27 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাভার পৌর ১নং ওয়ার্ডে ডাঃ এনামুর রহমানের নির্বাচনীয় জনসভা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ১৬ই ডিসেম্বর ২০১৮ ইং  বিকেলে জামসিং শুকুরজান জিন্নত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাভার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনীয় জনসভাটি অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা ১৯ (সাভার, আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় ডা.এনামুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের কোন বিকল্প নাই। অত্র এলাকায় বিগত কয়েক বছরের তুলনায় রাস্তা, ঘাট ও স্কুলগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আবারো আমাকে সেবা করার সুযোগ দিলে উন্নয়ন মূলোক কাজ করতে চাই।

তিনি আরো বলেন, যারা এতিমের টাকা চুরি করে খায়, দূর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায় তাদের প্রত্যাখান করতে হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট কেন্দ্রে দলীয় নেতা কর্মীদের পাহাড়া দিতে বলেন। জনসভায় সাভার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.এরশাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুল গণি, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.মিনহাজ উদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দীকি নিউটন ও পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাশেদ খান মেনন।

অনুষ্ঠানে সাভার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেনের সনচালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাভার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রিয়াজুল হক ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাভারে খাদ্য মন্ত্রীর পক্ষে ভোট চাইলেন যুব লীগ নেতা ও ইউপি সদস্য আইয়ুব আলী।

সাভারে খাদ্য মন্ত্রীর পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি ও ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী মেম¦র।
রবিবার সন্ধায় ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম ও ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী দলের কয়েক শো’ নেতাকর্মীদেরকে সাথে নিয়ে খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের পক্ষে গণ সংযোগ করেন।

গণ সংযোগ টি ভরারী বটতলা থেকে বের হয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় বাসা বাড়িতে গিয়ে সাধারন ভোটারদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের কথা তুলে ধরেন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান বিভিন্ন উন্নয়নমুলক কাজ অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট চান তিনি।

এ সময় ইউপি  সদস্য হাজী মোঃ আইয়ুব আলী বলেন, বিএনপি ৩০শে ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দেয়ার কথা বলে নির্বাচনকে বানচাল ও প্রশ্নবৃদ্দ করার লক্ষ্যে দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন।

কিন্ত তাদের সে আশা পুরন হবেনা, আমরাও দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ৩০শে ডিসেম্বর নির্বাচনে সারাদিন ভোট কেন্দ্র গুলোতে পাহারা দিবো, যাতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি শান্তি পুর্ন নির্বাচনকে প্রশ্নবৃদ্দ না করতে পারে। এ সময় তিনি আরো বলেন, বিজয়ের মাসে ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের আরো একটি বিজয় হবে ।

এ সময় গণ সংযোগে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের পর পর দুইবার নির্বাচিত জন প্রিয় ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, তেঁতুলঝোড়া ইউনিয়নের যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আসলাম হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রোববার (১৬ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিনের উদয়পুরে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের গণসংযোগ ঘিরে ওই এলাকায় অবস্থান করে দলের নেতাকর্মীরা।

একই এলাকায় গণসংযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলে কর্মী-সমর্থকরা। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক কর্মী আহত হন। ৫টি মাইক্রোবাস ও সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় ১৬টি মোটরসাইকেলে। পরে হামলা চালিয়ে আওয়ামী লীগের ৫টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।

সুস্থ ভোট হলে মহাজোটই ক্ষমতায় আসবে: ফিরোজ রশীদ

ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মহাজোট আবারও ক্ষমতায় আসবে। কারণ মহাজোট সরকার দেশে যে উন্নয়ন করেছে, তার জন্য মানুষ আবার ভোট দেবে।

ফিরোজ রশীদ বলেন, মনে রাখতে হবে মহাজোটের পরাজয় মানে দেশের উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। দেশবিরোধী শক্তি চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানান ধরনের কুৎসা রটাচ্ছে। এসব প্রতিহত করেই সারাদেশে মহজোটের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর অ‍াওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান সংস্থা বন্ধন বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় করে।

বাংলাদেশ মানবধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখা ও সিভিল সার্জেন ঠাকুরগাঁও এর সহযোগিতায় আজ(১৬ ডিসেম্বর)সকাল ১০.৩০ ঘটিকা থেকে ঠাকুরগাও জেলা স্কুল বড় মাঠে প্রতিবারের ন্যায় বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় র্কমসূচি পালন করে সেচ্ছায় রক্তদান সংস্থা বন্ধন।বন্ধরনের রক্তের গ্রুপ নির্ণয় র্কমসূচিতে উপস্থিত ছিলেন বন্ধনের উপদেষ্টা ও বাংলাদেশ মানবধিকার কমিশনের রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এ্যাডভোকেট জাহিদ ইকবাল, বন্ধনের উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি এ এর খলিলুর রহমান, বাংলাদেশ মানবধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন ফেরদৌস,বন্ধনের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনি সম্পাদক শাহিন আলম, বন্ধনের ঠাকুরগাঁও কলেজ শাখার সভাপতি সজিব ,বন্ধনের ঠাকুরগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক জনি,রোড় কলেজ শাখার সভাপতি নাসিরুল ইসলাম,সাধারন সম্পাদক তুষার রহমান সহ বন্ধনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সংগঠনটি ২০১২ সালের ২৫শে ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের জোগান দিয়ে যাচ্ছে।সর্ম্পূণ নিজের উদ্দোগে কিছু মানবতা কর্মি এই কাজ করে যাচ্ছে। সরকারি ভাবে তাদের নিবন্ধনের কোন উদ্দোগ নেই বললে চলে।বন্ধনের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, বন্ধন ২০১২ সাল থেকে হাজার হাজার মূর্মূষ রোগীকে রক্ত দান করে আসছে এবং সরকার যদি তাদের বৈধতা দান করে তাহলে এই ধারাকে অব্যাহত রাখবে।করণ তাদের সরকারি ভাবে বৈধতা না দেওয়ায় বিভিন্ন ভাবে সমস্যার সমূক্ষীণ হচ্ছে ।সকারের বৈধতা পেলে তারা আরো বেগবান হবে।

স্বাধীনতার মূলনীতি মেনে দেশ গড়ার কাজকে এগিয়ে নিতে হবে

আজ সকাল (১০:২০ মিনিট) ৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান ড. কামাল হোসেন ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন স্বাধীনতার ৪৭ বছর পার হয়েছে, স্বাধীনতাকে মূল্য দিয়ে মানুষ আজ সচেতন হচ্ছে। স্বাধীনতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে সবাইকে শপথ নিতে হবে।

স্বাধীনতার মূলনীতি মেনে দেশ গড়ার কাজকে এগিয়ে নিতে হবে।

সন্ত্রাস, জোর জবরদস্তি ও লাঠিয়ালদের ভূমিকা কোনভাবে মেনে নেয়া যায়না।
যারা রুগ্ন রাজনীতি করে তারা লাঠিয়াল ও কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয়না। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ঐক্যকে সুসংহত করে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

এসময় ঐক্যফ্রন্টের নজরুল ইসলাম খান আরো বলেন জনগণ সরকারের সব অপচেস্টা ব্যর্থ করে ঐক্যপ্রন্টকে বিজয়ী করবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে বেগম জিয়াকে মুক্ত করা হবে

নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে মির্জা ফখরুল

আজ সকাল ৯টায় ৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান বিএনপির ভার প্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল । এসময় তিনি বলেন বিজয়ের দিনে গোটা জাতি বিজয়ের আনন্দ করতে পারছেনা, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর সরকার যে হামলা মামলা নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে, সহিংসতার ঘটনায়
নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমান দিচ্ছে। প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে। গনতন্ত্র ফিরিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে ।

১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

ঢাকা জেলা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । সাথে ছিলো অসখ্য নেতা কমি।

৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রোববার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টার দিকেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর চৌকশ দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

রাজনৈতিক সহিংসতা ও অশ্লীল কার্যকলাপ এড়াতে বন্ধ হলো ৩টি পার্ক ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও অশ্লীল কার্যকলাপ এড়াতে এবং অনুমোদনহীনভাবে বিনোদন পার্ক পরিচালনা করায় ঠাকুরগাঁও শহরের তিনটি বিনোদন পার্ক বন্ধের নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের কল্পনা পার্ক, চিটাগাং পার্ক ও স্বপ্নজগৎ নামে তিনটি বিনোদন পার্ক পরিদর্শন করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পার্কগুলো বন্ধের নির্দেশনা দেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বিনোদন পার্কগুলোর অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে, অনুমোদন না থাকায় দ্রুত অনুমোদন নিতে ও নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এড়াতে সদরের তিনটি বিনোদন পার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি পার্কগুলো তাদের কার্যক্রম চালু রাখে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পার্কগুলো পরিদর্শনকালে ঠাকুরগাঁও সদর থানার আইন-শৃঙাখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...