজরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধ হওয়া পেজগুলো হলো- বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, বিডিএসনিউজ ২৪ ডটকম, নিউজদিনেররাত ২৪ ডটকম। তবে, কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে এই পদক্ষেপ নেয় ফেসবুক।

 

স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ

অস্বাস্থ্যকর জীবনযাপন করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে এমনই একটি অ্যাপ তৈরি করেছে খরগপুর আইআইটির এক দল গবেষক। এই অ্যাপ সিগারেট খাওয়ার মতো দৈনিক অভ্যাস ঠিক করতে সাহায্য করবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে খরগপুর আইআইটি জানান, স্মার্টফোনের একাধিক সেন্সর ব্যবহার করে এই অ্যাপ কাজ করবে।

আইআইটি খরগপুরের রাজেন্দ্র মিশ্র স্কুল অব ইঞ্জিনিয়ারিং অন্ত্রপ্রিনিউয়ারশিপে এই অ্যাপ তৈরী হচ্ছে। ‘এই প্রযুক্তি কোন স্মার্টফোন বা ফিটনেস ব্যন্ডের সাথে যোগ করলে গ্রাহকের নড়াচড়া বুঝে নির্দিষ্ট চার্ট তৈরি করবে। এছাড়াও কতক্ষণ ফোন ব্যবহার করছেন গ্রাহক তা বুঝেও গ্রাহককে স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ।’ বিবৃতিতে জানানো হয়েছে।

গবেষণার দলের প্রধান অধ্যাপক রাম বাবু রায় বলেন, ‘চারজন ব্যক্তির ওপরে আমরা এই অ্যাপ পরীক্ষামুলকভাবে ব্যবহার করেছি। এই চার জন ব্যক্তির GPS ডাটা ও শারীরিক নড়াচড়া ট্র্যাক করেছে এই অ্যাপ। এই সময় সব সাধারণ ও খারাপ জীবনযাপন আলাদাভাবে বুঝতে পেরেছিল এই অ্যাপ।’

ব্যাংকক থেকে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

ব্যাংকক থেকে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আমজাদের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।

জানা গেছে, শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ রাখা হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে এটিএন বাংলায়। এরপর বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আমজাদ হোসেনের দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে মরদেহ চ্যানেল আইতে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ যাবে জামালপুর।

আমজাদ হোসেনের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য ইচ্ছা প্রকাশ করা হয়। পরবর্তীতে আমজাদ হোসেনের ইচ্ছায় জামালপুরে বাবা-মার কবরের পাশে তাকে শায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার আগে প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গুণী এই নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে।

সর্বশেষ আপডেট...